নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগিংএর ভয়ংকর দু:সময় বাংলাদেশে

০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২২

ব্লগারেরা ইন্টার-একটিভ লেখক, যারা রিয়েলটাইমের ঘটনাকে প্রধান্য দিয়ে, মানুষের জীবন নিয়ে লিখেন; বাংলাদেশের ১০০% ভাগ মানুষ কোন না কোন লেভেলে ধর্ম পালন করেন; ব্লগারেরা মানুষ নিয়ে লিখতে গেলে ধর্ম এসে যেতে পারে। ;ব্লগার নিজেই কোন এক ধর্মের অনুসারী অবশ্যই; তাই লেখায় ধর্মের প্রভাব থাকবে।

ব্লগারদের লেখায় 'সরকার' থাকবে; কারণ, আমরা রাস্ট্রের অধিবাসী, এবং সরকার রাস্ট্র চালায়; ব্লগারদের লেখায় 'সমাজ' এসে যায়; কারণ, আমরা সমাজে বাস করি।

বর্তমান পরিস্হিতে, বাংলাদেশে মানুষের আর্থ-সামাজিক অবস্হা এমন পর্যায়ে আছে, যেখানে ধর্ম ও সরকার নিয়ে কথা বলা বেশ বিপদজনক; বাকী রলো সমাজ; সমাজটা মোটামুটি কিছুটা সহনশীল; সমাজ নিয়ে কথা বললে কেহ তেমন তেড়ে আসে না। এখনো সমাজে সামান্য সহানুভুতি পাওয়া যায়, এখনো সমাজ অন্যায়কে আদর্শ হিসেবে মেনে নেয়নি।

সরকার চাচ্ছে না যে, ব্লগারেরা সরকারের সমালোচনা না করুক; ধর্মীয়রা কোন ধরণের সমালোচনা শুনতে রাজী নন; তা'হলে বুঝতে পারছেন, জীবনের বিরাট ২টি দিক নিয়ে বাংলাদেশে লেখা অসম্ভব; ভুল হোক, সঠিক হোক, সরকার যা করছে, তাই চলতে থাকুক; ভুল হোক শুদ্ধ হোক মানুষ ধর্মীয় দিক থেকে যা করছেন, সেটাই চলতে থাকুক; এই ২টা দিক নিয়ে লেখা যাবে না।

ব্লগারদের জন্য থাকছে সমাজ নিয়ে লেখা; কিন্তু সমাজ নিয়ে লিখতে কি ধর্ম ও সরকার এসে যাবে না?; মুশকিল, এসে যাবে। তা'হলে, লেখার সময় ব্লগারকে ইচ্ছাপুর্ক সরকার ও ধর্মকে লিখার বাহিরে রাখার চেস্টা করতে হবে।

মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

হামিদ আহসান বলেছেন: ব্লগিংয়ের জন্য ভয়ঙ্কর সময় যাচ্ছে এখন এটা খুবই সত্য কথা...........

০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগারদের কয়েকটি বিষয় ইচ্ছাপুর্বক এড়িয়ে যেতে হবে, যাতে বাংলাদেশ একই রকম থাকে, সময়ের সাথে বদলানোর দরকার নেই, আপাতত।

২| ০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: ঠিকই বলেছেন ভাই, বিরুদ্ধ মত শোনার মতো সৎ সাহস আমরা আজ হারিয়ে ফেলেছি।

০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:

জাতির শিক্ষা ব্যবস্হা ধ্বংস হয়ে গেছে; ওখানে রোবট তৈরি করছে, প্রোগ্রাম করা, আর্টিফিসিয়েলী কম লেভেলের ইন্টেলিজেন্স।

৩| ০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

প্রামানিক বলেছেন: শুধু দুঃসময় নয় মহাবিপদ সময়।

০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:


লিখার কারণে প্রাণ দিতে হচ্ছে এত ব্লগারের; সংখাটা ভয়ংকর বড়; কোন দেশে, কোন কালে লিখতে গিয়ে এত মানুষকে প্রাণ দিতে হয়নি।

৪| ০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১১

নুর ইসলাম রফিক বলেছেন: মুক্তমনারো একটা সিমারেখা আছে।
নাস্তিকতা বা উগ্র-ধর্মীয়তা কি মুক্তমনার প্রধান পথ যাত্রা?
নিশ্চয়ই নয়।

সুস্থ্য মস্তিষকের ব্লগিং এর ভয়ংকর দু:সময় নয় বাংলাদেশে।
আসুস্থ্য মস্তিষকের ব্লগিং এর ভয়ংকর দু:সময় বাংলাদেশে।

০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:

কিছু শব্দের ব্যাপক 'ডেফিনেশন' থাকে; "ওপেন মাইন্ডেড"ও সেই ধরণের শব্দ; ইহার নিজস্ব বাংগালী ডেফিনেশন আছে দেখছি, যা শুদ্ধ নয়; আসলে শব্দটা সময় ও স্হান নির্ভরশীল: উহা ইউরোপের জন্য এবং আজকের জন্য।

