নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

কাজী জাফর নামে নাকি আমাদের এক প্রাইম মিনিস্টার ছিলো?

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৪

কাজী জাফর নামে নাকি আমাদের এক প্রাইম মিনিস্টার ছিলো? হয়তো ছিলো, এখন নেই, ভবিষ্যতেও থাকবে না; এরা ঝড়ের মাঝে মেঘের মতো আসে, তারপর চলে যায়; হয় বৃস্টি হয়, না হয় বৃস্টি হয়ে ঝরে না; ঝড়ের সময় কেহ বৃস্টি চায় না।

এদের শুরু কোথায়, শেষ কোথায় নিজেরাও হিসেব রাখতে পারে না; বাংলাদেশের মানুষ রাজনীতি বুঝার মতো লেখাপড়া করার সুযোগ পাননি, সেটা সত্য; কিন্তু মানুষ প্রকৃতি ও সমাজ থেকে যা শিখে, তাতেও অনেক কিছু এনালাইসিস করতে পারে। মানুষ না বুঝুক, কিন্তু রাজনীতিবিদদের দলে নাম লিখালে নিজকে নিজে মুল্যায়ন করতে হবে তো; নাকি সেটারও দরকার নেই?

সকালে কাজে যাবার সময় রাস্তার বাম পাশে যে খাম্বা থাকে, রাতে বারের থেকে ফিরার সময়, উহা যদি ডান পাশে সরে যায়, তাতে কিছু সময়ের জন্য একজনের পৃথিবী উলট পালট হয়; কিন্তু রাজনীতিতে ইচ্ছা মতো, বাম থেকে ঝড়ের মতো ডানে গেলে, ডান থেকে বানে গেলে, শেষে দাঁড়াবার স্হান থাকে না; চৌধুরী দেলোয়ার হোসেন, কর্ণেল তাহের এগুলো প্রমাণ করে গেছেন নিশ্চয়ই।

এক সময় ছিলো বোম্বাইয়া হাজী, জাফরেরা "বোম্বাইয়া বাম"; আসবে, যাবে, খাবে, হারাবে।

মওলানা ভাসানীর শিষ্য যখন এরশাদ হয়ে খালেদা জিয়ার আসরে যায়, উহা আবদুর রহমান বিশ্বাসের মতো, বা ইয়াজুদ্দিনের মত হারিয়ে যাবে চিরদিনের জন্য; মিডিয়া পিডিয়ার হয়তো সামান্য আলো ফেলবে, কিন্তু ঝড় থেমে যায়, ঝড়ের মেঘের কাহিনী থাকে না।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪১

প্রামানিক বলেছেন: কথা ঠিক

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২১

চাঁদগাজী বলেছেন:


বৃটিশ বাংলায় "বোম্বাই হাজী" নামে হাজীরা ছিলেন; এরা বাংলা থেকে হজে রওয়ানা দিতেন, বোম্বাইতে জাহাজ মিস করে দেশে ফিরে আসতো।

কাজী জাফরেরা "বোম্বাইয়া বাম"

২| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১৩

বিলোয় বলেছেন: বাললু

২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২২

চাঁদগাজী বলেছেন:


মোল্লা শফির মত ব্লগার হয়েছেন? ভালো। এসব পোস্ট আপনার জন্য ভুক যায়গা

৩| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: অাপনার মূল্যায়ন যথাযথ! অামারও তাই মনে হয় । তবে অামার খুব জানতে ইচ্ছে করে, উনি চাইলেই কি কিছু করতে পারতেন অর্থাৎ নিজের অবস্থার উত্তরণ ঘটাতে পারতেন? পারলে সেটা কীভাবে?

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ২:০৩

চাঁদগাজী বলেছেন:


এরশাদের সময় উনার কোন কিছু করা উচিত হয়নি; আর জাপার সাথে উনার মিল থাকা উচিত নয়; জাপার পর, আবার খালেদা জিয়ার সাথে উনার কি মিল উনি বের করলেন?

৪| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৮

সাবু ছেেল বলেছেন: আচ্ছা ভাই,এক কেজি জাফরের দাম,ইয়ে থুক্কু- চিনির দাম এখন কত??

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১:৫৬

চাঁদগাজী বলেছেন:


চিনির ব্যাপারটাতে কমিশন যুক্ত ছিল; উহা কোন প্রকারে চালানো যায়; কিন্তু বাম থেকে ১৮০ ডিগ্রী ডানে, গ্রহনযোগ্য নয়।

৫| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১:১৩

সচেতনহ্যাপী বলেছেন: আমাদের সবারই কিন্তু দু'টো ইতিহাস।। একটা আগে এবং পরে।। বিচার করতে হলে এর একটি দিয়ে করতে হলে তা হবে অপূর্ন।। সবার বেলাতেই একথা খাটে।।

২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১:৫৪

চাঁদগাজী বলেছেন:

আমার মনে হয়, আমরা সবাই ১ বার করে প্রাইম মিনিস্টার হইনি।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২২

খোচাবাবা এন্ড বুইড়া খচ্চর বলেছেন:


















[img|ht

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.