নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মানুষ পুরোপুরি বাঘে পরিণত হলে, বন্য বাঘ থাকবে না

২৯ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪৩

চীনা পুরুষেরা বিশ্বাস করে যে, বাঘের একটুকরা মাংস খেলে, বা হাঁড়ের থেকে তৈরি এক চামচ স্যুপ খেলে, তারা বাঘ হয়ে যাবে; গত ৫০ বছরে বিশ্বের ১ লাখ বাঘের বেশীর ভাগ ওরাই খেয়ে ফেলেছে, এখন বাকী আছে ৩ হাজার থেকে ৪ হাজার হয়তো; কিন্তু আমি চীনাদের ৫০ বছর ধরেই একই রকমই দেখছি, সবগুলোই শিয়ালের মতো বুদ্ধিমান, বাদুরের মতো মুখচোরা, বলদের মতো কাজ করে; চীনা মেয়েরা সুযোগ পেলেই অন্য জাতির লোকদের কাছে বিয়ে বসে যায়।

চট্টঘ্রামের পাহাড়েও বাঘ ছিল; সর্বশেষ ১ জন মানুষ মেরেছিল আনুমানিক ৬৫ বছর আগে; যেই বাঘিনী মানুষটাকে মেরেছিল, গ্রামবাসী তাকে ও তার বাচ্ছা ২টি সেইদিনই মেরে ফেলেছিল; এখন রামগড় থেকে কুমিরার মাঝখানে বাঘ তো দুরের কথা শিয়ালও নেই; এখন ওখানে মানুষই মানুষ মারে।

সুন্দরবনের আশে পাশের মানুষ সুযোগ পেলেই বাঘ মেরে ফেলে; তাদেরকে এই ব্যাপারে কেহ কিছু শেখায়নি; সুন্দরবনের বাঘের হাঁড়-মাংস হংকং এর বাজারে বিক্রয় হয়ে আসছিল পাকিস্তানী আমল থেকে, এখনো সময় সময় হয়। ভারতীয় সুন্দরবনে বাঘ নাকি বাড়ছে, সেটা ভালো খবর; কিন্তু ওখানে সমস্যা নাকি হরিণ কম হয়।

আমাদের সুন্দরবনের পাশে এবার সরকার বিদ্যুৎ কেন্দ্র করছে; এতে প্রথমে গাছ মরবে বাঘের আগে; বন না থাকে বাঘ কোথায় থাকবে?
এশিয়ার ১৪ দেশে বাঘ আছে বনে; এদের মাঝে শুধু ভুটানের লোকজন কিছুটা কম হিংস্র; বাকীরা বাঘের থেকেও হিংস্র; হিংস্রের সাথে হিংস্র থাকতে পারে না; যেটার বুদ্ধি কম, সেটার পরাজয় হবে সময়ের সাথে।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১০:০০

প্রামানিক বলেছেন: এশিয়ার ১৪ দেশে বাঘ আছে বনে; এদের মাঝে শুধু ভুটানের লোকজন কিছুটা কম হিংস্র; বাকীরা বাঘের থেকেও হিংস্র; হিংস্রের সাথে হিংস্র থাকতে পারে না; যেটার বুদ্ধি কম, সেটার পরাজয় হবে সময়ের সাথে।

সহমত

২৯ শে জুলাই, ২০১৫ রাত ১০:০৫

চাঁদগাজী বলেছেন:


এশিয়ার লোকজন ভয়ানক হিংস্র; বাঘ যে এতদিন টিকেছিল সেটাই বড় কথা।
দেখা যাক, আমাদের ছেলেপেলরা কেমন হয়, তারা কি বাঘ মারতে চায়, নাকি দয়ালু হবে?

২| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১০:১৮

-সাইরাস বলেছেন: দারুন লিখেছেন ।

২৯ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:


আমি বলছি যে, আগামী ১০ বছরে, আজকের ব্লগারেরা বড় বড় লেখক হতে পারেন; আমিও ব্লগার, আশাবাদী; আপনার ব্যাপারেও তাই হবে।

৩| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি ব্লগে খুব জনপ্রিয় হয়ে গেছেন। প্রাউড অব ইউ।

২৯ শে জুলাই, ২০১৫ রাত ১১:৪১

চাঁদগাজী বলেছেন:

আপনার তাই মনে হচ্ছে? ভালো।

আমি ভাবছি, ব্যান হওয়ার সিম্পটম কিনা!

