নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

৭ই মার্চের বক্তৃতা সবাই মনে রেখেছিল, শুধু শেখ সাহেব ভুলে গিয়েছিলেন

০৭ ই মার্চ, ২০১৫ রাত ৩:২১

মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমি অনেক লোকের মুখে শেখ সাহেবের ৭ই মার্চের পুরো বক্তৃতা মুখস্হ শুনেছি; অনেকে উনার মত করে, সেই বক্তৃতা দিয়ে মানুষকে যুদ্ধের মাঝে উজ্জীবিত করতেন। এখন বোধ হয়, সেই উৎসাহ আর কেহ দেখাবেন না; যারা মুখস্হ করেছিলেন, তারা হয়তো ভুলেননি; কিন্তু উৎসাহিত হয়ে হয়তো আর শোনাবেন না।



শেখ সাহেব অলিখিত বক্তৃতা দিতেন; তিনি বক্তৃতায় খুবই দক্ষ ছিলেন; কোন পয়েন্ট বাদ যেতো না; সবই ভালো। কিন্তু ৭ই মার্চে উনি যেই পরিস্হিতিতে যাঁদের জন্য বক্তৃতা দিয়েছিলেন, ১৯৭২ সালের ১০ই জানুয়ারী পাকিস্তান থেকে ফেরত আসার পর, সেই একই লোকদের উদ্দেশ্যে সেই রকম কথা আর তিনি বলেননি; এমন কি পরবর্তিতে তিনি ৭ই মার্চের উপস্হিত লোকদের ঐতিহাসিক ভুমিকা নিয়ে কোন কথা কোথায়ও উল্লেখ করেননি। দেশ স্বাধীন হওয়ার পর, তাঁহার রাজনীতিতে ৭ই মার্চের পরস্হিতির কোন প্রভাব দেখা যায়নি।



১৯৭২, ১৯৭৩ ও ১৯৭৪ সালে মানুষ খুবই উৎসাহের সাহে উনার সেই ঐতিহাসিক বক্তৃতা বাজাতেন; মানুষের সেই উৎসাহের ব্যাপার নিয়ে তিনি কথা বলেছিলেন কিনা আমার জানা নেই।



৭ই মার্চে উপস্হিত ছিলেন খুবই সাধারণ মানুষ; যাদের ব্যবসা বাণিজ্য ছিল, যারা ভালো সরকারী চাকুরী করতেন, সেই ধরণের লোকজন উপস্হিত ছিলো না। শেখ সাহেব যখন ক্ষমতায়, তখন ব্যবসায়ী, সরকারী চাকুরীর লোকেরাই শেখ সাহেবের ঘনিস্ট হয়ে যায়; সাধারণ মানুষের জন্য উনি কোন নির্ধারিত সময় রাখেননি; এমন কি উনি মানুষের সামনে বক্তৃতাও কমায়ে দেন।





মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৫ রাত ৩:৩০

নীল জানালা বলেছেন: বাকিটুক কবে লেখবেন?

০৭ ই মার্চ, ২০১৫ রাত ৩:৪০

চাঁদগাজী বলেছেন:


বাকী কিছু নেই, লেখার সময় কানেকশন বন্ধ হয়ে গিয়েছিল; পরে ১ প্যারা যোগ করেছি।

বলার কিছু নেই, সেই ঐতিহাসিক বক্তৃতা আজও আছে, আজও মানুষ শোনে; শুধু সেই বক্তৃতার কোন অর্থনৈতিক ফলাফল পাওয়া যায়নি কোনদিন।

২| ০৭ ই মার্চ, ২০১৫ সকাল ৯:০১

আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: পিছন থেকেই শাহজাহান সিরাজ মনে করেই দিয়েছিলেন..........জনজন স্বাধীনতার ঘোষনা শুনতে চায়................................।

শেখ সাহেব শুনলেন.........................বললেন ‘ জয় বাংলা, জয় পাকিস্তান’


রেফারেন্স----১৯৭১ ভেতরে-বাইরে..............মুক্তিবাহিনীর উপপ্রধান, আওয়ালীগ নেতা, সাবেক সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি জনাব এ কে খন্দকার।

০৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:


শাহজাহান সিরাজ, রব, তোফায়েল, নুরে আলম সিদ্দীকী, মাখন, সবাই ছিল ফাউল।

শেখ সাহেব পাকিস্তানের ভোটে জয়ী হয়েছিলেন; উনার দায়িত্ব ছিল মানুষের প্রতি; উনি শেষ চেস্টা করেছিলেন সবকিছু সাধ্যমত ঠিকভাবে করার জন্য।

৩| ০৭ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৩৪

রবিউল ৮১ বলেছেন: ১৯৭২ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত অনেক ঘটনা নিয়ে পরবর্তি শাসকরা মিথ্যাচার করে গেছে দিনের পর দিন।হয়তো তখন অনেক সমস্যা ছিলো সময়টাও খারাপ ছিলো কিন্তু যতটুকু প্রচার করা হয় ওতো খারাপ ছিলো না।ওই সময় নিয়ে অনেক মিথ্যাচার চালু আছে আবার অনেক গল্পও চালু আছে কোনটা সত্য আর কোনটা মিথ্যা এগুলো কোনদিনও কি জানা যাবে না?আমাদের কাছে অনেক কিছুই ধোয়াসা।

০৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:

সব গল্প চালু করেছিল কিছু বাংগালী ও মিলিটারীর লোক; তারা পাকিস্তানী কায়দায় ধনী হতে; আদমজী, দাউদ, ইস্পাহানীর মত হতে; আজ তারা ঠিকই হয়েছে, ফালু, সালমান, মেজর মান্নান, সব সেক্রেটারী, কর্ণেল ফারুক, নুরল ইসলামরা।

শেখ সাহেব দক্ষ প্রশাসন গড়তে পারেননি, কিন্তু চোর ডাকাত ছিলেন না।
এখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাপার সবাই চোর ডাকাত।

৪| ০৭ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:০০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

আমারও তাই মনে হয়।

আচ্ছা আপনার আগের নিকটা কি খেলাঘর?

আমার এরকম মনে হচ্ছে আপনার পোস্ট ও মন্তব্যের ধরণ দেখে। :)

০৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


নিক দিয়ে কি হবে?

আমাকে কোন ব্লগ দীর্ঘ সময় লিখতে দেয় না।
আপনারা অনেকেই লেখার দিক থেকে আমার পরিচিত।

৫| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫৬

গরু গুরু বলেছেন: তাইতো বলি কেমন কেমন লাগতাসে

৬| ০৭ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:৪০

ধূসর সপ্ন বলেছেন: কি লিখলেন , কি নিয়ে কথপকথন করলেন কিছু বুঝলাম না । তবে মনে হল খাটি ইতিহাস নিযে কথা বললেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.