নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মেজর হাফিজ বলছে, জেনারেল জিয়া অবশ্যই শেখ সাহেবকে হত্যা করেনি

২৭ শে আগস্ট, ২০১৫ ভোর ৬:১৪

"শেখ হত্যার সকালে, আমি জেনারেল জিয়ার বাসায় গিয়ে দেখলাম, উনি শেভ করছেন; তিনি কখনো শেখ সাহেবকে হত্যা করেননি", এইটা হলো বিএনপি'র ভাইস প্রেসিডেন্ট মেজর হাফিজের উক্তি। উনি খেতাব-প্রাপ্ত মুক্তিযোদ্ধা, সন্মানী লোক; একই সাথে ভয়ের কারন; কারণ, এত কম বুদ্ধিমান অফিসারের অধীনে যাঁরা সৈনিক ছিলেন মুক্তিযুদ্ধে, তাঁদের কি অবস্হা হয়েছে যুদ্ধে?

জেনারেল জিয়া শেভ করছে, চা খাচ্ছে, বাথরুমে ছিলেন, বা নিউইয়র্কে ছিলেন, এগুলো কি কিছু বলে? জেনারেল পেন্টাগনে, জাহাজ পার্সিয়ান গালফে, বোমা পড়ছে কাবুলে, এগুলো কি অসম্ভব?

মেজর হাফিজরা যে একেবারে বেকুব তা নয়; উনারা হলো আইয়ুবী তন্ত্রের মানুষ, "দেশের শক্ত মানব হচ্ছে মিলিটারী, মিলিটারীই দেশ চালাবে"; ইনারা বেকুবী বেকুবী খেলে!

অথবা বেকুবও হতে পারে, বেকুব হয়ে ভাবতে পারে যে, জেনারেল জিয়া যদি শেখকে হত্যা করে, উনার হাতে তো অস্ত্র থাকার কথা, উনি তো ৩২ নম্বর ধানমন্ডীতে থাকার কথা; এ ধরণের বেকুবেরাও বাংলাদেশে ভালো করেছে; ফালু, লালু সবাই কি বিলিওনিয়ার, মিলিওনিয়ার হয়নি?

আমাদের মানুষ আজও অশিক্ষিত, তা না হলে শেখ সেলিম, নাসিম, হানিফ, টুকু, মুকু, সবাই মিলে চীৎকার দেয়, বলে কারা শেখ সাহেবকে মারছে, তারা জানে; যাদের নাম বলে, দেখা যায় সবাই শেখ সাহেবের মানুষ; জিয়াও শেখ সাহেবের মানুষ; কিন্তু তারা বলে না, কেন শেখ সাহেবকে এরা মারলো?

মন্তব্য ৪৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:০৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কেনো মারলো?
আপনার ব্যাখ্যা জানতে চাইছি আন্তরিকভাবে.......

২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৩৪

চাঁদগাজী বলেছেন:

তখন কোল্ড-োয়ার চরমে; শেখ দেশে বাকশাল চালু করাতে আমেরিকার মাথা খারাপ হয়ে যায়; পাকীদেরও ইচ্ছা ছিল শেখকে খতম করার।

২| ২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৪

ফাহাদ মুরতাযা বলেছেন: (১)জিয়া সেখুরে মারসে বা মারার সাথে ছিল এটা মনে করার কারন কি ?
(২)"কেন শেখ সাহেবকে এরা মারলো? "............... আপনি বলেন কেন মারল।

২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৩২

চাঁদগাজী বলেছেন:

বাকশাল হলো সোস্যালিজম; আমেরিাকা সোস্যালিজমের বিরুদ্ধে যুদ্ধ করছিলো; সিআইএ শেখ সাহেবকে মারার জন্য নীচের কয়েকজন অফিসারকে কিনেছিল; আর দেশ চালনার জন্য জিয়াকে তাদের চয়েস ছিল।

৩| ২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:২৯

চলন বিল বলেছেন: চাঁদ গাযি হালায় মেন্টাল

২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৩০

চাঁদগাজী বলেছেন:

