নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

দেশের প্রেসিডেন্ট প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়া দরকার।

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১:২৯

বাংলাদেশের সংবিধান অনুসারে, দেশের সবচয়ে বড় পদটি হচ্ছে প্রসিডেন্টের পদ, তিনি পার্লামেন্টে নির্বাচিত দলদের থেকে সরকার গঠনের নির্দেশ দেন, সরকার ভেংগে দিতে পারেন; এবং সেনা-বাহিনীর প্রধান! এই পোস্টটি যখন নির্বাচিত দলের প্রধানের ইচ্ছানুসারে হয়, তখন আমাদের মতো দেশে প্রেসিডেন্টের কোন কিছুই করার থাকে না। আপনারা ডা: বদরুদ্দোজার অবস্হা দেখেছেন, খালেদা জিয়ার ইচ্ছায় উনি পদ পেলেন, খালেদা জিয়ার ইচ্ছায় উনার চাকুরী গেলো; এখানে প্রেসিডেন্ট ও জনগণ ক্ষমতা ও অধিকারহীন; যিনি সরকার গঠনে ও ভাংগার নির্দেশ দিতে পারেন, তার নিজের চাকুরীর ঠিকানা নেই; এগুলো এ যুগে গ্রহনযোগ্য নয়, সংবিধানের দুর্বলতা; ড: কামালের ভাবনা-শক্তি সব সময়ই সীমিত ছিল।

যেহেতু নির্বাচিত দলের প্রধানই প্রেসিডেন্ট বানাচ্ছিল, খালেদা জিয়া দুনিয়ার শান্তি কমিটির রাজাকার-মনা বা কমপক্ষে '৭১ সালে যারা বাংলাদেশ বিরোধী ছিল, তাদের নিয়ে এসেছিল; আর শেখ হাসিনা এনেছে বুড়ো, ঘাটের মরাদের যেন ডাক্তারখানায় বাকী জীবনটা কাটায়।

সময় ছিল বিরোধীদল সংসদে যেতো না, তাদের জন্য নির্ধারিত অফিসে বসতো না; এখন শেখ হাসিনার সময় দেখুন, একই কোয়ালিয়নে নির্বাচিত দল বিরোধী দলে; ফলে, এই বিরোধীদল সরকারের কাজে লাগছে, মানুষের কাজে লাগছে না। আবার এরশাদের চুরির পেছনে যিনি ছিলেন, সেই ঘাটের-মরা রওশন বিরোধীদলের নেতা!

দেশে সীমিত আকারের ডিক্টেটরশীপ চলছে এখন ; আগেও সব সময় ডিক্টেটরশীপ চলে আসছিলো, কিন্তু বিরোধীদলগুলো রেললাইন তুলতো, গাড়ী ভাংতো, মানুষ মারতো; যার ফলে, মনে হতো যে, দেশে গণতন্ত্র ছিল। ডিক্টেটরশীপ বা যাই চলুক জীবন চলতে থাকে, মানুষর ইস্যু থাকে; রওশনের মতো বিরোধীদলের নেতা থাকলে, মানুষের ইস্যুগুলো কে দেখবে?

যেসব ইস্যু দেশের বড় সংখ্যক মানুষের উপর প্রভাব ফেলে সেগুলোর সমাধান হোক, বা না হোক সেগুলোকে তুলে ধরে রাখার জন্য বিরোধীদল; সাধারণ মানুষ ইস্যুকে সামনে নিতে পারে না, সমাধান অবধি ধরে রাখতে পারে না; যেমন, সাগর-রুনী হত্যা, ইস্যুটা মানুষ মনে রেখেছে, কিন্তু সরকারের উপর চাপ সৃস্টি করতে পারেনি।

৪৪ বছরে বিরোধীদলের রাজনীতি বাংগালীরা শিখতে পারেনি; ভোটে পরাজিত হওয়ার পর, তাদের কাজ ছিল ক্ষমতাশীনদের পতন ঘটানোর প্রচেস্টা; জনগণের ইস্যু নিয়ে কথা বলার জন্য পার্লামেন্টে যাবার সময় পায়নি।

