![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
বাংলাদেশ স্বাধীন হওয়ার সময়, ইহুদীরা বাংলাদেশের প্রতি খুবই সহানুভুতিশীল ছিল; তারা বাংলাদেশকে ঠিক সময়ে স্বীকৃতি দিতে চেয়েছিল, বাংলাদেশ সরকার না চাওয়ায়, স্বীকৃতি দিতে পারেনি। এরপর বাংলাদেশ, ঠিক পাকিস্তানী কায়দায় বাংলাদেশ পাসপোর্টে ইসরায়েল ভ্রমণ নিষিদ্ধ করে দেয়।
যেসব বাংগালীকে বাংলাদেশ সরকার শিক্ষা থেকে বন্চিত করেছে, তারা নিশ্চয় জানে না যে, ইসরায়েল কোথায়; এখন হয়তো আরবদেশগুলোতে কাজ করার ফলে ও টেলিভিশন দেখে অনেক অশিক্ষিত মানুষ ইসরায়েলের অবস্হান সম্পর্কে আনুমানিক কিছু জানে; তবে, তাদের ধর্ম, দেশ, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস সম্পর্কে কিছুই জানার কথা নয়।
আর যারা মাদ্রাসা পড়েছেন, তাদের ভুগোল, ইতিহাস ও অর্থনীতি সম্পর্কে সঠিক ধারণা নেই; এমন কি অনেকের ভুল ধারনা আছে।
পাকিস্তানী আমলে ও বাংলাদেশ আমলে কিছু বাংগালী ভলনটিয়ার হয়ে ও কিছু বাংগালী বেতনের বিনিময়ে পিএলও'র হয়ে ফিলিস্তিনে যুদ্ধ করেছিল; কিছু বাংগালী প্রাণও হারায়েছে।
ইসরায়েলের সাথে আমাদের সীমান্ত সমসয়া নেই, ওদের সাথে আমাদের লেনদেন নেই; তবুও বাংগালীরা তাদের উপর ভীষণভাবে ক্ষিপ্ত।
আমেরিকায়, প্রচুর বাংগালী ইহুদী ব্যবসায় চাকুরী করে; বা একই কর্মস্হলে পাশাপাশি কাজ করে; শুনেছি, বাংগালীদের সাথে তাদের খুবই ভালো সম্পর্ক, এবং ইহুদী ব্যবসায়, কাজেকর্মে বাংগালীদের সুনাম আছে।
তা'হলে বাংলাদেশে না জেনে, না শুনে পুরো বাংগালী জাতি কেন ইহুদীদের উপর ক্ষেপে আছে? আরবদের প্রতি সহানুভুতি? আরবদের সমস্যা আরবদের সমাধান করতে হবে, আমরা আরব নই, আরবদের সমস্যা আমাদের মাথায় খেলবে না; আমরা সেটা সমাধান করতে পারবো না; আমাদের নিজের সমস্যা সমাধানের বুদ্ধি আমাদের নেই; আসলে, আরবেরা আমাদেরও সহ্য করে না; আমরা গায়ে পড়ে, দাদা ডেকে মিজেরাই অনেক খুশী ।
******পোস্ট পড়ার জন্য ধন্যবাদ; বর্তমানে, আমার কমেন্টের ক্ষমতা কেড়ে নেয়া হয়েছে, আপনাদের পোস্ট পড়ছি, কমেন্ট করতে পারছি না।
২২ শে জুলাই, ২০১৫ রাত ২:০২
চাঁদগাজী বলেছেন:
বাংগালী মোল্লারা প্যালেস্টাইনের ব্যাপারটা বুঝে না; এমন কি শিক্ষিতরাও আন্তর্জাতিক রাজনীতি বুঝে না।
ফিলিস্তিন দেশ হচ্ছে না, ফিলিস্তিনীদের ভুলের জন্য।
২| ২২ শে জুলাই, ২০১৫ রাত ২:১৩
মাসূদ রানা বলেছেন: @চাঁদগাজী ভায়া ,
মানুষের সাথে মানুষের সম্পর্ক কেবল রক্ত দিয়েই হয় না .........আপনের বউয়ের সাথে আপনের রক্তের কোন সম্পর্ক নাই । তবুও কি আপনি ভাবীরে ভালোবাসেননা ? জামাত শিবিরও বাংগালী আমলিগও বাংগালী .......... তারপরেও এদের মতে/আদর্শে মিল হয় না কেন ?
