নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আগামী ১০ বছরে, অনেক বড় বড় লেখক হবেন আজকের ব্লগারেরা

২৪ শে জুলাই, ২০১৫ রাত ৮:০৭

আজকের পত্রিকায় যাদের লেখা দেখছেন, আগামী ১০ বছরের মাঝে এঁদের লেখা কেউ পড়বে না; ড: এমাজুদ্দিন, মুনতাসির মামুন, আনিসুল হক, মাহমুদুর রহমান মান্না, এই ধরণের লেখকদের বই কেহ পড়বে না; বই মেলায় এদের বই পড়ে থাকবে; পত্রিকার লোকেরাও এদের লেখা ছাপাতে চাইবে না। আসলে, এখনই আনিসুল হক টাইপের লেখা মানুষ পড়ছে না; পত্রিকা ওদের হওয়াতে ছাপিয়ে যাচ্ছে, অধস্তন কর্চারীরা সামনাসামনী সুনাম করছে, পেছনে বিরক্তি প্রকাশ করছে।

একুশের বই মেলায় বের হবে ব্লগারদের লেখা বই, পাঠকেরা আগ্রহের সাথে তাদের বই পড়বেন; ব্লগারদের লেখার বিষয় হবে চলমান জীবনের উপর; ব্লগারদের বইয়ের বিষয় হবে সাধারণ মানুষের জীবন, টেকনোলোজী, প্রেম, ফিকশন, আগামীদিনের উপর।

ব্লগারেরা পাঠকদের থেকে ক্রমাগতভাবে ফিডব্যাক পাচ্ছেন, নিজকে বুঝার সুযোগ পাচ্ছে; পাঠকের আগ্রহ কোনদিকে তা বুঝার সুযোগ পাচ্ছেন। ব্লগের পাঠকেরা আধুনিক মনোভাবে লোক, এদের বিরাট অংশ বিশ্বের ঘটনা প্রবাহ ও টেকনোলোজীর সাথে পরিচিত, এরা তথ্য-সমৃদ্ধ জেনারেশন: এরা লেখকের কি-বোর্ড থেকে নিউরণ পর্যন্ত দেখতে পায়; এবং এরা সমালোচনায় লাজুক নন; কিন্তু এরা বন্ধু ভাবাপন্ন, এদের ফিডব্যাক তেলমুক্ত।

ব্লগের অনেক লেখক এখন বেশ জনপ্রিয়, পাঠকেরা এদের লেখা আগ্রহ ভরে পড়ছেন, আগামী লেখার জন্য অনুরোধ করছেন। ব্লগের পাঠকেরা নাম দেখে পড়েন না, লেখায় পড়ার মতো কিছু থাকলে পড়েন; পড়ে হতাশ হলে, তা জানিয়ে দেন; এটাই লিখকদের জন্য বড় বার্তা, এটাই আগামীদিনের বড় লেখক তৈরির চালিকা শক্তি।

মন্তব্য ৪৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ৮:১০

হামিদ আহসান বলেছেন: ভাল বলেছেন ....

২৪ শে জুলাই, ২০১৫ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা হবেন জনপ্রিয় লেখক; লেখার ধরণ ও বিষয় হবে মানুষের জীবনের কাছাকাছি ও অধিক সঠিক।

২| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ৮:২৩

ইমরান আশফাক বলেছেন: উৎসাহ পেলাম।

২৪ শে জুলাই, ২০১৫ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:

এটাই ঘটবে, মনে হচ্ছে।

৩| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ৮:৩০

কয়েস সামী বলেছেন: আহ! তাই যেন হয়!

