![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
ডা: বদরুদ্দোজাকে ভালো একটা লাথি মেরে প্রেসিডেন্ট পদ থেকে বাদ দিয়েছিলেন খালেদা জিয়া; মান্নান ভুঁইয়াকে তারেকের গাড়ীর দরজা খুলে দিতে হয়েছিল ও বহুবার বৃস্টির সময় ছাতা ধরতে হয়েছিল, এরপরও লাথি খেয়েছেন; তারপরও কোন লোক বিএনপি'র সেক্রেটারীর পদ চাইতে পারে, এটা বিস্ময়ের ব্যাপার। কিন্তু দেলোয়ার হোসেন ভুঁইয়াদের মতো লোকেরা আছেন সব সময়ে; সেই পদের জন্য অনেক দৌড়ে হয়রাণ হয়ে, 'অস্হায়ী' হিসেবে মৃত্যু বরণ করেছেন দেলোয়ার হোসেন।
মির্জা ফখরুলও 'অস্হায়ী' হিসেবে রিটায়ার করার কথা ছিল; কিন্তু গুন্জন শোনা যাচ্ছে, উনার ভাগ্যে শিকে ছিঁড়বে; উনি হয়তো কিছু দিনের জন্য পদ পাবেন; তারপর ড: বদরুদ্দোজা বা মান্নান ভুঁইয়ার মতো হবে।
মির্জা সৃজনশীল মানুষ, লন্ডন ষড়যন্ত্রে যাতে নাম যুক্ত না হয়; খালেদা জিয়া লন্ডন যাবার পর, তাড়াহুড়ো করে মির্জা বাংলাদেশে ফিরেছেন; যাতে কেহ লন্ডনের সাথে যোগ করতে না পারে।
জেনারেল জিয়া, পার্টিকে নিজের মতো, নিজের ইমেজে চালনা করতেন; মানুষ জানতে চাইতো না, কে সেক্রেটারী, কে মেক্রেটারী; এজন্য বিএনপি'র সবাই জিয়ার উপর ক্ষেপেছিল; যাক, জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে, বাংলাদেশ বিরোধীরা এক নতুন বিএনপি গঠন করেন; যা মোটামুটি বাংলাদেশের ইস্ট ইন্ডিয়া কোম্পানী, যেখানে খালেদা জিয়া রবার্ট ক্লাইভ।
মির্জাকে তারেক পছন্দ করে না; তারেক মুলত প্রাক্তন হাওয়া ভবন থেকে কাউকে নিতে চায়, তার মাঝে ফজলুল হক মিলন এক নম্বরে আছে; তবে, ৯১ দিনের তান্ডবে কিছু সিনিয়র নেতারা খালেদা জিয়া ও তারেকের উপর কিছুটা বিরক্ত; সিনিয়রদের মুখপাত্র হচ্ছেন মির্জা; তারেক এখন পোস্ট দিতে বাধ্য হচ্ছে; তবে, কিভাবে কেড়ে নিতে হবে, সেটার পথও তারেক বের করবে।
মির্জার উচিত ছিল, একটি নতুন রাজনৈতিক দল গঠন করা; বিএনপি রাজনীতি করবে না কোনদিন, ওটার উদ্দেশ্য লুটপাট করা। মির্জা যে লাথি খাবেন, এটা নিশ্চিত।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫২
চাঁদগাজী বলেছেন:
দেখা যাক, হয়তো ক্ষমতা হাতে পেলে কিছু করার প্ল্যান আছে মির্জার; তারেক রাজনীতি করতে পারবে না, সে তার আগের সাম্রাজ্য ফিরে পেতে চাচ্ছে।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৭
গর্বিত মুসলিম বলেছেন: যেমন তোপের মুখে ছিলেন ব্যারিষ্টার নাজমুল হুদা
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৪
চাঁদগাজী বলেছেন:
নাজমুল হুদা আজগুবি রাজনীতিবিদ; উনার সাথে বরং খালেদা জিয়ার বেশী মিল হওয়ার কথা।
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৩
হাসান কালবৈশাখী বলেছেন:
একটা 'ডেড হর্স' নিয়ে ভাবনার সময় এখন না।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩১
চাঁদগাজী বলেছেন:
ইয়াং টার্কিগুলোতো লেজ বাঁচাতে গিয়ে আমেরিকা ও ইউরোপে।
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪০
কিরমানী লিটন বলেছেন: বিএনপি'র সেক্রেটারীর পদটা, অনেকটা জিয়াদের চাকরের মতো,
আওয়ামীলীগেরটা প্রতিবন্ধী জায়গীর মাষ্টার,সারাদিন ঘুমনোর অপার স্বাধীনতা যার ...