আশা করি বোঝাতে পেরেছি .....
২২ শে জুলাই, ২০১৫ রাত ২:২৪
চাঁদগাজী বলেছেন:
বাংগালী রাজনীতিতে রাজনৈতিক হত্যা ও নিস্ঠুরতা আওয়ামী লীগ ও শিবিরকে আলাদা করেছে।
ইহুদীদের সাথে আমাদের সেই রকম কিছু নেই; আমরা ফিলিস্তিনী আরবদের সাহায্য করলে ওরা দেশ পেয়ে যেতো; বাংগালীরা সেইদিকে যাবার মতো শিক্ষিত নন।
৩| ২২ শে জুলাই, ২০১৫ ভোর ৫:৩৬
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: ভাই আপনি আইএস, আল-কায়েদা কে সমর্থন করেন? ঠিক যে কারনে আপনি আইএস, আল-কায়েদা কে সমর্থন করেন না, ঠিক সেই কারনে বাংলাদেশ ইসরাইলকে সমর্থন করে না। আর কারনটা হল নৈতিকতা।
২২ শে জুলাই, ২০১৫ ভোর ৫:৫১
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশ ইউএন সদস্য, সেইদিক থেকে বাংলাদেশ আন্তর্জাতিক কম্যুনিটির বাইরে গিয়ে কিছু করা ঠিক হবে না।
৪| ২২ শে জুলাই, ২০১৫ ভোর ৬:৫৯
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: বাংলাদেশ আন্তর্জাতিক কম্যুনিটির বাইরে গিয়ে কিছু করছে না। আমেরিকাও ইউএন সদস্য, কিন্তু ইসরাইলের বিরুদ্ধে কোন ভোট হলে আমেরিকা তাতে ভেটো দেয়। কেন? বাংলাদেশও আন্তর্জাতিক কম্যুনিটির অংশ হিসাবে একপক্ষের বিরোধিতা করে। একে আন্তর্জাতিক কম্যুনিটির বাইরে চলে যাওয়া বলে না।
২২ শে জুলাই, ২০১৫ সকাল ৭:০৫
চাঁদগাজী বলেছেন:
আমেরিকা ভেটো দেয় মনে হয়, যখন অন্যদেশগুলো আমেরিকার প্ল্যানের বাইরে কিছু করতে চায়; আসলে সমস্যাটি সমাধান করতে পারবে বলে মনে হয় না।
১৯৯৩ সালের শান্তি চুক্ত মতো চললে ফিলিস্তিন স্বাধীন হয়ে যেতো, সেই চুক্তির মুলে আমেরিকা।
৫| ২২ শে জুলাই, ২০১৫ সকাল ৭:০২
কিবরিয়াবেলাল বলেছেন: ইহুদী এবং ফিলিস্তিন সমস্য হাজার বছরের ।আরবদের অনেকের সাথে গোপন সম্পর্ক আছে বলে অনেকে মনে করেন ।
২২ শে জুলাই, ২০১৫ সকাল ৭:০৭
চাঁদগাজী বলেছেন:
এখনকার ৬৭ বছরের শিক্ষা ফিলিস্তিনীদের জন্য যথেস্ট, তাদিগকে অস্ত্র তয়াগ করতে হবে।
৬| ২২ শে জুলাই, ২০১৫ সকাল ৮:০১
রামন বলেছেন: ইহুদীদের সাথে বাঙালি বা বাংলাদেশের ধর্মীয় কোনো সমস্যা নাই৷ তবে রাজনৈতিক দৃষ্টিতে জায়ানবাদের সাথে বাঙালি বা বাংলাদেশের নীতিগত যথেষ্ট পার্থক্য আছে৷ ইসরাইল রাষ্ট্রটির ভিত্তি হচ্ছে জায়ানবাদ। আগ্রাসন, দেশ দখল, রাজ্য বিস্তার করাটা হচ্ছে এই যায়ানবাদী দেশটির মূলমন্ত্র। এছাড়াও মুক্তিকামী ফিলিস্তিনিদের প্রতি বাঙালিদের আলাদা নৈতিক সমর্থন থাকবে কারণ ফিলিস্তিনীরা স্বাধীনতার জন্য অসম লড়াই করছে; আমরাও একসময় পরাধীন ছিলাম এবং মুক্তিযুদ্ধ করে বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছিলাম।
