![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
শেখ সাহেবের হত্যার সাথে জড়িত নীচু র্যাংকের অফিসারদের বিচার হয়ে গেছে, শাস্তি কার্যকরী হয়েছে অনেকের ক্ষেত্রে, কয়েকজন পালিয়ে বেড়াচ্ছে, তারা হয়তো ভয়ে ভয়ে একদিন নিজেই মরে যাবে। এখন কেন আর কে মেরেছে নিয়ে এত চিৎকার?
আমরা সবাই জানি যে, "বাকশাল" প্রতিস্ঠা করায় শেখ সাহেবকে হত্যা করেছে; নাকি কারো অন্য কারণ আছে? যেমন, শেখ কামাল কার বউকে নিয়ে গেছে, ব্যাংক লুট করেছে, সবকিছু দখল করে নিয়ে গেছে!
কামাল, দামাল, কি করেছে, সেটার জন্য শেখ সাহেবকে হত্যা করা হয়নি; তা'হলে, খালেদা জিয়াকে মানুষ তারেক ও কোকোর কর্মের জন্য গণপিটুনী দিয়ে মেরে ফেলতো। ডালিম, হালিম সবাই কামালের সাথে চলতো, কেহ কারো বউ নিয়ে টানাটানি করতো না সেই যুগে।
শেখ সাহেব 'বাকশাল" করতে গিয়ে সবার শত্রু হয়েছিলেন, সে হোক উনার বিরোধী মতের লোকজন, বা উনার ঘনিস্ট লোকজন; বাকশাল করতে গিয়ে উনার অবস্হান আমেরিকান ব্লকের বিপক্ষে চলে যায়; এই সুযোগের অপেক্ষায় ছিলো পাকী মিলিটারী ও পরাজিত জামাত; পরাজিত পাকী মিলিটারী ও জামাত সিআইএ'কে সাথে পায় "বাকশাল"এর কারণে।
দেশের ভেতরে, উনার নিজের আওয়ামী লীগের লোকেরা আদমজী, দাউদ, ইস্পাহানী হওয়ার আশায় যখন শিল্প কারখানা দখল করার জন্য তৈরি, তখন শেখ সাহেব শিল্প কারখানাকে "জাতীয়করণ" করে এক বিপদ সৃস্টি করেছিলেন; তবে, তারা থামেনি, তারা নিজেদের এজেন্ডা নিয়ে এগুচ্ছিল; ঠিক সেই সময়, শেখ সাহেব "বাকশাল" নিয়ে হাজির।
সাধারণ মানুষ, যারা শেখ সাহেবের সাথে সাথে রেসকোর্সে, পল্টনে, লালদীঘিতে, ফলো গ্রাউন্ডে এক কন্ঠে ৬ দফা নিয়ে দাবী তুলেছিলেন, উনাকে ভোট দিয়েছিলেন, অসহযোগ করেছিকলেন, মুক্তিযু্দ্ধ করেছিলেন, শেখ সাহেব তাদেরকেও বুঝায়ে বলেননি যে, উনি "বাকশাল" দিয়ে কি করতে চাচ্ছেন! মনে হয়, উনি সমাজতন্ত্র কথাটা উচ্চারণ করতে চাচ্ছিলেন না, উনার ভয় ছিল, মানুষ সমাজতণ্ত্রকে ইসলাম বিরোধী ভাবতে পারে; মনে হয়, তিনি কিছু কাজ দেখায়ে, পরে ব্যাখ্যা করার কথা ভেবেছিলেন; কিন্তু এটা বড় ধরণের ভুল ছিল।
"বাকশাল"এর ভুল ব্যাখ্যা করার জন্য সিআইএ সংগঠিত প্রচারণা চালায়; তারা দেশের মানুষের অশিক্ষার সুযোগ নিয়ে "বাকশাল"কে রাজতণ্ত্র, ফেরাউনের রাজত্ব হিসেবে প্রচার করতে সক্ষম হয়।
যাক, শেখ সাহেব নেই, উনাকে মেরে ফেলায়, 'মনে হয়', আওয়ামী লীগ শোকাহত হয়েছে; শোকটা কেন, উনাকে হত্যা করা হয়েছে সেজন্য, নাকি উনি যা করতে চেয়েছিলেন, তা শেষ করতে পারেননি, সেজন্য?
২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬
চাঁদগাজী বলেছেন:
ওরা পানি ঘোলা করে, ঘোলা পানিতে মাছ শিকার করছে, সেটাই সমস্যা। ওরা তো ফ্রান্সের মিনারেল ওয়াটার খায়!
