নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মানব ইতিহাসে, প্রেমের জন্য চরম মুল্য দিয়েছেন এক বাংগালী

২০ শে জুলাই, ২০১৫ রাত ৩:০০

প্রেসিডেন্ট ক্লিনটনের ভাগ্য ভালো যে, উনি বাংলাদেশে জন্মাননি; বাংলাদেশের গোপালগন্জে যদি তিনি মনিকাকে ভালোবাসতেন, তার ফলাফল হতে পারতো ভয়ংকর।
গোপালগন্জের তুহিন মোল্লা, মাত্র ১৮ বছরের তরুণ, তিনি যাকে ভালোবেসেছিলেন তাকে নিয়ে ঈদের দিন সামান্য বেড়াতে গিয়েছিলন; সেজন্য তাঁকে প্রাণ দিতে হলো; প্রেমের জন্য প্রাণ দিয়েছেন হ্য়তো লাখ লাখ মানুষ: রোমিও-জুলিয়েট, লাইলী মজনু, শিরি-ফরহাদ, কানাডার একই পরিবারের ৩ মেয়ে(বাবার হাতে), ট্রয়ের প্রিন্স; তবে, কারো মৃত্যু এতো কস্টকর হয়নি!

ছেলেকে রক্ষা করতে গিয়ে তুহিন মোল্লার বাবাও পংগু হয়ে গেছেন আজীবনের জন্য, উনার হাত-পা কিছুই থাকবে না। একজন বাবা দেখলেন, উনার ছেলেকে উনার চোখের সামনে হত্যা করা হচ্ছে; বাবা নিজের হাত-পা সবই হারালেন নিজের ভালোবাসার ছেলেকে রক্ষা করতে, কিন্তু পারলেন না।

আমাদের সেক্সপিয়ার নেই, তুহিন মোল্লার ভালোবাসার কাহিনী হয়তো সামান্যতম সময়ে বাতাসে মিশে যাবে।

এই জাতিতে এখন কত লাখ জীবিত জল্লাদ আছে, এদের থেকে মানুষকে রক্ষা করার উপায় কি? জাতি মানবতার শিক্ষা পাচ্ছে না কেন? কবিরা তো বলছে যে, প্রেম স্বর্গীয়; প্রেমের জন্য মানুষকে কোরবানীর পশুর মতো টুকরো করছে কেন আমাদের জাতির কিছু মানুষ?

ঈদের দিনে, প্রীতি ফুটবল খেলতে গিয়ে নোয়াখালীতে প্রাণ হারালো একই পরিবারের ৩ জন, ৩ ভাই; নোয়াখালীর প্রীতি ফুটবল খেলায় কি জল্লাদেরা দর্শক?

হবিগন্জে রোজার সময় ফল কিনতে গিয়ে বাদানুবাদ হয়েছে সামান্য, তার জের ধরে, ঈদের পরদিন ৮ গ্রামের লোক মারামারি কাটাকাটি করতে নামলো; মারলো ৩ জনকে, আহত করলো ১০০ জনকে; ঈদের পরে, এত সহজে এ ধরণের যুদ্ধের শুরু করছে কারা?

দেশের মানুষের উপর অশুভ সামাজিক, রাজনৈতিক প্রভাব পড়েছে; এগুলোকে গণনার মাঝে নিতে হবে; থানাগুলোতে নতুন বিভাগ খুলতে হবে মানুষকে কাউনসেলিং করার জন্য; প্রতি বছর প্রতি গ্রামের মানুষকে একটা কাউনসেলিং সেশনে এনে, সামাজিক সমস্যা সম্পর্কে অবহিত করার দরকার, মানুষের মানবিক গুণ বাড়ানোর জন্য পদক্ষেপ নেয়ার দরকার।

মন্তব্য ৪৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৫ ভোর ৫:৫৫

সচেতনহ্যাপী বলেছেন: কেন ভাই মনে নেই,চটপটির দোকানে সামান্য বাদানুবাদকে কেন্দ্র করে স্বাধীনতার পর ঢকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হত্যাকান্ড কহিনুরদের কথা??সাতজন জলজ্যান্ত লোক মহসীন হলের টিভিরুমের দেয়ালে দাড়িয়ে নিমেশেই মৃত হয়ে গেল!!