২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৪২
চাঁদগাজী বলেছেন:
ফিলিস্তিনীরা যুদ্ধ করে পারবে না; তাই অস্ত্র ছেড়ে দেশ পেতে হবে; আমাদের সাথে ওদের তুলনা করে লাভ নেই।
৬৮ বছর মারামারি করে, একটা উপসংহারে আসার দরকার ছিল।
২২ মাইল লম্বা, ৫ মাইল গাজাতে ২ মিলিয়ন মানুষ বাস করে, সেখান থেকে রকেট বোঁরার যায়গা নেই।
৭| ২২ শে জুলাই, ২০১৫ সকাল ৮:১২
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: "১৯৯৩ সালের শান্তি চুক্ত মতো চললে ফিলিস্তিন স্বাধীন হয়ে যেতো, সেই চুক্তির মুলে আমেরিকা।" আসলে কি তাই?
"এখনকার ৬৭ বছরের শিক্ষা ফিলিস্তিনীদের জন্য যথেস্ট, তাদিগকে অস্ত্র তয়াগ করতে হবে।" অস্ত্র ত্যাগ করলেই কি সমস্যা সমাধান হয়ে যাবে? ইসরায়েলের ৫০ বছর আগের ম্যাপ আর এখনকার ম্যাপ কি আপনার কথা সমর্থন করে?
"পাকিস্তানী আমলে ও বাংলাদেশ আমলে কিছু বাংগালী ভলনটিয়ার হয়ে ও কিছু বাংগালী বেতনের বিনিময়ে পিএলও'র হয়ে ফিলিস্তিনে যুদ্ধ করেছিল; কিছু বাংগালী প্রাণও হারায়েছে" আপনি কি জানেন ভাই ইসরায়লি সেনাবাহিনীতে বিভিন্ন দেশের ইহুদী এসে যুদ্ধ করে। তারা কেন যুদ্ধ করে?
ভাল খারাপ সব কিছুতেই আছে। আমাদের মুক্তিযুদ্ধের সময় বেশ কিছু পাকিস্তানী বাংলাদেশকে সমর্থন করেছিল। তাহলে আমরা এখনও পাকিস্তানীদের ঘৃনা করি কেন? বিশ্বের বিভিন্ন দেশে প্রচুর বাংগালী পাকিস্তানীর ব্যবসায় চাকুরী করে; বা একই কর্মস্হলে পাশাপাশি কাজ করে; বাংগালীদের সাথে তাদের খুবই ভালো সম্পর্ক, এবং পাকিস্তানীদের ব্যবসায়, কাজেকর্মে বাংগালীদের সুনাম আছে। তাহলে আমরা এখনও পাকিস্তানী শুনলে নাক সিটকায় কেন? ঠিক সেইরকম ভাল ইহুদীও আছে। তারমানে এই নয় যে সব ইহুদী ভাল।
২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৫২
চাঁদগাজী বলেছেন:
পাকিস্তানী ও ইহুদীদের তুলনা করলেন, পাকিস্তানীরা হলো মাথা খারাপ জল্লাদ জাতি, এশিয়ার নিম্নতম শয়তান, হায়েনা। পাকিস্তানী সৈন্য যাকে ইচ্ছা মেরে মেরে ফেলতো, পৃথিবীতে কোন সৈন্য বাহিনী তা করেনি।
ফিলিস্তিনীরা ইসরায়েল না চাওয়ায়, ও ১৯৪৮ সালে যুদ্ধে যাওয়ায় সমস্যা হয়েছে; নিজের পরাজয়কে মেনে নিতে হবে তাদের।
৮| ২২ শে জুলাই, ২০১৫ সকাল ৯:২৮
গোধুলী রঙ বলেছেন: ভ্রাতা কমেন্টারদের কথায় যুক্তি আছে। ওদের সাথে আমাদের কোন রাজনৈতিক কনফ্লিক্ট নাই, তবুও এড়িয়ে চলি বা ঘৃনা করি।
