নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

জ্বি, আপনার কিছুদিন অনুপস্হিতে ব্লগারেরা ছাগল, পাগল হয়ে গেছে!

২৭ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫২

কয়দিন পরপর, কিছু প্রাগৈতিহাসিক ব্লগার এসে পোস্ট দেবেন যে, উনারা যখন ছিলেন, তখন ব্লগের 'সোনালী, রুপালী, পিতলী, তাম্র, মাম্র যুগ ছিল '; তারপর, দু,চারটা পুরানো নিকের অনুপস্হিতি নিয়ে শোকের বন্যা বয়ায়ে দেবেন; এবং বর্তমান ব্লগারদের ছাগল, মাগল, পাগল ডেকে অস্হির হয়ে যাবেন; তারপরে লা-পাত্তা।

আমি বিশ্বাস করি যে, দেশ স্বাধীন হওয়ার পর, বাংলাদেশে ছাত্র রাজনীতি আলাদাভাবে চালানোর দরকার ছিলো না; কারণ, ছাত্র রাজনীতি আমাদের ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশ নস্ট করেছে, তরুণ মাফিয়াদের জন্ম দিয়েছে, মধুর-ক্যান্টিনের গ্রাজুয়েট দিয়েছে জাতিকে। ছাত্রদের মাঝে যারা রাজনীতি করতে চায়, তাদের জন্য পার্টির মুলস্রোত খোলা আছে। একই পার্টিতে, ৩/৪ লেভেলের সভাপতি/সেক্রেটারী দলকেও অস্হির করে তোলে।

এ ভাবনা একান্তই আমার, আমি সবার হয়ে লিখিনি; আমার এ ধরণের লেখার উপর ব্লগারেরা মন্তব্য করছেন, পক্ষে বিপক্ষে; এবং এজন্যই ব্লগ।

ছাত্র রাজনীতির বিপক্ষে দেয়া আমার এক পোস্টে, আজকে কোন এক সোনালী যুগের ব্লগার এসে কমেন্ট করতে গিয়ে পুরো ব্লগের গোস্ঠী উদ্ধারে লেগে গেছেন; গত ২ দিন ব্লগ পড়ে নাকি উনার মনে হচ্ছে যে, ব্লগ ছাগলের খোয়াড়ে পরিণত হয়েছে!

উনাদের মাথায় ঢুকছে না যে, প্রতিটি নতুন পোস্ট ব্লগারদের ভাবনা, লেখার স্টাইল, প্রকাশের সাবলীলতা নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে; ফলে, ব্লগিং কোনভাবেই পেছনে যাচ্ছে না; ২০১৩ সালে, ব্লগারদের বিপক্ষে কয়েকজন পেছনে-পড়া রাজনীতিবিদ খারাপ অপবাদ দিয়েছিলেন, তাতে ব্লগিং এ কিছুটা স্হবিরতার সৃস্টি হয়েছিল; তা এখন কেটে গেছে। ঐসব রাজনীতিবিদরা এখন বাদুরের মত মাথা নীচু করে ঝুলছে।

মন্তব্য ৫০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:১০

পাজল্‌ড ডক বলেছেন: কইষা একটা দিলেন:প
সহমত।

২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:

ব্লগিং'এর শুরু নিশ্চয় সবার জন্যই বিশাল চমক সৃস্টি করেছিল। সেটা স্বর্ণ যুগ নয়, শুরুর আনন্দ ছিল ।

২| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:১৬

প্রামানিক বলেছেন: সহমত

২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:৫৪

চাঁদগাজী বলেছেন:

অনেকে প্রথম থেকেই ভালো লিখছিলেন, এটা ঠিক; তার অর্থ এই নয় যে, পরেরগুলো নীচের সারির।

৩| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:২৩

ডার্ক ম্যান বলেছেন: কোন পোস্ট

২৮ শে জুলাই, ২০১৫ রাত ১২:০৪

চাঁদগাজী বলেছেন:


আমার একটা পোস্ট আছে ছাত্রলীগকে নিয়ে, শিরোনামটা, "ছাত্রলীগকে মাথা থেকে নামানোর পজিশনে আছে এখন শেখ হাসিনা "

৪| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩৯

সুমন কর বলেছেন: শেষ প‌্যারায় চমৎকার বলেছেন।

২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, ব্লগিং এভাবেই নতুন জেনারেশনের লেখক সৃস্টি করছে।

৫| ২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:৫৯

তারেক সালমান জাবেদ বলেছেন: সহমত

২৮ শে জুলাই, ২০১৫ রাত ১২:১০

চাঁদগাজী বলেছেন:

ব্লগিং এ উন্নতি হচ্ছে প্রতিদিন; তাল মেলানোর দরকার, না পেছনে পরার সম্ভাবনা

৬| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১২:০৫

শতদ্রু একটি নদী... বলেছেন: এক্কেবারে জায়গামত ধরছেন আঙ্কেল। আপনে মাঝে মাঝে কিছু ভালো কথা কন। এরা হইলো আরো নিম্ন প্রজাতির জন্তু। ছাগলের খোয়াড় এদের জায়গা না। এরা শুয়োরের খোয়ারের খোজে বাইর হইতে পারে। যেইখানে তারা মনের আনন্দে হাগু ছোড়াছুড়ি আর হাগুতে গড়াগড়ি দিয়া কাটাইতে পারবে। ওই কাজেই তো ব্লগ বেশিরভাগ সময় গরম থাকতো। কেউ কাউরে এইখানে আটকাইয়া রাখেনাই জোর কইরা। যাদের এমন মনে হয় তারা খুজিয়া লইতে পারে পছন্দসই পুতিগন্ধময় শুয়োরের খোয়াড়। ;)

২৮ শে জুলাই, ২০১৫ রাত ১২:১৯

চাঁদগাজী বলেছেন:


সবকিছুর শুরু বড় ধরণের চমক আনে; ব্লগিং'এর মতো টেকনোলোজী ছিল বিস্ময়কর; শুরতে, চারিদিকের ঢেউ এসে পরস্পরের সাথে ধাক্কা খেয়েছে; এখন প্রবাহ সঠিক রূপ নিচ্ছে।

৭| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১২:৪৫

হুঙ্কার বলেছেন: দুদিনের বৈরাগী, ভাতকে বলে অন্ন।

২৮ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫৭

চাঁদগাজী বলেছেন:

সময়ের সাথে সবকিছুই বদলায়।

৮| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫৬

হোৎকা বলেছেন: চানডুর prolap

২৮ শে জুলাই, ২০১৫ রাত ১:২০

চাঁদগাজী বলেছেন:


ক্যাচালে দক্ষ

৯| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫৮

রিকি বলেছেন: মত প্রকাশের স্বাধীনতা ভাই আমার, আপনার নির্বিশেষে সবার আছে...ব্লগ প্লাটফর্মটা তৈরী হয়েছে তো এই কারণে তাইনা?? ইদানিং নতুন যারা লিখছে তারা 'ছাগু' << এই কথাটা সত্যি অনেক বেশি বিরক্তিকর পর্যায়ে চলে গেছে..আপনি একটা পোস্ট লিখছেন ঘন্টা ধরে...পরিশ্রম করেই তো...পছন্দ না হলে avoid it, পড়তে হবে mandatory কোথাও লেখা আছে কি....কিন্তু 'ছাগু' বলা কেন? আগে পরে কি হয়েছে ব্যাপার না..আজকের দিন ঘন্টাবিশেষে কিন্তু গত হয়ে যায়, তাহলে কতগুলো গত হয়ে যাওয়া জিনিস নিয়ে মানুষ বসে থাকবে..সময় কি আমাদের এগিয়ে যেতে বলে না....? মানুষের এখন এই ব্লগিং এর প্রতি dedication আছে কিনা?? আছে...প্রতিদিনের পোস্টের সংখ্যা যার প্রমাণ (অ আ যাই লিখুক লিখছে কিনা, দুইটা হলেও মানুষ সেটা পড়ছে কিনা ). পোস্ট আপনার চিন্তাধারা, মননশীলতা শুধু নয় সূক্ষ্ম ভালো লাগার বিষয়ও কিন্তু ভাই...যুগে যুগে সমালোচক ছিল এবং থাকবেও..কিন্তু সমালোচনার নামে 'ছাগু' বললে এইটা মনে হয় সমালোচনাকারীর পরিচয় ব্যাখ্যা করে যতটা না পোস্টদাতার...কারণ সে ব্যর্থ আপনার ভুল বের করতে,আর সঠিক কিছু দেখতেও । সহমত আপনার সাথে। আপনার কথা straight forward(আগেও দেখেছি) ...যেটা এখন এই সময়ে খুব খুব দরকার.. একইরকম থাকুন ভাই..শুভকামনা.