হাফিজ মাফিজে দেশ ভরা।

৪| ২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: অান্তর্জাতিক ষড়যন্ত্র তো ছিলোই । বিশেষ করে অামেরিকা-পাকিস্তানের নাম প্রথমেই আসবে ।
-শুধুমাত্র জিয়াকে দোষারুপ করলেই হবে না । অারো অনেকেই জড়িত ছিলেন । ইদানীং অনেককিছু ফাঁস হচ্ছে! দেখা যায় স্বাধীনতার সময় যাঁরা নায়ক ছিলেন, পরবর্তীতে তাদের অনেকেই খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ।
-জিয়া ব্যাপারটা জানার পরেও কেন ব্যবস্থা নেননি, সেটা এক বিরাট প্রশ্ন! হয়ত ক্ষমতার গন্ধে সবকিছু ভুলে গিয়েছিলেন ।

২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৬

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, জিয়া লোভ করে সব ডুবায়েছেন, অথবা সিআইএ উাকে বাধ্য করেছে।
তবে, কে করেছে সেটা জানার চেয়ে, কি উদ্দেশ্যে করেছিলো, ওদের উদ্দেশ্য কিভাবে জাতিকে ক্ষতিগ্রস্ত করেছে, সেটা কি পুরণ করার পদক্ষেপ নেয়া সম্ভব, এটাই দরকার।

৫| ২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৪

ফাহাদ মুরতাযা বলেছেন:


“সিআইএ শেখ সাহেবকে মারার জন্য নীচের কয়েকজন অফিসারকে কিনেছিল; আর দেশ চালনার জন্য জিয়াকে তাদের চয়েস ছিল।”

এটা আপনার ধারনা, সত্য(fact) না। আমেরিকা যদি এটা করে থাকেও, সেটা তারা আপনাকে বলে নাই বা এর কোন তথ্য প্রমান নাই।
আপনি speculate করছেন।
অযথা সন্দেহ করাও এক ধরনের নির্বুদ্ধিতা, সেটা জানেন?
কেউ কেউ আপনকে হাফিজের নিচে রাখবে, Be aware of that!
নিচের লিঙ্ক দেখতে পারেন।


১৫ই আগস্টে প্রেসিডেন্ট জিয়ার সংশ্লিষ্টতা : অদ্ভূত মিথ্যাচার

২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:


লিংকটা পড়িনি, সময় নস্ট হবে। আমি বরং ততক্ষণে ১০০ লাইন কবিতা পড়ে নেবো।

৬| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: এখন কোন পাঠক যদি আপনার মতো ধারনার বর্শবর্তী হয়ে speculate করে.. াডগাজীও শেখ মুজিব হত্যায় জড়িত ছিল! কারন পংবাড়ী থেকে শুরু করে জিয়াউর রহমানের সাথে যিনি সংশ্লিষ্ট! কোন না কোনভাবে তারই তাতে ইন্ধন থাকতে পারে অথবা, তিনি জেনেও হয়তো নিরবতা পালন করে মূলত হত্যাতেই সাহায্য করেছেন! তাকে লেখক কি বলবেন?

অনুমান, ধারনা, মিথ্যাচার, রাজনীতিবিদরা করে তাদের ডিএনএ প্রোবলেম! আপনানি নাকি মুক্তিযোদ্ধা!
আপনি সত্য জানলে সত্য বলেন না জানলে মনে হয়, ধারনা করি, হয়তো অথবা কিংবা দিয়ে ডাল খিচুরী না পাকালেই নয়!!!!!

আবার নিজের উপর ওভার কনফিডেন্স বোঝাতে ডায়ালগ মারেন -
লিংকটা পড়িনি, সময় নস্ট হবে। আমি বরং ততক্ষণে ১০০ লাইন কবিতা পড়ে নেবো। !!!!

এটাকি হিপোক্রসি নয়!!!!!!! যত্তসব!

২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:

আমি মুক্তিযোদ্ধা শুধু মুক্তিযোদ্ধাদের কাছে।

২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:


জিয়া ব্যতিত, বাংলাদেশকে ঐ সময় হাতে নেয়ার সাহস কোন বাংগালীর ছিলো না। মনে হয়, উনি কাজটা নিজে 'শুরু' করেননি; মনে হয়, সিআইএ উনাকেই পছন্দ করায়, উনি সিআইএ'র হাতে প্রাণ না দেয়ার সি্দ্ধান্ত নিয়ে ছিলেন।

তবে, ব্যাপারটা কনফার্ম করার উপায় নেই, কারণ জিয়া কোন কিছু মনে মনে ভাবলে, মুখে তা দেখা যেতো না।