যারা কোরান বোঝেনা তারা শুধু মুসলিম ভাইয়ের উপর অত্যাচারকারী হিসেবেই ইজরাইলকে দেখে, আর যারা একটু বুঝে তারা ঘৃনা করে কারন- সেই সব ইহুদী ও খ্রীষ্টানদের সাথে বন্ধুত্ব নয় যারা একে অপরের বন্ধু- আল্লাহর কমান্ড।
কিন্তু দুনিয়ার গোলকধাধায় পড়ে আমেরিকা সহ অন্য জায়নবাদী ইহুদী-বন্ধুদের সাথে সম্পর্ক টিকিয়ে রাখার একরকম বস্তুবাদী বাধ্যবাধকতা তৈরী হয়ে গেছে। ইজরাইল যদি কখনো প্রকাশ্যে আমেরিকার পজিশনে চলে আসে (আসার সম্ভাবনা প্রকট), তবে আমাদের মত যারা পাশ কাটিয়ে চলে তারাও দূতাবাস খুলতে বাধ্য হবে। মনে মনে ঘৃনা করলেও উপ্রে উপ্রে পিরিত দেখাবে।
২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৫
চাঁদগাজী বলেছেন:
ইসরায়েল ও চীন আমেরিকানদের ভুমিকায় আসতে পারবে না; ওদের গ্রহনযোগ্যটা নেই; ওরা নেতৃত্ব দেয়ার মত মানসিকতার মানুষ নয়।
ইসরায়েলের অর্ধেক মানুষ চায় যে, ফলিস্তিন হোক, তবে অস্ত্র হাতে নয়; সেটাই হোক।
৯| ২২ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৩০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি তো ইহুদি স্কুলে পড়ি। ওদের সব ধর্মীয় অনুষ্ঠানে ছুটি পাই। একবার এক ফ্রি ব্রেকফাস্টের অনুষ্ঠানে গিয়েছিলাম। পরে দেখি ওইটা ওদের অনুষ্ঠান। আমাকে সাইন আপ করিয়েছে ওদের অন্য অনুষ্ঠানে যেতে।
২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৬
চাঁদগাজী বলেছেন:
আমেরিকার প্রাইভেট বড় স্কুলগুলো ওদের।
বাংলাদেশ যদি অকারণ হিংসা তয়াগ করে, ফিলিস্তিনীদের বুঝাতে পারতো যে, পাথর মেরে, এফ-১৬ এর বোমা খেয়ো না, তা'হলে ফিলিস্তিনীদের উপকার হতো; সব আরবেরা ফিলিস্তিনীদের টাকা পয়সা দিয়ে মারামারিতে ব্যস্ত রাখছে; তারা চায় প্রতিশোধ।
১০| ২২ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৪১
শিশির উবুন্তু বলেছেন: ফিলিস্তিন , আরবদের প্রতি বাংলাদেশীদের কেন এতো টান এটা আপনি ভাল করে জানেন । নতুন করে জানানোর প্রয়োজন মনে করিনা । এই লেখাটাও আপনার একটা ন্যাকামি মুলক লেখা । ইসরায়েলদের প্রতি বাংলাদেশীরা অর্থাৎ বাংলাদেশী মুসলমানরা প্রায় সাড়ে ১৪০০ বছর ধরে ক্ষিপ্ত । কারণ সকল মুসলমানদের প্রাণের স্পন্দন হযরত মুহাম্মদ (সা) এর যুগে ইহুদিরা অনেক কুলাঙ্গারমূলক কাজ করেছে । সে থেকেই আমাদের ক্ষোভটা প্রবাহমান । আর ইদানীং ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদের কে নিরীহভাবে হত্যা করছে , আমরা কে তারপরও বসে বসে আঙুল চুষব ? অন্তত ঘৃণাটাতো করতে পারব ।
