নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

প্রাইভেট ইউভার্সিটির মালিক হবে শিক্ষার্থীদের মা-বাবা ও জনগণ

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩১

আমাদের জাতীয় অধ্যাপক, ডা: নুরুল ইসলাম, ১৯৪৬ সালে, কলিকাতার 'চট্টগ্রাম সমিতির' বৃত্তি নিয়ে ডাক্তারী পড়েছিলেন, উনি মরার আগে চট্টগ্রামে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট ইউনিভার্সিটি করে গেছেন; মোটামুটি ২০ লাখ টাকা লাগে পড়তে; ইহা ক্রিমিনাল কাজ।

বৃটিশ কলোনী পড়ালেখায় উৎসাহ দিতো না, শুধু জমিদার পরিবার বা তার থেকে ভালো পরিবারের ছেলেমেয়েরা পড়তে পারতো: জহরলাল নেহেরু, গান্ধী, জিন্নাহরা পড়ালেখা করেছেন; মওলানা ভাসানী ও কবি নজরুল পড়ালেখার সুযোগ পাননি।

প্রাইভেট ইউনিভার্সিটি করার অনুমতি দেয়া ছিল ভয়ংকর ক্রিমিনাল কাজ; কয়েক'শ ক্রিমিনাল হাজার কোটীর মালিক হয়েছে; শেখ সাহেব, জিয়া, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা, মুহিতেরা মোটামুটি বিনা পয়সায় পড়ালেখা করেছে।

শেখ মুজিবর রহমান সাহেব বেঁচে থাকলে প্রাইভেট ইউনিভারসিটি করতে দিতেন না।

কয়েক'শ ক্রিমিনাল ইতিমধ্যে হাজার কোটীর মালোক হয়েছে, কয়েক কোটী ভুয়া সার্টিফিকেট বিক্রয় করেছে লন্ডনে, অন্যান্য দেশে ও দেশে। এবার মালোকানা নিয়ে নেয়া হোক।

আজকের ৮৩টি ইউনিভার্সিটিকে "একটি পাবলিক কোম্পানীর' অধীনে এনে, ছাত্রদের মা-বাবাকে মালিকানা দেয়া হোক 'বন্ড' আকারে; সাধারণ মানুষও বন্ড কিনতে পারবে, যদি ছাত্রদের মা-বাবা কিনার পর, আরও বন্ড বাকী থাকে। ইউনিভার্সিটিগুলোর ব্যয় ছাত্রদের থেকে ফি হিসেবে নেয়া হবে, যা হয়তো ১০০ গুণ কমে আসবে। ৩/৪ বছর পর, বন্ডগুলোকে 'শেয়ার' এ পরিণত করে, সেটাকে 'ইটিএফ' হিসেবে, ছাত্রদের ও তাদের মা-বাবাকে দেয়া হবে।

এতে শিক্ষার দাম ১০০ গুণ কমবে, পুরো দেশবাসী শিক্ষিত হওয়ার সুযোগ পাবে, ও ফাইন্যানসিয়েলী লাভবান হবে।


মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৩

সরলপাঠ বলেছেন: প্রস্তাবটা খারাপ না !

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:

গত ১ হাজার বছরে ১০০% বাংগালী নিজের নাম লেখা শিখেনি; সেখানে ব্যাচেলর ডিগ্রি শেষ করতে ১০ লাখ টাকা?

সবর্বনিম্ন বেতন ৫ থেকে ৮ হাজার টাকা।
বেকুব বাংগালীকে পড়ালেখা না করতে দিয়ে আরবদের কাছে ক্রীতদাস হিসেবে বিক্রয় করছে মুহিতের বন্ধুরা

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১

প্রামানিক বলেছেন: উত্তম প্রস্তাব।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:


বাংগালীকে মানুষ করতে হলে এটাই একমাত্র পথ। বাকীসবগুলো দুস্টদের শোষণ পদ্ধতি।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রাইভেট বিশ্ববিদ্যালয় মানে ব্যবসায়িক ধান্ধা! শুধু প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন? কিন্ডারগার্টেন, বেসরকারি স্কুল-কলেজগুলোও বটে । শিক্ষা কোন পণ্য নয় বলে অাজকাল অালোচনা হচ্ছে । অথচ শিক্ষাকে অনেক অাগেই পণ্য করা হয়েছে ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:


