নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়ায় ৬ লাখ শিশু জন্ম নেবে এ বছর, ৫ লাখ অদক্ষ বাংগালী কাজ করতে যাবে সেই দেশে।

২৮ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০০

জাতি গত কয়েকদিন খুশীতে আছে, মালয়েশিয়া ৩ বছরে ১৫ লাখ বাংগালী শ্রমিক নেবে; একই সময়ে মালয়েশিয়ায় ১৮ লাখ শিশু জন্ম নেবে; ১৫ থেকে ১৬ লাখ মালয়েশিয়ান যুবক যুবতী কর্মক্ষেত্রে প্রবেশ করবে। আগামী ৫ বছর যদি আমাদের শ্রমিকেরা মালয়েশিয়ায় থাকার সুযোগ পায়, উনারা দেখবেন, ২০২১ সালে ৬ লাখ শিশু প্রাইমারী স্কুলে যাবে; আমাদের শ্রমিকদের চেয়ে কম বয়সী মালয়েশিয়ান ছেলেমেয়েরা তাদের ম্যানেজার, সুপারভাইজার হবে; কিন্তু দেশে উনাদের শিশুর কি হবে কেহ জানে না, এবং ৫ বছর পর, তারা সেই শ্রমিক হিসেবেই ফিরে আসবেন।

যরা মালয়েশিয়ায় যাবেন, তারা অদক্ষ বা স্বল্প দক্ষ শ্রমিক হবে; কাঠের কাজ, রাবার বাগান, পাম বাগান, এগ্রো ফার্মে কাজ করবে।

স্বাধীনতার ৪৪ বছর পর, বাংগালী জাতি ১৮ থেকে ৩৫ বছরের এত অদক্ষ লোক পাচ্ছে কোথা থেকে?

২০/২২ বয়সের বছরের যারা অদক্ষ শ্রমিক হিসেবে যাবে, তাদের জন্ম আনুমানিক ১৯৯৫-১৯৯৮ সালে; ২০০১ সাল থেকে ২০০৩ সালের মাঝে এদের প্রাইমারী স্কুলে যাবার কথা; এখনও এদের সবারই শিক্ষা প্রতিস্টানে থাকার কথা বা গ্রাজুয়েশন করার কথা।

এদের জন্মের সময় খালেদা জিয়া বা শেখ হাসিনা ক্ষমতায় ছিল, এদের প্রাইমারী স্কুলে যাবার সময় হয়েছিল খালেদা জিয়ার আমলে, এদের গ্রাজুয়েশন করার কথা শেখ হাসিনার সময়ে!

এরা আজ অদক্ষ শ্রমিক হিসেবে মালয়েশিয়ায় যাচ্ছে, জাতি খুশীতে টগবগ করছে; যারা এই ১৫ লাখের সৌভাগ্যে খুশী তাদের সবাইকে ঝাটাপেটা করবো আমরা।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

কাবিল বলেছেন: বলুন ঠিক কিনা ------

২৮ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:

আমরা সোমালিয়া ও আফগানিস্তান থেকে ভালো আছি, এটাই জাতি সৌভাগ্য মনে করছে।

২| ২৮ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

শতদ্রু একটি নদী... বলেছেন: অমর্যাদাকর ভালো খবর। উল্টা আমদানী করা গেলে মর্যাদার হইতো। কিন্তু দেশ আগাইয়া নিতে এদের ঘাম রক্তের বিকল্প নাই। সব সরকারের উন্নয়ন আসলে ফাকা বুলি, দেশ চালাইয়া নিয়া গেছে এইসব অদক্ষ শ্রমিকেরাই।

২৮ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:

বর্তমান বিশ্বে অদক্ষ মানুষের জীবন কস্টকর; এদের ঘাম হতে জাতি টাকা পাবে ঠিকই কিন্তু এগুতে পারবে না; কারণ, এদের ঘামে আমাদের জাতির চেয়ে অন্যেরা বেশী উপকৃত হবে; ফলে, অন্যদের সাথে আমরা সমানভাবে বড় হতে পারবো না।

৩| ২৮ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:


@ শতদ্রু একটি নদী...,

স্যরি, আমার কমেন্ট মুছতে আপনার কমেন্ট মুছে ফেলেছি।

আপনি বলেছিলেন যে, "আমাদের প্রবাসী শ্রমিকদের আয় বাদ দিলে, দেশের অর্থনীতির মুখ থুবড়ে পড়বে"।

-সেদিক থেকে হিসেব ঠিক আছে; দেশের মুখ থুবড়ে পড়া উচিত, দেশ তো ওদের জন্য কিছু করেনি, আগামীতেও কিছু করবে না।


৪| ২৮ শে জুন, ২০১৫ রাত ৮:০১

ঢাকাবাসী বলেছেন: ঠিকই বলেছেন। দেশ এদের জন্য কিছুই করেনি। আবার এইসব অদক্ষ শ্রমিক যারা সরকারী নীতির গ্যাড়াকলে আর অর্থনীতির ঘোরপ‌্যাঁচে লেখাপড়া করতে পারেনি তারা গরীব থেকেই মারা যাবে, তাদের সন্তানেরা হয়ত গ্রামের পাকা বাড়িতে এসি লাগিয়ে ঘুমাবে (নিজের দেখা)! কন্ট্রাস্ট!

২৮ শে জুন, ২০১৫ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:

দেশের রাজনীতিবিদ, ব্যুরোক্রেটরা মানুষের জীবনটা, আমাদের জাতির জীবনটাকে নীচে নিয়ে গেছে; তাদের শাস্তি দেয়া হবে।

৫| ২৯ শে জুন, ২০১৫ রাত ১:৩৭

শতদ্রু একটি নদী... বলেছেন: দেশের জন্য ওরা নাকি ওদের জন্য দেশ এইটাও প্রশ্ন। একটা অংশের জন্য দেশ পিছাইয়া যাবে এইটাও ঠিক না। দুনিয়ার নিয়ম এইটা, কেউ কস্ট করবে আর কেউ সেইটার সুফল নিবে।

২৯ শে জুন, ২০১৫ রাত ১:৫৫

চাঁদগাজী বলেছেন:

"কেউ কস্ট করবে আর কেউ সেইটার সুফল নিবে। "

-পৃথিবীর বিদ্যান লোকেরা এখানে একটা সমতা আনার চেস্টা করছে আজীবন, আমাদেরকে সেইদিকে যেতে হবে; মানুসকে মানুষ হয়ে বাঁচতে হবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.