২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৭
চাঁদগাজী বলেছেন:
হযরতকে সাহায্য করেছিলেন ইহুদীরা; মদীনায় উনাকে থাকার ব্যবস্হা করেছিলেন ইহুদীরা।
২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:০৩
চাঁদগাজী বলেছেন:
********** বাংগালীরা বিনা কারণে অন্যের উপর 'ক্ষেপে' যেতে পারে, তা বুঝানোর জন্য এই পোস্ট। **********
১১| ২২ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৫৬
শিশির উবুন্তু বলেছেন: আর লেখাতে আপনি যে ভাব দেখালেন তাতে মনে হলো যে শুধু বাংলাদেশীরাই ইসরায়েল কে ঘৃণা করে , আর কেউই ঘৃণা করেনা । এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনি অন্ধের সাগরে বসবাস করছেন । দ্বিতীয় বিশ্বযুদ্ধটা কিন্তু এডলফ হিটলার ইহুদীদের বিরুদ্ধেই করেছিল । কেন , হিটলার কি আরো দুইটা পাচটা ধর্মের বিরুদ্ধে একসাথে লড়তে পারতনা ? কেন লড়েনি , কেনইবা হিটলার শুধু ইহুদিদের মারল ? "আমি চাইলে পৃথিবীর বুক থেকে ইহুদি নামক জাতিকে একেবারে ধ্বংস করে দিতে পারি , চাইলেই সব ইহুদিকে সমুলে বিনাশ করে দিতে পারি , কিন্তু আমি সেটা করিনি , আমি কিছু ইহুদিকে বাচিয়ে রেখেছি , যাতে পরবর্তী প্রজন্মের মানুষ সেসব ইহুদিদের কে দেখে বুঝতে পারে যে আমি কেনইবা শুধু ইহুদি হত্যা করেছি" ।
- এডলফ হিটলার
২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৯
চাঁদগাজী বলেছেন:
ইহুদীরা অর্থনীতি ও ফাইন্যান্স ভালো বুঝে, ব্যবসা করে টাকা পয়সার মালিক হয়, সেটাই হিটলার পছন্দ করে নাই; ইহুদীরা সব সময় নিজকে অন্যদের থেকে আলাদা করে ফেলে, এটা হিটলার পছন্দ করেনি; ইহুদীরা ১ম মহাযুদ্ধের সময় যুদ্ধে যায়নি ও টাকা পয়সা সরায়ে ফেলেছিল সেই জন্য হিটলারের সমস্যা।
বাংগালীদের কি সমস্যা?
বাংগালীদের হৃদয় খারাপ, সেটাই সমস্যা
১২| ২২ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৪২
মামু১৩ বলেছেন: অর্থনৈতিক, রাজনৈতিক বিষয় অনেক গভীর। সৌদী আরবের সাথে ইসরায়েলের বানিজ্যিক, সামরিক সম্পর্ক আছে--যা নিয়ে প্রকাশ্যে সবাই চুপচাপ। মধ্যপ্রাচ্যের সাথে ভারতের সম্পর্ক খুবই ভাল । অন্যদিকে ইসরায়েলের সাথেও ভারতের দহরম মহরম! মধ্যপ্রাচ্য ব্যাপারটা না দেখার ভান করে! অর্থনীতিই আসল, ধর্ম নয়।
২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৩
চাঁদগাজী বলেছেন:
ধর্মের দিক থেকে ইহুদীরা মুসলমানদের বড় ভাই।
আরবদেশগুলো বসে, ফিলিস্তিন সমস্যা সমাধান করলে হতো; তারা মুখ মুখে বলে ইসরায়েলকে উৎখাত করতে হবে; কিন্তু দরকার কি?
