![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
কোন শিক্ষিত লোক শিক্ষার উপর কোনরূপ 'ট্যাক্স' আদায় করার কথা ভাবার কথা নয়; ফাইন্যান্স জানা কোন লোকও ছাত্রদের থেকে ট্যাক্স নিয়ে বাজেটের টাকা যোগায় না; শিক্ষা ও ছাত্রদের থেকে ট্যাক্স নেয়া, মোটামুটি জাতির মাথায় আঘাত করার সমান।
শেখ হাসিনার বাজেট প্রনেতা অবশ্যই ফাইন্যান্সের লোক নন; ফাইন্যান্সের জগতে উনার কোন সুনাম নেই; উনার নাকের ডগার উপর দিয়ে স্টক-মার্কেট ও ব্যাংক ডাকাতি হয়েছে; উনি কিছুই বুঝতে পারেননি।
শেখ হাসিনার বাজেট প্রনেতা অবশ্যই শেখ হাসিনাকে ছাত্রদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাচ্ছে; বয়স, অসফলতা ও অদক্ষতার কারনে মুহিত সাহেবেকে বাদ দেয়া খুবই জরুরী।
আমাদের শিক্ষকরা ভালো শিক্ষক নন, উনারা লাল, নীল, সাদা, কালো ক্যাডার; কিন্তু শুধু মাত্র পদবীর জন্য, শিক্ষদের সন্মান করা উচিত, উনাদের দাবী ইত্যাদি মেনে নেয়া দরকার; উনারা রাস্তায় বের হওয়ার আগেই উনাদের সাথে বসে, উনাদের সাথে আলোচনা করে, উনাদের সমস্যার সমাধান করা উচিত।
ছাত্রদের থেকে ভ্যাট নিয়ে বাজেটের ফাইন্যান্স করার কথা যারা ভাবে, তারা জাতির ক্ষতির চেস্টা করছে মাত্র। আমাদের কোন বাজেটের টাকা পুরোপুরি খরচ হয় না: বাজেটের পুরো টাকা খরচ করার সময় ও দক্ষ মানুষ নেই সরকারের। অকারণে ছাত্রদের থেকে টাকা নিয়ে, শেখ হাসিনার শত্রু বানানো হচ্ছে ছাত্রদের; শেখ হাসিনা বিরোধীরা এ সুযোগের জন্য দিনরাত কাজ করছে।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৬
চাঁদগাজী বলেছেন:
শিক্ষাকে পণ্য বানায়ে কয়েক'শ লোক হাজার ও শত কোটীর মালিক হয়েছে; এদের থেকে শিক্ষা ব্যবস্হাকে কেড়ে নিটে হবে।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৪
প্রামানিক বলেছেন: অকারণে চাত্রদের থেকে টাকা নিয়ে, শেখ হাসিনার শত্রু বানানো হচ্ছে ছাত্রদের; শেখ হাসিনা বিরোধীরা এ সুযোগের জন্য দিনরাত কাজ করছে।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৯
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা বেকুব লোককে ফাইন্যান্সের দায়িত্ব দিয়েছে; এখন ছাত্র শিক্ষক সবাই শেখ হাসিনার বিপক্ষে চলে যাবে; বিএনপি ও জামাত এখন এ্যাকশানে যাবার জন্য চেস্টা করবে।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৬
মারুফ তারেক বলেছেন: মাল সাহেবের মাথা ক্রাক হয়ে গেছে। কখন কী বলেন নিজেও জানেন না।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫০
চাঁদগাজী বলেছেন:
উনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার দরকার।
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৭
ফাহাদ মুরতাযা বলেছেন: কেন যে ফরাস সাহেব দায়িত্ব নেয় না!!! জানেন তো মালের আগে ওনার প্রায়োরেটি ছিল!!!!
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫১
চাঁদগাজী বলেছেন:
মন্ত্রীত্ব শেখ হাসিনা বেকুবদের দিয়ে, নিজের হাতে ক্ষমতা রাখে।
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৮
সচেতনহ্যাপী বলেছেন: আপনি বুঝাতে চেয়েছেন অর্থমন্ত্রী প্রধানমন্ত্র্রীকে ডিংগিয়ে ঘস খাচ্ছেন!! আর কত বোকা বনবো বা বানানো হবে আমাদের!! বলতে পারেন??
