নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ সাহেবের কি কোন স্বপ্ন ছিল?

০৯ ই মে, ২০১৫ বিকাল ৫:০৭

শেখ হাসিনা ও আওয়ামীরা কথায় কথায় বলে যে, তারা জাতির পিতার স্বপ্ন পুরণের জন্য কাজ করছেন; জাতির পিতা, তথা শেখ সাহেবের কোন স্বপ্নের কথা তারা বলে? তারা তো বলে না যে, শেখ সাহেবের ৬ দফা বা বাকশালকে কার্যকরী করার জন্য উনারা কাজ করছে। ৬ দফা লিখিত আকারে '৭১ এর জেনারেশন দেখেছেিলেন; বাকশাল সম্পর্কে শুনেছিলেন, দেখার সুযোগ হয়নি।



৬ দফায় মুলত: পুর্ব পাকিস্তানের মানুষের জন্য আরো স্বায়ত্ব শাসন চাওয়া হয়েছিল; ৬ দফায়, ১ টা দফা ভুল ছিল; বাকীগুলো ততকালীন সময়ে করা সম্ভব ছিলো; কিন্তু মনে হয়, ৬ দফার চাপে পাকিস্তান ভেংগে যাবার পর, শেখ সাহেব বা আওয়ামী লীগ তা আর মুখে আনেনি। কিন্তু ৬ দফার পেছেনে যে, অর্থনীতির আভাস দেয়া হয়েছিল, তা দেশ স্বাধীন হওয়ার পর, এ দেশের মানুষের জন্য করা যেতো।



বাকশাল'এর মাধ্যমে সবার জন্য সমান সুযোগের যে স্বপ্নটা ছিল, সেটা মনে হয় উনার সবচেয়ে ভালো চিন্তা ছিল; বাকশালই মানুষের জন্য সোনার বাংলার সৃস্টি করতে পারতো। কিন্ত শেখ হাসিনা বাকশালের কথা বলে না; বিএনপি'সহ সকল দখলবাজরা বাকশালকে অপরাধ হিসেবে তুলে ধরেছে মানুষের সামনে। মানুষ জানতো না যে, শেখ সাহেব কি করতে চাচ্ছিলেন; শেখ সাহেব ভুল করে মানুষকে ঠিক সময়ে বাকশাল সম্পর্কে জানতে দেননি।



শেখ সাহের স্বপ্নকে অর্থর্নীতির ভাষায় তুলে ধরার সময় হয়েছে; হয় উনার স্বপ্নকে তুলে ধরা হোক, স্বপ্নের অর্থনৈতিক দিককে প্রোগ্রাম হিসেবে, নীতি হিসেব প্রকাশ করা হোক, না হয় ফেলে দেয়া হোক; অকারণে উনার নাম বিক্রি করে রাজনীতি করার আর দরকার নেই। নিজেরা যা করছেন, সেটা একটা নাম যোগাড় করে, যেমন ডিজিটাল, মিজিটাল বলে চালায়ে গেলে কোন অসুবিধা নেই।









মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৫ বিকাল ৫:২৯

ঢাকাবাসী বলেছেন: চেতণা, যুদ্ধাপ্রাধী, জঙ্গী, ভোটের অধিকার ইত্যাদি জাতীয় মুখস্হ বায়বীয় বুলিগুলোর একটা হল বঙ্গবন্ধুর স্বপ্ন!

০৯ ই মে, ২০১৫ বিকাল ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ শেখ সাহেবের স্বপ্নকে মুছে দিয়ে কর্ণেল ফারুক, সালমান রহমান, শেখ সেলিম, শাহজাহান, আনিস, খোকন, নাছিরদের সৃস্টি করেছে; কিন্তু মুখে জপতে থাকে 'জসতির পিতার স্বপ্ন'; জাতির পিতা বলতে এলটা ফটো রেখেছে ধানমন্ডির বাসায়।