৫| ০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

সাদা মনের মানুষ বলেছেন:
নুর ইসলাম রফিক বলেছেন: মুক্তমনারো একটা সিমারেখা আছে।
নাস্তিকতা বা উগ্র-ধর্মীয়তা কি মুক্তমনার প্রধান পথ যাত্রা?
নিশ্চয়ই নয়।

সুস্থ্য মস্তিষকের ব্লগিং এর ভয়ংকর দু:সময় নয় বাংলাদেশে।
আসুস্থ্য মস্তিষকের ব্লগিং এর ভয়ংকর দু:সময় বাংলাদেশে।

...........নাস্তিকতা প্রত্যেক মানুষের নিজস্ব ব্যাপার, তবে অন্য কারো ধর্মের প্রতি কটু কথা বলা অবশ্যই বর্জন করতে হবে।

০৮ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:


যেহেতু বাংলাদেশে মুসলিম প্রধান, এখানে ইসলামের প্রভাব মানুষ অনুভব করে; অন্য ধর্মগুলো অনেকটা গৌণ; এশিয়ায় সংখ্যালঘু ধর্মের কোন বক্তব্য থাকে না।

বাংলাদেশে, মিশরে, ইরানের মানুষ ধর্মের প্রয়োগ নিয়ে সংগ্রাম করছে; সংগ্রামের সময় অনেক নিরপরাধীকেও প্রাণ দিতে হয়।

বাংলাদেশে "নাস্তিক" শব্দটাও গ্রহনযোগ্য নয়; ফলে, ব্লগারদের খেয়াল রাখতে হবে।

৬| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Blogging baad deya dorkar.

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:

বাংগালীরা যা সামান্য জানে, তা সঠিকভাবে লিখতে ও বলতে পারে না; ব্লগিং সেদিক থেকে বিরাট ভুমিকা পালন করছে। এটা হয়তো বাদ দেয়া সম্ভব হবে না।

আর যারা মানুষ মারছে, তারা অন্য কারণেও মারতে থাকবে; ১৯৭১ সালে তো ব্লগিং ছিলো না!

৭| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Blogging flogging baad diye poralekha ar kaaj kora dorkar.

০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪২

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, সেটাই ভালো।

৮| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৬

আরণ্যক রাখাল বলেছেন: মূর্খদের রাজত্ব বেশি দিন থাকবে না| অভিজিৎএরা যে বিষয়টা নিয়ে লিখে যাচ্ছেন, একসময় দেখবেন সেই ধর্মনিরেপেক্ষ এবং ধর্মহীন সমাজব্যবস্থাই প্রতিষ্ঠিত হবে

০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৬

চাঁদগাজী বলেছেন:

বিশ্ব বদলাচ্ছে, সাথে সাথে সবই বদলে যাবে।

৯| ০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৮

শতদ্রু একটি নদী... বলেছেন: আমার মনে হয়না যারা মার্জিত, অন্যের মতের প্রতি সহনশীল এবং শ্রদ্ধ্যাশীল, তারা কখনোই হুমকীর মুখে পড়বেন। রাজনীতিতেও দলাদলি হয়, যার জেরে মায়ের পেটের বাচ্চাও গুলি খায়। জমি নিয়ে কোন্দলে গ্রামে গ্রামে মারামারিতে মানুষ মরে। ছিনতাইয়ের সময় কত মানুষ এমনি মারে। এমন করে এইসব কিছু ঘটনা হজম করে ফেলতে হবে। সামনে দেখতে হবে। সমাজটা হবে সত্যি মুক্তমনা, খোচাখুচি কাদাছোড়াছুড়ি বিহীন সকল মতের প্রতি শ্রদ্ধাশীল।

০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৪

চাঁদগাজী বলেছেন:

জ্বি

১০| ০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:২৬

আমি মিন্টু বলেছেন: গাজী ভাই এটাকে দূঃ সময় না বলে ডিজিট্যাল সময় বলা যায় না কি ?
কেন মনের ভেতরে ভয় ঢুকিয়ে দেন । :)

০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৭

চাঁদগাজী বলেছেন:


সময়টা ডিজিটাল আসলেই।
শেখ হাসিনা কি বলছে, আর কি করছে মানুষের পক্ষে বুঝা সম্ভব হচ্ছে না।

১১| ০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩০

জেন রসি বলেছেন: ব্লগারদের জন্য থাকছে সমাজ নিয়ে লেখা; কিন্তু সমাজ নিয়ে লিখতে কি ধর্ম ও সরকার এসে যাবে না?;

