নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

"ভিজিট বাংলাদেশ ২০১৬, শেখ হাসিনা" ও "বাংলাদেশে হামলার শংকা, অস্ট্রেলিয়া"

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

শেখা হসিনা ডাক দিয়েছে, "ভিজিট বাংলাদেশ ২০১৬"; মনে হয়, তারেক জিয়াকে লক্ষ্য করে উনি বলেছেন? বাংলাদেশের যে অবস্হা, সেখানে তারেক জিয়া ব্যতিত আর কে কে বেড়াতে আসবে? যাদের ইচ্ছা তারা আসুক; কমপক্ষে অস্ট্রেলিয়ার সরকার বলছে, ওখানে হামলার শংকা আছে!

বিশ্বে আজ, ৭ বিলিয়নের বেশী মানুষ বাস করছে; ২০১৬ সাল, ১ বিলিয়ন মানুষ পর্যটক হিসেবে, নিজের দেশের বাহিরে অন্য দেশ ঘুরবে। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার প্রায় পরিবারই ৫ বছরের মাঝে একবার অন্য দেশে যায় বেড়াতে; এশিয়ার মাঝে, জাপানীরা বছরে একাধিকবার বিদেশে বেড়াতে যায়; আরবেরাও মোটামুটি নিজের দেশের বাহিরে বেড়ায়। আফ্রিকা প্রাকৃতিক পর্যটনের প্রাণকেন্দর হওয়া সত্বেও এই মহাদেশের মানুষ, গড়ে অন্য দেশে কাম যায়।

আমাদের প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন, দেশে বিদেশী পর্যটকদের আনার জন্য, সরকারী ও বেসরকারী উদ্যোগ নেয়ার জন্য, এবং আশা করছেন, ১ বিলিয়ন থেকে কিছু পর্যটক যেন আমরা পাই।

এক সময়ে মিশর ছিল ঐতিহাসিক পর্যটনের প্রাণ কেন্দ্র; গত কয়েক বছর, মিশরে পর্যটক যাচ্ছে না; কারণ, সন্ত্রাস ও রাজনৈতিক অস্হিতিশীলতা; একই কারণে আফ্রিকার অনেক দেশ পর্যটক হারায়েছে।

বাংলাদেশে বিদেশী পর্যটক নেই বললেই চলে; যারা আসেন, তারা কাজকর্মেই আসেন, সাথে দেশটাও দেখা হয়।

গতকাল অস্ট্রেলিয়ার সরকার তাদের সিটিজেনদের জানায়েছে যে, বাংলাদেশ ভ্রমন, ও বাংলাদেশে অবস্হান বিপদজনক, সন্ত্রাসী আক্রমনের শিকার হওয়ার সম্ভাবনা বাড়ছে; স্বয়ং দেশটির রাজধানীর ধনী এলাকাগুলোও সন্ত্রাসমুক্ত নয়; অস্ট্রেলিয়ার সরকার নিজেদের মানুষকে বাংলাদেশ ভ্রমণ বিপদজনক বলেছেন, ও বাংলাদেশে না যাওয়ার জন্য বলেছেন।

প্রধানমন্ত্রীর 'ভিজিট বাংলাদেশ' ও অস্ট্রেলিয়ার 'এভোয়েড বাংলাদেশ' মোটামুটি একই সময়ে শুরু হচ্ছে?

২০১৪ সালের 'পেট্রোল বোমার ৯১ দিনে' কি পরিমাণ বিদেশী পর্যটক বাংলাদেশে এসেছে? সেই সময়ে বাংলাদেশ কর্মরত বিদেশীরা কি পরিমাণে, কমপক্ষে সাময়িকভাবে দেশ ত্যাগ করেছে?

পর্যটনের জন্য মানুষ সর্ব প্রথমেই নিরাপদ দেশ খুঁজছে; তারপর, তারা চায় ভালো যোগাযোগ ব্যবস্হা, খাবার ও হোটেল, দর্শনীয় স্হান, স্হানীয়দের কালচার, পর্যটন শিল্লের দক্ষতা, সততা এবং বিনোদনের ব্যবস্হা। এগুলোর কোনটাই সঠিকভাবে বাংলাদেশে নেই, অন্তত আজকে।










মন্তব্য ৩৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

রোষানল বলেছেন: যেটা বিদেশীরা চায় দেশ তো আজ তা দিতে প্রস্তুত , প্রকাশ্য অশ্লীলতা !! :)

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:

এক বিলিয়নের মাজে হয়তো, অশ্লীলতা চায় ১০%, ওরা বাংলাদেশের অশ্লীলতা চাহে না, চায় থাইল্যান্ড বা ব্রাজিলের।

বাকীদের থেকে, হাজারে একজন আনতে পারলেও হয়।

বাংলাদেশে কোন অশ্লীলতা নেই; আপনার সমস্যা আছে। বাংলাদেশে আছে সন্ত্রাস, যা অস্ট্রেলিয়া বলছে।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

গেম চেঞ্জার বলেছেন: বাংলাদেশে আছে সন্ত্রাস, যা অস্ট্রেলিয়া বলছে।

তো এঁরা আসবে কোন কারনে । মরবার উদ্দেশ্যে ?? :|

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:


তা'হলে, শেখ হাসিনার, "ভিজিট বাংলাদেশ" কি তারেক জিয়ার উদ্দেশ্যে বলা হয়েছে?