৭| ২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৫

শতদ্রু একটি নদী... বলেছেন: এই ব্যাপারে পড়াশুনা করছি। একটা পোষ্ট বানাচ্ছি। জিয়া একটা রহস্যময় ক্যারেক্টার। খালেদ মোশাররফ যদি সফল হতেন হিরো না ভিলেন হতেন এ সময় কে বলবে। তাহের যদি তার উদ্দেশ্যে সফল হতেন আওয়ামীলীগও তাকে ভিলেন হিসেবেই দেখতো। জিয়া সফল না হলে তাকে নিয়ে এতো কথা হতোনা। ওই অস্থির সময়ের জিয়া চিপা দিয়ে কিছুটা সময়ের জন্য ব্র হয়ে গিয়েছিলেন। তবে পুরো ভুমিকা অস্পষ্ট। সরাসরি মুজিব হত্যায় জড়িত থাকার অভিযগ প্রমান করা যাবেনা। করতে গেলে এই দেশেরই চৌদ্দগুষ্টি উদ্ধার হয়ে যাবে। এই কয়দিনের পাল্টাপাল্টি বক্তব্য আর খোচাখুচি তেমন কিছুরই ইঙ্গিত দেয়। প্রশ্নটা হচ্ছ আসলে কে সাধু?

২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০২

চাঁদগাজী বলেছেন:

শেখ সেলিমের কোন তৎপরতা মানুষের সামনে আসছে না; তাই উনি কাজ দেখাতে চাচ্ছেন।

আফ্রিকার জংগলে নিহত হরিণ পড়ে থাকলে, বাইওলোজিস্টরা বুঝে, ইহা কি হায়েনার কাজ, নাকি সিংহের কাজ; সাধারণ মানুষ বুঝে না।

৮| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৯:০০

নিষ্‌কর্মা বলেছেন: আপনি প্রদত্ত লিংক থেকে পড়বেন না, তাই সেখান থেকে একটু উদ্ধৃতি দিলাম এখানেঃ

"১৯ জানুয়ারি ’৯৮ আদালতে কর্নেল শাহরিয়ারের উকিলের জেরায় জেনারেল সফিউল্লাহ বলেন: ‘পনেরই আগস্টের ঘটনা ঘটার পর ক্যাপ্টেন মনসুর আলী ৭টার আগে আমার সহিত টেলিফোনে আলাপ করে। তখন আমি বাসা হইতে অফিসে যাইতেছিলাম। বাসায় আমার সহিত কথা হয়। আমি শেভ করে ইউনিফর্ম পরে অনুমান ৭টার দিকে অফিসে রওনা দেই। আমি বাসায় থাকা অবস্থায় বঙ্গবন্ধুকে হত্যা করার কথা জানিতে পারি কিন্তু বিশ্বাস করিতে পারি নাই।"
রাষ্ট্রের প্রতিষ্ঠাতা এবং বর্তমান রাষ্ট্রপতির বাড়ি দুর্বৃত্তরা আক্রমণ করেছে এবং তাঁকে হত্যা করা হয়েছে, এ কথা শোনার পরেও দাড়ি শেভ করার জন্য ১৫-২০ মিনিট সময় অপচয় করা আমাদের মতো সাধারণ নাগরিকের হিসেবে চরম নিষ্ঠুরতা। বিশেষ করে যখন প্রধানমন্ত্রীর ফোন পান। সবকিছু জেনেশুনে বঙ্গবন্ধুকে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন সেনাপ্রধান
-সহজিয়া কড়চা, পনেরোই আগস্ট উনিশ শ পঁচাত্তর ,সৈয়দ আবুল মকসুদ | আপডেট: ০১:১৬, আগস্ট ১৫, ২০১৫ | প্রথম আলো

এখান থেকে এটাও তো প্রমাণিত যে ঐ সময়ের সেনাপ্রধানও মুজিব হত্যায় জড়িত!

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:



শফি উল্লাহ জড়িত থাকতে পারেন; তবে, তিনি সিআইএ'র চয়েস ছিলেন না।

৯| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৬

তাশফিয়া নওরিন বলেছেন: শেখ সাহেবকে মারায় অান্তর্জাতিক ষড়যন্ত্র তো ছিলো

১০| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৪

প্রামানিক বলেছেন: আমাদের মানুষ আজও অশিক্ষিত, তা না হলে শেখ সেলিম, নাসিম, হানিফ, টুকু, মুকু, সবাই মিলে চীৎকার দেয়, বলে কারা শেখ সাহেবকে মারছে, তারা জানে; যাদের নাম বলে, দেখা যায় সবাই শেখ সাহেবের মানুষ; জিয়াও শেখ সাহেবের মানুষ; কিন্তু তারা বলে না, কেন শেখ সাহেবকে এরা মারলো?

