নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শত কোটী বছরের সংগৃহিত গ্যাস ৬০ বছরে শেষ!

২৯ শে জুন, ২০১৫ বিকাল ৪:১২

আনুমানিক ২০৩১ সালের দিকে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস শেষ হয়ে যাবে; বাংলাদেশ প্রবল অর্থনৈতিক সংকটের মাঝে নিপতিত হবে। তখন বাংলাদেশের লোক সংখ্যা হবে আনুমানিক ২৩ কোটি, কৃষিখাতে ফলান যতই বাড়াক না কেন, এত লোকের দরকারী খাদ্য উৎপাদন সমস্যা হবে; সার, বিদ্যুত, রান্না ও যানবাহনের জন্যও নিজস্ব গ্যাস থাকবে না; তারপর শিল্পখাত।

গ্যাস কিনতে হবে ও ছোটাকারে গ্যাস উদপাদনের চেস্টা হবে। যখনই বিদেশ থেকে এনার্জি কেনার কথা ভাবা হবে, তখন ২টি ব্যাপার সামনে আসবে: তখনকার আয়ে জাতির ক্রয় ক্ষমতা ও সাপ্লায়ার্স: ২৩ কোটী লোকের জন্য বিদেশী মুদ্রায় গ্যাস কিনার মতো আয় থাকতে হবে, ও কোন দেশ আমাদের গ্যাস দিবে।

ভারতের কাছে গ্যাস পাওয়া যাবে না, বার্মা গ্যাস দিবে না; তখন বাকী থাকবে আমেরিকা ও রাশিয়া; এসব দেশ থেকে এনার্জি কেনা ক্রমেই কঠিন হয়ে যাবে; তারা দীর্ঘ মেয়াদী ভাবনা চিন্তা করে, প্ল্যান করে সম্পদের উপর।

যাক, হাতে ১৫/১৬ বছর সময় আছে, এখন থেকে কৃত্রিমভাবে গ্যাস উৎপাদনের ব্যবস্হা নিয়ে কাজ শুরু করলে সংকট এড়ানো সম্ভব হবে। সমস্যা একটু কঠিনই: লোক সংখ্যা ও জীবনের মান বাড়তে থাকবে, চাহিদা বাড়বে, কিন্তু গ্যাস কমতে থাকবে প্রতিদিন।


মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৫ বিকাল ৪:৪৩

বাগসবানি বলেছেন: চিন্তা নাই, বন্ধুপ্রীতম রাষ্ট্রগুলো আছেই এইকারণে। আমাদের দূর্দিনে পাশে দাড়াবে, যেমনটা দাড়িয়ে ছিল '৭১ এ।

২৯ শে জুন, ২০১৫ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:

এটাই হবে ১ম জাতীয় সমস্যা; আজকেই শুরু করতে প্রয়োজনীয় পদক্ষেপ।

১৯৭১ সাল আর ফিরে আসবে না।

২| ২৯ শে জুন, ২০১৫ বিকাল ৪:৫২

কুয়েটিয়ান পাভেল বলেছেন: ততদিনে বাংলাদেশ এনার্জি সেক্টরে এগিয়ে যাবে, ইউরেনিয়াম থেকে বিদ্যৎ উৎপাদিত হবে, বিদ্যুতিক চুলায় রান্না হবে, কৃত্তিম ডিজেল দিয়ে গাড়ি চলবে .।.। সো ১৬ বছর অনেক সময়, ১৬ বছর পরে গ্যাস দিয়ে ইউরিয়া সার বানানো ছাড়া আর কোন কাজে লাগবে না

২৯ শে জুন, ২০১৫ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:

আপনি সবচেয়ে আশাবদী বাংগালী।
ইউরেনিয়াম কিনে, এবং এটমিক চুল্লী বসায়ে দেশ চালাতে হলে মাথাপিছু ক্রয় ক্ষমতা বাড়াতে হবে; মালয়েশিয়ায় রাবার বাগানে পানি ঢেলে, রিকসা চালায়ে ও উট চরায়ে সেই টাকা যোগাড় করা যাবে না।

