নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সব ছেলেমেয়েকে উচ্চ-শিক্ষা দেয়ার মতো রিসোর্স জাতির আছে, এদের পড়তে দাও

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৭

আমাদের মানুষকে শেখ সাহেব, জেনারেল জিয়া, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা পড়ায়নি; তারা আরবে, আর মালয়েশিয়ায় দাস হয়েছে; থাইল্যান্ডে কবরে যাচ্ছে, ভু-মধ্য সাগরে, আন্দামান সাগরে ডুবছে; আফ্রিকার জংগল হয়ে ইুরোপে যেতে মরছে।

২০ লাখের বেশী শিশু কলকারখানায় ও গৃহ ভৃত্য হিসেবে কাজ করছে; ১৬/১৭ বছর বয়স হলে, এরা গার্মেন্টস'এ যাবে, বা রিক্সা চালক হবে; টাকার ব্যবস্হা হলে এরা মালয়েশিয়া, আরব, পাকিস্তানে যাবে কাজ করতে; এটাই এদের প্রাপ্য? এদের সম বয়স্করা ইংরেজী স্কুল, ক্যাডেট কলেজ থেকে শুরু করে সব স্কুলে পড়ছে।

শিশুরা পরিবারের জন্য আয় করছে, নিজের জন্য আয় করছে, ভবিষ্যতকে বিসর্জন দিয়ে। এটা সঠিক নয়, আমরা কিছুটা দরিদ্র জাতি, কিন্তু জাতির সবাইকে ফ্রি পড়ানোর মতো টাকা আমাদের আছে।

এদের পড়ানোর মতো টাকা, শিক্ষক, স্কুল গৃহ মিলে সব রিসোর্স আমাদের আছে; আমাদের সরকার তাদিগকে দিচ্ছে না; তাদের হয়ে, তাদের সম-বয়স্করা কিছু বলছে না; শিক্ষকেরা কিছু বলছে না; সমাজের অন্যেরা তো কিছুই বুঝার মত অবস্হায় নেই।

সরকারের লোকেরা কয়েক কোটী টাকা ঘুষ খেয়ে প্রাইভেটের লাইসেন্স দিয়েছে; এখন প্রাইভেটের ডাকাতেরা, যারা নিজেদের সময় ফ্রি পড়ালেখা করেছে, তারা দেশের মানুষের পকেট থেকে বিলিয়ন বিলিয়ন টাকা ডাকাতী করছে, না পড়ায়ে সার্টিফিকেট দিচ্ছে।

৬৩% ছাত্রছাত্রী প্রাইভেটে পড়ছে; যারা পড়ছে, তাদের মাঝে ৩০% সব ধরেণের ফি ইতয়াদি দিয়ে সচ্ছল জীবন যাপন করছে; বাকী ৭০% ভাগ, তদের জমানো আয়, জমি জমা থেকে, ঋণ করে, বা দুর্নীতি করে ছেলেমেয়েদের প্রাইভেটের খরচ যোগাচ্ছে। মানুষের পকেট কেটে প্রাইভেট শিক্ষার ব্যবসা করছে; এ ধরণের ব্যবসা চালু হওয়ারই কথা ছিল না। প্রাইভেটে পড়ানোর ব্যয় পাবলিক থেকে হাজার গুণে বেশী; গড়ে পড়ালেখা নেই বললেই চলে, সময় মতো সার্টিফিকেট দিয়ে দিচ্ছে।

দেশের ৫ বছর থেকে ২৪ বছরের যে কোন নাগরিককে পড়ানোর মত সম্পদ জাতির আছে; সরকার ব্যবস্হা না নিয়ে, প্রাইভেট নামক ডাকাতদের ব্যবসায় নামায়েছে।

প্রাইভেট যারা চালাচ্ছে, এরা সুযোগ সন্ধানী; এরা পড়ালেখার কেহ নয়। ড: মহিউদ্দইন আলমগীর, ছাত্র লীগনেতা, বিএনপি নেতরা ও কিছু প্রাক্তন সেক্রেটারী শিক্ষার নামে ডাকাতী করছে; এরাই প্রাইভেট চালু করায়েছে সরকারের লোকদের ঘুষ দিয়ে।

