![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
বাংগালী জাতিয়তাবাদের রাজনীতি করে শেখ সাহেব অনেক সুনাম পেয়েছেন, প্রশাসনে ভুল মানুষ এনে অনেক তিরস্কার শুনেছেন; কিন্তু উনি এক বিরাট কাজ করে গেছেন, সেটা হলো আমাদের দরিদ্র কবি, সাম্যের কবি, অসুস্হ কবিকে ঢাকায় নিয়ে এসে; এবং কবির বাকী জীবন নিশ্চিন্ত করে।
বাংলাদেশের শতকরা ৫০ ভাগ মানুষ এখনো কবির লেখা কবিতা বাংলায় পড়তে পারে না; এরা বাংলায় কথা বলে, কিন্তু লেখাপড়ার সুযোগ পায়নি; ফলে, তাদের জাতীয় কবি কি লিখে গেছেন, স্বাধীনতার ৪৪ বছর পরেও, না পড়ে কবিকে ভালোবেসে যাচ্ছেন।
আজ মৃত কবি বাংগালী জাতির সবার কাছে পরিচিত, সন্মানিত; মোল্ল পোল্লারাও উনার ভক্ত হয়েছেন; কবির তরুণ বয়সে মোল্লা পোল্লারা উনাকে পছন্দ করতেো না, উনার কবিতা ভালোবাসতেো না; অবশ্য মোল্লা পোল্লারা কবিতা পড়ার কথাও না।
কৈশোরে কবি মহা দরিদ্র ছিলেন, স্কুলেও যেতে পারেননি; যৌবনে কবি দরিদ্র ছিলেন, বাধ্য হয়ে কবি বৃটিশ সেনাবাহিনীতে চাকুরী করেছেন; কলিকাতায় অসুস্হ অবস্হায় কবি দরিদ্র ছিলেন; বাংলাদেশে উনাকে আনার পর, কবির নিজের বাড়ী ছিল, তিনি প্রথমবার স্বাভাবিক অর্থনৈতিক জীবন পেয়েছিলেন।
শেখ সাহেব এ কাজটা করে জাটিকে অনুপ্রানিত করেছেন; বাংগালী জাতির পক্ষ থেকে কবির প্রতি সঠিক সন্মান দেখায়েছেন তিনি।
২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:০১
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেব সঠিক কাজ করেছিলেন, এটা উনার বিরাট মহত্ব।
২| ২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৪
শতদ্রু একটি নদী... বলেছেন: ভালো কইছেন আঙ্কেল। সহমত।
২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
চাঁদগাজী বলেছেন:
কবির শেষ জীবনটা সুন্দরভাবে কেটেছে; এটা ছিল বিরাট আইডিয়া, বিরাট সাফল্য।
৩| ২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: বঙ্গবন্ধুর শ্রেষ্ঠ কাজগুলির মধ্যে এইটা অন্যতম। জাতীয় কবিকে ঢাকায় নিয়ে আসা। এর অন্যথা হলে কি হতো ভাবলেও শিউরে উঠতে হয়।
উভয়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি।
২৫ শে মে, ২০১৫ রাত ৮:১৫
চাঁদগাজী বলেছেন:
এটা অবশ্যই বড় ধরণের ভাবনা ছিল।
কবির শেষ জীবনটা দারিদ্রতামুক্ ছিল।
৪| ২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: হুম।
২৫ শে মে, ২০১৫ রাত ৮:১৬
চাঁদগাজী বলেছেন:
আপনাদেরও ভাবতে হবে, করতে হবে।
৫| ২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
কলমের কালি শেষ বলেছেন: ঠিক বলেছেন ।
২৫ শে মে, ২০১৫ রাত ৮:১৭
চাঁদগাজী বলেছেন:
বাংগালী মান বেড়েছে।
৬| ২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
রূপক বিধৌত সাধু বলেছেন: নজরুলকে জাতীয় কবি করার বিষয়ে কোন বিতর্ক নেই । একসময় মোল্লা-পুরোহিতরা তাঁকে কাফের, যবন বলে গাল দিত; এখন তিনি সব সমালোচনার বাইরে । জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই তাঁকে স্বরণ করে । বঙ্গবন্ধুর মহৎ কাজগুলির মধ্যে নজরুলকে সম্মানিত করার বিষয়টা নিঃসন্দেহে প্রথম দিকেই থাকবে । বিনম্র শ্রদ্ধা দুজনের প্রতিই ।
২৫ শে মে, ২০১৫ রাত ৮:১৮
চাঁদগাজী বলেছেন:
সঠিক
৭| ২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
ঢাকাবাসী বলেছেন: ভাল বলেছেন, একমত।
২৫ শে মে, ২০১৫ রাত ৮:১৯
চাঁদগাজী বলেছেন:
বাংগালীরা জিজকে খুঁজে পেয়েছে কবির মাঝে।
৮| ২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
কাউন্টার নিশাচর বলেছেন: বিএনপি করলেও এই একবারের জন্য সাধুবাদ জানাব।
শেখ সাহেবের সবচেয়ে বড় কাজ, কবি'কে ঢাকায় আনয়ন
২৫ শে মে, ২০১৫ রাত ৮:২০
চাঁদগাজী বলেছেন:
এখানে সব বাংগালীর জন্য আনন্দ আছে, গর্ব করার মতো কিছু ঘটেছিল।
৯| ২৫ শে মে, ২০১৫ রাত ৮:০৩
সাদা যাদুকর বলেছেন: এ দেশে কবির চেতনার বিকাশ করতে পারলে আরো ভালো হত।
২৫ শে মে, ২০১৫ রাত ৮:২২
চাঁদগাজী বলেছেন:
সেদিকটা কঠিন হবে; এখনো ৫০ ভাগ মানুষ কবিতা পড়তে পারেন না বাংলায়; তাঁরা কবির হৃদয় দেখতে পারবেন না কোনদিন।
১০| ২৬ শে মে, ২০১৫ রাত ১২:৩৬
সচেতনহ্যাপী বলেছেন: দলমত নির্বিশেষে এটাইতো আমাদের গর্ব।।
২৬ শে মে, ২০১৫ রাত ১২:৪৬
চাঁদগাজী বলেছেন:
এটা ছিল বড় ভাবনা।
১১| ২৬ শে মে, ২০১৫ ভোর ৪:২৬
প্রবাসী পাঠক বলেছেন: বঙ্গবন্ধুর শ্রেষ্ঠ কাজগুলির মধ্যে এইটা অন্যতম।
কবিকে আমাদের দেশ ধারণ করলেও কবির চিন্তা চেতনাকে এখনো আমরা ধারণ করতে পারি নি।
২৬ শে মে, ২০১৫ ভোর ৪:৪৭
চাঁদগাজী বলেছেন:
কবির কবিতাই বা কয়জনে বুঝে? কবির ব্যকিত্ব বুঝার ম্তো লোক বাংলাদেশে কোথায় পাবেন?
৫০ ভাগ লোকতো বাংলাই পড়তে পারে না।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৫ বিকাল ৫:৫১
সুফিয়া বলেছেন: আমিও তাই মনে করি। বঙ্গবন্ধু কবিকে ঢাকায় এনে সত্যিই একটি মহৎ কাজ করেছিলেন।