২৪ শে জুলাই, ২০১৫ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


তাই হবে, আজকের এই পোস্টগুলো বেশ শক্তিশালী; এগুলো ক্রমেই রিফাইন হবে।

৪| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ৮:৫১

জুন বলেছেন: আপনার পোষ্টের শিরোনাম দেখে দ্রুত লগ হোলাম । পড়ার সাথে সাথে হতাশ । হায় ভ্রমন কাহিনীর উল্লেখ নেই আপনার তালিকায় :(

২৪ শে জুলাই, ২০১৫ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা ভ্রমণ কাহিনী সবচেয়ে বেশী পড়েন। ব্লগে ভ্রমন কাহিনী ও ছবি দেখার জন্য ভীড়; শুধু দেশের পাহাড়ী এলাকা ভ্রমণ করে, সচিত্র একটা বই প্রকাশ করুন, বেস্ট সেলার হবে।

আমি কমশব্দে পোস্ট লিখি, তাই অনেক কিছুই বলা হয় না, স্যরি।

৫| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ৮:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: আশা জাগানিয়া শিরোনাম ।

২৪ শে জুলাই, ২০১৫ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


সামনে ব্লগারদের সময়, রেডী হোন

৬| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩২

মোঃ ইমরান কবির রুপম বলেছেন: হতেই হবে

২৪ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:


লেখার ধরণ বদলে যাবে, শিক্ষিত পাঠকের সংখ্যা বাড়ছে।

৭| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪৯

আরণ্যক রাখাল বলেছেন: আমি নোবেল পাবো

২৪ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:


বাংলায় নোবেলের সময় হয়েছে; পুরানদের মাঝে কেহ পাচ্ছে না; নতুনদের জন্য সংরক্ষিত থাকছে।

৮| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বাংলাদেশের সবাই লেখক হয়ে যাবে।

২৪ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:


তা হয়তো ঘটবে না; কারণ, লিখতে হলে জানতে হবে ও প্রকাশ করার নিজস্ব স্টাইল থাকতে হবে।

৯| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৫

আরণ্যক রাখাল বলেছেন: আমরা এখন সুন্দর সময়ে এসেছি ব্লগিং করতে; আমাদের সামনে কোন আদর্শ নেই অনুসরণ করার। সূচনা বলা যায় অনেকটা এই সময়কে যদিও প্রায় ১০ বছর পেড়িয়ে গেছে বাংলা ব্লগিং-এর।
এখনকার লেখকেরা ব্যর্থ নতুনদের চাহিদা মেটাতে, এটা ব্লগারেরাই পারে, আগামীতেও পারবে। আর সবচে' বড় ব্যাপার, সবাই- যারা লেখা শুরু করছে, যুক্ত হচ্ছে ব্লগিং-এ।

২৪ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৫

চাঁদগাজী বলেছেন:

ব্লগের বাইরে যারা লিখছেন, তাঁদের কোন ফিডব্যাক নেই; তাঁরা নিজকে বদলানোর, শোধরানোর সুযোগ পাচ্ছেন না; উনারা মশা মারতে কামান দাগায়; এখন পাঠকেরা ব্যস্ত, অনেক পাঠক নিজেই লেখক।

তাই ব্লগারেরাই আগামীর আসল লেখক।

১০| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৭

নীলপরি বলেছেন: লেখা পড়ে উৎসাহিত হলাম । ধন্যবাদ ।

২৪ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪০

চাঁদগাজী বলেছেন:

ব্লগ লেখকদের জন্য সীমাহীন সুযোগ এনে দিচ্ছে।

১১| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
পড়া বাদ দিয়ে সবাই শুধু লিখবে।

২৪ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫৫

চাঁদগাজী বলেছেন:


মানুষ নিজের অজান্তেই পড়তে শুরু করে; ভাবে, সময় নেই; যখন লেখার মাঝে ডুবে যায়, তখন সবকিছু ভুলে যায়।

১২| ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩১

ঢাকাবাসী বলেছেন: ১০ বছর! অতোটা সময় কি ঈশ্বর আমায় দিবেন? দিতেও পারেন!