জাতীয় ইস্যুগুলোকে সমাধানের জন্য প্রেসিডেন্টের অফিস যদি চেস্টা করে, তা'হলে মানুষের পক্ষে কমপক্ষে একটা বড় শক্তি থাকছে; তাই প্রেসিডেন্ট মানুসের ভোটে নির্বাচিত হোক; যেহেতু, বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্র একটা কঠিন বিষয়, সেটাকে কিছুটা সহজ করতে পারবে মানুষের নির্বাচিত প্রেসিডেন্ট। শেখ হাসিনার ঘাটের-মরারা যদি আসলে মুল্যবান কেহ হয়ে থাকে মানুষের ভোটেই তা নির্ধারিত হোক।

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:৩৬

ভিটামিন সি বলেছেন: ৫ই জানুয়ারী মার্কা ভোট দেবার জন্য। ভালোই হয় ৩০/৩১ বছরে একটা ভোটও দিতে পারি নাই। প্রেসিডেন্ট নির্বাচনে একবারেই ১০/১২টা দিয়ে সেই গ্যাপ পুরণ কইরা ফালাইবাম। কি কন মেবাই?

১২ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:

আপনারা ভোট চান, কিন্তু ভোট যাকে দিচ্ছেন, তাকে জানেন না।

২| ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:০৯

সাইলেন্স বলেছেন: ভিটামিন সি বলছেন : ৩০/৩১ বছরে একটা ভোটও দিতে পারি নাই। আমার আর আপনার একই দশা।

১২ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:

ঘত ভোট ছিল বিএনপি'কে আউট করার জন্য

৩| ১২ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৩

হানিফঢাকা বলেছেন: তিনি পার্লামেন্টে নির্বাচিত দলদের থেকে সরকার গঠনের নির্দেশ দেন, [sb]সরকার ভেংগে দিতে পারেন[/sb]; এবং সেনা-বাহিনীর প্রধান- আমার এই জায়গায় একটু কনফিউসন আছে। আমি যতটুকু শুনেছি (এই বিষয়ে আমার পড়ালেখা ৭ম শ্রেণীর সমাজ বিজ্ঞান বইয়ের মধ্যেই সীমাবদ্ধ ), তিনি সরকার ভেংগে দিতে পারেন শুধুমাত্র প্রধানমন্ত্রীর অনুরোধ সাপেক্ষে। সুতরাং প্রধানমন্ত্রী অনুরোধ করলেই উনি এইটা করতে বাধ্য, অন্যথায় না। এই ব্যাপারে, উনি নিজ থেকে কিছুই করতে পারেন না।

আমি জানতাম সেনাবাহিনী প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী, এখন জানলাম সেনাবাহিনী প্রধান প্রেসিডেন্ট। আপনাকে ধন্যবাদ।

১২ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

চাঁদগাজী বলেছেন:

এই পদটি শক্তিশালী পদ; এখানে নিয়ে আসে আঁতুর, রোগী, পাগল ইতয়াদি।

৪| ১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৩

হতভাগা রাজু বলেছেন: নির্বাচন হলে দেখা যাবে বিনা প্রতিদ্ধন্দীতায় পৃথিবীতে আরেকটি নতুন রেকর্ড করে প্রহসনের নির্বাচন হচ্ছে ।

১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:২৬

চাঁদগাজী বলেছেন:


আপনি কি কোন পার্লামেন্টেরিয়ানকে জীবনে ভোট দিয়েছেন, নাকি চোর ডাকাতকে ভোট ডিয়েছেন?

৫| ১২ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

সাইলেন্স বলেছেন: কেমন আছেন ?

১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:



আমি ভালো।
আপনি কি এখনো সফটওয়ার নিয়ে কিছু করছেন? নাকি অন্য কিছু নিয়ে আছেন?

