নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বাজেটের ৫০% এর বেশী টাকা বেতন ও ভাতায় খরচ হয়ে যাবে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১০

সরকারী কর্মচারীদের বেতন পুরোপুরি দ্বিগুণ করা হয়েছে; এক সময়ের সরকারী চাকুরে মুহিত চেস্টা করছে দেশ যেন সরকারী কর্মচারীদের বেতনের উৎস হিসেবে ব্যবহৃত হয় মাত্র। এটা বর্তমান বিশ্বের ফাইন্যান্স'এর নিয়মের বাহিরে; দেশের প্রাইভেট সেক্টরই আসল চাকুরীর মালিক, ওরা কি সরকারের সাথে পাল্লা দিয়ে বেতন বাড়াবে; ওখানে কি ঘুষ খাবার উপায় আছে? তা'হলে দেশের বিরাট অংশের মানুষের আয় তুলনামুলকভাবে কমে গেল!

সর্ব নিম্ন বেতন ৪ হাজার থেকে ২ গুণ করে ৮ হাজার হলেও, এতে একটা পরিবার চলতে পারে না; আবার ৪৫ হাজারকে ২ গুণ করলে ৯০ হাজার টাকা বেতন হিসেবে বাংলাদেশের জন্য খুবই বেশী। সেক্রাটারীদের বেতন ২ গুণ করা মানে, মোটামুটি মানুষের সম্পদ এদের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্র; আবার বড় বেতনের লোকেরা চরম দুর্নীতিবাজ।

আমার ধারণা, বাংলাদেশের প্রশাসনে ৪/৫ লাখ চাকুরী আছে, যাদেরকে সরকার বেতন না দিলেও, ওরা চাকুরী করে যাবে আজীবন, এরা এমন দুর্নীতিবাজ; সুতরাং বেতন বাড়ানোর সময় এই ব্যাপারগুলো ভাবনায় আনার দরকার ছিলো। যেসব চাকুরীতে ঘুষই আসল আয়, সেখানে অকারণে এত টাকা খরচ করার দরকার কি ছিল? বেতন বেশী দিলে কি এরা ভালো হয়ে যাবে?

শুধু মাত্র বেতন দিতে, বাজেট থেকে আরো ৪ বিলয়ন ডলার চলে যাবে এ বছর থেকে; আমাদের নিজের টাকায় বাজেট ধরলে, আমাদের বাজেট এখন ৩০ বিলিয়নের কাছে; বেতন ও ভাতায় মিলে ১৯ থেকে ২০ বিলিয়ন খরচ হয়ে যাবে। উঁচু বেতনের খারাপ দিক হলো, তারা ভাতা ও বাড়ী ভাড়া পায় শতকরা হিসেবে।

সর্ব নিম্ন বেতন ৮০০০ ধরা হয়েছে, এবং সর্বোচ্চ বে্তন ধরা হয়েছে ৭৮ হাজার টাকা; সেক্রেটারীদের জন্য আলাদাভাবে ৯০ হাজার ধরা হয়েছে; ৮ হাজার ও ৭৮ হাজারের পার্থক্য মানবতার বিরোধী। এ ধরণের পদক্ষেপ মানুষের জীবনকে অনেক কস্টকর করে তুলবে; শিক্ষায় ও চাকুরী থেকে টাকা নিয়ে বেতন দেয়া হবে; মানুষকে জোর করে পেছনে ঠেলে দিচ্ছে মুহিতরা।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৭

হানিফঢাকা বলেছেন: এই সরকারি বেতন বাড়ানোর ফলে যে ইকনমিক এফেক্ট হবে তা বহন করতে হবে আমাদের মত বেসরকারি চাকুরিজীবি এবং চাকুরীহীন সাধারন মানুষের। আমরা এই ধাক্কা কিভাবে সামলাবো। আমাদের ত দুর্নীতি করার কোন অপশন নাই।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৯

চাঁদগাজী বলেছেন:

মুহিত সাহেবর মাথা ঠিক নেই, উনি বার্ধ্ক্য জনিত কারণে সঠিকভাবে ফাইন্যান্সিয়াল প্ল্যান করতে অক্ষম।

বেসরকারীরা সরকারের সাথে পাল্লা দিয়ে বেতন বাড়াবে না; এই অসমতার কারণে, প্রাইভেটের চাকুরী জীবিদের লাইফ স্টান্ডার্ড ভীষণভাবে পেছনে পরে যাবে।

সাধারণ মানুষ শব্দটি সাইফুর রহমান, কিবরিয়া ও মুহিতের মাথায় কোনদিন ছিলো না, এরা সিলেটের উঁচু শ্রেণীর লোক।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৮

সিপন মিয়া বলেছেন: "৮ হাজার ও ৭৮ হাজারের পার্থক্য মানবতার বিরোধী।" কথাটা বাধিয়ে রাখার মত। এদিকে সরকার ভুয়া মুক্তিযোদ্ধাদের বসিয়ে বসিয়ে মাসে টাকা ১০,০০০ দিচ্ছে। অন্যদিকে গরীবেরা না খেয়ে থাকছে। ছাত্ররা পড়ালেখা ছেড়ে হচ্ছে সমাজের উচ্ছিষ্ট, হুমকি।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩১

চাঁদগাজী বলেছেন:

জীবিত ৪০ জাহার মুক্তিযোদ্ধাকে ৫০ হাজার করে দিলেও ক্ষতি হতো না; ভুয়া ২ লাখকে ৫ হাজার করে দিলেও জাতির অনেক টাকা নস্ট হচ্ছে।

আসল মুক্তিযোদ্ধা জীবিত আছেন আনুমানিক ৪০ হাজার।; বাকীগুলো বিএনপি ও আও্যামী লীগের ব্যবসার ফলাফল।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৬

আমি আবুলের বাপ বলেছেন: এখন জনগনের চামড়া দিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা জুতা বানাবে।
http://www.somewhereinblog.net/blog/abulerbap/30068375

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:

এটা সঠিক যে, বেশীর ভাগ সরকারী কর্মচারী তাদের বেতনে চলতে পারেন না; আবার এটাও সত্য যে, তারা তাদের বেতনের সমপরিমাণ কাজও করেন না।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৪

মো : হাবিবুর রহমান বলেছেন: মি: মুহিত একটা আস্ত আবাল , আমাদের মত সাধারণ মানুষকে কিভাবে মারতে হবে সেই পথ সৃষ্টি করেছে ।
এ ধরণের পদক্ষেপ আমাদের মত মানুষের জীবনকে অনেক কস্টকর করে তুলবে , মানুষকে জোর করে পেছনে ঠেলে দিচ্ছে মুহিতরা।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

চাঁদগাজী বলেছেন:

মুহুিত কমদক্ষ সরকারী ছিলেন; সিলেট সিন্ডিকেটের রাজনীতি করতেন; এখন বলদ কাগুজে বাঘ সেজেছে।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমজনতার মনের কথার চমৎকার উপস্থাপন ,
স্যালুট চাঁদগাজী ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা সরকারী কর্মচারীদের খুশী রাখার চেস্টা করছেন; গাদাফী, মোবারকদের পলিসি।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

বকস মুজিব বলেছেন: টিক

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:


বেতন বাড়ার পরও এরা কাজ করবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.