প্রাইভেট যদি থাকতেই হয়, সেইসব প্রাইভেটের মালিক হওয়ার দরকার বড় বড় সমবায় সমিতি, যার সদস্য হবেন ছাত্রদের মা-বাবা ও সাধারণ মানুষ। প্রাইভেট নামের ডাকাতদের থেকে শিক্ষা ব্যবস্হা নিয়ে, সেগুলোকে 'পাবলিকে' পরিণত করলে, সবাই শেখ সাহেব, তোফায়েল আহমেদ, শেখ হাসিনার মতো ফ্রি পড়তে পারবে।


মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৫

ফাহাদ মুরতাযা বলেছেন: :( মুক্তা ছড়াইয়া লাভ নাই, বন টা হইল..........

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৯

চাঁদগাজী বলেছেন:

আমরা আমাদের জাতিকে পড়াবো; সরকার লাগবে না; আমাদের মানুষ আরবদের ও মালয়েশিয়ানদের দাস হয়ে অনেক কস্ট করেছে; এটার অবসান হওয়ার দরকার।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
Hi.

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩০

চাঁদগাজী বলেছেন:

হ্যালো,
সবকিছু চলছে ঠিক মতো?

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৬

আমিই মিসির আলী বলেছেন: যথার্থ বলিয়াছেন।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩১

চাঁদগাজী বলেছেন:

আমাদের মানুষকে শেখ সাহেব, জিয়া, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা পড়ায়নি; তারা আরবে, আর মালয়েশিয়ায় দাস হয়েছে; থাইল্যান্ডে কবরে যাচ্ছে, ভু-মধ্য সাগরে, আন্দামান সাগরে ডুবছে।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩১

অগ্নি সারথি বলেছেন: সহমত।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৭

চাঁদগাজী বলেছেন:


আমরাই মানুষকে পড়াবো, আমাদের মানুষ অনেক কিছু হারায়েছে ইতিমধ্যে।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৩

রূপক বিধৌত সাধু বলেছেন: অামারও তাই মনে হয় । শুধু সুষ্ঠু পরিকল্পনার অভাব, অভাব দক্ষ মানব সম্পদের । চোর-বাটপারে দেশটা ভরা । সরকার যদি সুষ্ঠুভাবে পরিকল্পনা নিয়ে এগোতে পারতো, তাহলে এ দৈন্যদশা হতো না!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৭

চাঁদগাজী বলেছেন:


সরকারের ব্যুরোক্রেটরা কয়েক কোটী টাকা ঘুষ খেয়ে আমাদের মানুষদের পড়ালেখা থেকে বন্চিত করেছে; ১০ লাখ টাকা লাগছে, ব্যচেলর করতে, ২০ লাখ লাগছে ডাক্তার হতে; যা হতে পারতো ফ্রি।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১১

চলন বিল বলেছেন: কথায় কথায় সৌদি আর পাকিস্তানের দোষ দিয়ে লাভ কি? ভ্যাট কি সৌদি সরকার বসাইছে নাকি আপনাদের মাল সাহেব বসাইছে?

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৭

চাঁদগাজী বলেছেন:

ভ্যাট বসায়েছে মুহিত; উনার যেটা করার দরকার ছিল, সেটা হলো, প্রাইভেটের ডাকাত মালিকদের প্রত্যেকের একাউন্টে একজন 'ইনকাম ট্যাক্স' কমিশনার নিযুক্ত করে, ডাকাতীর টাকার উপর 'ইনকাম ট্যাক্স' আদায় করা।

বলদ সাহেব গেছে ভ্যাট আদায় করতে; খেয়েছে লাথি, এখন দক্ষতা বাড়বে।

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৭

সচেতনহ্যাপী বলেছেন: পৃথিবীটা স্বর্গ নয়,নয় দোজখও।। এটা শুধু একটা গ্রহ।। ভাল-মন্দে মেশানো।। আমরা যদি দরিদ্র না হয়ে মধ্যপ্রাচ্যের মত অঢেল অর্থের মালিক হতাম অথবা পশ্চিমাদের মত অর্থের সাথে মানসিকতাও থাকতো,তাহলে লুটে-পুটে খাওয়ার পরও উচ্ছিট্ট কিছু যা থাকতো তাই দিয়েই যথেষ্ট হতো।। নেই আমাদের তা।। যাও আছে তাতেও তদের পেট ভরছে না।। সমবায়ের মাধ্যমে ভাবছেন?? সদস্যরা কি তখন নিজেদের লাভের কথা ভাববেন না,সমবায়ের নীতি অনুসারে??
এমন কোন দেশ আছে কি যেখানে চোর,ডাকাত,দূর্নীতি পরায়ন সরকারী কর্মচারী আর রাজনীতিবিদ নেই??
প্রয়োজন শুধু একটু দেশপ্রেমের।।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:০২

