নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

লাল, নীল, সাদা, কালো শিয়ালদের জংগলে

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৪৭

পাবলিক ইউনিভার্সিটিগুলোর শিক্ষকদের যদি একটা মাত্র এসোসোয়েশন থাকতো, তা'হলে এর থেকে শক্তিশালী কোন এসোসিয়েশন বাংলাদেশে কল্পনা করা যেতো কিনা। ৭০% ভাগের বেশী হয়তো পিএইচডি হতে পারতো। তাঁদের ক্থা না শুনে সরকার কোনদিকে যেতে পারতো?

এই লোকগুলো লাল, নীল, সাদা, কালো শিয়ালে পরিণত হয়ে, পাবলিক ইউনিভার্সিটিগুলোকে জংগলে পরিণত করে, সবার হাতে মার খায়; ঠিক মতো বেতন পায় না, মর্য্যদা পায় না; দরকার মতো বদলী হতে পারে না, রিটায়ার করার পর নিজেদের পাওনাটুকু পায় না।

এদের সমস্যা কোথায়? এদের প্রথম সমস্যা হলো, এরা শিক্ষক নয়, এরা রাজনৈতিক দলগুলোর ক্যাডার; মোটামুটি পড়ুয়া প্রাক্তন ভালো কিংবা আধা ভালো ছাত্র। এদের বেশীর ভাগকে, নিজেদের দলের শিক্ষকেরা জালিয়াতী ও অন্যায়ের আশ্রয় নিয়ে, ভালো ক্লাশ দিয়ে শিক্ষকতায় সুযোগ করে দিয়েছে; সময়ের সাথে, এখন ক্যাডার ব্যতিত কয়জন শিক্ষকতায় আছে কে জানে।

এরা নিজেদের ভেতরে দ্বন্দ্ব লাগিয়ে নিজেদের শক্তি পুরোটা অপচয় করে; এরা নিজদলের বাহিরের কেহকে প্রমোশন দিতে দেয় না; ফলে, প্রমোশন অনেক কম দিয়ে সরকার ও ইউনিভার্সিটি বডি কাজ চালায়ে যাচ্ছে।

ভিসি'র পদ বাংলাদেশে 'পলিটিক্যাল'; ফলে, এখনকার সবাইকে আওয়ামী লীগের কেহ না কেহ হতে হয়; অন্য দলের শিয়ালরা অবশ্যই ভিসিকে শান্তিতে থেকে কাজ করতে দেয় না; যেহেতু, হাজার হলেও শিক্ষিত, গন্ডগোল যখন করে, উহার সমাধান বের করা সরকারের পক্ষে সম্ভব হয় না।

পড়ালেখা, রিসার্চ'এর ধারে কাছে আছে বলে মনে হয় না; সারাক্ষণ দলাদলি করে, নিজেদের পায়ে নিজেরা কুড়াল তো মারছে, সাথে সাথে জাতির পায়েও মারছে।




মন্তব্য ৩৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৫৯

গোধুলী রঙ বলেছেন: কাউয়া নিজের দল চেনে, গরু চেনে না। একটা সিংহ গরুর দলকে তাড়া করে একটা গরু ধরে ফেলে, অথচ দুইটা গরু মিলে সিংহরে দুইটা গুতা দিলে জায়গায় অক্কা পাবার কথা। সুতরাং এরা গরু শ্রেনীর।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:০৪

চাঁদগাজী বলেছেন:

এরা নিজেদের মাঝে ধাক্কাধাক্কী করে, নিজেদের সব শক্তি ব্যয় করছে।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪২

প্রামানিক বলেছেন: দারুণ কথা বলেছেন। ধন্যবাদ চাঁদগাজী ভাই।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০৬

চাঁদগাজী বলেছেন:


ধোপার রংগের গামলায় পড়ে, এই শিয়ালগুলো লাল, নী, সাদা, কালো হয়েছে।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৩

ফা হিম বলেছেন: িজেদের সম্মান নিজেরাই খোয়ায়!!

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৪

চাঁদগাজী বলেছেন:

বাংলাদেশে শিক্ষকদের বেতন, সন্মান কোনটাই নেই; মানুষ যতটুকু সন্মান করে, সেটুকুও উনারা হারায় নিজেদের মাঝে মারামারি করে।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৪

মাঘের নীল আকাশ বলেছেন: ঠিক ঠিক !!