ওখানে ২টি দেশ হলে ১২/১৩ মিলিয়ন মানুষ সুন্দরভাবে বাস করতে পারে।
১৩| ২২ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৪
এই সব দিন রাত্রি বলেছেন: আপনার বাসায় আশ্রয় নেয়া অতিথি যদি আপনার বাড়ির দখল নিতে চায় তবে আপনি নৈতিক ভাবে সেই অতিথিকে সমর্থন নাই করার কথা। বাংলাদেশ সরকার ইস্রায়েল কে "দেশ" হিসেবে স্বীকৃতি না দেয়াটা নৈতিক অবস্থান থেকেই। আর এই বিষয় নিয়ে সন্দেহ প্রকাশ করে অবৈধ অতিথির প্রতি সহানুভূতি প্রকাশ না করলেই নয়
২৩ শে জুলাই, ২০১৫ রাত ১:০৫
চাঁদগাজী বলেছেন:
ইহুদীরা দীর্ঘদিন প্লা্যান করে ইসরায়েল প্রতিস্ঠা করেছে "বৃটিশ কলোনীতে"।
ইহুদীরা আরবদের অনেক জায়গা দখল করেছে, কিন্তু তারা "প্যালেস্টাইন" নামক স্বাধীন দেশকে দখল করেনি।
ভালো হতো, যদি ১৯৪৮ সালে আবরা জয়ী হতো, তারা পারেনি; পরের ৬৮ বছর পারেনি; আর পারবে না।
এখন দরকার অস্ত্র ফেলে দিয়ে ২ দেশ সমাধান মেনে নেয়া।
১৪| ২২ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৫
শতদ্রু একটি নদী... বলেছেন: কমেন্টে বললেন ইহুদিরা মুসলমানদের মদীনায় বসতি করতে সাহায্য করছিলো। আবার খায়বারের যুদ্ধও কিন্তু ওদের বিরুদ্ধেই হইছিলো। প্রেক্ষাপট আর সময়ও কথা বলে।
আপনার কিছু অন্ধ বিশ্বাস আছে, এইগুলা দূর হইলেই ভালো। যদি বলেন নৃশংসতার কথা, তাইলে এশিয়াতে জাপানের মতো উদাহরন কেউ তৈরী করতে পারেনাই, পারবেও না। তাই বইলা কি জাপানের সাথে আর কারো সম্পর্ক রাখা উচিত না? সম্পর্ক হয় বর্তমানে কি করতেছে তার উপর। বর্তমানে জাপান ভালো, বর্তমানে পাকিস্তানও আমাদের বন্ধু দেশ। কিন্তু ইসরায়েল আমাদের বন্ধু দেশের শত্রু, মানবতার শত্রু। কোন দেশেরই নৈতিক অবস্থান ঠিক থাকলে তারা ইসরাইল সমর্থন করতে পারেনা, কারন এর জন্মই হইছে অবৈধভাবে ফিলিস্তিনিদের হত্যা আর উচ্ছেদ কইরা। যার জন্ম অবৈধ, তাকে আপনি জারজই বলবেন আর মানবেন, তাই হবার কথা। আর যাকে আপনি জারজ রাস্ট্র মানতেছেন, তার প্রতি কিভাবে সহানুভুতি দেখাবেন যেইখানে তাদের সব কাজই মানবতাবিরুদ্ধ?
