![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
পাকিস্তান, ভারত, আরবদেশ ও মালয়েশিয়ার যৌন পল্লীতে বাংগালী মেয়েদের সংখ্যা ক্রমাগতভাবে বাড়ছে; এদের বড় অংশকে বড় বেতনের চাকুরীর আশা দিয়ে নিয়ে যাচ্ছে; একাংশ জেনেশুনেই যাচ্ছে; যারা জেনেশুনে যাচ্ছে, তারা বাংলাদেশে হয়তো দেহ ব্যবসায় ছিল, এখন অন্য দেশে যাচ্ছে ভালো আয়ের আশায়।
চাকুরীর আশা দিয়ে যাদের নিচ্ছে, এরা মোটামুটি অশিক্ষিত, এরা দেশে হয়তো গার্মেন্টস এ কাজ করতে পারতো; কিন্তু দেশের গার্মেন্টসগুলো শহর কেন্দ্রিক হওয়ায় এরা টিকে না, শহরে থেকে চাকুরী খোঁজার, বা চাকুরী পেলে থাকার ব্যবস্হা এদের নেই।
কমপক্ষে ১০ লাখ মেয়েকে বিদেশে নিয়ে গেছে পাচারকারীরা সময়ের সাথে; কিছুদিনের মাঝে এসব মেয়েরা অসুস্হ হয়ে পড়ে, পরে ভিক্ষা করে, বা গৃহভৃত্য হয়ে থাকার চেস্টা করে; কেহ কেহ দেশে ফিরে আসে।
এ ব্যাপারটাকে শেখ হাসিনা একটা চ্যালেন্জ হিসেবে নেয়া উচিত; শহরের, উপশহরের বা গ্রামের মেয়েদের আয়ের জন্য চাকুরীর ব্যবস্হা করার জন্য ছোট একটা ইনভেস্টমেন্ট কোম্পানী গঠন সম্ভব, যেখানে সরকারই মুল বিনিয়োগকারী হতে পারে; এটা হতে পারে কুটীর শিল্পর অন্তর্ভুক্ত; এতে সরকারের দরকারী ও প্রয়োজনীয় পণ্য উৎপাদন করতে পারে।
জাতি মোটামুটি এদের নিয়ে ভাবে না; কারণ, এরা সমাজের দরিদ্র অংশ থেকে আসে; এরা কখন কোথায় কেহ খবের রাখে না; তাই, শেখ হাসিনাকে সরাসরি এদের খবর রাখা দরকার।
এদেরকে দেশে ফিরায়ে এনে, এদেরকে স্বনির্ভর করে তোলা শেখা হাসিনার সরকারের দায়িত্ব।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৫
চাঁদগাজী বলেছেন:
উনি কানে কম শোনেন, চোখেও কম দেখেন; আমি ভাবছি, যদি উনার মগজ কাজ করে, তখন কিছু আশা করা যেতে পারে।
তদুপরি, জাতির সেই ক্ষমতা আছে।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১২
রাবার বলেছেন: ১০ /১২ লাখ
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৪
চাঁদগাজী বলেছেন:
১৯৯০ সাল থেকে মেয়েদের পাচার করে যাচ্ছে অনবরত।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৩
আমিই মিসির আলী বলেছেন: যার দায়িত্ব, তার তো এসব নিয়ে মাথা ব্যথা নাই।
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩১
চাঁদগাজী বলেছেন:
আসলে ওদের মাথায় ভাবনা শক্তি নেই, ওদের দায়িত্ববোধ নেই, জাতি হিসেবে গর্ব নেই।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩২
চাঁদগাজী বলেছেন:
আমাদের মেয়েদের স্বপ্ন আমাদেরকে পুর্ণ করতে হবে।
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
ঢাকাবাসী বলেছেন: তাঁর ওসব দেখার বা শোনার টাইম নাই। ৭০ হাজার কোটি টাকা লাগে কর্মচারীদের বেতন, যোগাও, জাহাসে খুশী!
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭
চাঁদগাজী বলেছেন:
বেতন বাড়ায়েছে ভালো, তাদের কি উৎপাদন বাড়াতে ট্রেনিং দেয়া হয়েছে? বেশী বেতন নিতে পারে, সঠিক কাজ করলে; সরকারী চাকুরী পাওয়ার পরদিন থেকে, উনারা রিটারমেন্টের জন্য অপেক্ষা করেন, কাজের কথা ভাবেনও না।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০১
হ্যাকার সাহেব বলেছেন: ভাই, এত নিচে কি চোখ নামবে???