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭

চাঁদগাজী বলেছেন:


বিশ্ব বিদ্যালয়ের প্রতি শিক্ষকই দেশের যেকোন মানুষের চেয়ে বেশী জানার কথা; তাঁরা কিন্তু জাতির ভালোর জন্য খুব েকটা পথ দেখাচ্ছেন না।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী




গোধুলী রঙ এর সাথে একমত ।
ব্যতিক্রম বাদে সবাই - ই শিক্ষক নয়, রাজনৈতিক দলগুলোর ক্যাডার ।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮

চাঁদগাজী বলেছেন:


সন্দেহ নেই, এদের বিরাট অংশ ক্যাডার।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪

শতদ্রু একটি নদী... বলেছেন: শিক্ষকরা দলাদলি করলে ছাত্ররা কি করবে? লাইনটা তো শিক্ষকেরাই ধরাইয়া দিতেছেন।

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১০

চাঁদগাজী বলেছেন:


আজকের শিক্ষক, গতকালের ছাত্র; এদেরকে দেখে শুনে শিক্ষা নেয়ার জন্য একটা শক্তিশালী নাগরিক কমিটির দরকার।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০১

সুমন কর বলেছেন: সহমত।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


শিক্ষদের যায়গায় ক্যাডার আসাতে আমরা দুনিয়ার অশিক্ষিতদের মাঝে পড়ে আছি।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১২

বিদ্রোহী সিপাহী বলেছেন: নিজের পায়ে কুড়াল মারুকগা, তাতে আমাদের কিছু যায় আসে না
কিন্তু জাতির পায়ে কুড়াল মারছে কেন? এদেরকে জঙ্গলে পাঠিয়ে দেয়া উচিত।
নয়ত কুশিক্ষিতরা আমাদেরও কুশিক্ষিত বানিয়ে ফেলবে... (ইতিমধ্যে হয়েই গেছি বোধ হয়!!!)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:


এদের ভালো ডিগ্রি থাকলেও এরা ভালো শিক্ষক নন।

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৮

কালের সময় বলেছেন: সহমত

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:

অনেকেই এগুলো বুঝতেছেন, দরকার পদক্ষেপের।

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০২

সাহসী সন্তান বলেছেন: যাদের দেখে ছাত্ররা জ্ঞানার্জন করবে অথচ তারাই যদি এমন করে তাহলে ছাত্ররা আর ভাল কি করবে?

কোন ছাত্রের হাতে যদি কখনো কোন শিক্ষক মার খায় তাহলে তখন আমার ভীষন আনন্দ লাগে। কেন যানেন?

কারন এই মারামারি করার শিক্ষাটা ঐ সমস্থ স্যারদের কাছ থেকেই তো ছাত্ররা পায়!! সুতরাং শিক্ষার সৎ ব্যবহার না করলে কি চলে বলেন?

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:

শিক্ষকদের বিরাট অংশ ক্যাডার, এরা দুনিয়ার কুবুদ্ধির ঢিব্বা।

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৯

ধমনী বলেছেন: নিখাদ সত্য। কিন্তু অপরাজনীতির এ দুষ্টচক্র থেকে বেরোবার উপায় কী?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:


উপায় আমরা, আমাদেরকেই ব্যবস্হা নিতে হবে; পিটায়ে ইউনিভার্সিটি থেকে বের করতে হবে দুস্টদের।

১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৫

আমি মিন্টু বলেছেন: সোজা এক কথা ভাই
ছাত্র এবং শিক্ষক রাজনীতি বন্ধ চাই ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৬

চাঁদগাজী বলেছেন:

এটা ৪৪ বছর দেরী হয়ে গেছে ইতিমধ্যে; জনগণকেই লাঠি হাতে বের হতে হবে এর জন্য।

১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯

জেন রসি বলেছেন: সৃষ্টিসুখের উল্লাসে নিমগ্ন না থেকে তাহারা যেকোন পথে ক্ষমতার স্বাদ নিতে চাচ্ছেন!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:


ক্ষমতা পেতে হলে আওয়ামী লীগের মতো শক্ত পার্টি গঠন করতে হবে।

১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আপনার কথাগুলোর সাথে দ্বিমত করার কোন কারন নেই।


১০০% সত্য।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:


আমাদের শিক্ষদের সন্মান নেই, উনারা সেই যোগ্যতা দেখাচ্ছেন না।

১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৬

চলন বিল বলেছেন: ভালো লিখা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:

জাতির শিক্ষকরা আসলেই শিক্ষক হতে হবে; ক্যাডার প্যাডারদের জন্য অনেক চাকুরী আছে।

১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০১

চাঁদগাজী বলেছেন:


প্রথমত: ড: জাফর ইকবাল লাল, নীল, সাদা, কালো শিয়ালদের জংগলে প্রাকৃতিক রং'এর শিয়াল, এটা ব্যতিক্রম, ব্যতিক্রম সবার চোখে পড়ে; তারপর, উনি হচ্ছেন, মান্দার, বাবলা, ডুমুর বাগানে সুপারী গাছ; দুর থেকে দেখা যায়, যার ফল সব বাংগালীর প্রিয়; কিন্তু সব মিলায়ে এই ফল ভালোই ক্ষতিকর।

রংগীন শয়ালদের বাগানে

১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১২

আমি আবুলের বাপ বলেছেন: আগে এই শেয়ালরা জামা কাপড় পরত।কিছুটা হলেও লজ্জা শরম ছিলো।এখন ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায়।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


সোই হচ্ছে

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.