১১| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১:২০

তিক্তভাষী বলেছেন: গার্বেজ।

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ২:১০

চাঁদগাজী বলেছেন:


আপনি ঠিক আছেন।
আপনার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে পোস্টগুলো।

কোন একদিন সময় পেলে শিশুদের জন্যও লিখবো।

১২| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১:৩০

সচেতনহ্যাপী বলেছেন: সাধু খুজে পাবেন না।। বরং পাপাচারীকে আপনর আস্তিনেই..........।।।

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ২:৪১

চাঁদগাজী বলেছেন:

বাংলার রাজনীতি সাধু ছিল শেরে বাংলা ও মওলানা।

১৩| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ২:৩০

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: জিয়া মুজিবের চেয়ে রাষ্ট্র পরিচালনায় সফল বলেই একটা গোষ্ঠী জিয়ার বিরুদ্ধচারন করে ।

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ২:৪০

চাঁদগাজী বলেছেন:



জিয়া রাস্ট্র চালায়েছে দেড় কোটীর জন্য, যাদের অবস্হা কইছুটা ভালো ছিল; বাকীদের ক্রীতদাস হিসেবে বিক্রয় করার শুরু করেছিল আরবে।

আপনার রক্তে হয়তো আরবী রক্ত বা ক্রীতফাসর রক্ত আছে।

১৪| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ২:৫৫

প্রবাসী ভাবুক বলেছেন: লেখক বলেছেন:


"জিয়া ব্যতিত, বাংলাদেশকে ঐ সময় হাতে নেয়ার সাহস কোন বাংগালীর ছিলো না। মনে হয়, উনি কাজটা নিজে 'শুরু' করেননি; মনে হয়, সিআইএ উনাকেই পছন্দ করায়, উনি সিআইএ'র হাতে প্রাণ না দেয়ার সি্দ্ধান্ত নিয়ে ছিলেন৷"

প্রমাণহীন, কোন ধরনের আত্মবিশ্বাস, এমনকি কোন ক্লু ছাড়া দেশের প্রতিষ্ঠাতা ও তৎকালিন রাষ্ট্রপতির হত্যাকাণ্ডের মত গুরুত্বপূর্ণ ঘটনার সাথে কাউকে জড়িয়ে পোস্ট দেওয়া কোন সুবুদ্ধিমান মানুষের কাজ নয়৷ যুদ্ধ করতে একজন সৈন্যের শুধুমাত্র সাহস ও উর্ধ্বতন কর্মকর্তার হুকুম মানলেই যথেষ্ট৷ কিন্তু হত্যাকান্ডের রহস্যভেদ করার মত সুক্ষ্ম বিষয় একজন সৈনিকের মোটা মগজে না ঢোকাই স্বাভাবিক৷ সুতরাং এই সব অনুমান নির্ভর আত্মবিশ্বাসহীন পোস্ট না দিয়ে মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতা নিয়ে পোস্ট দিন৷ সেগুলো আমরা অধীর আগ্রহে ও সম্মানের সহিত পড়ব৷

২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


ওকে

১৫| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৩:৪৫

চাঁনপুইরা বলেছেন: জনাব চাঁদ গাজী, খুবই তির্যক আর বাঁকা আপনার সমালোচনার ধরন, ভাষার কারুকার্যে আপনার পাণ্ডিত্তের পরিচয় পাওয়া যায় মাজে মধ্যে। তো এত পণ্ডিত আর জ্ঞানী হয়ে ও কিন্তু নিজের সীমাবদ্ধটা কি আপনি সত্যিই বোঝেন না কি সবাইকে ভোদাই ভাবেন। মেজর হাফিজের বেকুবি নিয়ে খুব জ্ঞান গর্ভ পোস্ট ঝাড়ার আগে নিজকে ভাবুন আগে। অনেক বার ই আপনি বিশেষ একটি বলয়ের ( আসলে বিশেষ একজন ব্যক্তির) চামচামি করছেন অনেক ইনিয়ে বিনিয়ে। অতএব এধরনের সমালোচনার আগে নিজের কথা একবার ভাবুন এবং 'অফ' জান।

২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:০৭

চাঁদগাজী বলেছেন:


'কোন এক ব্যক্তি' হয়তো উপকৃত হচ্ছে, সম্ভব। সব এ্যকশন'এর ফলে, কেহ না কেহ উপকৃত হয়।

১৬| ২৮ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:০৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভারতেরও কি কোনো রোল ছিলো ?

