নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

কিসের ভ্যাট? ডাকাতদের থেকে প্রাইভেটকে কেড়ে নিয়ে ছাত্রদের পরিবারকে মালিক করা হোক

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৫

ভুলক্রমে 'সরকারী' ইউনিভার্সিটিগুলোকে 'পাবলিক' ইউনিভার্সিটি বলে আসছে মানুষ; আসলে 'পাবলিক' ইউনিভার্সিটি হবে, সেই ইউনিভার্সিটি, যেটার 'শেয়ার' বিক্রয় হবে; যাক, আমাদের জাতির পড়ালেখা কম হওয়ায়, তাদের নিজস্ব পরিভাযা আছে, যা এক্ষেত্রে বেকুবীর সামিল; আমাদের কোন পাবলিক ইউনিভার্সিটি নেই, আছে সরকারী ইউনিভার্সিটি।

এবারের ভ্যাটের আন্দোলনটা অনেক কিছুই সামনে এনেছে; তবে, মানুষের এনালাইসিস ক্ষমতার অভাবে সেগুলো চোখে পড়বে না; পড়বে ভ্যাট কেন যুক্ত হলো? ভ্যাট জাহান্নামে যাক, এত টাকা ফি কেন?

ভ্যাট যুক্ত হওয়ার কারণ হলো, মুহিত দেখেছে প্রাইভেট ইউনিভার্সিটির মালিকেরা 'হাজার কোটী' পকেটে ঢুকাচ্ছে, খুবই সহজে টাকা বানাচ্ছে, যা বানানোর কথা ছিল না। সে ওদের থেকে কিছু টাকা আদায় করতে চেয়েছিল; মনে হয়, সেটা করতে পারেনি; সহজটা করেছে, যারা ১০ লাখ খরচ করে সার্টিফিকেট কিনছে, তাদের থেকে ৭০ হাজার টাকা ধরে নেয়ার চেস্টা করে ছোটখাট একটা লাথি খেয়েছে।

আমাদের দেশের অর্থনীতি অনুসারে, প্রাইভেট ইউনিভার্সিটি থাকতে পারে না; আমাদের দেশে প্রাইভেট ইউনিভার্সিটির মালিকানা যারা পেয়েছে, এরা সবাই কোন না কোনভাবে দুর্নিতিবাজ, সুযোগ সন্ধানী; ড: মহিউদ্দিন আলমগীরের কথা ভাবুন; ছাত্রলীগের গুন্ডাপান্ডারাও ইউনিভার্সিটির মালিক, এরা কি পড়ালেখা কি জিনিষ বুঝে?

৮৩টি ইউনিভার্সিটি দেশের ৬৪% ছাত্রদের পড়াচ্ছে; বেশীর ভাগই টাকা আদায় করছে, সময় হলে সার্টিফিকেট দিচ্ছে; এটা বন্ধ হওয়ার দরকার। সরকার ও দুস্টদের ষড়যন্ত্রে প্রাইভেটের সৃস্টি হয়েছে; কয়েক'শ চোর ডাকাত হাজার কোটী আয় করে নিয়েছে; পড়ালেখা ওরা নিজেরাও জানে না।

এই ৮৩টি ইউনিভার্সিটিকে 'পাবলিক' ইউনিভার্সিটিতে পরিণত করার জন্য সরকার একটা ইনভেস্টমেন্ট কোম্পানী গঠন করে, প্রথমে ছাত্রদের মা-বাবার কাছে বন্ড বিক্রয় করে পরিচালনার টাকা যোগাড় করতে পারে; পরে, ৩/৪ বছরের মাঝে সেই সব বন্ডকে 'শেয়ারে' পরিণত করতে পারে; ছাত্রদের পরিবার ও সাধারণ মানুষ সেগুলো কিনবে, পড়ালেখার খরচ ১০০ গুণ কমে আসবে।

পড়ালেখার নামে, প্রাইভেটের নামে ডাকাতি বন্ধ হওয়া দরকার। আমার পোস্টটি ফাইন্যান্সের লোকেরা বুঝতে পারবেন, আশাকরি।

২০১৫ সালে, সব বাংগালীকে ফ্রি পড়ানোর মতো টাকা ও রিসোর্স জাতির আছে; সরকার হয় বুঝতেছে না, বা ষড়যন্ত্র করে জাতিকে পড়াচ্ছে না।






মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪

রাকিবুল হাসান অন্তু বলেছেন: ভাল!