২৮ শে জুলাই, ২০১৫ রাত ১:১৭

চাঁদগাজী বলেছেন:


শুভ কামনা।
অনেকেই নিজের মতকে চাপায়ে দিটে চান, যা গ্রহযোগ্য নয়।

১০| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ২:৩১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
=p~

২৮ শে জুলাই, ২০১৫ রাত ৩:০৫

চাঁদগাজী বলেছেন:


আমি এখনো ইমো বুঝার লেভেলে যেতে পারিনি। ভাবছি, আপনি ঐ লোকের (যিনি আমাকে ছাগল ডাকার চেস্টা করেছেন) উপর খুশী নন।

আপনি অফ, নাকি কাজ করেছেন?

১১| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ৩:১২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি তো রিসার্চ করছি। রিসার্চই কাজ।

২৮ শে জুলাই, ২০১৫ ভোর ৫:১৭

চাঁদগাজী বলেছেন:



খুবই ভালো।

১২| ২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৭:৪৩

অন্ধকার ছায়াপথ বলেছেন: কয়দিন পরপর, কিছু প্রাগৈতিহাসিক ব্লগার এসে পোস্ট দেবেন যে, উনারা যখন ছিলেন, তখন ব্লগের 'সোনালী, রুপালী, পিতলী, তাম্র, মাম্র যুগ ছিল '; তারপর, দু,চারটা পুরানো নিকের অনুপস্হিতি নিয়ে শোকের বন্যা বয়ায়ে দেবেন; এবং বর্তমান ব্লগারদের ছাগল, মাগল, পাগল ডেকে অস্হির হয়ে যাবেন; তারপরে লা-পাত্তা।

সহমত সহমত.... X( X( X(

১৩| ২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৭:৫৮

আরণ্যক রাখাল বলেছেন: কেউ আসবে, কেউ যাবে, এটাই নিয়ম| কারও জন্য থেমে থাকে না কিছুই

২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:১৯

চাঁদগাজী বলেছেন:


দেশের বিবিধ প্রতিকুল অবস্হার কারণে অনেক ব্লগারকে ব্লগ থেকে দুরে থাকতে হচ্ছে, এটা দু:খজনক।

১৪| ২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৮:১৫

সুফিয়া বলেছেন: একদম ঠিক বলেছেন।

২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২০

চাঁদগাজী বলেছেন:


ছাগল, পাগল ডেকে লাভ নেই, বুঝতে হবে যে, সময়ের সথে সবকিছু বদলাচ্ছে।

১৫| ২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৮:২৭

আলী আকবার লিটন বলেছেন: অনেক সুন্দর কথা বলেছেন ...


ধন্যবাদ

২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২২

চাঁদগাজী বলেছেন:


ভাবনার বিকাশ ঘটুক ব্লগে

১৬| ২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৩৮

মিন্টুর নগর সংবাদ বলেছেন: ধন্যবাদ আপনার প্রতিটি পোস্ট যুক্তি সম্পূর্ণ তাই সব সময় আপনাকে এরকমই লেখে যাওয়ার জন্য অনুরোধ থাকলো ।

২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:২৩

চাঁদগাজী বলেছেন:


আপনি তো ভাবনার মাঝে ফেলে দিলেন!

