![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
বাংলাদেশের রাস্ট্রীয় ধর্ম ইসলাম, এই ধারাটি সংবিধানে যোগ করা হয়েছে জেনারেল এরশাদের সময়; জেনারেল জিয়ার সময়, ১৯৭২ সালের 'ধর্ম নিরপেক্ষতা' সংবিধান থেকে সরানো হয়েছে। সর্বশেষ, শেখ হাসিনা ১৯৭২ সালের শাসনতন্ত্রকে বহাল করেছেন। কিন্তু এরশাদের আমলের সংযুক্তিকরণকে বাতিল করা হয়নি; ফলে, রাস্ট্র ধর্ম থাকছে ইসলাম, ও রাস্ট্র ধর্ম নিরপেক্ষ।
এই ফাজী লজিকের থেকে বের হওয়ার জন্য সুপ্রীম কোর্টের এক আইনবিদ রিট করেছিলেন; কোর্ট রিটটা খারিজ করে দিয়েছে; অর্থৎ, এই দ্বৈত অবস্হা ঠিক আছে, এটাই বহাল রলো।
আমাদের মানুষের ধর্ম, রাজনীতি, সায়েন্স, অর্থনীতি ও সংকৃতি ধারণা যে পর্যায়ে আছে, এ ধরণের দ্বৈত অবস্হা কোন সমস্যার সৃস্টি করছে না, আপাতত; কারণ, সরকার শরিয়া আইন প্রয়োগের ক্থা ভাবছে না; যদিও শেখ হাসিনা একবার, ভোটের আগে বোধ হয়, বলেছিলেন যে, দেশ মদীনা সনদ অনুসারে চলবে; আসলে, স্বয়ং মদীনা নগরী লোকেরা মদিনা সনদ থেকে বোম্বে নগরীর সনদ বেশী পছন্দ করেন।
আবার ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশে তেমন প্রভাব ফেলবে না; রাস্ট্রের ধর্মীয় মন্ত্রনালয় আছে, তারা ধর্মীয় খাতে বাজেট রেখেছে; এবং সরকারী খরচে ইমামদের বেতব দিচ্ছেন; প্রচুর মানুষ হজ্ব করছেন সরকারী টাকায়; এবারও ৩০০ জন হজ্বে যাবেন দেশের টাকায়। অবশ্য দেশের টাকায় কেহ গয়া কাশী যায় কিনা, আমার জানা নেই, সুরনজিত বাবু বলতে পারবেন, ইনিই আবার আমাদের সংবিধানের বড় পন্ডিত।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৫
চাঁদগাজী বলেছেন:
তাই? ভালো, ভালো লাগলেই ভালো।
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৯
যোগী বলেছেন:
কোন যুক্তিতে রাষ্ট্র ধর্ম রাখা হয়েছে এটা আমার মাথাতে কিছুতেই আসে না।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৭
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা চাচ্ছে যাতে কোন অকারণ গন্ডগোল না হয়; সর্বোপরি, সরকার সংবিধান ব্যবহার করে নির্বচনের জন্য মাত্র।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৩
muftisiraji বলেছেন: ৯০ এর উর্ধে মমুসলমান
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫১
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে সবাই মুসলমান, অস্ট্রেলিয়া সবাই খৃস্টান, ভারতে সবাই হুিন্দু, জাপানে সবাই বৌদ্ধ; রাস্ট্র হলো রাস্ট্র।
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫০
সাধারণ আমি আমার বলেছেন: Kub valo laglo
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫২
চাঁদগাজী বলেছেন:
ভালো, ভালো লাগলেে ভালো।
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২০
বকস মুজিব বলেছেন: হাসিনা একটা পাগল
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২
চাঁদগাজী বলেছেন:
কিছুটা।
তবে, বেকুবের রাজ্যে পাগলও চালাক।
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯
রূপক বিধৌত সাধু বলেছেন: ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম! একেবারে জগাখিচুড়ি অবস্থা! অবশ্য শেখ হাসিনারও দোষ নেই! মানুষের মনমর্জি বজায় রেখে চলতে তো হবে! নইলে ধর্ম গেল, ধর্ম গেল রব উঠে যাবে । কেউ কেউ বলেন, ৯০ ভাগ মুসলমানের দেশ । আচ্ছা, ভারতে, কিংবা নেপালে তো হিন্দু সংখ্যাগরিষ্ঠ, তাহলে তারা ধর্মনিরপেক্ষ সংবিধান দিয়েছে কেন? কিংবা তুরষ্কের কথাই বলি । তারাও তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ । তারা কেন ধর্মনিরপেক্ষ? অশিক্ষিত জাতির দৈন্যদশা সহজে কাটবে না!
৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১
চাঁদগাজী বলেছেন:
শাসনতন্ত্রে কি লেখা আছে, তাতে কারো মাথা ব্যথা নেই; শাসনতণ্ত্র ব্যবহার করা হয় ভোটে কারসাজি করার জন্য।
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩০
Nil Orin বলেছেন: Amar kub balu laglu