১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:

এটাই হওয়া উচিত; এ ধরণের ব্যবস্হার জন্য মানুষ ১৯৭১ সালে প্রাণ দিয়েছিলেন; ড: মহীউদ্দিন আলমগীর, সালমান রহমান, জামাতী ও ছাত্রলীগের পান্ডাদের বিলিওনিয়ার বানানোর যড়যন্ত্র রুখতে হবে।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

পলাশমিঞা বলেছেন: দেশ! বাংলাদেশ! দুনিয়ার সব আজগুবি কাণ্ডকারখানা দেশে হয়।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

চাঁদগাজী বলেছেন:

৩৩% উচ্চ-শিক্ষিত ৬৭% এর অনেকে নামও লিখতে পারে না; যারা শিক্ষিত, তারা সব দখল করে ফেলেছে।

ড: মহিউদ্দিন আলমগীর, বাংলাদেশের বিলিওনিয়ার, ব্যাংক ও ইউনিভার্সীটির মালিক; কেন সে এত বড় ২ টা ব্যবসা দখল করলো?
এরা ডাকাত।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৫

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: পড়ালেখার নামে, প্রাইভেটের নামে ডাকাতি বন্ধ হওয়া দরকার।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:

সব পরিবারের টাকা ডাকাতি করে নিচ্ছে কিছু ডাকাত।
সেই সাথে পড়ালেখা না করায়ে, সময় অতিক্রম করে সার্টিফিকেট দিচ্ছে; এগুলো ইয়াবা ব্যবসা কেন্দ্রে পরিণত হয়েছে।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

ঢাকাবাসী বলেছেন: সরকা.. নিজেও কম বড় তস্কর না। ব্যাংক গুলো লাখ কোটি টাকা মেরে বসে আছে কিসসু করতে পারেনা বা করেনা! ধর ব্যাটা ছাত্রদের। আন্দোলন? ধরে নিন থেমে গেসে, অলরেডি দুভাগ হয়ে শক্তি অর্ধেক হয়ে গেসে!

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৪

চাঁদগাজী বলেছেন:


ছাত্রারা ভুল আন্দোলন করছে, ওদের আন্দোলন হবে টিউশন কমানোর জন্য; ড: মহিউদ্দিন আলমগীর ইউনিভার্সিটি ও ব্যবাংকের মালিক; উনার ছেলের পড়ালেখায় 'এক টাকা' ব্যয় করেনি, এই ডাকাত কেন ইউনিভার্সিটি চালাচ্ছে, মানুষের পকেট কাটছে, সেটার জন্য আন্দোলন নেই।

যাক, মুহিত দেখছে যে, প্রাইভেটের মালিকরা না পড়ায়ে সার্টিফিকট দিয়ে হাজার কোটী আয় করছে, উনার মাথা খারাপ হয়ে গেছে; ওদের থেকে টাকা না নিতে পেরে ছাত্রদের পরিবার থেকে নিচ্ছে।

মুহিতকে বেকুব বানায়ে লুটেরারা ব্যাংক থেকে কয়েক বিলিয়ন নিয়ে গেছে; উনার দরকার ছুটিতে থাকা; যা জানে না সেটা নিয়ে বসে আছে। শেখ হাসিনাও বেকুব, বুড়োকে পদ একটা দিয়ে বসে আছে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:

ছাত্রলীগের ভয়ে আন্দোলনকারী নেতারা পালাতে বাধ্য

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৩

সাইলেন্স বলেছেন: বিচিত্র এই দেশ ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:১০

চাঁদগাজী বলেছেন:

আসলে ডাকাতদের দেশ।

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:
আপনি কি ব্লাগার, নাকি বেকুব; আমার কমেন্ট মুছেন কেন?

ইসলামের স্বর্ণ যুগ এখন; এখন মুসলামানেরা কোরান পড়তে পারে, আগে কেহ নামও লিখতে পারতো না; সুলতানদের ছেলেমেয়েেরা পড়ালেখা করতো, 'হেরেমে' মানুষের মেয়েদের রাখতো।


৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৬

পার্থ চৌধুরী প্লাবন বলেছেন: যথার্থ বলেছেন ভাইয়া। ভ্যাট প্রত্যাহারের আন্দোলন না করে টিউশন ফি কমানোর জন্য আন্দোলন করা উচিত।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:


প্রাইভেটের ডাকাতেরা বিলিয়ন বিলিয়ন নিলো, ২ পয়সার জন্য কান্নাকাটি

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৬

পার্থ চৌধুরী প্লাবন বলেছেন: অনেকে বলছে যে, ভ্যাট জুড়ে দিয়ে শিক্ষাকে পণ্য বানিয়েছে। এক্ষেত্র আপনার মন্তব্য কি?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৮

চাঁদগাজী বলেছেন:


শিক্ষাকে প্রাইচেটে দিয়ে জাতিকে ধ্বংস করা হয়েছে; মানুষের থেকে টাকা নিয়ে গেছে; পড়ালেখার যায়গায় কাগজ একটা ধরায়ে দিচ্ছে।

লাভ হচ্ছে পয়সাওয়ালাদের, ওদের যেসব বখাটে ছেলেমেয়ে কখনো পড়তো না, ওরা ডাক্তার ইনজিনিয়ারের সার্টিফিকেট পাচ্ছে।

পড়ালেখা হতে হবে ফ্রি; কোন ট্যাক্স থাকার কথা নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.