সমাজের বিভিন্ন কাঠামো ব্যাখ্যা করতে গেলে ধর্ম এবং সরকার অবশ্যই চলে আসবে।কিন্তু ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে কোন শাসকগোষ্ঠী কিংবা ধর্মীয় গোষ্ঠী কখনই তাদের সমালোচনা সহ্য করেনি। তারা তাদের সব শক্তি প্রয়োগ করে বরং বিভিন্ন ভাবে নিপীড়ন চালিয়েছে।কিন্তু তাই বলে এসব নিয়ে লেখা কিন্তু বন্ধ থাকেনি। আর এভাবেই সমাজ ভেঙ্গে ক্রমাগত নতুন সমাজের ভীত গড়ে উঠেছে।

০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:০১

চাঁদগাজী বলেছেন:

৪৪ বছরে আমাদের সমাজ পুরোপুরি বদলে গেছে; মানুষ নতুন অবস্হার সাথে তাল মিলাতে গিয়ে হিমশিম খাচ্ছে; আমাদের সমাজের পরিবর্তন সুসম হচ্ছে না; তবুও মানুষ মানিয়ে চলছে; সামান্য কিছু সংখ্যক এই পরিবর্তন ঘটাচ্ছে।

১২| ০৯ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এখন ব্লগারদের দুঃসময় আমি এটা মানতে নারাজ । বিপরীত স্রোতে চলতে যাওয়াদের সব সময়ই দুঃসময় ।

০৯ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:

সময়ের সাথে হয়তো অনেক ব্যাপার পরিস্কার হবে।

১৩| ১০ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
মনে হচ্ছে ব্লগিং ছা্ইরা দিতে হইব।

১০ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:১১

চাঁদগাজী বলেছেন:

ব্লগারেরা টার্গেটে পরিণত হয়েছে; এটা ভয়ংকর খবর।

১৪| ১০ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:২২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
খুবই ভয়ংকর। আতংকের মধ্যে দিনযাপন করছি।

১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:

যেহেতু ব্লগারেরা নতুন একটা লেখক গোস্টী, যাদেরকে অনেক লেখার জন্যই ভয় করছে; ব্লগারদের জন্য ভালো সময় যাচ্ছে না; সরকার ও বড় দলের নেত্রী ব্লগারদের বিপক্ষে।

১৫| ১০ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:২০

অগ্নি সারথি বলেছেন: বেশ কিছুদিন তো লেখালেখি বন্ধই রেখেছিলাম। কিন্তু থাকতে তো পারি না।

১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:


লিখুন, মানুষ বুঝতে পারে এমন সব বিষয়ে লিখুন।

১৬| ১০ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ব্লগ মানেই ধর্মের বিরু্দ্ধাচারণ নয়।
ব্লগ মানেই অন্যের ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করা নয়।
ব্লগ সবার কিন্তু ধর্ম যার যার। কারো ধর্ম নিয়ে কটাক্ষ কিংবা
ধর্মকে অবমাননা করার নাম ব্লগ নয়। ব্লগে লেখার জন্য হাজার
লক্ষ বিষয় আছে সুতারং অন্যের ধর্মকে কটাক্ষ না করে নিজ ধর্মের
শিক্ষা/নির্দেশিত পথে মানব কল্যানের জন্য ব্লগ লিখলে ব্লগিং ভয়ংকর বা
দুঃসময়ের অভিযোগ হ্রাস পেতে বাধ্য।

১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:


সমস্যা হলো লেখকেরা সমাজের বিবেক; তাদের ভাবনা অপরিসীম।

১৭| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৪

মোহাম্মদ জামিল বলেছেন: ব্লগ মানে সাধারন মানুষের হাসি কান্না, দু:খ, বেদনা। এর বাইরে কিছু না, আর আমরা এর বাইরে যা দেখি, সে সব এক শ্রেনীর স্বার্থ হাসিলের উপায় মাত্র। আমরা বাঙ্গালী সবাই গাধা...আজকে সাধারন মানুষের কথা বলার জায়গা কই? কার কাছে যাবে তার সমস্যা বলতে..কেউ কি আছে এই দেশে শুনার..বিচার করার...নাই, নাই, নাই। তাই মানুষ আজ এত বেপরোয়া, আইনের তোয়াক্কা কেই করে না। আল্লাহ তাই বলেছেন মনুষ্যত্বের যখন পতন হয় মানুষ- শুয়োর, বানরের মত আচরন করে, যা আমাদের সমাজে বিদ্যামান। একটা যায়গায় আমাদের আছে নিজের সমস্যা তুলে ধরার তা হল প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রিক মিডিয়া, সোসাল নেটওয়ারকিং, ব্লগ- এইখানে ভিডিও আপলোড করতে কারো অনুমতি লাগে না, কাউকে ঘুষ দিতে হয় না ।

১২ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:১৩

চাঁদগাজী বলেছেন:


ব্লগ হলো নতুন জেনারেশনের আলোচনা ও ভাবনা প্রকাশের প্লাটফরম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.