১৭| ২৮ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৫৭

সাইলেন্স বলেছেন: আপনার এক পোস্টে মন্তব্য করার কিছুক্ষন পরে দেখি পোস্ট উধাও।

২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:১৭

চাঁদগাজী বলেছেন:

সব পোস্ট থাকে না; এ নিয়ে ভাবার কিছু নেই; আমার পোস্টগুলো ছোট, হারিয়ে গেলে কোন মাথা ব্যথা নেই; শুধু মন খারাপ হয় কমেন্ট-করা ব্লগারের জন্য!

১৮| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল লাগাটা আপেক্ষিক । তার পরও আমি বলবো সামুর সব সময়ই আমার কাছে সোনালী সময়। মাঝে কিছুদিন সময় দিতে পারিনি এটা আমার ব্যারথতা ।
এটা ঠিক অতীতের অনেক ব্লগারের অনুপস্থিতি মনে পীড়া দেয় ।

২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০৫

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে ব্লগিং করা খুব সহজ নয়; অনেক ব্লগার চলে যান।

১৯| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাই আপনি মানুষ ভালো না, এভাবে বলতে হয় নাকি? ;)

আমি কোন এক লেখায় একটা কথা বলেছিলাম, এই সোনালি যুগটা কি তা খুব জানতে মুঞ্চায়। আসলে সেই সব সোনালি দিনের রুপালি নায়ক/নায়িকাদের উচিত এই মাটির যুগের ব্লগারদের জন্য কিছু বইপত্র লেখা, সেমিনারের আয়োজন করা, পারলে ডিপ্লোমা কোর্স (গ্রাজুয়েশন কোর্সে অন্তর্ভুক্ত করা একটু কঠিন বলে সেটা বললাম না) চালু করা; যার বিষয় হবে "সোনালি যুগের ব্লগিং, ব্লগার এবং ব্লগীয় ভাবনা"। এই কোর্স করে মাটির যুগের ব্লগাররা ছাগু থেকে ব্লগারের মর্যাদা লাভ করতে পারবে। কেউ যদি এমন কোর্সের আয়োজন করেন, তাহলে আমি সবার আগে রেজিস্ট্রেশন করতে রাজী আছি। :-P

আসলে সমস্যা হল, ট্রেন একবার লাইনচ্যুত হলে লাইনে উঠানো অনেক কঠিন। এখন লাইন থেকে চ্যুত হয়ে তারা লাইনে উঠতে পারতেছেন না বিধায় লাইনের সব ট্রেন নষ্ট বলিয়া আত্মতুষ্টিতে ভোগার মিথ্যা প্রয়াস... আমি বলি নাই, জনৈক কুবি বুলেছেন =p~ =p~ =p~

২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩৭

চাঁদগাজী বলেছেন:


এটা ঠিক যে, উনারা শুরুর শিহরণটা পেয়েছিলেন; সেজন্য 'চলমান' ট্রেনকে দাম দিতে প্রস্তুত নন।

২০| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪৩

হাসান মাহবুব বলেছেন: আসলে পুরাতন ব্লগাররা অনেকদিন পর ব্লগে আইসা যখন দেখে যে তাদের কোন বেোল নাই, তখন একটা ইনফেরিয়র কমপ্লেক্স থেকে তাদের তথাকথিত সোনালী দিনের স্মৃতিচারণ করে। আর কিছুদিন পরে হয়তো আপনিও এদের দলে নাম লিখাতে পারেন ;)

২৮ শে জুলাই, ২০১৫ রাত ১১:৪৩

চাঁদগাজী বলেছেন:

সোনালী দিনের কিছু ব্লগারের ইনফেরিয়র কমপ্লেক্স সম্পর্কে আপনার ধারণা সঠিক।


আমাকে সেই অবস্হায় দেখার জন্য আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে; খাওয়া দাওয়ায় হুশিয়ার হতে হবে, ডাক্টারের কাছে নিয়মিত চেক-আপ করাতে হবে।

২১| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১১:৫৭

তৌফিক মাসুদ বলেছেন: হিংসে করে লেখক বা ব্লগার হওয়া যায়না। নতুনদের মেনে নিতে হবে।

আপনি বরাবরই স্পষ্টবাদী। ধন্যবাদ।

২৯ শে জুলাই, ২০১৫ রাত ১২:০৪

চাঁদগাজী বলেছেন:

লেখকেরা একটু আধটু জেলাস হয়; তবে, লিমিট থাকটে হবে।

আমার ব্যাপারে যা বলেছেন, শুনতে ভালো লাগলো; ব্লগে নিজকে পরীক্ষা করার সুযোগ পেলাম।

২২| ০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ২:১৫

এম এম করিম বলেছেন: সহমত।

আপনি স্পষ্টবাদিতা প্রশংসনীয়।

০১ লা আগস্ট, ২০১৫ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:


যা দেখছি তাই বুঝার চেস্টা করছি।

২৩| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

এহসান সাবির বলেছেন: পোস্টের শিরোনাম টা সেই রকম হইছে....!


শুভ কামনা সব সময়।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৯

চাঁদগাজী বলেছেন:



স্যরি, আপনার মন্তব্যটা কিভাবে তখন চোখে পড়েনি; আজকাল আপনাকে মিস করছি

২৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৮

পিকো মাইন্ড বলেছেন: ছাত্র রাজনীতি একটা আপেক্ষিক বিষয়। স্বাধীনতার জন্য উহা দরকার ছিলো। গবেষণায় উহার কোন ভূমিকা নাই। গবেষণা ছাড়া দেশের উন্নতি টেকসই হয় না। ব্লগাররা রাজনীতির নিয়ন্ত্রক নয়। কিন্তু সাংবাদিকদের উপর ব্লগারদের প্রভাব লক্ষ্যণীয়।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৮

চাঁদগাজী বলেছেন:


সঠিক।
আপনি এত পেছনের পোষ্ট কিভাবে খুঁজে পেলেন?

২৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৯

মহসিন ৩১ বলেছেন: আপনার বিষয়বস্তু ব্যাপক ; আমি পড়ি ---পড়তে ভালও লাগে । কিন্তু ব্যাপারটা হল মন্তব্য করতে গেলে কিছু অপ্রত্যাশিত বাপারের মুখোমুখি হতে হয়। আমি 'ট্রায়াল এন্ড এরর' মেথড ব্লগিং এর জন্য খুব বেশি রকম বাহুল্য মনে করি। কারন, আলোচনায় কোনভাবে যদি ধারাবাহিকতা রক্ষা না করার মত হয় তাহলে পোস্ট দাতাকে পস্তাতেই হয়। --- বিষয়টা যদি রাজনীতি--- ভাল; কিন্তু একটা ব্যাপারে একমত নই---- রাজনীতি থাকবে অথচ ছাত্র রাজনীতি থাকবে না সেটা ভাবা যায় কি করে। এদেশে দুটো জিনিশের এখনও সুচনাই হায় নাই; একটা হচ্ছে গ্যাং- আরেকটা হল প্রেম- প্রীতি-। আমাদের প্রতিভাবান পরিবার কেন্দ্রিক সমাজে ছাত্ররাজনীতি খুব খুবই স্বাভাবিক। তবে এটাকে রিফাইন করতে হবে বহির্বিশ্বের সকল প্রভাবমুক্ত রাখতে। কারন ছাত্র রাজনীতি একেবারেই মেড ইন বাংলাদেশ।

২৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০২

উদাসী স্বপ্ন বলেছেন: তাইলে ম্যাওপ্যাও কার ডায়লগ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.