চাঁদগাজী বলেছেন:


চোর,ডাকাত,দূর্নীতি পরায়ন সরকারী কর্মচারী আর রাজনীতিবিদদের দেশপ্রেম থাকে না।
স্বর্গ হোক, দোযখ হোক, গ্রহ হোক, সব মানুষকে ফ্রি পড়াতে হবে; শেখ সাহেব থেকে সবাই মোটামুটি ফ্রি পড়েছেন।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২৩

সচেতনহ্যাপী বলেছেন: বাস্তবতা বলে আপনি পারলেও আমি পরি নি,পারে নি আমার সন্তানও।। সেখানে তত্ব আর গালভরা কথা কতটুকু গ্রহনযোগ্য??

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪২

চাঁদগাজী বলেছেন:

তত্ব থেকে চীন, রাশিয়া আজকের অবস্হানে এসেছে; আবার কিছু তত্ব থেকে আফগানিস্তান বর্তমান অবস্হানে আছে।
৩ দেশেই তত্ব ছিল, আছে; আফগানিস্টানে যেটা নেই, সেটা হলো লেখাপড়া।

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪৬

সচেতনহ্যাপী বলেছেন: না বলে পারছি না,(ক্ষমা করবেন) নূতন বোতলে পুরানো মদ!!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:০০

চাঁদগাজী বলেছেন:


দেখা যাক, যা বলছি, তার কিছুটা করতে পারলে, তখন এটা নিয়ে আরো আলোচনা হবে; না হয়, পুরান মদ ব্লগের কম্প্যুটারের মেমোরীতে আরো পুরানো হবে।

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৮

প্রামানিক বলেছেন: যথার্থ বক্তব্য। ধন্যবাদ

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৪

চাঁদগাজী বলেছেন:

প্রতিদিন দেখছি, ভুমধ্যসাগর পাড়ি দিটে গিয়ে বাংগালী ডুবে মরছে; পড়ালেখা জানলে কেহ নৌকায় ভুমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যেতো না।

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৬

শায়মা বলেছেন: সবার জন্য পড়ালেখার পথ সুগম হোক!:)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৩

চাঁদগাজী বলেছেন:


আমরা সাধারণ জনতা মানুষকে পড়াবো, ব্যুরোক্রট, সরকার, গার্মেন্টস ব্যবসায়ী ও আদম বেপারীরা বাধা দিবে; তবুও আমাদিগকে চেস্টা করতে হবে।

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫১

ফাহাদ মুরতাযা বলেছেন: "প্রাইভেটের ডাকাত মালিকদের প্রত্যেকের একাউন্টে একজন 'ইনকাম ট্যাক্স' কমিশনার নিযুক্ত করে"

এইটা কি খুব অবাস্তব?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৯

চাঁদগাজী বলেছেন:




এগুলো সব দেশে হয়ে আসছে; যেখানে বিলিয়ন টাকা লেনদেন হচ্ছে, সেখানে শত শত কমিশনারের কাজ করার কথা; জাহান্নামে যাক ভ্যাট ম্যাট, ইনকাম ট্যাক্স নিলেই যথস্ট।

১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৯

অপু দ্যা গ্রেট বলেছেন: আমরা একটু চেষ্টা করলে ই দেশ তা বদলে দিতে পারি ।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:

চেস্টা করতে হয় সমস্টিগতভাবে, তাই দরকার রাজনৈতিক বা সমাজিকবাবে এক হওয়া।

১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭

আমার আমিত্ব বলেছেন: শিক্ষাই জাতীর মেরুদন্ড এ কথা সবাই ভুলে গেছে।
খুব ভালো লিখেছেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা আসলটাই (শিক্ষার কথা) ভুলে যায়, এটাই জাতিকে এখনো সামন্তবাদের মাঝে ধরে রেখেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.