সতত শুভকামনা জানবেন ...
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৩
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগের সেক্রেটারীর কিছুটা মান সন্মান আছে, জলিলকে বাদ দিলেও, উনার প্রতি শেখ হাসিনার ব্যবহার ছিল খুবই অমায়িক; তবে, শেখ হাসিনা চায় সবকিছু যেন উনার হাতে থাকে, সেক্রেটারী শুন্যস্হান পুর্ণ করবে।
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৬
গর্বিত মুসলিম বলেছেন: আমিও চাঁদগাজীর সাথে সহমত পোষন করছি,শেখ হাসিনা এবং খালেদা জিয়া নেত্রী হিসাবে ভালো কিন্তু তারেক কে নিয়ে সংশয় বেশি
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৭
চাঁদগাজী বলেছেন:
আমি আপনার ভাবনাকে অবশ্যই সন্মান করি; তবে, আমাদের মতে, খালেদা জিয়া ও শেখ হাসিনা বাংগালী জাতির ভয়ানক খরাপ করেছে, টেনে পেছনে নিয়ে গেছে; তারক বাংলাদেশে ভয়ংকর মাফিয়া গিস্ঠী গড়ে তুলেছে।
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:১২
আমি মিন্টু বলেছেন: মনে হয় হাসিনা আর খালেদার বাদ দিয়ে মিসেস গাঁজী মানে আমাদের ভাবী সাহেবারে দিলেও দেশ অনেক
ভালো চালাতে পারবে । কি বলেন ভাই । কিন্ত সমস্যা তারেক আর জয় এর পদ নিয়ে তা ওই পদ দুটি কি আপনে
সামলাতে পারবেন । তাহলে যান আগামীতে আপনি প্রেসিডেন্ট ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩
চাঁদগাজী বলেছেন:
তারেক সন্ধি করে ফিরতে চাচ্ছে; জয় আউট আপাতত।
সেখানেই শেখ হাসিনা মনে করছেন যে, বিএনপি'র সাথে সন্ধি হয়তো দরকার।
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:০৩
নীল আকাঁশ বলেছেন: আপনি কি তুলনা মূলক বিশ্লেষণ করছেন নাকি?
ঢালাওভাবে সব কিছুতে হাসিনা /খালেদাকে এক করে ফেলা আমাদের অভ্যাসে পরিনত হয়েছে।
যার যে যোগ্যতা নেই সেই বিষয়ে বক্তব্য দিয়ে দেই।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
চাঁদগাজী বলেছেন:
আপনার অনেক যোগ্যতা আছে দেখছি। দেখেন কি কি কাজে লাগে।
৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৪
সেয়ানা ০১ বলেছেন: মির্জা সাব কেন যে আপনার মত পন্ডিতের পরামর্শ গ্রহন করে না, ভাবতেও ওবাক লাগে !!
