নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

'ভুমিকম্প'এর ব্যাখ্যা থেকে বুঝা যাচ্ছে কত তরুণ পেছনে পড়েছে

২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪০

ভুমিকম্প কেন হয়, জাপান ও পশ্চিমের কিন্ডারগার্টেনের বাচ্ছারা বলতে পারবে, শিক্ষকেরা নিশ্চয়ই ব্যাখ্যা করেছে; তারা জানে, কেন আগ্নেয়গিরির সৃস্টি হয়, ঝড় কেন হয়, কেন পানি নীচের দিকে যায়, কেন জোয়ার ভাটা হয়, কেন আকাশে রংধনু দেখা যায়।

বাংলাদেশে, বেশীরভাগ পরিবারের বয়স্করা স্কুলে যাবার সুযোগ না পাওয়াতে(সরকারের কারণে ঘটেছে), পরিবারের ছোটদেরকে ভুমিকম্প সম্পর্কে ভুল ধরণা দিতে পারে, রূপকথার মত কিছু ব্যাখ্যা দিতে পারে; কিন্তু স্কুলে আসার পর, বাচ্ছারা ভুগোল ও সায়েন্স পড়ার সময়, লজিক্যাল ব্যাখ্যা পায়, কারণ বুঝতে পারে।



কিন্ত দেশে এমন সব শিক্ষা নিকেতন রয়েছে, যেখান থেকে গ্রাজুয়েট হয়ে বের হচ্ছে ভুল ব্যাখ্যা শিখে; এসব গ্রাজুয়েটরা ১৮/২২ বছর বয়সে বইপত্র থেকে পড়ে আসছে ভুল ব্যাখ্যা; যারা বইপত্র থেকে পড়ে আসছে ভুল কারণ, তাদের শিক্ষাকে জাতি কিভাবে কাজে লাগাবে? তারা জাতির জন্য ভালো করবে, নাকি বিপদজনক?



কারা ভুমিকম্প, আগ্নেয়গিরি, রংধনু, জোয়ার-ভাটার কারণ বুঝতে পারেনি? প্রাচীনকালে বৃহৎ জন সংখ্যা পড়ালেখার সুযোগ পায়নি, বুঝতে পারেনি; তাই তারা রূপকথার মতো ব্যাখ্যা করেছে। এরিস্টেটোল ঠিকই জানতো, ঠিকই লিখে গেছে।



যারা প্রকৃতিকে বুঝতে না পেরে ভুল ব্যাখ্যা করেছে, তাদের কথা আজ আবার কারা আমাদের বাচ্ছাদের, তরুণদের পড়াচ্ছে? কিভাবে আমাদের গ্রাজুয়েটরা ব্লগ ও ফেসবুকে রূপকাহিনী ছড়াচ্ছে? এসব তরুণদের নিয়ে আমরা কি সামনে যাবার, উন্নতি করার সুযোগ পাবো? এরা কি ভুমিকম্পে টিকে থাকার মতো ঘরবাড়ী, কলকারখানা করার মত ভাবতে পারবে, এদের মগজ তো অকেজো হয়েই গেছে



জাপান ও পশ্চিমের কিন্ডারগার্টেনের বাচ্ছারা ঠিকই ভুমিক্ম্পে আহত বাচ্ছাদের জন্য রিলিফ পাঠানোর পয়সা দিবে; আর আমাদের তরুণরা রূপকথার গল্পের ভিত্তিতে আমাদেরকে জীবনের কথা শোনাবে।







মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৫৩

জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: উপরের কমেন্ট ২টি দয়া করে ডিলিট করে দিয়েন।
মিসটেক =p~

২| ২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৪০

শতদ্রু একটি নদী... বলেছেন: কিন্ডারের কিড গুলা বলতে পারবে নাকি জানিনা, কিন্ডারগার্ডেন তো ক্লাস টু পর্যন্ত বোঝায় মনে হয়। কিন্তু এর ৫-৬ এর বাচ্চারা অবশ্যই বলতে পারবে। ওদের খেলাচ্ছলেই শেখানো হয় এসব। ওরা স্কুলে যেতে মজা পায় আর আমাদের বাচ্চারা পায় ভয়। এটাই পার্থক্য।