২| ২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
প্রামানিক বলেছেন: দেশের ভেতরে, উনার নিজের আওয়ামী লীগের লোকেরা আদমজী, দাউদ, ইস্পাহানী হওয়ার আশায় যখন শিল্প কারখানা দখল করার জন্য তৈরি, তখন শেখ সাহেব শিল্প কারখানাকে "জাতীয়করণ" করে এক বিপদ সৃস্টি করেছিলেন; তবে, তারা থামেনি, তারা নিজেদের এজেন্ডা নিয়ে এগুচ্ছিল; ঠিক সেই সময়, শেখ সাহেব "বাকশাল" নিয়ে হাজির।
২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:২০
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগের কেহ 'জাতীয়করণ' চায়নি, কেহ "বাকশাল" চায়নি; মাড়কসা বাচ্ছাদের পিতৃশোক, শেখ ভাইকে মেরে ফেলেছে; একটা ছোট আনন্দ, সবার হাতে টাক এসেছে।
৩| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫৩
রূপক বিধৌত সাধু বলেছেন: -বাকশাল বাস্তবায়িত হলে বোধকরি গরিবদের জন্য ভালোই হতো । এই সিদ্বান্তে স্বার্থান্বেষী একটা মহলের অাঁতে ঘা লাগে । বিদেশীরাও ঝোপ বুঝে কোপ মারে ।
-এমন একটা সাহসী পদক্ষেপ (বাকশাল) নেওয়ার জন্য উনার পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া প্রয়োজন ছিল । অাবেগী নেতা ছিলেন বলে বুঝতে পারেননি, কী পরিনতি ঘটতে পারে!
২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১২
চাঁদগাজী বলেছেন:
বাকশাল হলে, ৮০ সালের দিকে দেশ শক্তিশালী হয়ে যেতো; ফালু, মালু, সালমান, ফালমানরা সবাই ভালো চলতে পারতো; তবে, প্যারিসে গিয়ে ঈদ করতে পারতো না।
৪| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫৯
রূপক বিধৌত সাধু বলেছেন: পৃথিবী বিজয়ীর গুণগান করে । বাকশাল করে সফল হলে উনি হয়তো মাহাথির মোহাম্মদের মতই সম্মানিত হতেন । একটা মানুষ পাওয়া যেতোনা উনার সমালোচনা করার । কিন্তু অাফসোস, তিনি মানুষের মর্জিমাফিক চলতে পারেননি । সফল হওয়ার সুযোগ পাননি । তবু তাঁর প্রচেষ্ঠাকে সম্মুখে অানা উচিত যাতে মানুষ তাঁর জন্য একবার দীর্ঘশ্বাস ফেলে ।
২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৩
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেবকে বিজয়ী হতে দিলো না বাংগালীদের শতরুরা।
৫| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১৭
চলন বিল বলেছেন: আপনার বাবার ম্যালা টাকা। আপনার তো কাম কাজ নাই। তাই সারা দিন শেখ সাহেবের ল্যাঞ্জা টানাটানি করেন,
২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৬
চাঁদগাজী বলেছেন:
কাম কাজ তো দেশে নেই, আছে আরদের উট চরানো, বা মালয়েশিয়ায় রাবার বাগানে পানি দেয়া; এটার জন্য তো মানুষ প্রাণ দেয়নি ১৯৭১ সালে; সেই কথাই বলতে চাচ্ছি।
আপনি কোন কাজ করছেন?
৬| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২৮
শতদ্রু একটি নদী... বলেছেন: কি হবে মানে? আমরা মানবো মুজিব বাঙ্গালী জাতির শ্রেষ্ঠ সন্তান কিন্তু কারা এবং ঠিক কি কারনে হত্যা করা হইলো উনাকে এটা জানবোনা এটা কেমন কথা? নিজেদের ইতিহাস জানতে, স্বরুপ জানতে, ভুল জানতে, বাস্তবতা জানতে এসব জানা অবশ্যই দরকার।
শেখ সাহেবের মৃত্যুতে আওয়ামীলীগের শোক দলগত কারনে, দলে নিজের অবস্থান যাতে আরো ভালো হয় কিংবা পতন না ঘটে সেই কারনে। কাজের মাধ্যমে দলের আর দেশের প্রতি আনুগত্য দেখানোর চেয়ে মায়া কান্না কইরা আনুগত্য আর দরদ দেখান সহজ। দলের বর্তমান নেত্রীর বাবাকে হত্যা করা হইছে তাই নেত্রী কস্টে থাকেন। আর নেত্রীর দুঃখে দুঃখিত হবার ভান করা এইদেশের কালচার। আসলেই শোক কতটা উনাদের সেইটা প্রশ্ন করবার মতো।
২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১০
চাঁদগাজী বলেছেন:
অনেকে মনে কস্ট পান, শেখ সাহেবকে হত্যা করা হলো; আবার সান্ত্বনা খুঁজে নেন যে, বাকশাল হলে তো এত দাপট দেখানো যেতো না, এত টাকার মালিক হওয়া যেতো না, সবই ভাগাভাগি হয়ে যেতো।
৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:২০
খোচাবাবা এন্ড বুইড়া খচ্চর বলেছেন:
[img|ht
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
আলী আকবার লিটন বলেছেন: ওরা যা করতেছে করুক না আপনি খামাখা পানি ঘোলা করতেছেন কেন ? নতুন কিছু একটা ঘটুক না । কিছু ফ্রি বিনোদন দেখার অপেক্ষায় গোটা জাতী । সম্ভবত শেখ সাহেব খুন না হইয়া আজ বাইচ্চা থাক্লেও তিনিও হয়তো এটাই চাইতো।