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১২:১৯

চাঁদগাজী বলেছেন:


এখুনী আপনাদের লেখা প্রকাশিত হলে মানুষ পড়বে; ১০ বছর পর, অনকে লেখক বেরিয়ে আসবে।

১৩| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১২:১৯

সচেতনহ্যাপী বলেছেন: আশা করতে দোষ কি,যেখানে ব্লগে প্রকাশ,আলোচনা সমালোচনা হচ্ছে,পত্রিকার চেয়ে বেশী।। পত্রিকাগুলিতো আজকাল ব্যাবসায়ীক পণ্য!! আর কত অবাক হবো??

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১২:২৯

চাঁদগাজী বলেছেন:


পত্রিকার লেখক, সম্পাদক ও রিপোর্টারদের লেখার স্টাইল ডাইনোসরের যুগের; সংবাদগুলোও পরিবেশন করতে পারে না ঠিক মতো।

১৪| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১২:৩৩

ডার্ক ম্যান বলেছেন: ব্লগের স্বর্ণযুগ তো পার করে ফেলেছি। শাহবাগ আন্দোলন ভূমিষ্ট হওয়ার সাথে ব্লগ তার আপন স্বকীয়তা হারিয়ে ফেলতে শুরু করে। সবার মাঝে ফেসবুক সেলিব্রেটি হওয়ার অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে যায়। ব্লগ আমার কাছে লিটল ম্যাগাজিনের একটা বৃহৎ অনলাইন রুপ।

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১:১০

চাঁদগাজী বলেছেন:


ফেসবুকে সাহিত্যিকের জন্ম হবে না; ওখানে মেকি ব্যক্তিত্বের লরাই হবে।

খালেডা জিয়া, মাহমুদুর রহমান ও মোল্লা শফি ব্লগের লেখকদের কিছুটা ক্ষতি করেছে; এ রকম কিছু ঘটতে পারে, নদীকে কেহ থামাতে পারে না।

১৫| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১২:৩৯

শতদ্রু একটি নদী... বলেছেন: হে ঈশ্বর, অনন্ত আয়ু চাইনা, আরো অন্তত ধশটা বছর দিও। আঙ্কেলের ভবিষ্যতবানীতে নিজেরে নিয়া আশা দেখতে পাইতেছি। পুরস্কার চাইনা, লাইকও না, চুপিচুপি পড়ে এমন পাঠক চাই অনেক। আমার অথবা অন্য কারো ...

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১:০৬

চাঁদগাজী বলেছেন:


আমার ধরণা, আপনার কিছু পাঠক আছে, যারা ব্লগে আপনার নতুন কবিতা খোঁজে; মনে হয়, এটা একটা ভালো শুরু।

পাঠকের আগ্রহ ও আপনার ভাবনার একটা কোয়ালিসন করার চেস্টা করেন; দেখবে যে, পাঠক আপনাকে ারো বেশী করে খুঁজবে।

১৬| ২৫ শে জুলাই, ২০১৫ সকাল ৯:২৯

অগ্নি সারথি বলেছেন: চরম ভাবে ইন্সপায়ার্ড।

২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৩০

চাঁদগাজী বলেছেন:


পাঠকের আগ্রহ বুঝুন, মানুষের জীবনকে অনুসরণ করুন, বড় লেখকদের মাঝে আপনার নাম থাকবে।

১৭| ২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৯

সুমন কর বলেছেন: ভালো বলেছেন।



অ.ট.: ঈদ উপলক্ষ্যে আমার একটি ফান পোস্ট আপনি ছিলেন, সময় হলে দেখে আসতে পারেন। আপনি ছিলেন তাই বললাম, নতুবা বলতাম না।

২৫ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:


আমি কিভাবে মিস করলাম? মনে হয়, অকারণে ব্যস্ত ছিলাম।

১৮| ২৫ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

যোগী বলেছেন: যে সব ব্লগাররা সাধারনত সামুতে ভালো লিখতো তার প্রায় সবাই সামু ছেড়ে অন্য মাধ্যমে লেখা লেখিতে ব্যাস্ত হয়ে পড়েছে।
আপনার কথা ঠিক সামু লেখকদে আত্ববিশ্বাষ বাড়িয়ে দেয়।