মাঝে মাঝে কিছু ভালো কথা বলেন আপনি আঙ্কেল।

২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

চাঁদগাজী বলেছেন:


সব সময় ভালোকথা বলা সম্ভব হচ্ছে না; চেস্টা করবো।

আমাদের বাচ্চাদের আমরা সাহায্য করবো।

৩| ২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

সুমন কর বলেছেন: ভালো বলেছেন।

২৭ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

চাঁদগাজী বলেছেন:


আমাদের মাথার মগজকে একদিন না একদিন কাজে লাগাতে হবে; কতদিন পাথরের যুগে বসবাস করবো আমরা?

৪| ২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:০৩

কলাবাগান১ বলেছেন: যারা ভুমিকম্পের কারন এর সাথে ধর্ম কে টেনে আনে, তারা টেকটনিক প্লেট বানান ও করতে পারবে বলে মনে হয় না

২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:


সমস্যা, ওদের সংখ্যা শিক্ষার সাথে সাথে কমে আসার কথা ছি; কিন্তু বেড়েই চলছে। গ্রাজুয়েটের ভাবনা যদি জাপানী শিশুর থেকে কম হয়, এসব তরুণ নিয়ে আমাদের জীবন সব সময় কস্টকর হবে।

৫| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১:২২

সচেতনহ্যাপী বলেছেন: বই-পুষ্তক, বিদ্যালয়ের জ্ঞ্যানার্জনের চেয়ে আমি ব্যক্তিগতভাবে প্রাকৃতিক শিক্ষাই নিয়েছি।। কারন বড় হতে হতে দেখেছি কতটা অমিল এই দুইয়ের মাঝে।।
ধন্যবাদ।।

২৮ শে এপ্রিল, ২০১৫ ভোর ৬:২৪

চাঁদগাজী বলেছেন:


মানুষ লজিক্যালী সবকিছুকে গ্রহন করছে।

৬| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ২:০৮

নতুন বলেছেন: এরা কি ভুমিকম্পে টিকে থাকার মতো ঘরবাড়ী, কলকারখানা করার মত ভাবতে পারবে, এদের মগজ তো অকেজো হয়েই গেছে


কেন পরবেনা???

বাড়ীর নকশা করার সময় কি দোয়া পড়লে ভুমিকম্পে কিছু হবেনা...কোন তাবিজ খাম্বার সাথে বাধলে খাম্বা ঝাকি প্রুভ হবে...

এই সব তো আপনি শেখেন নাই তাই বুঝতে পারতেছেন না...

অনেক গরম পীর/ পাগলা আছে যারা আগে থেকেই প্রাকৃতিক দূযোগ টের পায়..... তারা বড় বড় টাওয়ারের খাম্বা ধরে রাখলে ১০ মাত্রার ভুমিক্পেও কিছু হবেনা....

কিছুদিন পরে সেই রকমের বাবা আর টাওরের ছবি ফেসবুকে সেয়ার হবে... আপনিও লাইক দিয়া কিছু ফয়দা নিয়েন...

২৮ শে এপ্রিল, ২০১৫ ভোর ৬:২২

চাঁদগাজী বলেছেন:


কোথায় তরুণরা জিওলোজিক্যাল রিসা্চের কথা বলবে, সেখানে তারা অশিক্ষিত মানুষদের ভাবনাকে তুলে ধরছে, ভয়ংকরভাবে হতাশ হওয়ার মত অবস্হা।

৭| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৭

নতুন বলেছেন: ভাই হতাশ হইলে আপনি নাস্তিক :|

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫২

চাঁদগাজী বলেছেন:

আমরা হতাশ হচ্ছি, কিন্তু চুপ করে বসে থাকতে পারবো না।

৮| ২৮ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১:৫৩

আব্দুল্লাহ আল নোমান বলেছেন: ভাই হতাশ হইলে আপনি নাস্তিক :
বর্বর আর পাথরের যুগ নিয়া আপনার মনে হয় পিএইচডি আছে! :|

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:


ইতিহাস আমি ভালোবাসি, পড়ি।

আবার আমি বাংলাদেশের পুরো ইতিহাসের বড় অংশীদার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.