২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৮

চাঁদগাজী বলেছেন:


ভারত বাধা দেয়নি; কারণ, শেখ সাহেব ক্রমেই ভারতের সাথে দুরত্ব রাড়াচ্ছিলেন।

১৭| ২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৬

শতদ্রু একটি নদী... বলেছেন: আঙ্কেল, আপনি যখন প্রথম শুনলেন উনার হত্যার কথা তখন আপনার অনুভুতি কি ছিলো? খারাপ লাগলে কেন খারাপ লাগছিলো? ভালো লাগলে কেন ভালোলাগছিলো কিংবা কোন অনুভুতিই না আসলে কেন নির্লিপ্ত ছিলেন একটূ বলেন। আন্দাজের চেয়ে মানুষের সেই সময়ের মানসিক অবস্থা চিন্তাভাবনার কথা জানা গেলেও মন্দ হয়না।

২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:

১৫ই আগস্ট সকালে আমি দেশের বাইরে ছিলাম, পড়ালেখার জন্য; সকাল ৮ টায় শুনলাম; আমি বুঝলাম, যা হচ্ছে জিয়া সাহেবের অধীনে হচ্ছে; আমি ভয়ংকর দু:খিত হলাম যে, শেখ সাহেবের সাথে আমরা সবাই নিহত হলাম; পরাজিত জামাত ও পাকী মিলিটারী শোধ নিলো সিআইএ'র সাহায্য নিয়ে।

আমি কবি আলাউদ্দিন আল আজাদের সাথে কথা বলতে সমর্থ হলাম; তিনি তখন সরকারী চাকুরী করছিলেন; তিনি ভয়ে আলাপ করতে চাইলেন না। পরে, আমি কয়েক জায়গায় টেলিফোন করে পুরো ঘটনা সম্পর্কে একটা ধরণা পেলাম।

শেখ সাহেবকে মেরে ফেলায়, মুক্তিযুদ্ধ শুন্যতে পরিণত হলো, অর্থাৎ যুদ্ধ না করলে বাংগালীর জীবন যে রকম হতো, সেই অবস্হায় ফিরে গেলাম, এর থেকে বড় কস্ট কি হতে পারে?

আমি জানতাম, জাতিকে ভুল দিকে নিয়ে যাবে ঘাতকেরা।

১৮| ২৮ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

শতদ্রু একটি নদী... বলেছেন: আপনি বুঝলেন সব জিয়ার অধীনে হচ্ছে? ঠিক কিভাবে বুঝলেন? জিয়া কি ৭১ পরবর্তী সময়ে লাইমলাইটে ছিলেন? কেন ডেপুটি আর্মি চীফ? কেন আর্মি চীফ বা অন্য কেউ না?

আবার অধীনে হচ্ছে বলতে বোঝা যায় সবকিছুর নাটের গুরু জিয়া। তার নির্দেশনায় সবকিছু হইছে। কিন্তু আপনিই বলছেন হয়তো জিয়া নিজের জীবন হারাইতে চায়নাই দেখে সায় দিছিলো। তার মানে আপনি নিশ্চিত না ঘটনা ঠিক কি, কেবল আন্দাজ করছেন। তবে আপনি বুঝে গেছিলেন জিয়ার অধীনে হচ্ছে সব। ব্যাপারটা আন্দাজই তো হইলো তাইলে, তাইনা?

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২৪

চাঁদগাজী বলেছেন:


অবশ্যই সবকিছুই 'টেকনিক্যাল এভিডেন্স' থেকেই অনুমান; কারণ, আমার সুযোগ হয়েছিল যুদ্ধে জিয়াকে বুঝার।

১৯| ২৮ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

ফাহাদ মুরতাযা বলেছেন: স্যার , একটা ব্যাক্তিগত প্রশ্ন, আপনার স্নাতক এর বিষয় কি ?, যদি কিছু মনে না করেন।

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২৬

চাঁদগাজী বলেছেন:
মেকানিক্যাল ইনজিনিয়ারিং

২০| ২৮ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২১

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: লেখক ভাই,আপনি একজন মহান মুক্তিযোদ্ধা,আপনার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে বলছি,স্বস্তিতে চিন্তা ভাবনা করে নিজের মত যুক্তি দিয়ে প্রকাশ করুন ।
কার শরীরে কি রক্ত আছে তা খোঁজার আগে নিজেরটা যাচাই করুন ।কুকুরের মত ঘেউ ঘেউ মানুষের মুখে শোভা পায় না ।

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:


আপনি তা'হলে ঘেউ ঘেউ বুঝেন? না বুঝলে ভালো হতো, তাই না?