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
চাঁদগাজী বলেছেন:
আমার কথা ডা: বদরুদ্দোজাও শুনেননি, উনার সাথে একবার আলাপের সময় উনাকে বলেছিলাম যে, উনার ছেলেকে আপাতত বিএনপি থেকে দুরে,নিস্খ্রিয় করে রাখতে।
মান্নান ভুঁইয়ার সাথে যোগাযোগ ছিলো, উনাকে বলেছিলাম ২০০৩ সালের দিকে বিএনপি থেকে বেরিয়ে যেতে।
ড: জাফর ইকবাল সাহেবকে বলেছিলাম, শিক্ষকতার সময় কোন দলকে সমর্থন না করতে।
কেহ শুনেনি; আপনিও শুনবেন না।
৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৮
অতৃপ্ত আত্মা ঁ বলেছেন: Mr. Gazi i think u are agent of awami league.
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৬
চাঁদগাজী বলেছেন:
Yes, I lost; you uncovered my disguise, I am ruined.
১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৩
চাঁনপুইরা বলেছেন: হাহ, হাসাইলেন জনাব। উপরোক্ত ব্যক্তিদের পরামর্শ দেয়ার যোগ্যতা যে রাখে ,তার কাছে পাবলিক ব্লগে এসে এমন 'ছ্যব্লামি' আর শেখ হাসিনার এমন প্রকাশ্য চামচামি করা খুবই বেমানান এবং অবাস্তব।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২২
চাঁদগাজী বলেছেন:
হয়তো।
১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৮
মিন্টুর নগর সংবাদ বলেছেন: দেশে হাসিনা ও খালেদার চামুচে ভরে গেছে ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২২
চাঁদগাজী বলেছেন:
মানুষ পরাজিত হয়েছে; শেখ হাসিনা ৩৪ বছর, খালেদা জিয়া ৩২ বছর, এরশাদ ৩০ বছর তাদের দলের সভাপতি ও সরকার প্রধান, বা বিরোদী দলে; মানুষ পরাজিত হয়েছে সামন্তবাদের কাছে।
১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৭
মিন্টুর নগর সংবাদ বলেছেন: এখন হাসিনা আর খালেদারে বাদ দিয়া সামনের দিকে আমাগো সাধারন জনগনকে এক জোট হয়ে কিছু করতে হইব ।
কেননা হাসিনা আর খালেদা এরা এখন এদেশের জন্য আগাছা ছাড়া আর কিছুই না ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৯
চাঁদগাজী বলেছেন:
এমন কি উনারা চলে গেলেও জাতিকে হীনমন্যতায় ভুগতে হবে, কেন উনাদের এতদিন থাকতে দেয়া হলো।
মনে হয়, মানুষের জয় হবে; তবে, সময় লাগবে; শেখ হাসিনা শক্ত হয়ে বসেছে।
১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৯
ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: রাজনীতি থেকে তারেক ও খালেদা দু জনেই মাইনাস হবেন। একই সাথে দীর্ঘ মেয়াদের সেবা পাবেন। আর মিসেস তারেক নতুন নাম লেখাচ্ছেন। দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে পৌঁছে।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০১
চাঁদগাজী বলেছেন:
৩২ বছর ডাকাতীর পর যদি মাইনাস হয়, এটাকে কি মাইনাস বলা চলে?
বিশ্বের কে কোথায়, ৩২ বছর পার্টি সভাপতি, ৩ বার প্রাইম মিনিস্টার, ২ বার বিরোধীদলের নেত্রী হয়েছে; রিটায়ার করার কথা ছিল ৫ বছর ঠাকার পর; অথবা ক্ষমতাচ্যুত হওয়ার কথা ছিল ১ বছর পর, ১৯৯২ সালে।
১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯
স্ট্রিঙ্গার বলেছেন: নতুন এবং পুরাতন ব্লগারদের জন্য আজকে বিশেষ নাটকের সুচনা পর্বে হাজির করবো একজন সিতারা-এ-ছাগু পদকপ্রাপ্ত বাল ক্যাটাগরীতে নিজেকে উন্নীত করতে সাফল্যের সাথে সক্ষম হওয়া সেলিব্রিটি বালগার পাদ্গাজী কে। যারঃ
প্রধান খাদ্যঃ কাঠালপাতা (পাকিস্তানী ঔরসজাত নামীদামী ছাগল বইলা কথা। প্রিয় না হইয়া যাবে কই?)