ক্রিমিনালরা প্রাইভেট ইউনিভার্সিটি করে মানুষের পকেট কাটছে।
ইউনিভার্সিটি কোন ব্যবসা নয়, ক্রিমিনালদের থেকে ইুনিভার্সিটি নিয়ে নিতে হবে।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

মাসূদ রানা বলেছেন: " ক্রিমিনালরা প্রাইভেট ইউনিভার্সিটি করে মানুষের পকেট কাটছে। "


জব্বর একটা কথা কইছেন চাঁদগাজী ভায়া :#)

যারা শিক্ষিত হতে ইচ্ছুক ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করে দিলেন, তারাই আজকে ক্রিমিনাল ! তাহলে পরে অক্সফোর্ড ইউনিভার্সিটি সম্পর্কে আপনার পর্যবেক্ষন কি ? এটাও কিন্তু একটা প্রাইভেট ভার্সিটি ........ প্রচুর পকেট কাটে :#)

ব্যাক্তিগতভাবে আমি মনে করি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাধারণ মানুষের কষ্টার্জিত টাকায় পড়ালেখা করার চাইতে নিজের টাকায় প্রাইভেটে পড়া অনেক বেশী মানবিক আর প্রেসটিজিয়াস ........ তবে হ্যা, বিশ্ববিদ্যালয়গুলোও তাদের দ্বায় এড়াতে পারে না । তারপরেও যতটুকু দিচ্ছে তাই বা কম কি ?

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫২

চাঁদগাজী বলেছেন:


জব্বর নয়, আরেক ১৯৭১ হবে, প্রাইভেটের ডাকাতদের থেকে ইউনিভার্সিটি কেড়ে নেয়ার জন্য।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:


পশ্চিমের কাছে সবকিছুর জন্য টাকা আছে; ওদের ভাবনা ওদের ভালো জন্য; ওসব দেশে কেহ চাইলে ফ্রি পরটে পারে, চাইলে মিলিয়ন খরচ করে পড়টে পারে।

আমরা সেই অবস্হায় নেই; আমাদের মানুষকে চাকুরীর জন্য নৌকায় মালয়েশিয়ায় যেতে হয়; ভারতীয়রা প্লেইনে চড়ে গিয়ে নিউইয়র্কে চাকুরী করছে।

আমাদের গ্রাজুয়েট টেক্সি চালায়, ভারতীয়রা সেই টেক্সিতে চরে কাজে যায়।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৭

বুলস আই বলেছেন: করেন পারলে

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৯

চাঁদগাজী বলেছেন:

আমি সেটা করার জন্য বাংগালীদের একত্রিত করবো; ছেলেরা কয়েক হাহার সরকারকে দিটে চাচ্ছে না, ডাকাতদের দিচ্ছে লাখে লাখে।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

মাসূদ রানা বলেছেন: আমাদের গ্রাজুয়েট টেক্সি চালায়, ভারতীয়রা সেই টেক্সিতে চরে কাজে যায়।

সবাই কিন্তু না :) আমাদের অনেক গ্রাজুয়েট পশ্চিমাদের অন্ন সংস্থানও যোগাচ্ছে ।

তবে পশ্চিমায় কোথাও প্রাইভেট পাবলিক নিয়া বাংগালীদের মত ক্যাচাল দেখি নি ভাই। পশ্চিমা দেশগুলোতে বরং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোই বেশী এডভান্সড [হার্ভার্ড, অক্সফোর্ড,স্ট্যানফোর্ড,ক্যামব্রীজ,এম আই টি ]। বাংলাদেশী প্রাইভেটগুলোও আস্তে আস্তে ওঠে আসবে, তবে সময় দিতে হবে ।

কিন্তু বাংগালী অশিক্ষিত নেতারা সে সময় দেবে না বলেই আমার বিশ্বাস।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০৬

চাঁদগাজী বলেছেন:


কি কারণে সময় দিটে হবে? বাংলাদেশে দরকার পাবলিক ইউনি

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

বুলস আই বলেছেন: সেটাই করেন

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৬

চাঁদগাজী বলেছেন:

োকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.