২| ০৯ ই মে, ২০১৫ বিকাল ৫:২৯

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: আপনি যদি ব্লগ কে আপনার ব্যাক্তিগত ডায়রি মনে করেন তাহলে ঠিক আছে, আর যদি মনে করেন আপনার লেখা অন্য কেউ পড়বে তাহলে লেখার ধরনটা বদলান, আপনার লেখার আগা,মাথা, মাঝখান কিছুই নাই!! আপনি লিখলেন-


"বাকশাল'এর মাধ্যমে সবার জন্য সমান সুযোগের যে স্বপ্নটা ছিল, সেটা মনে হয় উনার সবচেয়ে ভালো চিন্তা ছিল; বাকশালই মানুষের জন্য সোনার বাংলার সৃস্টি করতে পারতো।"
এর মানে কি??? আপনি ত ব্যাখ্যাই করলেন না.... মনে হচ্ছে মুখস্ত করে এসে ব্লগে ছেড়ে দিলেন।

"বিএনপি'সহ সকল দখলবাজরা বাকশালকে অপরাধ হিসেবে তুলে ধরেছে মানুষের সামনে।"

আপনি বলেন ছহী হাদিস তা কি??

"মানুষ জানতো না যে, শেখ সাহেব কি করতে চাচ্ছিলেন; শেখ সাহেব ভুল করে মানুষকে ঠিক সময়ে বাকশাল সম্পর্কে জানতে দেননি"

শেখ সাহেব নিজেও জানতেন না কি করা উচিৎ, তার উপর বরখাস্ত করলেন তাজউদ্দীন সাহেবরে, উন্নয়ন বোঝার ক্ষমতা ওনার ছিল না।

০৯ ই মে, ২০১৫ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব হয়তো জানতেন না কি করে স্বপ্নকে বাস্তবায়ন করতে হয়; কিন্তু স্বপ্ন উনার ছিল; না হয় মানুষ উনার সাথে যুদ্ধ অবধি যেতো না।

বাকশাল মানে সমাজতন্ত্র।

৩| ০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:০১

ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: গণতন্ত্রের জন্য যুদ্ধ কইরা সমাজতন্ত্র কায়েম???

অদ্ভুত!! :|

০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:


গণতন্ত্র কিভাবে কার্যকরী করা হয়, আপনিও তো বুঝেন না; বুঝে না ড: কামাল, বা ড: এমাজুদ্দিন' '৭১ সালে কে বুঝতো গণতন্ত্র?

সবাই জানতো যে রাশিয়ান ও চীনারা ভয়ংকর ভালো করেছে।

৪| ০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:০১

শতদ্রু একটি নদী... বলেছেন: শেখ সাহেব নিজে বাকশাল দিয়া কি করতে চাইছিলেন নিজেই ঠিকমত বুঝছিলেন নাকি কে জানে? স্টালিন টাইপের আচরন আর ধারনা। এই বাকশাল আর এই জমানায় কোন নামেই চালাইতে বইলেননা প্লিজ।

০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

চাঁদগাজী বলেছেন:


যেটা আপনি বুঝে না, সেটা খারাপ, এ মনোভাবে আছেন আপনি।

ভালো জিনিষ কঠিন; রিকসা চালানো সোজা, প্লেন চালানো কঠিন।


শেখ সাহেব সাধারণ মানুষ ছিলেন; উনি স্টালিন হবেন কেন? স্টালিন হওয়া কি গাছের গোটা?

৫| ০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

শতদ্রু একটি নদী... বলেছেন: যেই জিনিস তথাকথিত শিক্ষিত হইয়া আমার মাথায়ই ঢুকতেছেনা, আমি ক্যামনে ভাবতে পারি ওইটা এইদেশের বেশিরভাগ অশিক্ষিত মানুষের মাথায় ঢুকবে? আর যেই জিনিস মাথায় ঢুকানোর উপায় দেখতেছিনা, ওইটা চাপাইয়া দিলে জনগন মাইনা নিবে ক্যান? ব্যাপারটা একটু বাড়াবাড়ি হইয়া যাবেনা?