প্রধান শখঃ যেইখানে সেইখানে ল্যাদানো (ছাগলের যা কাজ, সর্বজনবিদিত)
প্রিয় ডাকঃ বকবক চকচক (ব্লগে এই ডাক না দিলে উনার পেটে গ্যাসের সমস্যা হয় )
প্রিয় সঙ্গীনিঃ জনৈকা মুরগী (তাই উনি কমেন্টে থাইকা থাইকাই মুরগী শব্দটি ব্যবহার করেন প্রেয়সী মুরগীকে মনে করার আপ্রান চেষ্টায়। পোস্টকারী সবাই উনার চোখে ধরা দেয় মুরগী রুপে)
প্রিয় শব্দঃ পায়খানা ( যেই জিনিসটা উনি মুখে নিয়া বইসা থাকেন, মুখ দিয়া উগড়ান এবং আরেকটা অন্যতম প্রিয় শব্দ। পায়খানা না হইলে উনার চলেই না । কথায় আছে, যার মনে যা, ফাল দিয়া উঠে তা। )
স্বেচ্ছাশ্রমের ভিত্তিকে নিরলসভাবে করা কাজঃ বানান ভুল ( এই বানান ভুল ধরার কাজেও উনি বিশেষ পারদর্শী, আর এইটা ধরানর কাজেও উনি একের পর এক ভুল বানান পশ্চাদদেশ দিয়া প্রসব করতেই থাকেন। )
প্রিয় পোষাকঃ বাল ছাল (বাল ছাল বলতে বলতে আর ছিড়তে ছিড়তে উনার সব বাল ছালই উঠাইয়া ফেলছেন। সেইটা দিয়া বানাইয়া ফেলছেন পোষাক। উনি খুব প্রকৃতিপ্রেমীও কিনা। )
প্রিয় যুগঃ বর্বর + প্রস্তর যুগ (উনার ধারনা ব্লগারেরা প্রায় সবাই বর্বর যুগে বাস করে। নিজে সেইযুগের মায়া কাটাইতে পারেন নাই তো, তাই বোধ হয় )
প্রিয় ধারনাঃ ব্লগের সবাই গর্ধব, মগজবিহীন। ( পাকী বীর্য্য পরিপুর্ন মগজ দিয়া অন্যের মগজের আন্দাজ লাভ করা উনার পক্ষে অসম্ভব কিনা )
মুক্তিযুদ্ধের কিছু ব্যাপার সম্পর্কে ঐতিহাসিক দাবীঃ ক্রেক প্লাটুন ম্লাটুন সম্প্রতি যুক্ত করা শব্দ, এইসব কিছু ছিলো না। (এবং রুমির মাথায়ও নাকি মগজ ছিলো না, তাই মারা গেছেন )
জেড ফোর্স বলে স্বাধীনতা যুদ্ধে কিছু ছিল না। উহা আগস্টেই বাতিল হয়। ( যা উনার মত নীলক্ষেত সার্টিফায়েড কিছু ছাগু ছাড়া আর কেউ জানতো না। কারন উনি নিজেরেও জেডের মুক্তিযোদ্ধা দাবী করেন। যেই ফোর্স ছিলই না উনার মতে, ওই ফোর্সের মুক্তিযোদ্ধা হয় কিভাবে? )
শেখ সাহেব মুক্তিযোদ্ধাদের অবদান বুঝতে পারেন নাই। (সবকিছু যেহেতু এই ছাগু বুইঝা বইসা ছিলো, অন্যরা বুঝবার মত কিছু বাদ রাখেন নাই তো উনি )
হ্যা ভাইলোগ, ইনি সেই বিখ্যাত ইস্টার কালাকার বলগার পাদগাজী, যার এক পোস্টের পর পর আমাদের জনপ্রিয় আরেক ব্লগার হাসান ভাই লিখেছিলেন শ্বাশত এক বানী যার বাইরে উনার ব্লগিঙ্গকে অন্য কোন উপমায় বিশেষিত করবার কথা আপাতত মাথায়ই আসতেছে না।