আপনি আমার চেয়ে হাজার গুণে ভালো লিখতেন।

৩০ শে জুলাই, ২০১৫ রাত ১২:০০

চাঁদগাজী বলেছেন:



আমি মাঝে মাঝে ভাবি, আপনার ব্লগ ছাড়ার পেছনে আমারও অবদান আছে কিনা? মনে হয়, কমপক্ষে ১বার হলেও আপনার লেখায় আমার আক্রমণ ছিল।

৪| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১১:৪১

Bithi Chakraborty বলেছেন: খুব ভালো লিখেছেন |

২৯ শে জুলাই, ২০১৫ রাত ১১:৫০

চাঁদগাজী বলেছেন:



মানুষের নিস্ঠুরতায় প্রকৃতি বিক্ষত হচ্ছে; মানুষকে অনেক দয়ালু হতে হবে।

৫| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ১২:২৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
না। অন্য কারো কারণে তো আমি পোষ্ট করা বন্ধ করিনি। আমার নিজের কারণেই। ভাল লাগে না এইসব। আর টাইম নাই।

৩০ শে জুলাই, ২০১৫ রাত ১২:৪৪

চাঁদগাজী বলেছেন:

যাক, আমার অপরাধী মনটা কিছুটা প্রশান্তি পেলো। আমার উপর কিছু ব্লগার মন খারাপ করেছিলেন বিভিন্ন সময়ে; আশাকরি, তাঁরা উপকৃত হয়েছিলেন।

৬| ৩০ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৫৬

মিউজিক রাসেল বলেছেন: ভালো লিখেছেন চালিয়ে যান.....

৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:০৬

চাঁদগাজী বলেছেন:



ঠিক আছে, চলবে।

৭| ৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ২:১৩

অজাগতিক তুহিন বলেছেন: ভালো লিখেছেন

৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:০৭

চাঁদগাজী বলেছেন:

মানুষ এখনো প্রকৃতিকে বুঝতে পারছে না।

৮| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ৮:৩৭

শায়মা বলেছেন: তখন তো বনে বাঘ থাকবেনা কিন্তু শহরে সব বাঘেরা ঘুরে বেড়াবে। :(

৩০ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৫

চাঁদগাজী বলেছেন:


মানুষ বাঘেরা জংগলগুলোকে শহর বানিয়ে ফেলছে, আসল বাঘদর ছামড়া ঝুলাচ্ছএ দেয়ালে; এডের প্রতিহত করার দরকার।

৯| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ১০:০১

তৌফিক মাসুদ বলেছেন: আমরা নিজেদের যা দাবী করি তাই রক্ষা করিনা। নিজেদের টাইগার ভাবী, আবার টাইগার দেখলে কাস্তে শাবল যা পাই তা নিয়েই ঝাপিয়ে পরি। নিজেদের ভাষা আন্দলনের প্রাপ্তি নিয়ে গলা ফাটাই, কিন্তু নিজেদের দেশেই কয়েক ডজন উপজাতীয় মাতৃভাষা হাড়িয়ে যাচ্ছে সে খবর রাখিনা।

৩০ শে জুলাই, ২০১৫ রাত ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:

আমরা বিশৃংখল সরকার ও রাজনীতিবিদদের চাপে নিজেরা পথ হারয়ে ফেলছি বারবার।

১০| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ৩:১৫

সচেতনহ্যাপী বলেছেন: আমরা তাহলে মিছে "বাঘের ছাল" পড়ে ঘুরে বেড়াচ্ছি<

৩১ শে জুলাই, ২০১৫ ভোর ৬:৪২

চাঁদগাজী বলেছেন:


মানুষ যদিন মানুষ হবে, সেদিন থেকে পরকৃতির সবকিছুকে ভালোবাসবে।

১১| ০১ লা আগস্ট, ২০১৫ সকাল ১০:০৩

বিবর্ন সভ্যতা বলেছেন: বাঘ মামা বলে একটা কথা ছিল আগে, এখন মামার গুষ্টি উদ্দার করলে মামা বাড়ির যাব কেমনে ? মন্ত্রি বললেন সব মামারা নাকি তাদের মামা বাড়ি (ভারতে) বেড়াতে গেছিল। তাইলে আমরা মামা ছাড়া খালি বাড়িতে গিয়ে কি করব। তাই পরিত্যক্ত মামাবাড়ি (সুন্দরবন) কে অন্যান্য কি কি কাজে ব্যবহার করা যায় তা নিয়ে গবেষনা করছি।
যেই মামারা তাদের ভাগিনাদের রেখে চলে যেতে পারে এমন মামাদের আমার দরকার নেই। মামারা ছিল এনালগ তাই মাথায় বুদ্ধি কম কিন্তু আমরা তো ডিজিটাল মাথায় অনেক বুদ্ধি তাই তারা আমাদের সাথে পেড়ে উঠবে না।

কিছু দিন পর এমন সময় আসবে যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরবনে নিয়ে বাঘ দেখাতে নিয়ে, বাঘের পোষাক পড়া ছদ্দবেশে থাকা মানুষদেরই দেখাতে হবে কারন তারা মাথায় বেশি বুদ্ধি থাকায় বেশি অভিনয় করে দেখাতে সক্ষম হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.