২০ শে জুলাই, ২০১৫ ভোর ৬:০০

চাঁদগাজী বলেছেন:


হ্যাঁ, মনে আছে।

শতকরা কিছু বাংগালী মানসিক রোগের রোগী, এদের কাউনসেলিং হয় না; এরা এক সময় পুরো সমাজের জন্য ভয়ংকর হয়ে দাঁড়ায়

২| ২০ শে জুলাই, ২০১৫ ভোর ৬:০২

গোধুলী রঙ বলেছেন: আমরা যে খাদের কিনারায় দাড়িয়ে আছি অল্প কিছুদিন পরই পতন ঘটবে এটা তারই আলামত। ক্রিকেট আমাদের এক জায়গায় এনে দাড় করাতে পারলেও সমাজে আরো অনেক ফ্যাক্টর আমাদের অনেক ভাগে ভাগ করে রেখেছে। প্রতিষ্ঠান ও এলাকা ভিত্তিক ভিত্তিক বয়স্ক নৈতিক শিক্ষা কেন্দ্র আর কাউন্সেলিং সেবা কেন্দ্র চালু করা ছাড়া এই হিংস্র আচরন দূর করা যাবে না। তবে রাজনীতির যে হাল, তাতে সমাজের কল্যানমূলক যে কোন কাজের শুরুতে যে জল ঢেলে দেবে তাতে সন্দেহ নাই। আর এই ধরনের নৈতিক শিক্ষার শিক্ষক এবং কাউন্সেলিং এর জন্য বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন কাউন্সিলর পাওয়া সম্ভব কি?

২০ শে জুলাই, ২০১৫ ভোর ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


জাতীকে সুশৃংখল ও জাতির মণে প্রশান্তি ফিরায়ে আনার জন্য আমাদের দেশে প্রয়োজনীয় সংখ্যক মানুষকে কাউনসেলিং করার দরকার হয়ে পড়েছে।

সরকার এগুলো বুঝার মত অবস্হায় নেই।
কমপক্ষে যারা সমাজে সমস্যা হয়ে দেখা দিচ্ছে, তাদেরকে আইনী কাউনসেলিং কমপক্ষে দরকার।

২০ শে জুলাই, ২০১৫ সকাল ৭:০২

চাঁদগাজী বলেছেন:


অন্যের পোস্টে আমার কমেন্ট করার ক্ষমতা রহিত আছে এখন ।


আমি আপনার ব্লগে গিয়েছিলাম, দেখলাম যে, আপনি প্রয়োজনীয় বিষয়ে লিখেন; কিন্তু আপনি অনেকদিন লিখছেন না।

৩| ২০ শে জুলাই, ২০১৫ ভোর ৬:০৫

সচেতনহ্যাপী বলেছেন: ঠিক বলেছেন।। একমত।।

৪| ২০ শে জুলাই, ২০১৫ সকাল ৭:৪০

চাঁনপুইরা বলেছেন: মানুষ মাত্রই পশু, আর বিশেষ বিশেষ পরিস্থিতিতে এই পশু মনোবৃত্তির বহিঃপ্রকাশের নিশ্চিন্ত চারন ভুমি আমার বর্তমানের এই সোনার বাংলাদেশ, যার সাথে কিঞ্চিৎ মিল আছে বর্বর কিছু আরব রাষ্ট্র আর অন্ধকারাছন্ন আফ্রিকার কিছু দেশের। আমার হয়ত স্মরণ শক্তির ঘাটতি আছে আর তাই অন্যদের কাছে প্রশ্ন - " গত ১০ বছরের মধ্যে প্রমানিত বড় ধরনের কোন অপরাধের দৃষ্টান্ত মুলক শাস্তির নজির বাংলাদেশ নামক রাষ্ট্রে আছে কি?"