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৭
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা মোটামুটি বাংলাদেশী তথাকঠিত রাজনীতিবিদদের মাঝে সবচেয়ে চালাক মানুস; তবে, এটা অবশ্য প্রমাণ করে না যে, উনি বিচক্ষণ; এইচটি ইমাম, মুহিট ইতয়াদিরা উনার মাথা গুলিয়ে দেয় মাঝে মাঝে
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৬
প্রবাসী ভাবুক বলেছেন: আপনার কথায় মনে হচ্ছে, মাল সাহেব শেখ হাসিনার বিরোধীদের মদদে কাজ করে যাচ্ছে! আপনার উপরের কথার সাথে একমত হলেও শেষের বাক্যটি ঠিক বুঝলাম না৷
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৩
চাঁদগাজী বলেছেন:
মুহিত সাহেবের দরকার বিশ্রাম নেয়া; শেখ হাসিনা সুতার উপর দিয়ে হাঁটছেন; অকারণ সমস্যা সৃস্টি করার সুযোগ নেই।
৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৭
ফাহাদ মুরতাযা বলেছেন: sarcasm টা ধরতে পারেন নাই, ফরাস সাহেবরে নিলেও একই ঘটনা ঘটত, এই খানে বেকুব, বুদ্ধিমানের কোন বিষয় নাই। ;ইন ফ্যাক্ট, আমাদের স্যার বলেছিলেন, এখন গুরুত্বপূর্ণ যেকোনো সিধান্ত, ফরাসউদ্দিন 'হয়ে' আসে।
ফরাস উদ্দিন বোধ হয় গভীর জলের মাছ, সেই জন্যই মন্ত্রিত্ব নেন নাই, সরকারে তাঁর প্রভাব ভালই।
জানেন তো, পূর্ব পশ্চিম ফরাস সাহেবের।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২০
চাঁদগাজী বলেছেন:
হয়তো ফরাস সাহেব অনেক কিছু জানেন; উনিও গবর্নর ছিলেন, মানুষকে পড়ানোর জন্য টাকা দিতে শুনিনি; মুহিত সাহেব, না না দিয়ে টাকা নিতে শুনলাম।
ফরাস সাহেবদের দক্ষতা দিয়ে উনারা নিজেরা ভালো থাকেন; মানুষ উনাদের নাম জানবে না কোনদিন, মরলে বাতাসে মিশে যাবে।
৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৬
স্বপ্নবাজ তরী বলেছেন: যাই হোক, ভ্যাটযুক্তকরন, যুক্তিযুক্ত নহে।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৩৬
চাঁদগাজী বলেছেন:
জাতিকে পেছনে টানার রশি হলো ভ্যাট
৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৫
চলন বিল বলেছেন: যান হাসিনার পা চাটতে থাকেন, ভ্যাট বাতিল হবে
১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৭
সচেতনহ্যাপী বলেছেন: চালাক এবং বিচক্ষনের তফাৎ আমি জানি না।। কিন্তু যারা দেশ চালায়,তাদের কাছেও কি অবোধ্য?? তাহলে??
এইচটি ইমাম, মুহিট ইতয়াদিরা উনার মাথা গুলিয়ে দেয় মাঝে মাঝে =ইনারা দু/একজন পারলে বাকী ১৬কোটি একত্রে পারে না!!
একেবারেই কি অন্ধ হয়ে আছেন?? সাদাকে সাদা আর কালোকে কালো বলতে শিখুন,কষ্ট করে।। আমি যেমন শিখেছি।।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:০৩
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা নিশ্চয় বাজেটের আয় ব্যয়ের নিয়ম ঠিক করে না; করে কিছু লোক; তন্মধ্যে, এখন মুহিত ও ইমাম পুরানো বলদ টাইপের ব্যুরোক্রেট; কিছু গন্ডগোল না বাধলে, শেখ হাসিনা সেগুলো নিয়ে মাথা ঘামায় না।
১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০৯
ফাহাদ মুরতাযা বলেছেন:
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাট দিতেই হবে বলে জানিয়েছেন সজিব ওয়াজেদ জয়। উনি বলেছেন, "দেশের ৮৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৬৩ শতাংশ শিক্ষার্থী পড়া লেখা করে সরকার তাদের জন্য কোন ধরেন ভর্তুকি দিবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভর্তুকি দিলে এটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শেয়ার হোল্ডারদের পকেটে চলে যাবে। শিক্ষার্থীদের কোনো লাভ হবে না।"
উনি তো দেখি বেসরকারী বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোন ধারণাই রাখেন না, অথবা না জেনে-শুনে সবাইকে বিভ্রান্ত করতে ভুল তথ্য দিয়েছেন। সঠিক তথ্য হচ্ছে, বেসরকারী বিশ্ববিদ্যালয়ে সরকার কোন ভর্তুকি দেয় না। বরং শিক্ষার্থীদের বেতনের ওপর যে ভ্যাট আরোপ করা হয়েছে- তার পূর্ন নাম 'Value-Added Tax' বা 'মূল্য সংযোজন কর'। ২০টাকা কেজি আলু কিনে তা ১১০টাকা কেজি সয়াবিন তেলে ভেজে ফার্স্টফুডের দোকানে যখন সেই পটেটো চিপস ১২০০টাকা কেজি দরে বিক্রী করা হয় তখন এই সযোজিত মূল্যের ওপর ভ্যাট ধার্য করা হয়। শিক্ষা কী পটেটো চিপসের মত পন্য? বিশ্ববিদ্যালয়গুলো কী ফার্স্টফুডের দোকান? এখানে মিথ্যা ভর্তুকির দোহাই দিয়ে উনি কেমন করে ভ্যাট বসানোকে বাধ্যতামূলক করে দিচ্ছেন?
