নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমাদের রাস্ট্রীয় ধর্ম ইসলাম, আমরা ধর্ম নিরপেক্ষ দেশ!

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৮

বাংলাদেশের রাস্ট্রীয় ধর্ম ইসলাম, এই ধারাটি সংবিধানে যোগ করা হয়েছে জেনারেল এরশাদের সময়; জেনারেল জিয়ার সময়, ১৯৭২ সালের 'ধর্ম নিরপেক্ষতা' সংবিধান থেকে সরানো হয়েছে। সর্বশেষ, শেখ হাসিনা ১৯৭২ সালের শাসনতন্ত্রকে বহাল করেছেন। কিন্তু এরশাদের আমলের সংযুক্তিকরণকে বাতিল করা হয়নি; ফলে, রাস্ট্র ধর্ম থাকছে ইসলাম, ও রাস্ট্র ধর্ম নিরপেক্ষ।

এই ফাজী লজিকের থেকে বের হওয়ার জন্য সুপ্রীম কোর্টের এক আইনবিদ রিট করেছিলেন; কোর্ট রিটটা খারিজ করে দিয়েছে; অর্থৎ, এই দ্বৈত অবস্হা ঠিক আছে, এটাই বহাল রলো।

আমাদের মানুষের ধর্ম, রাজনীতি, সায়েন্স, অর্থনীতি ও সংকৃতি ধারণা যে পর্যায়ে আছে, এ ধরণের দ্বৈত অবস্হা কোন সমস্যার সৃস্টি করছে না, আপাতত; কারণ, সরকার শরিয়া আইন প্রয়োগের ক্থা ভাবছে না; যদিও শেখ হাসিনা একবার, ভোটের আগে বোধ হয়, বলেছিলেন যে, দেশ মদীনা সনদ অনুসারে চলবে; আসলে, স্বয়ং মদীনা নগরী লোকেরা মদিনা সনদ থেকে বোম্বে নগরীর সনদ বেশী পছন্দ করেন।

আবার ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশে তেমন প্রভাব ফেলবে না; রাস্ট্রের ধর্মীয় মন্ত্রনালয় আছে, তারা ধর্মীয় খাতে বাজেট রেখেছে; এবং সরকারী খরচে ইমামদের বেতব দিচ্ছেন; প্রচুর মানুষ হজ্ব করছেন সরকারী টাকায়; এবারও ৩০০ জন হজ্বে যাবেন দেশের টাকায়। অবশ্য দেশের টাকায় কেহ গয়া কাশী যায় কিনা, আমার জানা নেই, সুরনজিত বাবু বলতে পারবেন, ইনিই আবার আমাদের সংবিধানের বড় পন্ডিত।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩০

Nil Orin বলেছেন: Amar kub balu laglu

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৫

চাঁদগাজী বলেছেন:

তাই? ভালো, ভালো লাগলেই ভালো।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

যোগী বলেছেন:
কোন যুক্তিতে রাষ্ট্র ধর্ম রাখা হয়েছে এটা আমার মাথাতে কিছুতেই আসে না।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

চাঁদগাজী বলেছেন:

শেখ হাসিনা চাচ্ছে যাতে কোন অকারণ গন্ডগোল না হয়; সর্বোপরি, সরকার সংবিধান ব্যবহার করে নির্বচনের জন্য মাত্র।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৩

muftisiraji বলেছেন: ৯০ এর উর্ধে মমুসলমান

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫১

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে সবাই মুসলমান, অস্ট্রেলিয়া সবাই খৃস্টান, ভারতে সবাই হুিন্দু, জাপানে সবাই বৌদ্ধ; রাস্ট্র হলো রাস্ট্র।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫০

সাধারণ আমি আমার বলেছেন: Kub valo laglo

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫২

চাঁদগাজী বলেছেন:

ভালো, ভালো লাগলেে ভালো।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২০

বকস মুজিব বলেছেন: হাসিনা একটা পাগল

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:


কিছুটা।
তবে, বেকুবের রাজ্যে পাগলও চালাক।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯

রূপক বিধৌত সাধু বলেছেন: ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম! একেবারে জগাখিচুড়ি অবস্থা! অবশ্য শেখ হাসিনারও দোষ নেই! মানুষের মনমর্জি বজায় রেখে চলতে তো হবে! নইলে ধর্ম গেল, ধর্ম গেল রব উঠে যাবে । কেউ কেউ বলেন, ৯০ ভাগ মুসলমানের দেশ । আচ্ছা, ভারতে, কিংবা নেপালে তো হিন্দু সংখ্যাগরিষ্ঠ, তাহলে তারা ধর্মনিরপেক্ষ সংবিধান দিয়েছে কেন? কিংবা তুরষ্কের কথাই বলি । তারাও তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ । তারা কেন ধর্মনিরপেক্ষ? অশিক্ষিত জাতির দৈন্যদশা সহজে কাটবে না!

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:


শাসনতন্ত্রে কি লেখা আছে, তাতে কারো মাথা ব্যথা নেই; শাসনতণ্ত্র ব্যবহার করা হয় ভোটে কারসাজি করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.