২০ শে জুলাই, ২০১৫ সকাল ৮:২৩

চাঁদগাজী বলেছেন:

পুলিশ অপরাধীদের বিচার থেকে রক্ষা করছে টাকার বিনিময়ে; আইনজীবি ও জাজেরা মিলে অরাধীদের নরপরাধ বানাচ্ছে;
বিচার ব্যবস্হা বলতে তেমন কিছু নেই; এতে মানুষ এনার্খীতে বিশ্বাসী হয়ে গেছে; কোন ভয় ডর নেই।

আপনি লিখুন।

৫| ২০ শে জুলাই, ২০১৫ সকাল ১০:২৩

গোধুলী রঙ বলেছেন: আসলে আমি চরম অলস টাইপের একজন। আর সব কিছু গুছিয়ে প্রকাশ করতে পারি নাহ, এই কারনে পোস্ট লিখতে পারি না। ছোটখাটো চিন্তা গুলো সম্পর্কিত পোস্টের কমেন্টে লিখি।

আসলে আমারো আলসেমির কাউন্সেলিং দরকার। :D

২০ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:


আলসেমি জীবনের অনশ হয়ে যায়, আমি একই রোগে ভুগছি। আপনি লিখুন, আলসেমি চলে যাবে।

৬| ২০ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৩৪

চাঁনপুইরা বলেছেন: বিশেষ কোন অঞ্চলের বাসিন্দা আঞ্চলিকতার প্রভাবে বিশেষ কোন (ভাল বা খারাপ) চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হবে, তা একটা সময় পর্যন্ত মানতে চাইতাম না। কিন্তু -" সহকর্মীদের সাবধান বানী সত্তেও তা উপেক্ষা করে ছোট একটা অভিজ্ঞতা হল অর্থাৎ প্রমান পেলাম যে ইয়েমেনীরা বেশীর ভাগ ই মিথ্যাবাদী আর ঠকবাজ। আবার দেখা গেল হাইতির লোকেরা বেশীর ভাগ ই নিজদের মধ্যে এত জোরে কথা বলে মনে হবে তারা ঝগড়া করছে"। এ ধরনের আর কিছু অভিজ্ঞতায় উপরোক্ত ধারণাটির পরিবর্তন হল। এই সময় এসে আমার সোনার বাংলা আমার প্রানের বাংলা নিয়ে ভাবতে গেলে মনটা বিষাদে ভরে যায় , সেই সাথে শঙ্কিত হই এবং ভীত হই - তবে কি ধীরে ধীরে মেঠো বাঙালী সরল সহজ বাঙালী ঐতিহ্যগত সরলতা ত্যগ করে সকল সামাজিক ও রাষ্ট্রীয় আইন কানুন পরিত্যাগ করে বর্বর আরব আফ্রিকানদের মত জাতীতে পরিণত হতে যাচ্ছে ?
এই রকমটা হওয়ার কারন কি ? অবশ্যই বড় কারন হল বিচার হীনতার সংস্কৃতি এবং 'লেখকের' ভাষায় -পুলিশ অপরাধীদের বিচার থেকে রক্ষা করছে টাকার বিনিময়ে; আইনজীবি ও জাজেরা মিলে অরাধীদের নিরপরাধী বানাচ্ছে;
এর জন্য দায়ী আমাদের নষ্ট রাজনীতি আর জনাকয়েক লোকের সীমাহীন লোভ এবং "হিংসা"।

২০ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:

আমাদের গড় ৪৪ বছরের রাজনীতি সবচেয়ে বড় ক্ষতি করেছে, রাজনৈতিক হতয়াগুলোর একটারও বিচার হয়নি বললে চলে, যা হয়েছে ২/১ ২০/৩০ বছর সময় লেগেছে; এটা ছিল মারাত্মক ক্ষতিকর প্রভাব।

ইয়েমেনর ৬০ ভাগ লোকের মানসিক সমস্যা হয়, "খাট পাতা' ছিবানোর ফলে।

আমাদের মানুষেরা ক্রমেই অপরাধ-প্রবন হচ্ছে।

৭| ২০ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৫

শতদ্রু একটি নদী... বলেছেন: পরিস্থিতি তো এখন অনেক ভালো। ক্রমাগত উন্নতিই চোখে পরে। পুরান দিনের কাহিনী শুনি। এমন ছোটখাট ঘটোনার জন্য নাকি তুলকালাম হইতো। এখনো কালেভদ্রে হয়, কিন্তু মিডীয়ার কল্যানে সবাই জাইনা যায়। কিন্তু আমি আশাবাদী, সমস্যা কিংবা এইরকম মনোভাব কমতেছেই। যদিও কইমা যাওয়াটাও অনেকক্ষেত্রে ভালো না।

