নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ভ্যাট ভুটের কথা বলবেন না, স্কলারশীপ ও স্টুডেন্ট-লোন দিন

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৭

আমাদের সাধারণ মানুষের জন্য বাকী আছে শিক্ষাটুকু; জমিজমা, ব্যবসা বাণিজ্য, কলকারখানা, ক্ষমতা ও জাতীয় সম্পদ ইতিমধ্যেই দখল হয়ে গেছে; শিক্ষা থেকে বন্চিত করায় বাংগালীদের মৃত্যু হচ্ছে থাইল্যান্ডের জংগলে, বংগোপসাগরে, আন্দামন সাগরে, ভুমধ্যসাগরে, আফ্রিকার জংগলে; আজ তারা পায়ে হেঁটে আমেরিকা, ইতয়ালী ও জার্মানী যাচ্ছে রাস্তাঘাটে কাজ করার জন্য; ওদের পড়তে দিন; ওরা নিজ পথ খুঁজে নেবে।

ছাত্ররা কেন ভ্যাট দেবে? জয়, কোকো, তারেক কি ভ্যাট দিয়েছিল? ফালু, তোফায়েল, খোকা, শেখ সেলিম কি ভ্যাট দিয়েছিলো? শেখ হাসিনা, মুহিত, খালেদা জিয়া কি ভ্যাট দিয়েছিলো?

ভ্যাট দেয়ার কথা নয়, ৭০% ছাত্রছাত্রীর স্কলারশীপ পাওয়ার কথা, দরকারে স্টুডেন্ট লোন পাওয়ার কথা; মুহিত, সাইফুর রহমানরা বৃটিশ কলোনীর প্রেতাত্মা; উনারা কি বুঝবেন? উনারা নিজের পরিবার ছাড়া আর কিছুই বুঝেন না।

বাংলাদেশের ৩০% পরিবার হয়তো শিক্ষার খরচ বহন করার মতো পজিশনে আছে; তাই বলে যে, ওদের সবাই পড়ালেখা করছে তাই নয়; প্রবাসীদের হাতে টাকা থাকলেও, বাবা দেশে নেই, তাদের ছেলেমেয়েরা পড়ালেখা করছে না; যারা পড়ছে, তাদেরকে স্কলারশীপ দেন, ওরাই আগামী কালকের বাংগালী; যারা পড়ছে না, তারা আগামীকালের সমস্যা; মুহিত সমস্যা বাড়াতে চাচ্ছে?

যা হয়েছে, প্রধানমন্ত্রীর উচিত ভ্যাট তুলে নিয়ে ৭০% ছাত্রকে দরকার মতো স্কলারশীপ দেয়া ও স্টুডেন্টলোন দেয়া; শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবের ভুলের খেসারত দিচ্ছি আমরা, দুনিয়ার সস্তা শ্রমের গার্মেন্টস কর্মী আমরা, আমাদের মেয়েরা সারাদিন খেটে ঘুমানোর জায়গা পায় না, কারো পরিবার নেই সাথে; সেই ভুল চালিয়ে গেছে জিয়া, এরশাদ, খালেদা।

শেখ হাসিনা যেন একই ভুল না করেন; এখন ২০১৫ সাল, চীন, ভারত, ব্রাজিলে লেখাপড়ার জন্য সব দিচ্ছে, আমাদের ছাত্রদের থেকে ভ্যাট ভুট আদায়ের অপচেস্টা বন্ধ করেন।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬

সাব্বির ০০৭ বলেছেন: সম্ভবত প্রথমবার আপনার কোন লেখার সাথে একাত্মতা পোষণ করছি!
NO VAT ON EDUCATION!!!

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৬

চাঁদগাজী বলেছেন:



শীঘ্রই দ্বিতীয় সুযোগ পাবেন, লজিক্যালী ভাবুন; ভাবনার দিক থেকে আমরা অবশ্যই পরস্পরের সম্পুরক

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯

এম. আরাফাত মাহমুদ বলেছেন: NO VAT ON EDUCATION!!!

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:

যেখানে স্কলারশীপ দেয়ার কথা, সেখানে সিলেটের পাগলা রাজা ভ্যাট ভ্যাট পেট পেট করছে।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭

আমি আবুলের বাপ বলেছেন: আপনি যে সরকারের বিপক্ষে এভাবে সরাসরি লিখতে পারেন,তা জানতাম না। আমি ভেবেছিলাম,বাংলাদেশ সামু লীগের প্রধান উপদেষ্টা বানাবো,তা আর হলো না বুঝি।


:) সামু লীগের সালাম ,সব পোষ্টে দিলাম

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:

আমি ভাবছি সরকার গঠন করবো, আপনি লীগ পগের কি বানাচ্ছেন আমাকে?

