![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
ছাত্ররা ছাত্র, কিছু না কিছু শিখছে; আবার তারাই নীতি নির্ধারণ করছে; ফলে, তাদের কোন নীতিই কোনকালে ঠিক ছিল না; তারা যত আন্দোলনই করেছে, সবগুলোই ভুল ছিল; ফলে, আন্দোলন থেকে প্রাপ্তি মোটামুটি খারাপ ছাড়া ভালো হয়নি।
আজকের আন্দোলনটা হলো ভ্যাট দিবে না, সেজন্য; ভালো ভ্যাট দিও না; ৭০ হাজার টাকা ভ্যাট আসবে হয়তো মাস্টার্স অবধি; সেটা দিচ্ছে না; কিন্তু ১০ লাখ টাকা ফি কেন দিচ্ছ? শেখ মুজিবর রহামান, তাজুদ্দিন সাহেব, মুহিত, জিয়াউর রহমান, শেখ হাসিনা হয়তো সারা জীবনে মিলে ১০০ টাকাও ফি দেয়নি। তখনকার ১০০ টাকা যদি ২০ হাজার হয়, তা দাও; কিন্তু ১০ লাখ কেন দিচ্ছ?
১০ লাখ ফি দিতে গিয়ে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে, সেটা আমাদের ছাত্ররা জানে? তাদের পিতামাতা কতভাবে অন্যায়, কত রকম চুরি, ও কতভাবে নিজদিগকে বন্চিত করছেন?
আনন্দোলন তো হওয়ার কথা ফি না দেয়ার জন্য, ও সবাইকে পড়ার সুযোগ দেয়ার জন্য; হাউকাউ ভ্যাটের জন্য কেন?
সব বাংগালী ছেলেমেয়েকে ফ্রি পড়াানোর টাকা ও রিসোর্স সরকারের কাছে আছে; বিশ্বে যারা বিনা পয়সায় পড়ায়, তারা মানুষ, সুখে শান্তিতে আছে; যেসব দেশে পড়ালেখা দামী, তারা অনুন্নত ও দু:খী।
ছাত্রদের আন্দোলন হওয়ার দরকার ১০০% বাংগালীকে ফ্রি পড়ার সুযোগ দিতে হবে; ৩০% ফ্যামেলী, যারা নিজেদের ছেলেমেয়েকে নিজ খরচে পড়াতে পারবে, তারা পড়াক; বাকীরা আয় অনুসারে ফি দেবে; পরিবারের আয়ের ১০% পড়ার খরচ হিসেবে সরকারকে দিয়ে দেবে; বাকীটুকু সরকার করবে; এটাই আন্দোলনের বিষয় হতে পারে; আর সব আন্দোলন হবে ইউনিভার্সিটির অডিটোরিয়ামে, প্রাইম মিনিস্টার ওখানে যেতে বাধ্য; রাস্তাঘাটে রাখাল ছেলের আন্দোলনের অবসান হোক।
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০৫
চাঁদগাজী বলেছেন:
কেহ তো এখনও সঠিক আন্দোলন করেনি বাংলাদেশে; যা করেছে, সেগুলোকে সন্ত্রাসী আন্দোলন বলা যায়।
একবার কেহ করে দেখালে, হয়তো তখন বাকীরা শিখতে পারবে।
বাংলাদেশে এখনো কেহ 'প্রাইম মিনিস্টার' হয়নি, উনারা সবাই ডিক্টেটর ফিক্টেটর ছিলো; কাযী জাফরও বাংলাদেশের প্রাইম মিনি, ও ইয়াজুদ্দিন প্রেসি হয়েছিল, বাকী আছে গরু ছাগলগুলো।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার চিন্তা ধারা আমার পছন্দ হয়েছে ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৯
চাঁদগাজী বলেছেন:
এদেশের ছাত্ররা ১০ লাইন কবিতা, কিংবা নিউটনের ২য় সুত্রের প্রমাণ লিখতে নকল করে, তারা আবার 'শিক্ষানীতি' প্রনয়ন করে; এরা হলো অকাজের বিপ্লবী।
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮
শতদ্রু একটি নদী... বলেছেন: আপনে বলতেছেন সুশীল আন্দোলনের কথা। প্লাকার্ড নিয়া চুপ কইরা দাড়াইয়া তীব্র প্রতিবাদ জানানোর মতো। কিন্তু অসভ্য রাজনৈতিক কালচারের দেশের জন্য সুশীল আন্দোলন না এইটাও ভাইবা দেখতে হবে।
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪২
চাঁদগাজী বলেছেন:
কোন প্লাকার্ডের দরকার নেই, অডিটোরিয়ামে বসে সবাই সঠিক ডিসিশন নিয়ে সরকারকে জানিয়ে দিয়ে, নিজের কাজ করে গেলে সরকার ব্যস্হা নিতে বাধ্য; সরকার নিজো ক্যাডার, তারা রাস্তার গুরু; কেহ রাস্তায় গেলে ওরা লাঠি নিয়ে আসে; কেহ সঠিক পদক্ষেপ নিলে সরকার পদক্ষেপ নিতে বাধ্য।
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬
হাসান রাজু বলেছেন: ভাই, আপনার কথা ঠিক মানলাম । এদের অন্তত ১০ ভাগ আছে যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পায়নাই। তাই মা বাবা তার শেষ সম্বল বা কষ্ঠের টাকা ঢালছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে । জাতীয় বিশ্ববিদ্যালয়টার যদি একটু মান উন্নয়ন হত তা হলেই কিন্তু এই গরিব মা বাবার সন্তানদের একটা গতি হত । অন্তত এই ১০ ভাগের জন্য হলে ও ভ্যাট না বসানোই উচিৎ । ১০ অসাধুর দুলাল হয়ত সুযোগ পাবে কিন্তু ১ অসহায় মা বাবার তো কয়টা টাকা বাচলো ।