২৩ শে জুলাই, ২০১৫ রাত ১:০১
চাঁদগাজী বলেছেন:
ইতিহাস লেখা আছে, তাকে এনালাইসিস করতে শিখুন: ইসরায়েল "প্যালেস্টাইন নামক দেশে" হয়নি, হয়েছে প্যালেস্টাইন নামক "বৃটিশ কলোনীতে"।
বৃটিশ কলোনীর নিয়ম অনুসারে, ২টি দেশ হওয়ার জন্য বৃটিশ রুলিং দিয়েছিল; আরবরা তা মানেনি; আরবরা যুদ্ধ করে ১ দেশ প্রতিস্ঠা করতে গিয়ে পরাজিত হয়েছে; ১৯৪৮ সালে আরবরা জয়ী হলে ইজরায়েল হতো না; ১৯৪৮ সালে ২ দেশ চাইলে ২ দেশ হতো।
বর্তমান পরিস্হিতিতে ২ দেশই সমাধান; আরবরা যুদ্ধ করেছে ৬৮ বছর পরাজিত হয়েছে; এখন দরকার অস্ত্র ফেলে দেয়া, তার বিনিময়ে দেশ নেয়া।
১৫| ২২ শে জুলাই, ২০১৫ রাত ১১:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর লাগল।
২৩ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫২
চাঁদগাজী বলেছেন:
অকারণ হিংসুটে হলে, নিজেদের মাঝে অশান্তি বিরাজ করবে অকারণ।
১৬| ২৩ শে জুলাই, ২০১৫ রাত ১:২৭
এজজিলারেটেড উইন্ড বলেছেন: বর্তমানে পাকিস্তানও আমাদের বন্ধু দেশ।- উপরে ১৪ নম্বর কমেন্টকারী বললেন।
এমন বন্ধু চাই না।
আজকেই পাকিস্তানের শেহজাদ শ্রীলংকার থিরিমান্নের ক্যাচ ক্যামেরা ফাকি দিয়ে মাটি থেকে কুড়িয়ে আম্পায়ারকে বোকা বানাইয়ে ফেলসিল প্রায়।নাছড়বান্দা আম্পায়ার আর থিরিমান্নের আবেদনে পাশের আরেকটা ধারণ করা ক্যামেরায় দেখা যায় শেহজাদ মাটি থেকে বল কুড়িয়ে নেয় উল্টে পড়ার সময়।এবার এম্পায়ার তো আউট বাতিল করে দিলয়।
সেখানে এম্পায়ারকে মাঠের সবার সামনে উল্টা জিগায় ক্যাচটাতো বাহু দিয়া ধড়ছি।
এমন চোরদের বন্ধু করার দরকার নায়।যারা পুরা দুনিয়ার নিজ চোখে দেখা দূর্নীতিকেও গর্বের সাথে চ্যালেঞ্জ করে।
পাকিস্তান আজকে আবার ছোট হল সবার সামনে।
২৩ শে জুলাই, ২০১৫ রাত ২:৪০
চাঁদগাজী বলেছেন:
বিশ্ব নাইজেরিয়া ও আফগানিস্তান ব্যতিত কেহ পাকীদের বন্ধু বলার অবস্হানে নেই।
পাকীদের মন ওমগজ বিষাক্ত।
১৭| ২৩ শে জুলাই, ২০১৫ সকাল ৯:০৮
জিয়া চৌধুরী বলেছেন: ইহুদীদের সাথে বিরোধ রাষ্ট্রীয় কারণে নয়। জাতিগত কারণে।
২৩ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:০৮
চাঁদগাজী বলেছেন:
জাতি হিসেব ওরা আরবীয় গোত্রের, আমাদের সাথে মিল নেই; তাই বলে তাদের প্রতি আমাদের খারাপ মনোভাব থাকার কথা নয়।
ধর্মের দিক থেকে ওরা আমাদের বড় ভাই।
১৮| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১:২২