উনি না আমাদের তরুন প্রজন্মকে নিয়ে 'ইয়ং বাংলা' গড়েছেন? এই তার আসল চেহারা? যেহেতু বেসরকারী বিশ্ববিদ্যালয়ে কোন সরকারী ভর্তুকী দেয়া হয় না, তাই তার লাভের ভাগ তো কখনোই শিক্ষার্থীদের পকেটে আসার সম্ভাবনা ছিল না। কিন্তু উনার আরোপ করা এই ভ্যাটের টাকা তো আমাদের মত বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পকেট থেকেই দিতে হবে। উনি আমাদের লাভ না দেখলেও লোকসানটা ঠিকই বাধ্যতামূলক করে দিয়েছেন। ৮৩টি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭৫টিই মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্তদের উচ্চ শিক্ষার বিকল্প প্রতিষ্ঠান। এখানকার প্রায় ৭৫% শিক্ষার্থী প্রাইভেট ট্যুশনি করে বা খণ্ডকালীন চাকরী করে বিশ্ববিদ্যালয়ের খরচ জোগাড় করে। তাদের ওপর বছরে আরো ৩০/৪০ হাজার টাকার বোঝা চাপিয়ে দিয়ে উনি কেমন কাজ করলেন?
উনি কী তাহলে আমাদের পকেট কাটা জবরদস্তি ভ্যাটের টাকা দিয়ে উনার 'ইয়ং বাংলা' চালাবেন? সেইক্ষেত্রে উনার ইয়ং বাংলায় বাংলাদেশের ৯৫% তরুণের কোন অংশদারিত্ব থাকবে না।
-সংগ্রহ।
১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:০৫
চাঁদগাজী বলেছেন:
জয়ের খাওয়া দাওয়া, পড়ালেখা, থাকা, সবই মাগনা, ফ্রি ছিল ভারতে; তাই সে মানুষের কস্ট বুঝবে না; তদুপরি, উহা এখন পর্যন্ত কোন কিছু সঠিভাবে বলতেও শিখেনি।
১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:২৩
ফাহাদ মুরতাযা বলেছেন:
সাবধান, এ কিন্তু পরধান মন্ত্রী অইব!!!
১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৩৪
মোহাম্মদ জামিল বলেছেন: জানার কোন শেষ নাই, জানার ইচ্ছা বৃথা তাই। এত পাশ দিয়া কি হবে..... ওই সব ডিগ্রী বাদ দিয়া, আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুদ্ধপরাধী, বঙ্গবন্ধু এ সব নিয়া ডিগ্রী অর্জন করেন। পেট পালতে কামে দিবো।
১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৪
ফাহাদ মুরতাযা বলেছেন: লিঙ্ক।]
শাহবাগে চিল্লাচিল্লি আর বিরিয়ানি খাওয়া টেলিকাস্ট করতে লাইন লেগে যায় চেতনা মাখা সকল মিডিয়ার! আর আজকে ভ্যাট বিরোধী আন্দোলনরে " জন-দূর্ভোগ" হিসেবে দেখাচ্ছে। মনে হয় যেন জীবনে , রাস্তা অবরোধ করে আন্দোলন করে দাবী আদায় এই প্রথম দেখছে।
আজ দেশের ছাত্র সমাজের এই ভ্যাট বাতিলের জোয়ার কে কেন তারা টেলিকাস্ট করছে না?
দেখাচ্ছে " সড়ক অবরোধের কারনে যানজটে নগরবাসীর অবস্থা নাকাল " জাতীয় রিপোর্ট ।
কোথায় আজ মুন্নি সাহা
কোথায় আজ রুপার সরাসরি সম্প্রচার
কোথায় আজ নবনিতার টকশো
কোথায় ?
জাফর নামক ষাঁড় টা কই? তাঁর বিবেক কি বলে???
এই দেশের রন্ধে রন্ধে দালালে দালালে ভরে গেছে আর সব দালালের বড় দালাল হচ্ছে এই সাংবাদিক আর মিডিয়া ।
যাদের কাছে বিরিয়ানি খাওয়া মানেই আন্দোলন
আর লক্ষ লক্ষ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ভ্যাট বিরোধী আন্দোলনে পুলিশের লাঠি পেটা খাওয়ার নাম হচ্ছে সন্ত্রাসী দমন
আর 'চেতনাবাদীরা'........
চটি পিয়াল ও তাঁর অনুসারীদের কমেন্ট-
১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:২০
বকস মুজিব বলেছেন: হাসিনার মাথা খারাপ
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২০
চাঁদগাজী বলেছেন:
হাসিনা বর্তমানের আওয়ামী, বিএনপি ও জামাতের লোকদের মাঝে সবচেয়ে চালাক
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩০
মেজদা বলেছেন: এর বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। শিক্ষা কোন পণ্য নয়।