![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আমাদের দল প্রাণপনে চেস্টা করে, আমাদের দেশকে কোয়ার্টার ফাইনালে এনেছে; জাতি আনন্দিত হয়েছে। এর পরবর্তী ধাপের জন্য দল ও জাতি মিলে এক প্রচন্ড মণোবল ও প্রাণশক্তির সৃস্টি হয়েছিল; সেই ধাপ পেরোতে পারলে, আমরা, আমাদের দল, আমাদের ক্রিকেট নতুন উচ্চতায় পৌঁচে যেতো; যাক, সেটা এবার ঘটেনি।
না ঘটার পেছনে কিছু কারণ আছে; সময় নিয়ে সেগুলোকে সঠিকভাবে এনালাইসিস করে, সেগুলোর সমাধান খোঁজা হবে; আলাপ আলোছনা, ব্যখ্যা, আশা হতাাশার মাঝ থেকেও কারণ গুলো ফুটে উঠবে সময়ের সাথে।
আজকে সবকিছুর সমাধান করার চেস্টা করলে আমাদের মন খারাপ হবে; যদি কোয়ার্টার ফাইনালকে আমরা আমাদের একটা মাইল ফলক হিসেবে ধরে আনন্দিত ও শান্ত হই, খুশী হওয়ার মত অনেক কারণ খুঁজে পাবো আমরা।
সামনে আমাদের সময় আছে ভাবার, সমস্যাকে বুঝার, দরকারী পদক্ষেপ নেয়ার; আজকের যত হতাশা ছেড়ে আমরা আমাদের মাইল ফলককে বুকে ধরণ করে, আগামীদিনের জন্য প্রস্তুস্তি নেবো; দল আছে, আমাদের ক্রিকেট একটা আকার ধারণ করেছে, আমরা আছি।
১৯ শে মার্চ, ২০১৫ রাত ১১:০০
চাঁদগাজী বলেছেন:
এ কেবল শুরু, সবকিছু সামনে
২| ২০ শে মার্চ, ২০১৫ রাত ২:২৯
দধীচি বলেছেন: আরে এই যে আমাদের লিগার ভাই, কই ছিলেন এতক্ষন, আপনার পোস্টের জন্যই অপেক্ষা করছিলাম।
২০ শে মার্চ, ২০১৫ রাত ২:৫২
চাঁদগাজী বলেছেন:
আমি আছি সারাক্ষণ, বরং আপনার জন্য অপেক্ষা করছিলাম, কখন মাথা ব্যবহার শিখবেন, সেটার অপেক্ষা করছিলাম।
৩| ২০ শে মার্চ, ২০১৫ রাত ৩:২৭
সচেতনহ্যাপী বলেছেন: শ্রীলংকার মত আমাদেরও অপেক্ষা করতে হবে।। আজ কোর্য়াটার ফাইনালে, একান্ন থাকলে আগামীতে সেমীতে।। তাই না??
২০ শে মার্চ, ২০১৫ সকাল ১০:১২
চাঁদগাজী বলেছেন:
সবকিছু নির্ভর করে টিমের দক্ষতার উপর; সময় এখানে বড় বিষয় না।
৪| ২০ শে মার্চ, ২০১৫ সকাল ৯:১০
জাফরুল মবীন বলেছেন: যদি কোয়ার্টার ফাইনালকে আমরা আমাদের একটা মাইল ফলক হিসেবে ধরে আনন্দিত ও শান্ত হই, খুশী হওয়ার মত অনেক কারণ খুঁজে পাবো আমরা। -সত্যি তাই।
২০ শে মার্চ, ২০১৫ সকাল ১০:১১
চাঁদগাজী বলেছেন:
সত্যি, তার থেকে ভালো খেলতা হলে প্রষ্তুতি দরকার, যা এবার ছিল না।
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪০
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভবিষ্যৎ এর দিকেই দেখতে হবে আমাদের। উন্নতির জায়গা অনেক। প্রয়োজনও।