শতদ্রু একটি নদী... বলেছেন: কলোনি মানে এই না যে যথেচ্ছা আচরন করা যাইতো। জাতিসংঘের নীতির বিরুদ্ধেও ছিলো। কলোনীর লোকেরাও কিন্তু বৃটেনের নাগরিকই ছিলো এক অর্থে। আর কোনো রাস্ট্রও যদি তার নাগরিকদের উপর অনৈতিক সিদ্ধান্ত চাপায়, অবিচার করে, সেইটা অবৈধই হয়। ক্ষতিপুরন আর জোর করে কিছু মানুষ অন্য জায়গায় পাঠানো যায়। কিন্তু একটা জাতির অধিকাংশরে বাস্তুচ্যুত করা যায় কোন হিসেবে? কোন হিসেবে ইহুদী যাদের নিয়া আসা হয় তাদের ফিলিস্তিনেই রাস্ট্র গঠনের অধিকার হয়? এইটা আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন। আপনার কি মনে হয় ইসরাইল রাস্ট্র গঠনের কাজটা ভালো হইছে? আর যেইভাবে হইছে ঠিক কাজ হইছিলো? তাইলে তো মনে হয় কয়দিন পর বলবেন পাকিস্তানীরা ৭ কোটি বাঙ্গালী মাইরা শুধু বিহারীদের এই দেশ দিয়া দিলেও সেইটা করা যুক্তিযুক্ত হইতো। সরকারতো ইচ্ছা করলেই সব করতে পারে, তাইনা?
৭১ এ ইন্ডিয়া যদি একাই দেশ দখল করার খায়েশ নিতো বাঙ্গালীদের একেবারেই সাহায্য না কইরা, ওইটাও হয়তো সম্ভব ছিলো। শক্তিশালী প্রতিবেশীর জোর কইরা হয়তো আমাদের মুখ বন্ধও রাখতো। কিন্তু মুক্ত একটা দেশের সংরাম চলতোই। দেশের অর্ধেক লোক মারা গেলেও চলতোই।
২৪ শে জুলাই, ২০১৫ রাত ১:৫৯
চাঁদগাজী বলেছেন:
পাকিস্তান দেশকে জামাত ও বিহারীদের সাহায্য নিয়ে দখল করতে পারলে, দেশের অকথিত মালিক হতো জামাত ও বিহারীরা।
বৃটিশ কলোনী শাসন করার জন্য বৃটিশ পারলামেন্টে পাশ করা আিন অনুসরন করতো।
ইসরায়েলার বেলায়, ইহুদীদের বিরাট অংশ ইউরোপীয়ান হওয়ায় বৃটিশ তাদের প্রতি কিছুটা বেশী দয়া দেখায়েছে প্রথম থেকে; পরে অনেক কিছু করেছে ইউএন।
আমি ইহুদী নই, তাদের সমর্থন করছি না; আমি বলছি মুসলমানদের জন্য বর্তমান বাস্তবতা ও ভালো থাকার পদ্ধতি।
প্যালেস্টাইন নামে যে দেশ হবে, সেই দেশ যদি হয়ে যায়, ওখানকার লোকদের জন্য নতুন জীবন পাবার মতো কিছু ঘটবে।
ইসরায়েলীডের বের করে দেয়া আর সম্ভব হবে না; তাই েক সংগে ভালোভাবে থাকলে সবার জন্য ভালো হবে।
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৫ রাত ১:৪১
রূপক বিধৌত সাধু বলেছেন: মুসলমানের মুসলমানের প্রতি টান আছে, হিন্দুর আছে হিন্দুর প্রতি টান (এ জন্য আরবদের প্রতি বাঙালি মুসলমানদের, ভারতীয়দের প্রতি বাঙালি হিন্দুদের অালাদা দুর্বলতা কাজ করে) । ইসরাইল যেহেতু ফিলিস্তিনের মুসলমানদের ওপর মাঝে মাঝে ঝাঁপিয়ে পড়ছে, নিরীহ মানুষ মারছে; সে জন্য এ দেশের মানুষ তাদের ওপর ক্ষ্যাপা! ওদের সাথে সম্পর্ক বোধহয় হবেনা ।