"
হাসান কালবৈশাখী বলেছেন:
মদ্যপান, ... বিষন্নতা ..... অবশেষে একটি 'বালপোষ্ট'
"
হ্যা ভাইয়েরা আমার, বোনেরা আপনার, আপনাদের সামনে ধীরে ধীরে উপস্থাপন করা হবে নাটকের পরবর্তী পর্ব সমুহ। সংক্ষিপ্ত পরিচিতির বাইরে যার মাধ্যমে আপনারা জানতে সক্ষম হবেন ধর্ম সম্পর্কে উনার বিখ্যাত উক্তিসমুহ। কিভাবে কবিতা পইড়া উনি বইলা দিতে পারেন কারো চেহারা গাধার মতন, আওয়ামীরা জানতে পারবেন উনি তাদের নেত্রী হাসিনা সম্পর্কে কি বলছেন, খালেদার ব্যাপারে আমার কোন বক্তব্য নাই, একটূ ঢু দিলেও এই ব্যাপারে ভালোই জানবেন। এই ব্যাপারে উনি ভালোই লিখেন, উপভোগ্য।
অপেক্ষায় থাকুন। স্টে টিউনড ফর দ্যা নেক্সট এপিসোড
আইডি ইন একশন (৩/৭০), দুইটা ব্লক খাইছে। ১০ টা পাইপলাইনে।
১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯
স্ট্রিঙ্গার বলেছেন: নতুন এবং পুরাতন ব্লগারদের জন্য আজকে বিশেষ নাটকের সুচনা পর্বে হাজির করবো একজন সিতারা-এ-ছাগু পদকপ্রাপ্ত বাল ক্যাটাগরীতে নিজেকে উন্নীত করতে সাফল্যের সাথে সক্ষম হওয়া সেলিব্রিটি বালগার পাদ্গাজী কে। যারঃ
প্রধান খাদ্যঃ কাঠালপাতা (পাকিস্তানী ঔরসজাত নামীদামী ছাগল বইলা কথা। প্রিয় না হইয়া যাবে কই?)
প্রধান শখঃ যেইখানে সেইখানে ল্যাদানো (ছাগলের যা কাজ, সর্বজনবিদিত)
প্রিয় ডাকঃ বকবক চকচক (ব্লগে এই ডাক না দিলে উনার পেটে গ্যাসের সমস্যা হয় )
প্রিয় সঙ্গীনিঃ জনৈকা মুরগী (তাই উনি কমেন্টে থাইকা থাইকাই মুরগী শব্দটি ব্যবহার করেন প্রেয়সী মুরগীকে মনে করার আপ্রান চেষ্টায়। পোস্টকারী সবাই উনার চোখে ধরা দেয় মুরগী রুপে)
প্রিয় শব্দঃ পায়খানা ( যেই জিনিসটা উনি মুখে নিয়া বইসা থাকেন, মুখ দিয়া উগড়ান এবং আরেকটা অন্যতম প্রিয় শব্দ। পায়খানা না হইলে উনার চলেই না । কথায় আছে, যার মনে যা, ফাল দিয়া উঠে তা। )
স্বেচ্ছাশ্রমের ভিত্তিকে নিরলসভাবে করা কাজঃ বানান ভুল ( এই বানান ভুল ধরার কাজেও উনি বিশেষ পারদর্শী, আর এইটা ধরানর কাজেও উনি একের পর এক ভুল বানান পশ্চাদদেশ দিয়া প্রসব করতেই থাকেন। )
প্রিয় পোষাকঃ বাল ছাল (বাল ছাল বলতে বলতে আর ছিড়তে ছিড়তে উনার সব বাল ছালই উঠাইয়া ফেলছেন। সেইটা দিয়া বানাইয়া ফেলছেন পোষাক। উনি খুব প্রকৃতিপ্রেমীও কিনা। )