*** লেখাপড়ার উপর কি ভ্যাট বসাতেই হবে?
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৫
চাঁদগাজী বলেছেন:
৭০% ছাত্রদের পরিবার পড়ালেখা চালানোর অবস্হানে নেই; এই ৭০% এর জন্য স্কলারশীপের জন্য আন্দোলান করার দরকার; ভ্যাটের তুলে দেসয়র জন্য নয়; ভ্যাটের কথা যে বলে, তাকে দেশ ছাড়তে হবে।
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২০
হাসান রাজু বলেছেন: ভ্যাট নামক ভূত ই তাড়ানো যাচ্ছেনা আপনি ৭০% এর জন্য স্কলারশীপের আন্দোলান করবেন? আমি নিশ্চিত আপনাকে তখন পাওয়া যাবে না । আগে বলুন- শিক্ষায় ভ্যাট কেন?
দেশ ছাড়তে বলছেন । ভালো, এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলো যখন ছিল না, তখন দেখতাম অনেক বড় ভাইরা ভারতের বিশ্ববিদ্যালয় গুলোতে পড়তে যেতেন । যেই কালচারটা এখন আর নেই । আপনি নিশ্চয়ই জানেন, অনেক দেশেই এর চেয়ে কম টিউশন ফিতে পড়া যায় । এই দেশের ছাত্রদের কিন্তু দেশ ছাড়িয়েই ছাড়বেন ভুল কর্মকাণ্ডে সমর্থন দিয়ে ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০
চাঁদগাজী বলেছেন:
আপনার মত মগজের লোকে দেশ ভরে গেছে; মুহিত আপনার থেকে কম জেনেও মন্ত্রী।
প্রাইভেটের মালিক যদি ছাত্রদের মা-বাবা হয়, পড়ালেখার খরচ, প্রাইভেট থেকে ১০০ গুণ কমে যাবে।
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০
হাসান রাজু বলেছেন: হা হা হা । ঠিক আছে, আমার মগজ সম্পর্কে আমারও এমনি ধারনা ।
আচ্ছা। একবার ভাবেন, নিয়ম হল, সরাকার জনগণের পক্ষে কাজ করবে। মুহিতরা অনেক বেশি জানে বলে তার হাতে আমাদের ভাল মন্দের ভার দিয়ে দিলাম । অর্থাৎ আমাদের মা বাবা বানিয়ে দিলাম । এবার দেখুন, যারা আমাদের মা বাবা, তাদের কি উচিৎ ছিল ?
টিউশন ফি লক্ষ লক্ষ টাকা কেন নেয়া হয়? এই টাকায় কি হয়, কোথায় যায় ? এর অডিট করবে সরকার । পন্যের মত শিক্ষাকে ব্যাবহার করছে কি না, তার তদারক করবে সরকার । শিক্ষাকে কেউ পন্য না বানিয়ে ফেলে এর জন্য যা কিছু করার করবে সরকার ।
সেখানে কিনা সরকারই শিক্ষাকে পন্য বানাচ্ছে ।
আর আপনারা এর সমর্থন ও করে যাচ্ছেন । যাবতীয় ক্ষমতা, দায়িত্ব দিলেন সরকারকে আর মা-বাবার মত খাতিরের আবদার করলেন প্রাইভেটের মালিকদের কাছে । ক্যামনে ম্যান ?!?!?!