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৮

এহসান সাবির বলেছেন: ভালো লিখেছেন।
শিক্ষা হার বাড়াতে হলে ওসব ভ্যাট ভুটের কথা ভুলে যেতে হবে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:

১৯৮৫ সালের ভেতরে আমাদের শিক্ষিত হওয়ার সুযোগ ছিল; শেখ সাহেব ও তাজু্দ্দিন সাহেবের ভুলের জন্য গার্মেন্টস কর্মী হয়েছি।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯

আমি আবুলের বাপ বলেছেন: আগে বাংলাদেশ সামু লীগে যোগদিন,তারপর সরকার গঠন করুন। জোর করে কি সামরিক সরকার গঠন করবেন? আপনাকে বাংলাদেশ সামু লীগের প্রধান উপদেষ্টা পদ অলংক্রত করার জন্য আহবান জানাচ্ছি,তবে শর্ত হলো , সরকারের বিপক্ষে এভাবে সরাসরি লিখতে পারবেন না। আর কথায় কথায় বি এন পি কে ধুয়ে দিবেন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:

বিএনপি'র ডাকাতী সাময়িকভাবে থামায়েছে শেখ হাসিনা; উহাকর বিলোপ ঘটানো খুবই দরকারী, যাটে বাংগালীরা পাকী হয়ে না যায়।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

ফাহাদ মুরতাযা বলেছেন: শাহবাগে কয়েকজন মাত্র মানুষের চিল্লাচিল্লি আর বিরিয়ানি খাওয়া টেলিকাস্ট করতে লাইন লেগে যায় চেতনা মাখা সকল মিডিয়ার! আর আজকে ভ্যাট বিরোধী আন্দোলনরে " জন-দূর্ভোগ" হিসেবে দেখাচ্ছে। মনে হয় যেন জীবনে , রাস্তা অবরোধ করে আন্দোলন করে দাবী আদায় এই প্রথম দেখছে।
আজ দেশের ছাত্র সমাজের এই ভ্যাট বাতিলের জোয়ার কে কেন তারা টেলিকাস্ট করছে না?
দেখাচ্ছে " সড়ক অবরোধের কারনে যানজটে নগরবাসীর অবস্থা নাকাল " জাতীয় রিপোর্ট ।

কোথায় আজ মুন্নি সাহা
কোথায় আজ রুপার সরাসরি সম্প্রচার
কোথায় আজ নবনিতার টকশো
কোথায় ?
জাফর নামক ষাঁড় টা কই? তাঁর বিবেক কি বলে???
এই দেশের রন্ধে রন্ধে দালালে দালালে ভরে গেছে আর সব দালালের বড় দালাল হচ্ছে এই সাংবাদিক আর মিডিয়া ।
যাদের কাছে বিরিয়ানি খাওয়া মানেই আন্দোলন
আর লক্ষ লক্ষ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ভ্যাট বিরোধী আন্দোলনে পুলিশের লাঠি পেটা খাওয়ার নাম হচ্ছে সন্ত্রাসী দমন।
থু থু থু

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:


ছাত্রদের লজিক ঠিক আছে; তবে, পন্হা ঠিক নেই; তাদের ভ্যাট দেয়ার কথা নয়, তারা স্কলারশীপ পাবার যোগ্য, সেটা তারা সরকার প্রধানকে বুঝানোর দরকার ছিল।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

ফাহাদ মুরতাযা বলেছেন: স্যার গো , স্কলারশীপ লাগব না, ভ্যাট সামলান।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:

সরকারকে বিপদে ফেলেছে মুহিত; কিসের আবার ভ্যাট? মানুষ কি আজীবন গার্মেন্টস কর্মী হবে, আর সৌদীদের উট চরাবে, আর মুহিতেরা মজা লুটবে? বুড়াকে বৃদ্ধশ্রমে পাঠানোর সময় হয়েছে।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৩

প্রামানিক বলেছেন: ভ্যাট বেশির ভাগ লোকের জন্য বিষফোরা হবে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১১

চাঁদগাজী বলেছেন:

এটা কি সরকার, নাকি পর্তুগীজ জলদস্যু? পড়ালেখার উপর কেন ট্যাক্স? শেখ হাসিনা ও মুহিত ভ্যাট দিয়েছিল?

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

শতদ্রু একটি নদী... বলেছেন: শিক্ষা পণ্য না। যদি পণ্যও মনে করা হয় তবে এই পন্যে সাবসিডি দেয়া উচিত, ভ্যাট বসানো উচিত না। আর চেস্টা করা উচিত যাতে প্রাইভেট পাবলিকের মানের পার্থ্যক্য কমে আসে।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:


১০০০ বছরের ইতিহাসে, ১০০% বাংগালী নাম লেখার পর্যায়ে যেতে পারেনি মুহিতদের কারণে; উনাদের বন্ধুরা শিক্ষাকে পণয় বানায়ে হাজার কোটীর মালিক হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.