০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:

গার্মেন্টস এ গড়ে ১৪ ঘন্টা কাজ করে, কোনদিন কেহ ঢাকায় ১টা এপার্টমেন্ট কিনতে পারবে? কোনদিন মানুষ বউ-বাচ্ছা রাখে আরব গিয়ে আরবদের লাথি খাবে? কতদিন মালয়েশিয়া যেতে থাইলতান্ডার বনে মারা যাবে?

সবার জন্য কিছু করতে হবে, যারা কাজ করে, তারা যেন ঘুমাতে পারে, তাদের বাচ্ছারা যেন স্কুলে যেতে পারে। সম্পদ সবগুলো খালেদা জিয়া, ফালূ, আব্বাস, কর্ণেল ফারুক, সাজেদা চৌধুরী দখল করলে গার্মেন্টস এর মেয়ের জন্য কি থাকবে?

৬| ০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:২৬

শতদ্রু একটি নদী... বলেছেন:
রক্ষী বাহিনী আর উনার পাতি নেতাদের কাজকর্মের দায়ভার সরকার প্রধান হিসেবে উনার উপরেও কিছু হইলেও বর্তায়, তাইনা? বাকশাল যদি সমাজতন্ত্র হয়, তাইলে উনিও সমাজতান্ত্রিক নেতা ছিলেন, স্টালিনও তো তাই। তাইলে স্টালিনের সাথে তুলনা দিলে কি দোষ?

০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:

স্টালিন মানে সমাজতন্ত্র নয়, লেনিন মানে সমাজতন্ত্র; লেনিন নিজ হাতে লিখে গিয়েছিলেন যে, স্টালিন যেন ক্ষমতায় যেতে না পারে।

স্টালিন ভয়ে ছিল যে, হিটলার এর ফাঁদে পড়ে ইউক্রেণ ও বেলারাশা সোভিয়েতের বিপক্ষে চলে যেতে পারে।

সমাজতনত্রীরা স্টালিনকে ভয় পেতো; যখন স্টালিনের হার্ট এটাক হলো, কেহ ডাক্তার ডাকেনি।

৭| ০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

নয়া দাদা বলেছেন: আওয়ামী বলদ এসেছে বাকশালী মলম নিয়ে| এই দেশে যদি মুজিব-কামাল-শেখ মনি-মোস্টফা জালাল-হাসিনা-রেহানা সব একসাথে বেচে থাকতো তাহলে এই দেশ হইতো সোমালিয়া বা কংগো}

০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


মুজিব বেঁচে থাকলে শেখ হাসিনা ভালো গৃহবধু হতো, ওয়াজেদ মিয়ার জন্য মোরগ পোলাও রান্না করতো।

শেখ একটু দিশেহারা হয়ে গেছিল হঠাৎ এট বড় জনসংখ্যা পেয়ে; ঠিক হয়ে যেতো।

দেশ এখনও সোমালিয়া; পার্থক্য বাংগালীরা দ্রাবিড়, শান্ত।

৮| ০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

শতদ্রু একটি নদী... বলেছেন:
তাইলে শেখ সাহেবের সাথেও তো একই কাহিনী হইছে। উনারে মারার পর উনার লাখ কোটি উন্মাতাল ভক্ত কই ছিলো? কেউ প্রতিবাদে রাস্তায় নামলোনা ক্যান? উনার জনপ্রিয়তা কি তাইলে স্টালিনের লেভেলে নাইমা গেছিলো? সবাই কি আগে ভয়ে উনারে জাস্ট ভয়ই পাইতো?