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৫
চাঁদগাজী বলেছেন:
"মুহিতরা অনেক বেশি জানে বলে তার হাতে আমাদের ভাল মন্দের ভার দিয়ে দিলাম । "
-মানুষ যদি সঠিকভাবে গণতান্ত্রিক অধিকারের মালিক হতো, মুহিত রটায়ারমেন্টে থাকতো; উনার মতো লোক অর্থ মন্ত্রনালয়ের পিয়ন হওয়ার যোগ্যতা রাখেন মাত্র।
মুহিতকে পরাজিত করেছে ভালো হয়েছে; কিন্তু ডাকাতদের জয়ী করেছে ছাত্রেরা।
এমনিতে প্রাইভেটে পড়তে হয় না, এবার ক্লাশেও যাওয়া লাগবে না, বাসায় বসে ইয়াবা খেতে পারবে।
৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬
হাসান রাজু বলেছেন: ভাল। ডাকাত জয়ী হয় নাই । ছাত্ররাই জয়ী হয়েছে । নতুন ডাকাতের এন্ট্রি রোধ করেছে ।
দেখেন, শিক্ষার সব রাস্তা খোলা রাখতে হবে । বাবার টাকায় প্রাইভেটে কিংবা জনগণের টাকায় পাবলিকে ।
" এমনিতে প্রাইভেটে পড়তে হয় না, এবার ক্লাশেও যাওয়া লাগবে না, বাসায় বসে ইয়াবা খেতে পারবে। " এইটা কোন যুক্তি না । হাজার হাজার ছাত্র প্রাইভেট থেকে পাশ করছে । এর মধ্যে ১০ কিংবা ১০০ জন হয়ত ইয়াবায় ডুবছে । কিন্তু বাকিরা তো উপকার পাচ্ছে ।
একসময় এমনকি এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র ই সারাদিন রাজনীতি নিয়ে ব্যাস্ত থাকত । মারামারি কাটাকাটি করে দেশের সম্পদ নষ্ট করেছে । ক্লাস নিজেতো করেইনি অন্যকেও করতে দেয়নি । তারমানে কি পাবলিকে পড়তে নেই ।
যে ক্লাস না করে ইয়াবা খাচ্ছে সে তার বাপের সম্পদ নষ্ট করছে । আর যারা জনগণের টাকায় পাবলিকে পড়ে কিন্তু ক্লাস না করে বাকিদের ক্লাস বন্ধ করছে । ভাংচুর করে দেশের সম্পদ নষ্ট করছে । তাদের বেলায় কি বলবেন?
দেখেন দেশটায় লোভী আর লুটেরাদের অভাব নেই । ওরা সবসময় ওত পেতে থাকে । তাই বলে এক লুটেরাকে শিক্ষা দিতে আরেক লুটেরাকে রাস্তা করে দিলে নিজেরই ক্ষতি । মনে রাখবেন, লুটেরা - লুটেরা আপন ভাই । মুহিতকে শুভেচ্ছা জানালে মাল আর মালিক (প্রাইভেটের) দুজনেই ছাত্রদের শুষে নিত । আপনি হয়ত ভাবছেন, ভ্যাট মালিক দিত । শুনতে এমনই মনে হলে ও মালিক কখনই নিজের পকেট থেকে এই টাকা দিত না। কয়দিন পরই ফি বাড়িয়ে দিত । আর নিশ্চিত থাকেন আগামি কয়েক বছরের মধ্যেই পত্রিকায় আসত, অমুক বিশ্ববিদ্যালয় এত কোটি টাকা মুসক জালিয়াতি করেছে । আরও কত কি ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২
চাঁদগাজী বলেছেন:
প্রাইভেটে যেসব সরকারী চাকুরের ছেলেমেয়ে আছে, তারাও ডাকাতি করছে খরচ যোগানোর জন্য।
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪
হাসান রাজু বলেছেন: তাহলে এখন কি করা উচিৎ ?
৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৭
রাশেদুজ্জামান তুষারর বলেছেন: আপনার লেখা পড়ে আমার একটা কথা মনে পড়ল,
"আহাম্মকের সাথে কখনো তর্ক করো না ।কারন তাতে তুমি নিজেও আহাম্মকহয়ে যাবে। "
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৩
চাঁদগাজী বলেছেন:
তাই আপনার ব্লগে কেহ আপনার সাথে তর্ক করতে যায় না।
আমার এখানে তর্ক হয়, আলোচনা হয়; আমার এখানে আসবেন, কথা বলবেন, আপনার সম্পর্কে কাউকে কইছু জানাবো না।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২১
চাঁদগাজী বলেছেন:
আপনার লেখা পড়লাম, অনেক ব্যাপারে নতুন ফিলোসোফিক্যাল পথ দেখায়েছেন; ব্লগারেরা সৌভাগ্যবান যে, আপনি এই ব্লগে লিখছেন!
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫১
প্রামানিক বলেছেন: আর সব আন্দোলন হবে ইউনিভার্সিটির অডিটোরিয়ামে, প্রাইম মিনিস্টার ওখানে যেতে বাধ্য।
অডিটরিয়ামে ছাত্ররা যদি অনশন করে মরেও যায় বাংলাদেশের কোনো প্রাইম মিনিষ্টার যাওয়া তো দুরের কথা কানও নাড়াবে না।