![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
শেখ সাহেবের ৬ দফা আন্দোলন স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়; সাড়ে ৭ কোটী মানুষের মাঝে ৬ কোটী মানুষ স্বাধীনতা চেয়েছেন, লড়েছেন, মুল্য দিয়েছন; ৬ কোটীর মাঝ থেকে ১ লাখ ২০ হাজার সরাসরি যুদ্ধ করেছেন, ২২ হাজার মুক্তিযোদ্ধা প্রাণ দিয়ে দেশ এনেছেন।
দেশ স্বাধীন হওয়ার পর, শেখ সাহেব কিছু মারাত্মক ভুল করেছিলেন:
১) দেশের সকল মানুষের জন্য সমান সুযোগের কথা প্রথম দিক থেকে ভাবেননি।
২) রাস্ট্রায়ত্ত সম্পত্তিকে রক্ষা ও উন্নয়ের জন্য সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হন।
৩) সীমিত সম্পদের দেশে সবার শিক্ষাকে ফ্রি ও বাধ্যতামুলক না করে, সব স্বপ্নকে ধুলিস্যাৎ করেন।
৪) দেশের উন্নয়নের জন্য 'রিলিফ' গ্রহন; জাতিকে কর্ম বিমুখী করার সুযোগ করে দেয়া
৫) দেশ স্বাধীন হওয়ার পর, ছাত্রলীগকে রাজনীতি করার সুযোগ দেয়া: পরে, ছাত্রলীগ বিভক্তিকরণ। স্বাধীন দেশে উচ্চশিক্ষিত দক্ষ মানুষের দরকার ছিল, পড়ালেখার দরকার ছিল; ছাত্র রাজনীতি শিক্ষার পরিপন্হি।
৭) চরম-পন্হি সিরাজ শিকদারকে বিচারের সুযোগ না দিয়ে, দলের যারা সিরাজকে হত্যা করেছিল, তাদের বিচার না করা।
৭) ছাত্রলীগ থেকে জাসদ হওয়ার পর, জাসদকে মেনে না নেওয়া।
৮) 'বাকশাল' এর উদ্দেশ্য সঠিকভাবে মানুষের কাছে তুলে না ধরে, সাধারণ মানুষকে বানকশালে না টেনে, বাকশাল ঘোষণা।
৯) উনার জীবনের উপর হুমকির বিপরিতে সঠিক পদক্ষেপ না নেয়া।
১০) মুক্তিযুদ্ধের নায়কদের সরকারে স্হান না দেয়া। মুক্তিযোদ্ধাদের সৈনিক হিসেবে চাকুরীতে রাখা।
১১) পাকিস্তান থেকে ফেরত আসা সেনাদের সেনা বাহিনীতে রাখা।
সময়ের সাথে এ ভুলগুলো সামনে এসেছে।
১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:০৯
চাঁদগাজী বলেছেন:
স্বাধীনতার জন্য আমরা সবচেয়ে বেশী মুল্য দিয়েছিলাম, শেখ সাহেবের মাড়াত্মক ভুলগুলো আমাদের স্বপ্নকে খাট করে দেয়ার জন্য আংশিকভাবে দায়ী।
২| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি আসলে চিন্তক এবং সত্যভাষী। অনেকে বিষয়ে জ্ঞান রাখেন।
আমি আসলে গবেট এইসব বুঝি না। কারণ, আমি আমার স্ত্রী সন্তারে জন্য চিন্তা না করলে অন্যরা কিছুই করবে না।
দেশের জন্য কেউ চিন্তা করে না ফলে দেশবাসীর এই অবস্থা।
১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৯
চাঁদগাজী বলেছেন:
না, আমি কিছুই না; সৌভাগ্যক্রমে, সময়ের কারণে, '৭১ সালের জেনারেশনের অংশ হয়েছিলাম মাত্র।
৩| ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি স্বাধীনতা চেয়েছিলাম। পেয়েছি। আমি পরাধীন হতে চাই নি। তাও হয়েছি।
১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৮
চাঁদগাজী বলেছেন:
আধুনি সময়ে স্বাধীনতার ডেফিনেশনের সাথে যুক্ত হয়েছে মুলিক অধিকার সমূহ।
৪| ১৭ ই মার্চ, ২০১৫ সকাল ৭:২৯
জাফরুল মবীন বলেছেন: আপনি অনেক গভীরভাবে চিন্তা করেন।
অনেককিছু জানছি আপনার লেখা থেকে।
৫| ১৭ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৪০
আরণ্যক রাখাল বলেছেন: ৮ ও ১১ নংই বোধহয় তাঁর পতনের প্রধান কারণ| বাকশালে শেখ সাহেব বঙ্গবন্ধু থেকে স্বৈরাচার শেখে পরিণত হয়েছেন
৬| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ১০:০৯
রানার ব্লগ বলেছেন: বঙ্গবন্ধুর প্রধান ভুল ছিলো রাজাকারদের সমুলে উৎপাটন না করে তাদের মাফ করার মতো আবেগের বশবর্তী হয়ে অবিবেচনা মুলোক কথা বলা। তখনি যদি এদের সকলের বিরুদ্ধে গনো শাস্তি ঘোষণা করতেন তবে আজ আর এই দিন দেখতে হতো না
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:০৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কিছু বলার নেই।
৪৪ বছর পরেও আমরা স্বাধীনভাবে চিন্তা করতে পারি না।