০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবকে মানুষ ভয় পায়নি, মানুষ হতাশ হয়েছিল; উনি ১০ই জানুয়ারীতে এসে মানুষকে আশার বাণী শোনাননি; উনি সঠিক কার্যক্রম চালু করেননি; পাকী প্রশাসন দিয়ে দেশ চালানো শুরু করেছিলেন; পাকী প্রশাসনের ১ জনও শেখ সাহেবকে পছন্দ করতো না; তারা দেশের ক্ষতির জন্য কাজ করে যাচ্ছিল।

শেখ সাহেব মানুষ থেকে ৩ বছর সময় চেয়েছিলেন, সেটা ছিল ভুল; ৩ বছর পর, যখন কিছু ঘটেনি, বেকুব মানুষরা উনাকে দোষারুপ করেছে; উনার হাতে আলাদিনের চেরাগ ছিলো না; ছিল জন শক্তি।

শেখ সাহেব জনশক্তিকে কাজে লাগাতে জানতেন না, যেমন জানাে না শেখ হাসিনা।

রক্ষি বাহিনী ছিল উনার নিজের সৃস্টি করা দানব, ছাত্রলীগকে থামানোর জন্য; মানুষের তাতে ক্ষতি হয়নি।

৯| ০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

শতদ্রু একটি নদী... বলেছেন:
আপনে নিজেই বলতেছেন শেখ সাহেব জনশক্তিকে কাজে লাগাইতে জানতেননা, তাইলে তার তত্ব জনগনের কাজে লাগতো কিংবা লাগতে পারে কোন যুক্তিতে? দুই ধরনের কথা হইয়া গেলোনা?

আর দানব ছাত্রলীগরে থামানোর জন্য ছিলোনা, জাসদের জন্য মুর্তিমান দানব ছিলো।

০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব যা ভেবেছিলেন, সেটা যদি মানুষ পছন্দ করে, সেটাতে ফেরত যেতে পারে; মানুষ 'জাতীয়করণ" পছন্দ করেছিল; সেই দিক থেকে বাকশালও পছন্দ রার কথা ছিল।

আমার ধারণা আধুনিক অর্থনীতি বাংলাদেশের সব সমস্যা সমাধান রতে পারবে ১০ বছরে।

শেখ সাহেবের কথাটা আসছে ওখান থেকে যে, শেখ হাসিনা শেখ সাহের স্বপ্নের কথা বলে; আওয়ামীরা মুজিব কোট পরে ডাকাতি করে, সেখান থেকে।

১০| ০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

মস্টার মাইন্ড বলেছেন: দাদ পিতা কলিগ...তিন জনকে তিন রকমে সম্মন্ধ করে শেখাটাও ভদ্রতা..।। সেটা সবার আগে শেখা উচিত।

০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:

উচিত অনেক কিছু করা, সেটার লিস্ট শেষ হবে না।

১১| ০৯ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

মস্টার মাইন্ড বলেছেন: দাদা পিতা কলিগ...তিন জনকে তিন রকমে সম্মন্ধ করে শেখাটাও ভদ্রতা..।। সেটা সবার আগে শেখা উচিত।

১২| ০৯ ই মে, ২০১৫ রাত ১১:৫২

হাবিবুর রাহমান বাদল বলেছেন: জাতির পিতার স্বপ্ন কি ছিল তা তিনি বলে যাননি কিন্তু বর্তমান আওয়ামী ও ছাত্রলীগ দেখলে মনে হয়

জাতির পিতার স্বপ্ন ছিল ছাত্রলীগের সেন্চুরী করা।
জাতির পিতার স্বপ্ন ছিল গনতন্ত্র কে কবর দেয়ার।
জাতির পিতার স্বপ্ন ছিল জনগণের বাক স্বাধীনতা হরন করার।
জাতির পিতার স্বপ্ন ছিল ভোটার বিহীন নিবাচন করার।
জাতির পিতার স্বপ্ন ছিল গায়ের জোরে ক্ষমতায় থাকা।
জাতির পিতার স্বপ্ন ছিল সকল স্তরে ব্যাপক দলীয় করন করা।
জাতির পিতার স্বপ্ন ছিল সন্রাস,চাদাঁবাজী,লুটপাট,...................।

১০ ই মে, ২০১৫ রাত ২:৫৬

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, আপনারা শেখ সাহেবকে জানতে চাননি।

১৩| ১০ ই মে, ২০১৫ রাত ১:৪০

নয়া দাদা বলেছেন: আপনে ২ লাইন লিখলেই, একটার সাথে আরেকটা কনট্রাডিক্ট করে !!! আজব মানুষ আপনে, ভাল মনো-চিকৎসকের সাথে যোগাযুক করেন |

১৪| ১০ ই মে, ২০১৫ রাত ২:৫৪

চাঁদগাজী বলেছেন:


@নয়া দাদা ,

দেখা করতে তো চাইতেছি, ফি কি আপনি দেবেন?

