নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমাদের মায়েরা একা, বাবা সৌদীতে, বাবা মালয়েশিয়ায়

১০ ই মে, ২০১৫ বিকাল ৫:১৭

আমাদের মায়েরা ১৬ ই ডিসেম্বরে ছেলের পথ ছেয়েছিল, স্বামীর পথ চেয়েছিল; অনেকর সন্তান ফিরেছেন, অনেকের সন্তান ফেরেননি; অনেক মায়ের স্বামী ফিরেছেন, অনেক মায়ের স্বামী ফেরেননি।

আমাদের মায়েরা সৌভাগ্যবান হলে গার্মেন্টস এ কাজ করছেন; কাজে উপস্হিত থাকেন; কোথায় ঘুমায়, কি খায়, কোন ডাক্তারের কাছে যায়, জয়ের মা জানে না, তারেকের মা জানে না; তারিথের মাও সেই খবর রাখে না, খালি ছেলের জন্য ভোট চায়!

আমাদের মায়েরা কম সৌভাগ্যবান হলে সদরঘাটে বার্জ থেকে কয়লা নামায়, সন্তান পাড়ে বসে থাকে; বা পাথর ভাংগে, সন্তানও ভাংগে; আমাদের মায়েরা ছাদে কংক্রিট তোলে, ইট তোলে, সন্তান রোদে জলে মায়ের সাথেই থাকে।

আমাদের মায়েরা একা থাকে, আমাদের বাবারা টাকা আনতে যায় সৌদীতে, টাকা আনতে যায় মালয়েশিয়ায়; তারিথের মা থাকে ঢাকায়, সেজেগুজে ছেলের জন্য ভোট চাইতে আসে; আজ তারিথ তার মাকে হয়তো সোনার গাঁ হোটেলে নিবে ব্রেকফাস্ট ও লান্চ করাতে আমাদের সোনালী ব্যাংকের টাকায়; আমাদের মা হয়তো জানবে যে, আমাদের বাবার হাড্ডি পাওয়া গেছে থাইল্যান্ডের জংগলে।

আমাদের মায়েরা গ্রামে থেকে, বাবাকে মুখ ফুটে বলতে পারে না কিছুই; টাকা পয়সা যা থাকে বাবার হাতেই থাকে।
এইতো আমাদের মায়েরা, মোটামুটি একা।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৫ বিকাল ৫:৫০

ঢাকাবাসী বলেছেন: আমাদের মায়েরা বড় ভাল।

১০ ই মে, ২০১৫ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:


মা থেকে মানব জাতি, এর থেকে ভালো আর কি হতে পারে!

শেখ হাসিনার সময়ে আমাদের মা'দের আর ইট ভাংগা, ছাদে ইট তোলা, বা কয়লা টানার দরকার নেই; এগুলোর সমাধান করার দরকার ছিল; কিন্তু জয়ের মায়ের মগজ ছোট আকারের।

২| ১০ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

শ্রাবণধারা বলেছেন: চাঁদগাজী ভাই, এসব হচ্ছে দরদী কথাবার্তা । এর পরের কথাটা কি, কাজের কথাটা কি সেটা বলেন শুনি ।

বাঙালীর এইসব দরদী কথাবার্তা শুনতে বরই বিরক্ত লাগে । ভেড়ুয়া জাত, দেশ প্রেম, মার্তৃপ্রেম সবই মুখে মুখে, কাজে হয় বউ পাগলা, হয় আম্গীগ নয় বিন্পির পশ্চাৎদেশ চাটার দল - চেতনা, স্বপ্ন আর স্বপ্নদোষ নিয়েই আছে । সাধনা নাই, কর্মও নাই ।

১০ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয়, আমার কর্ম আছ; ছোট, তবে আছে।

১০ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:


আমি চেস্টা করবো, সন্তান যেন মা-বাবার সাথে বড় হয়।

৩| ১১ ই মে, ২০১৫ রাত ১:৫৬

সচেতনহ্যাপী বলেছেন: শ্রাবনধারার মন্তব্য অনুসরন করলাম।।
এই কুয়েতে দেখছি হাজার মায়ের সন্মান হারানোর টাকায় স্বামী-সন্তানদের উড়ানো।। কি বলবেন একে??

১১ ই মে, ২০১৫ সকাল ৯:০৭

চাঁদগাজী বলেছেন:


বাংগালী মহিলাকে উপার্জন করতে দেশের বাহিরে যেতে হয়েছে কারণ দেশ দখল করে নিয়েছে ডাকাতেরা; এটার হিসেব হবে কড়ায় গন্ডায়।

৪| ১১ ই মে, ২০১৫ রাত ৩:২৩

প্রবাসী পাঠক বলেছেন: ১৯৭১ থেকে আজ পর্যন্ত কোন সরকারই কর্মসংস্থান বাড়ানোর কোন ফলপ্রসূ উদ্যোগ নেয় নি। স্বাধীনতার পূর্বে যা ছিল তাই তারা নষ্ট করেছে। প্রাইভেট সেক্টর এর ফলে দেশে কিছু কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। প্রাইভেট সেক্টর না থাকলে অবস্থাটা আরও খারাপ হত।

১১ ই মে, ২০১৫ সকাল ৯:০৫

চাঁদগাজী বলেছেন:


বর্তমান জগতে রাজনীতির ৯০% ভাগই অর্থনৈতিক উন্নয়নের ভাবনা; আমাদের বেকুবদের মাথায় তা ঢোকে না।

৫| ১১ ই মে, ২০১৫ দুপুর ২:০৬

কলমের কালি শেষ বলেছেন: দুঃখজনক ।

১১ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:


অনেক মা এখন একলা পরিবারের ঘানি টানছেন; এর অর্থনৈতিক সমাধান দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.