২৫ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা ব্লগ বদলাতে পারে, সেটা কিছুই না, ব্লগার মানেই ব্লগার।

১৯| ২৫ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১২

মায়াবী রূপকথা বলেছেন: আমি কি হতে পারি? সেরা পাঠিকা পুরস্কার চাই আমার :(

২৫ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


বিশ্বের সেরা লেখকেরা সবচেয়ে বড় পাঠক; অন্য লেখকের কথা বাদ দিন, উনারা নিজের লেখাকে কত শতবার পড়েছেন?

২০| ২৫ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

মায়াবী রূপকথা বলেছেন: লিখবার সময়ই একবার পড়েছে :P

২৫ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:

না, উনাদের জীবনী পড়ে দেখবেন, উনারা নিজের লেখাকে এতো ভালোবাসতেন যে, বহুবার পড়েছেন।

আপনি সহজেই বড় লেখক হতে পারবেন যদি নিজের আগ্রহকে বুঝতে পারেন।

২১| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১০:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্লগের পাঠকেরা নাম দেখে পড়েন না, লেখায় পড়ার মতো কিছু থাকলে পড়েন; পড়ে হতাশ হলে, তা জানিয়ে দেন; এটাই লিখকদের জন্য বড় বার্তা, এটাই আগামীদিনের বড় লেখক তৈরির চালিকা শক্তি।


কথাটা আমার মনে ধরেছে ।

২৭ শে জুলাই, ২০১৫ ভোর ৫:০৯

চাঁদগাজী বলেছেন:


সঠিক, লেখকদের ভাবতে হবে; পাঠকদের ফিডব্যাক সেইদিকে নিয়ে যাবে।

২২| ২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: পোস্টটা পড়ে ভালো লাগলো । তবে অামার কেন জানি মনে হয়, একসময় কাগুজে বই থাকবেনা এবং অাধুনিক লেখকদের (যাঁরা লেখালেখিকে পেশা হিসেবে নেবেন) চরম দুর্দিন শুরু হবে!

২৭ শে জুলাই, ২০১৫ ভোর ৫:১৫

চাঁদগাজী বলেছেন:


কাগুজে বই ণা থালে পড়ার আনন্দ কমে যেতে পারে; পড়ার পর, মনে হবে হয়তো কি পড়লাম কে জানে! এটা একটা মানসিক সমস্যা হবে।

তবে, বড় লেখকদের বই চাপানো হবে।

২৩| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১১:০২

মহাকাল333 বলেছেন: চাঁদগাজী ভাই, সহমত। আজকের ব্লগাররাই যেন ভবিষ্যতে বড় লেখক হন, সেই শুভকামনাই করি।ব্লগার লেখক এবং পাঠকরা অনেক বেশি জ্ঞানী এবং মননশীল।তাই ব্লগ পড়তে ভাল লাগে। কিন্তু দুঃখের বিষয় বর্তমানে ব্লগের লেখক এবং পাঠক আশঙ্কাজনকভাবে কমে গেছে এবং সবাই ফেইসবুকের দিকে ঝুঁকে পড়ছেন। অনেক ব্লগার সস্তা জনপ্রিয়তা পাওয়ার উদ্দেশ্যে ফেইসবুকেই বেশি লেখালেখি করছেন এবং ব্লগ থেকে দূরে রয়েছেন। আশা করি,এই অবস্তার পরিবর্তন হবে। লেখককে ধন্যবাদ। শুভকামনা রইলো।

২৭ শে জুলাই, ২০১৫ ভোর ৫:১২

চাঁদগাজী বলেছেন:


ফেসবুকে কথার খই ফুটছে; লেখা বের হচ্ছে ব্লগে।

ফেসবুক এক সময় বিরক্তিকর হয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.