১৫| ১০ ই মে, ২০১৫ সকাল ১১:৪৬

জুলহাস খান বলেছেন: শেখ সাহেবের বাকশালে তেমন কোন উন্নয়ন ছিল না। ছিলো শুধু ক্ষমতায় আজীবন থাকার নানা বাহান ও কারিশমা।

১০ ই মে, ২০১৫ বিকাল ৪:৪১

চাঁদগাজী বলেছেন:


কঠিন বিষয়গুলো সবাই বুঝে না; আপনি হয়তো অংক, অর্থনীতি ইতয়াদিতে কাঁচা

১৬| ১০ ই মে, ২০১৫ দুপুর ১২:১৬

কানাই স্যার বলেছেন: ভাইজান। অত বু্দ্ধি আপনার। ভাইবাই তো আমরার ঘুম আহে না। আর আপনি এইসব জাইন্যা কি কইরা ঘুমান?? কাম কাইজ নাই??

১০ ই মে, ২০১৫ বিকাল ৪:৩৯

চাঁদগাজী বলেছেন:


আপনার মত বেকুব লোকের আসল সমস্যা ঘুম নয়, মগজে সমস্যা

১৭| ১০ ই মে, ২০১৫ বিকাল ৫:৪০

জুলহাস খান বলেছেন: লেখক কে বলছি। আমি ছোট বেলা থেকে বরাবরই অংকে ভালো ছিলাম এখনো আছি। আর আমি অর্থনীতি নিয়ে অনার্স করছি। যা শেষ হওয়ার পথে। সুতরাং অর্থনীতি আমি ভালই বুঝি। আপনি আমাকে অর্থনীতি বুঝানোর দরকার নাই। যা বুঝানোর আমার স্যারই বুঝিয়ে দিয়েছেন। এখন আপনি অর্থনীতি শিখুন। না হয় ভালো ডাক্তার দেখান।

১০ ই মে, ২০১৫ রাত ১১:৫১

চাঁদগাজী বলেছেন:


ভালো, তা'হলে তো আপনি বাকশালের সাপোর্টার!

১৮| ১১ ই মে, ২০১৫ রাত ২:০৩

সচেতনহ্যাপী বলেছেন: বাকশাল আসলে ক্ষমতাকে কেন্দীভূত করারই একটি প্রচেষ্টা।। হয়তো আমার মত ক্ষুদ্রমানুষের ভুলও হতে পারে।। কিন্তু বাস্তবতা তা বলে না।। ভেবে দেখুন।।
প্রতিটি সরকারের সময়েই এই প্রচেষ্টা অব্যাহত-তাই না??

১৯| ১১ ই মে, ২০১৫ দুপুর ২:৩৩

জুলহাস খান বলেছেন: আমি সম্পূর্ন সুস্থ। তাই বাকশালের সাপোর্ট করতে পারছিনা বিধায় দুঃখিত।

১১ ই মে, ২০১৫ রাত ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, আপনি বাকশাল না বুঝে বিরোধীতা করেছেন; অথবা চেয়েছেন যে, এদেশের বেশী র ভাগ লোক শ্রমিক হয়ে থাকুক, আপনারা তাদের শোষণ করে বড় লোক হন।

২০| ১০ ই জুন, ২০২০ ভোর ৪:৩৪

আমি সাজিদ বলেছেন: এই সময় এতোটা দাপট নিয়ে রিপ্লাই দিতে পারতেন না ফেলো ব্লগারদের!

১০ ই জুন, ২০২০ সকাল ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:


ঠিক এই সময়ে, এই নিকের আগে, ২/৩টি নিক ব্যান খেয়েছিলো কমেন্টের কারণে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.