২১| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৯

শতদ্রু একটি নদী... বলেছেন: এই টেকনিক্যাল এভিডেন্সগুলা কি ছিলো এইটাও বলেন।

২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:

একটু সময় নিতে হবে।

২২| ২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

শতদ্রু একটি নদী... বলেছেন: u may take a lifetime... :)

২৩| ২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

ফাহাদ মুরতাযা বলেছেন: "একটু সময় নিতে হবে। "


সময় নেন। লিখেন"টেকনিক্যাল এভিডেন্স" নিয়ে। সেখান থেকে কি "অনুমান" করলেন, সেটা নিয়ে ,যুদ্ধে জিয়াকে কি বুজছিলেন সেটা নিয়ে, লেখেন, পোস্ট দেন।............, কয়দিন লাগবে? আপনাকে প্রতি সপ্তাহে একবার মনে করানোর দায়িত্ব আমি নিলাম।

২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

চাঁদগাজী বলেছেন:


চেস্টা করবো।

২৪| ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১:৫৯

তিক্তভাষী বলেছেন: বাকশালপন্থী ব্লগার চাঁদগাজীর "টেকনিক্যাল এভিডেন্স" বয়ানে আমার অবশ্য তেমন সময় লাগবে না। যাদের অত্যাচার ও প্ররোচনায় বঙ্গবন্ধু এদেশে বাকশাল প্রবর্তন করতে চেয়েছিলেন চাঁদগাজী সেই 'কাপালিক'-গংয়ের অনুসারী। বঙ্গবন্ধুকে হত্যার পর সৃষ্ট ঘোলাপানিতে 'কাপালিক'-গংয়ের অন্যতম তাহের-ইনু-আনোয়ার চক্রের ক্ষমতায় যাওয়ার স্বপ্নে জিয়াউর রহমান বাধ সাধেন। সেই স্বপ্নভংগের বেদনা ভুলতেই চাঁদগাজী নিয়মিত এই সব গার্বেজ প্রসব করে যাচ্ছেন।

৩০ শে আগস্ট, ২০১৫ রাত ৩:০৩

চাঁদগাজী বলেছেন:

সিআইএ'র শেখ হত্যার প্লান মোটামুটি, কোন ঝনজাট ছাড়াই কার্যকরী হয়েছিল; তবে, জিয়াকে সঠিক যায়গায় আনতে গিয়ে, মাঝে মাঝে কিছু অনাহুত ঘটনা ঘটেছে; তবে সর্বশেষ রেজাল্ট প্ল্যানের সাথে মিলেছে।

কাপালিকেরা পানির উপরের স্তরে ছিল সব সময়; নীচে কারা আছে জানতো না। তাহের সাহেব বুঝতে পারেনি যে, জিয়া নতুন আরেক পৃথিবীর বাসিন্দা, যেখানে তাহের একটা সমস্যা মাত্র।

২৫| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫২

প্রবালরক বলেছেন: চাঁদগাজী সাহেব একটাও "টেকনিক্যাল এভিডেন্স" না দিয়ে সকল যুক্তি উপেক্ষা করে শুধু ব্যাক্তিগত পছন্দ-অপছন্দ কে পুঁজি করেই তাঁর কথা বলে যাচ্ছেন যা চলমান ইতিহাস বিকৃতির কুত্সিত সরকারী প্রচারনার সমান্তরাল। অতএব গার্বেজ।

৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:

" চলমান ইতিহাস বিকৃতির কুত্সিত সরকারী প্রচারনার সমান্তরাল। অতএব গার্বেজ। "

-ষড়যন্ত্রের রাজনীতি 'চলমান ইতিহাস' ও আসল ইতিহাস এক নয়।

২৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪

খোচাবাবা এন্ড বুইড়া খচ্চর বলেছেন:


















[img|ht

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.