গত ১৬ বছরে কি কি করেছেন, তার একটা তালিকা বানান, আগামী ১৬ বছর ওভাবেই কেটে যাবে।

৩| ২৯ শে জুন, ২০১৫ বিকাল ৫:১৪

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: গ্যাসের বিকল্প হিসেবে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে। পানি দিয়ে জেনারেটর আর গাড়ি চালানোর প্রযুক্তি আবিষ্কার করতে হবে।

২৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

চাঁদগাজী বলেছেন:



হাতে আছে ১৬ বছর।
ব্লগে আছে কবি।
স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে ইয়াবা।
দেশ চালাচ্চে হবু, গবু মিলে

৪| ২৯ শে জুন, ২০১৫ বিকাল ৫:১৭

শতদ্রু একটি নদী... বলেছেন: এইটা কোন ব্যাপারই না। ১৬ বছরে আরো ৫০ বছরের গ্যাস আবিস্কার হবে। জ্বালানী হবে নবায়নযোগ্য আর পারমানবিক বৈদ্যুতিক কেন্দ্র আমাদের মত দেশের শেষ ভরসা।

২৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:

উট চরায়ে ও রাবার বাগানে পানি দিয়ে এটমিকের পয়সা যোগাড় সম্ভব হবে না; একটা এটমিক স্টেশনে যদি বিস্ফোরণ ঘটে, সবাইকে নৌকা নিয়ে সাগরে পালাতে হবে।

৫| ২৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

শতদ্রু একটি নদী... বলেছেন: আঙ্কেল, সেই ছোটবেলার থাইকাই শুনতেছি গ্যাস আছে আর কয়দিন, কিন্তু কয়দিন আর শেষ হয়না। হবেও না, কারন সম্ভাব্য মজদ আছে আরো বেশি। এই দেশে ৩ টা কুও খুড়লে একটায় উত্তোলনযোগ্য মজুদ পাওয়া যায়। খারাপ ব্যাপারনা। আর চেরনোবিলের দিন অনেক আগেই শেষ। এককালীন খরচ বেশি কিন্তু অনেক নিরাপদ যদি ভুমিকম্প না হয় জাপানের মত।

২৯ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:

সবই সম্ভব।
সবকিছুর জন্য পদক্ষেপ নিতে হবে এখুনি; নিশ্চয় ২০৩১ সালে নয়।

২০৩১ শেষ না হলেও, ২০৪১ শেষ হবেই হবে। যত আগে জাতি বুঝে তত ভালো।

৬| ২৯ শে জুন, ২০১৫ রাত ১১:২৭

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: আমাদের মেধাবীরা ঠিকই বিকল্প বের করে নিবে ইনশাআল্লাহ! এত ঝামেলার মাঝেও দেশ কিন্তু থেমে নেই। ১৬ বছর আগের দেশ আর এখনকার দেশ মেলান।

২৯ শে জুন, ২০১৫ রাত ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:


এনার্জি ইতয়াদি ১ দিনের ব্যাপার না; এ ধরবের সমস্যা হবে আমাদের জন্য প্রথম ও প্রথম শক রোধ করার মত কোন সংস্হা আমাদের নেই।

দেখা যাক, আগামী ৫ বছরের মাঝে বুয়েট ও ঢাকা ইউনিভারসিটি কি বলে!

৭| ২৯ শে জুন, ২০১৫ রাত ১১:৩৮

এহসান সাবির বলেছেন: হুম! ভাবনার বিষয়!!

২৯ শে জুন, ২০১৫ রাত ১১:৪০

চাঁদগাজী বলেছেন:


আপনাকে ১৬ বছর আগে জানালাম; আগামী ২/১ বছরের মাঝে আপনার ভাবনা জানাবেন।

৮| ০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

পাতা ঝরার দিনে বলেছেন: একটা দিয়াশলাই বাক্স দিয়ে এক মাস পাড়ি দেবার দিন শেষ হয়ে যাচ্ছে তাহলে !!

০৫ ই জুলাই, ২০১৫ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:


এবার দিয়াশলাই থেকে কাঠে আগুন লাগাতে হবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.