ধরেন, একটা এমএ পাস মেয়ে ডাবওয়ালার প্রেমে পরলো। পরতেই পারে। কিন্তু এইটা পরিবারের মানা উচিত না। পরিবারের উচিত তাকে সেইদিকেই যাইতে চাপ দেয়া যেইটা তার যোগ্যতা আর মানসিকতা অনুসারে ঠিক থাকে। পছন্দ কইরা অনেকে আজকাল পালায়, হুজুগে পালায়। পরে ভুগতে থাকে। কিন্তু পরিবারের উচিত ভালোলাগাটা কোনভাবে মাইনা নেয়া যায় নাকি এইটা চিন্তা করা। অন্ধ প্রেম যেইটার পরিনতি জানা আছে, ওইদিকে যাইতে দেয়ার আগে পিটাইয়া হাড্ডি গুড়া কইরা দেয়াই ভালো। এরপরেও ভাগতে চাইলে ভাগুক, মনের উপর তো জোর খাটেনা। ;)

২০ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:


আমাদের অতীতের কিছু কলংময় ইতিহাস আছে, এখন সবকিছুর সাথে তাল মিলিয়ে ভালো আশা করার সময়; পদক্ষেপ দরকার।

৮| ২০ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:১৬

শতদ্রু একটি নদী... বলেছেন: তাও ভালো, এই পদক্ষেপ আপনি নাহিদ মামার উপর চাপাইয়া দিতে চাননাই। সবকিছু আপনি ইদানিং ওইদিকে ডাইভার্ট কইরা দিতে চান। ;)

২০ শে জুলাই, ২০১৫ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:

চোর কি চুরি করেছে, গৃহস্হ জানে না

৯| ২০ শে জুলাই, ২০১৫ রাত ৮:২৬

ঢাকাবাসী বলেছেন: জাতি হিসেবে আমরা দুনিয়াতে সবচাইতে নিকৃস্ট।

১০| ২০ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
বেদনাদায়ক খবর। :(

কাউন্সেলিং এর ব্যাপারে সহমত।

২০ শে জুলাই, ২০১৫ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:



মানুষকে সঠিক সমাধানের দিকে নিতে হবে।

১১| ২০ শে জুলাই, ২০১৫ রাত ১০:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সমস্যার সাথে সমাধানের ইংগিত ! চমৎকার পোস্ট ।

২০ শে জুলাই, ২০১৫ রাত ১০:১৪

চাঁদগাজী বলেছেন:

এসব নিস্ঠুরতার অবসান হওয়ার দরকার; আমাদের মানুষ শান্তিতে থাকুক।

১২| ২১ শে জুলাই, ২০১৫ রাত ১২:২৭

দর্পণ বলেছেন: নিষ্ঠুরতার অবসান হোক

২১ শে জুলাই, ২০১৫ রাত ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:


আপাতত: বেড়েই চলছে; থামাতে হলে, কমপক্ষে থানা লেভেলে পদক্ষেপ নইতে হবে।

১৩| ২১ শে জুলাই, ২০১৫ ভোর ৬:২৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Chagolder comments bondho korte pare na, apnar comments bondho kore!

২১ শে জুলাই, ২০১৫ সকাল ১০:২১

চাঁদগাজী বলেছেন:


কারা আমার বিপক্ষে নালিশ করে কে জানে!

ব্লগিং ছাড়ার সময় হয়েছে।

১৪| ২১ শে জুলাই, ২০১৫ সকাল ৭:৩২

সুদীপ্ত সরদার বলেছেন: আমরা কি হেরে যাচ্ছি?

২১ শে জুলাই, ২০১৫ সকাল ১০:২৫

চাঁদগাজী বলেছেন:


না, এটা সাময়িক; রাজনৈতিক দলগুলো, পুলিশ ও বিচার বিভাগের সন্ত্রাসী উদাহরণ মানুষকে বিশৃংখল করেছে; ঠি হয়ে যাবে।

১৫| ২১ শে জুলাই, ২০১৫ সকাল ৭:৪৪

কিবরিয়াবেলাল বলেছেন: খুবই মর্মান্তিক !

