নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

জাতি হতাশায় ভুগছে, অনিশ্চিত ভবিষ্যত

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

বর্তমান পরিস্হিতিতে প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টকে একটা সঠিক রোডম্যাপ জাতির সামনে তুলে ধরতে হবে; আমরা নিশ্চয়, কামরুল, নাসিম, মায়া, এইচটি ইমামদের কথার উপর নির্ভর করতে পারবো না।



দেশের বর্তমান অবস্হায় জাতি শংকিত, জাতি আতংকিত; আগামীতে কি ঘটবে, সেটার আনুমানিক রোডম্যাপ জাতির সামনে নেই। যেকোন অবস্হায়, মানুষ সরকার থেকে আশার বাণী শুনতে চায়, ও সেই আশার বাণীর প্ল্যানও দেখতে চায়; বর্তমান সরকারের মন্ত্রী মিনিস্টার একটা ব্যাপারে নিশ্চিত করছে যে, সরকারের 'পতন' ঘটবে না; কিন্তু তাতে মানুষের কোন অংশ আছে কিনা, সেটা তাদের বক্তব্য থেকে বুঝার উপায় নেই।



মানুষ যদি বুঝতে পারতো যে, বিরোধীরা জয়ী হবে, এবং তাতে মানুষের অংশ থাকবে, সেটাও একটা আশা হতে পারতো; কিন্ত বিরোধীরা বলছে যে, সরকার 'পতনের শেষ সোপানে', আসলে কি তাই? এদের উপর মানুষ কিভাবে আস্হা রাখবে। ধরলাম, সরকারের পতন হলো, যারা বর্তমানে তথাকথিত আন্দোলন করছে, তাদের অতীত ইতিহাস কি? মানুষ কি তাদের থেকে কোনকিছু আশা করতে পারে?

জনজীবন চলছে, মানুষ থেমে থাকে না; কিন্তু হতাশ জাতি ও আশন্বিত জাতির জীবন সম্পুর্ণ আলাদা; হতাশ জাতির সবকিছুই নিম্নমুখী; ফলে, যদিও বর্তমান বৈরি অবস্হার মাঝেও আমরা জীবনের প্রবাহ দেখছি, এই প্রবাহ নিম্নমুখী।



জনতা হতাশ হয়ে গেলে, সরকারের সাথে তাদের যোগসুত্র থাকে না; সরকার সরকারের কাজ করে, মানুষ নিজের ভাবনায় ব্যস্ত থাকে; যেমন সোামলিয়ায়ও সরকার আছে, সিরিয়ায় সরকার আছে, আগফানিস্তানে সরকার আছে।























মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৫

অপ্রস্তুত সন্ন্যাসী বলেছেন: আমরা জিম্মি । অতীতেও অন্ধকার ছিল ভবিষ্যতেও অন্ধকার । মুক্তির কোন পথ দেখী না ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:


ঠিক, এ মহুর্তে জাতি জিম্মি।

১৯৭১ সালের প্রথমদিকও এ রকম ছিল; ক্রমে কিছু মানুষ সব বদলায়ে দিয়েছে।

এটারও অবসান ঘটবে।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: সত্যিই আমরা অন্ধকারে। আলো টা হারিয়ে ফেলেছি স্বার্থের কুহেলিকায়। আশাহীন ভেলায় ভাসছি আমরা। সরকার এক অদক্ষ মাঝি। ভবিষ্যৎ এর তাই ভরাডুবি।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:


সরকারকে জোর করে নামানোর ক্ষমতা নেই এখন।

বিরোধীরা মানুষের কথা ভাবছে না।

কিছু সময় লাগবে এ অবস্হার অবসান হতে।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২১

এম এল গনি বলেছেন: যথার্থ |

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:


হতাশ জাতির সমস্যার শেষ নেই; সামনে না গিয়ে পেছনে চলে যায়।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৯

সূর্য্য আমি! বলেছেন: সূর্য্য আমি! বলেছেন: তোর লাইগা আরেকটা কাব্য ;)

কি জানি কি খেয়ালে, মুতেছিনু দেয়ালে,
সেই দেয়াল চেটেছিলো, গাজী আর শেয়ালে ;) :D

যা, তোর কমান্ডাররে খুজতে ফাকিস্তান যা পাকী জারজ গাজী ছাগু। তোর কমান্ডার রাজাকারে আছিলো নাকি পাকী আর্মিতে? তার পুটকী চাটতি? নীলখেতের ছাগুফিকেটও কি নীলক্ষেতেই পাইছোস নাকি ইসলামাবাদ থাইকা প্রিন্ট কইরা পাঠাইছে?

খেলা তো শুরুই হয় নাই। পার্ট টু, থ্রি, উইকেন্ড মেগা আমোদপোস্ট কতকিছু বাকী আছে। এইগুলাও মজার। এইখানে তো জাস্ট টোকা দিতাছি। বুইড়া ছাগুরে আঙ্গুলের ব্যায়াম করাইতেছি যাতে খালামনিরে ঠিকমত উংলির পুলক দিতে পারে ;)

টানা কমেন্টামু না। কিছুক্ষন পর পর আইসা গুতা দিয়া যামু। অপেক্ষায় থাকবি কখন আসতেছে, কখন আসতেছে। অপেক্ষা এক আশ্চর্য্য যন্ত্রনার ব্যাপার। তোর সাথে মানসিক গেম খেইলা মজা পাইতেছি। একটা বিকৃত অসুস্থ্য মানসিকতার নিঃসঙ্গ প্রবাসী এবং কর্মহীন বুইড়ার জীবন নিয়া গল্পের প্লটও মাথায় চইলা আসছে। যার বিকৃতিরে দুনিয়া কখনো পাত্তা দেয়নাই আর শেষ সম্বল ছিলো অনলাইনে বমি করা। একদিন সেইটা নিয়াও টানাটানি দেখা দিলো।

এরপর, এরপর কি হইলো?

জানার জন্য অপেক্ষায় থাকুক আমজনতা ;)


োস্বর্নাখালামনির জন্য একটা ছুট্টু শায়েরী। আবার আসলে একটূ শুনাইয়া দিস তো পাকী জারজ গাজী ছাগু ;)

চুতিয়া চুতমারানী, োদা কি তোর সঙ্গে যাবে??
গাজীরে চাটতে দিলে োদা কি তোর ক্ষয়ে যাবে?? ;)

ওই কাজেই বিজি থাক। নাইলে আরো নোংরা রুপ দেখবি। সিপি গ্যাং স্টাইল। =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.