৬| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৮

সেলিম আনোয়ার বলেছেন: তার মানে আপনি প্রেসিডেন্সিয়াল গভার্নমেন্ট চাচ্ছেন । তবে মনে রাখবেন এক বনে দুই বাঘ থাকেনা্ । সংসদীয় গণতন্ত্রে প্রধান মন্ত্রী সকল ক্ষমতার উৎস।

১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


না, বর্তমান সিস্টেমেই প্রেসিডেন্ট নির্বাচন প্রত্যক্ষ হওয়া উচিত।

৭| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৩

শতদ্রু একটি নদী... বলেছেন: সাংবিধানিক ভাবে ক্ষমতা না বাড়ালে প্রেসিডেন্ট এই দেশে পুতুল মাত্র। পুতুল নির্বাচনে টাকা খরচ করে লাভ নাই।

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৯

চাঁদগাজী বলেছেন:


পুতুল তো ঘরে থাকে; এইগুলো থাকে সিংগাপুরের মাউন্ট এলিজাবেথে।

৮| ১৩ ই আগস্ট, ২০১৫ ভোর ৬:৩৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
I don't feel well. I don't know the reason.

১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:০১

চাঁদগাজী বলেছেন:

নিজকে ওভারলোডেড করছে কিনা দেখেন; ২ সপ্তাহের জন্য রেস্ট নেন।

অকারণে বেশী সাবজেক্ট ইতয়াদি নেবেন না। পার্ক বা বীচে গিয়ে হাঁটুন।

৯| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:১১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
I am in break now B-) Going back to college soon.

১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:১৫

চাঁদগাজী বলেছেন:


সমস্যা কি?
টায়ার্ড?

১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:২২

চাঁদগাজী বলেছেন:


যে ডাক্তারকে বিশ্বাস হয়, সে রকম ডাকতারের সাথে দেখা করেন; ফেটিগ, টায়ার্ডনেস হতে পারে।

কম খান, মিনারেল ওয়াটার খান ও হাঁটেন।

১০| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:২০

প্লাবন২০০৩ বলেছেন: সময়পযোগী বিষয় তুলে এনেছেন। কিন্তু কে বলবে এসব কথা? কে দেশ ও জনগণের কল্যানের দাবী তুলবে?

বেশিরভাগ কেই আজ দেশ ও জনগণের কল্যানের আলোয় উদ্ভাসিত নেতা মনে হয় না।

১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:


এগুলো ব্লগের বাইরে যাবে না।
ব্লগেরও সামান্য অংশ এগুলো নিয়ে মাথা ঘামাবেন।

১১| ১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:০১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

:P :P :P

I don't like it that I have to go back to school so soon. I feel overwhelmed.

১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:



আপনি কি কি নিচ্ছেন, সাবজেক্টগুলোকে "ওভারভিউ" করুন; তারপর, হোম-ওয়ার্ক ও পেপেরের উপর এখন থেকে একটা প্ল্যান করুন; একটা সাবজেক্ট সম্পর্কে আলাদা চিন্তা করুন; সব কাজকে একত্রে ভাববেন না; দেখুন এতে ভার কমে যাবে।

১২| ১৩ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৪০

সাইলেন্স বলেছেন: না নেই, পুরনো পেশায় ফিরেছি ।

১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

চাঁদগাজী বলেছেন:


ওকে, যেখানে সাবলীল মনে হয়, সেখানেই ভালো।

১৩| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১১

সাইলেন্স বলেছেন: ক্লায়েন্ট ডিলিং এর কাজ ছিলো বাট ম্যানেজমেন্টের সাথে বনিবনা হচ্ছিল না, মাত্র ৪ মাস ছিলাম ।

১৪| ১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:৪৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Good idea! Thanks!

I am taking very difficult classes next semester :(

১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১০

চাঁদগাজী বলেছেন:

সাবজেক্টগুলোতে নতুন অজানা কি আছে, সেগুলোর উপর একটা লিস্ট তৈরি করুন; তারপর দেখুন কিভাবে সেগুলোকে পড়া যায়, শজ থেকে কঠিনের দিকে ক্রমান্নয়ে।

অনেক অনেক শুভেচ্ছা রলো সেমিস্টারের জন্য।

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬

খোচাবাবা এন্ড বুইড়া খচ্চর বলেছেন:


















[img|ht

১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৮

খোচাবাবা এন্ড বুইড়া খচ্চর বলেছেন:


















[img|ht

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.