২১ শে জুলাই, ২০১৫ সকাল ১০:২৩

চাঁদগাজী বলেছেন:


জাতির মাঝে জল্লাদের সংখ্যা বাড়ছে, এটা কমানোর জন্য পদক্ষেপ নেয়ার দরকার।

১৬| ২১ শে জুলাই, ২০১৫ রাত ১০:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রেমের ব্যাপারে যদি বলি, আমি শতদ্রু একটি নদীর সাথে একমত! তবে এটাও মনে রাখতে হবে, "পিরীতি জাতি-কুলের ধার ধারেনা ।" সামগ্রিকভাবে বলবো, মানুষ আর মানুষ নেই; সব পিশাচ বনে গেছে । সমাজটাই নৈতিকতা বিবর্জিত, সামাজিক অবক্ষয় ঘটছে । আইনের মাধ্যমে এটা রোধ করা সম্ভব হবেনা । কাউন্সেলিং নিয়ে যা বলেছেন; এটা কাজে দিতে পারে ।

২১ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেহসে আিন না মানাটাই কালচার হয়ে গেছে; মানুষকে আগের থেকে পরিণাম বুঝতে পারলে, ও অপকর্মের ফলে, কি ঘটতে পারে, তা তুলে ধরটে পারলে হয়তো কিছুটা সমাধান হবে; সেটাই কাউনসেলিং এর কাজ


****** আমার কমেন্ট করার ক্ষমতা রহিত করা হয়েছে।

১৭| ২১ শে জুলাই, ২০১৫ রাত ১১:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: কেন?

২২ শে জুলাই, ২০১৫ রাত ৩:১২

চাঁদগাজী বলেছেন:


কেহ হয়তো আমার কমেন্ট পছন্দ করেনি।

১৮| ২২ শে জুলাই, ২০১৫ রাত ৩:১৭

মাসূদ রানা বলেছেন: ****** আমার কমেন্ট করার ক্ষমতা রহিত করা হয়েছে।

ইন্নালিল্লাহ ......... কে করল এই কাজ !

খুবই দু:খজনক .......

২২ শে জুলাই, ২০১৫ ভোর ৫:২৫

চাঁদগাজী বলেছেন:


আমি ভাবছিলাম, আমি মোটামুটি বুঝে কমেন্ট করি; কে কি করেছে জানি না।

১৯| ২২ শে জুলাই, ২০১৫ ভোর ৫:৩৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি ধর্ম নিয়ে কথা বলা বন্ধ করেন।

২২ শে জুলাই, ২০১৫ ভোর ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:


ওকে।

আমি ধর্ম নিয়ে কথা বলি না আসলে।

আপনি কি সামারে পড়ছেন?

আপানর আইডিয়ার কি অবস্হা, উহাকে সিক্রেট রাখতে গিয়ে হিমসিম খাচ্ছেন নাতো?

২০| ২২ শে জুলাই, ২০১৫ সকাল ৯:০০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক খারাপ একটা ঘটনা ঘটেছে, এজন্য আইডিয়াটা বাতিল করতে হয়েছে।

২৪ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

চাঁদগাজী বলেছেন:


ওকে, সামনে অনেক সময় আছে, আইডিয়া কাজ করবে এক সময়; চিন্তিত হবেন না।

২১| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৮

ফুলফোটে বলেছেন: আমাদের সেক্সপিয়ার নেই, তুহিন মোল্লার ভালোবাসার কাহিনী হয়তো সামান্যতম সময়ে বাতাসে মিশে যাবে।
-----------------
সমসাময়িক লিখা ।পড়ে ভাল লেগেছে-------

২৪ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:

বেচারা তুহিন মোল্লাকে যেভাবে ভালোবাসার জন্য প্রাণ দিতে হলো; এতা যেন আর না ঘটে।

২২| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
না, ওই আইডিয়া বাদ। আমি বাংলাদেশে যাব না।

২৫ শে জুলাই, ২০১৫ রাত ৯:১৬

চাঁদগাজী বলেছেন:


সেটা আইডিয়া কার্যকর করতে বাংলাদেশে যাওয়ার দরকার ছিলো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.