প্রিয় যুগঃ বর্বর + প্রস্তর যুগ (উনার ধারনা ব্লগারেরা প্রায় সবাই বর্বর যুগে বাস করে। নিজে সেইযুগের মায়া কাটাইতে পারেন নাই তো, তাই বোধ হয় )
প্রিয় ধারনাঃ ব্লগের সবাই গর্ধব, মগজবিহীন। ( পাকী বীর্য্য পরিপুর্ন মগজ দিয়া অন্যের মগজের আন্দাজ লাভ করা উনার পক্ষে অসম্ভব কিনা )
মুক্তিযুদ্ধের কিছু ব্যাপার সম্পর্কে ঐতিহাসিক দাবীঃ ক্রেক প্লাটুন ম্লাটুন সম্প্রতি যুক্ত করা শব্দ, এইসব কিছু ছিলো না। (এবং রুমির মাথায়ও নাকি মগজ ছিলো না, তাই মারা গেছেন )
জেড ফোর্স বলে স্বাধীনতা যুদ্ধে কিছু ছিল না। উহা আগস্টেই বাতিল হয়। ( যা উনার মত নীলক্ষেত সার্টিফায়েড কিছু ছাগু ছাড়া আর কেউ জানতো না। কারন উনি নিজেরেও জেডের মুক্তিযোদ্ধা দাবী করেন। যেই ফোর্স ছিলই না উনার মতে, ওই ফোর্সের মুক্তিযোদ্ধা হয় কিভাবে? )
শেখ সাহেব মুক্তিযোদ্ধাদের অবদান বুঝতে পারেন নাই। (সবকিছু যেহেতু এই ছাগু বুইঝা বইসা ছিলো, অন্যরা বুঝবার মত কিছু বাদ রাখেন নাই তো উনি )
হ্যা ভাইলোগ, ইনি সেই বিখ্যাত ইস্টার কালাকার বলগার পাদগাজী, যার এক পোস্টের পর পর আমাদের জনপ্রিয় আরেক ব্লগার হাসান ভাই লিখেছিলেন শ্বাশত এক বানী যার বাইরে উনার ব্লগিঙ্গকে অন্য কোন উপমায় বিশেষিত করবার কথা আপাতত মাথায়ই আসতেছে না।
"
হাসান কালবৈশাখী বলেছেন:
মদ্যপান, ... বিষন্নতা ..... অবশেষে একটি 'বালপোষ্ট'
"
হ্যা ভাইয়েরা আমার, বোনেরা আপনার, আপনাদের সামনে ধীরে ধীরে উপস্থাপন করা হবে নাটকের পরবর্তী পর্ব সমুহ। সংক্ষিপ্ত পরিচিতির বাইরে যার মাধ্যমে আপনারা জানতে সক্ষম হবেন ধর্ম সম্পর্কে উনার বিখ্যাত উক্তিসমুহ। কিভাবে কবিতা পইড়া উনি বইলা দিতে পারেন কারো চেহারা গাধার মতন, আওয়ামীরা জানতে পারবেন উনি তাদের নেত্রী হাসিনা সম্পর্কে কি বলছেন, খালেদার ব্যাপারে আমার কোন বক্তব্য নাই, একটূ ঢু দিলেও এই ব্যাপারে ভালোই জানবেন। এই ব্যাপারে উনি ভালোই লিখেন, উপভোগ্য।
অপেক্ষায় থাকুন। স্টে টিউনড ফর দ্যা নেক্সট এপিসোড
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৬
ঢাকাবাসী বলেছেন: মির্জাতো লাথি খাচ্ছেই, তবে আরো কষে খাবে। কি লোভে একটা সুশিক্ষিত লোক এতটা নীচু হতে পারে বুঝিনা। তার ভাগ্যটা অবশ্যই বি চৌ র মত হবে। বিম্পির অবস্হা আরো খারাপ হপে! একমত।