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

গেম চেঞ্জার বলেছেন: না চোরের উদ্দেশ্যে বলবেন কেন গাজীভাই । এইটা তো পর্যটকদের উদ্দেশ্যেই । সমস্যা হল এঁরা জঙিদের দেশে এসে মারা যাবেনা তার নিশ্চয়তা তো অজি সরকার দিতে পারছে না । ধন্যবাদ আপনাকে ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:

কিছু কিছু বিষয়ে চুপ থাকতে হয়; বিলিয়ন মানুষ এবার বিশ্ব ভ্রমণ করবে করুক, সেটার ভাগ পেটে হলে, শেখ হাসিনাকে দেশকে আগে গড়তে হবে; সে হোক জংগী, মংগী, ঠংগীদের থেকে দেশকে মুক্ত করে।

খালেদা জিয়া দেশে ফেরত না আসলে, ৮০% জংগী তৎপারতা কমে যাবে।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

বঙ্গমিত্র সিএইচটি বলেছেন: ঠিকি বলেছেন চাদগাজী ভাই। বাংলাদেশ একটা বিপদ জনক রাষ্ট্র বিদেশিদের জন্য। তার চেয়ে বেশি দেশের মানুষের জন্য। এই বিপদের কারণ হচ্ছে বর্তমান সরকার।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:

আমার মনে হয়, দেশের বড় ২টি রাজনৈতিক দল শ্তিতে বিশ্বাস করে; এখন বিএনপি দুর্বল, তাই শুধু সরকারকে চোখে পড়ছে।
আসলে ২টি দলই চক্ত্রান্ত করে ক্ষমতা দখল করে; বাংগালীরা ২/১ বছরের ইতিহাস মনে রাখতে পারে মাত্র।

সরকার নিজেই আওয়ামী শক্তি ও বিএনপি'র শক্তি মানুষের উপর প্রয়োগ করাতে সরকারকে এতো খারাপ লাগছে; সরকার ভালো হয়ে গেলে মানুষ তখন বিএনপি'কে ঝাড়িপেটা করবে।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১০

আবুল হাসান নূরী বলেছেন: এই দেশে জঙ্গি থাকার এবং ভবিষ্যতে জঙ্গি উত্থানের আশংকার কথা তো সরকারের মন্ত্রী/এমপিরা বিশ্বব্যাপী ফলাও করে প্রচার করেছেন। আবার এই জঙ্গি দমনে অন্য দেশের সহযোগিতাও চেয়েছেন। যার ফল এখন পাওয়া যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বর্জনের আশংকার মাধ্যমে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:

৯১ দিনে বোমায় ১৫০ জন মরেছে, ২০০ জন পুড়ে পংগু হয়েছে, ১০০০ যানবাহন পুড়েছে; এগুলো কি শেখ সাহেব ও জেনারেল জিয়া করেছেন?

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২২

সেয়ানা ০১ বলেছেন: আমেরিকায় বসে আপনি আামলীগ সরকারের কাছ থেকে বেতন নিচ্ছেন, সে_ই টাকাটা আাসছে গরীব মানুষের পকেট থেকে, সব ব্লগারদের জানার ওধিকার আছে আপনি কি কাজের বিনিময়ে আমেরিকায় বসে বাংলাদেশী বেতন নিতেছেন!!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫০

চাঁদগাজী বলেছেন:


আমি আওয়ামী লীগ, আপনার বাবা, বা কারো টাক নিই না; আমি কাজ করি, বেতন পাই; আমি প্রফেশানেলী ইন্জনিয়ার

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২০

সেয়ানা ০১ বলেছেন: আপনি আগের পোস্টে বলেছেন যে আপনি আমেরিকায় বসে বাংলাদেশ থেকে বেতন পান, কেমনে ?? ব্লগিংয়ের নামে আপনি কি করছেন আামাদের জানা দরকার !!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩২

চাঁদগাজী বলেছেন:


ব্যক্তিগত অনেক কিছু প্রশ্ন করা কালচারের বাহিরে; আপনি মগের দেশের মানুষের মতো।

হাজারো ব্লগারের মতো, ব্লগিং আমার ভালো লাগে। আপনি কিছু একটা লিখুন, তখন বুঝবেন।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৬

চাঁদগাজী বলেছেন:


আমার ব্লগিং'এর জন্য কেহ আমাকে পয়সা দেয় না; গালাগালি করে; ব্লক করে।

আমি প্রফেশালেন চাকুরী করি, সময় পেলে ব্লগে বসি, পড়ি লিখি, কমেন্ট করি।

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

সেয়ানা ০১ বলেছেন: আপনি ব্লগিংয়ের নামে আমলীগের এজেন্ট, ওনলাইন প্রোপাগান্ডা চালাচ্ছেন| সবাই জানুক আপনি আমলীগের পেইড এজেন্ট.।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩০

চাঁদগাজী বলেছেন:


আমি চাই আওয়ামী লীগ ৬ দফা ও বাকশাল অনুযায়ী বাংলাদেশের মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ঘটাক; এবং ৬ দফা ও বাকশাল, ও বাংলাদেশ বিরোধীদের ব্যবসার অবসান ঘটাক।

যেহেতু আমি চাই ৬ দফার সমতুল্য প্রোগ্রাম চালু হোক, বাকশাল কার্যকরী করা হোক; আওয়ামী লীগ আমাকে ভালোবাসার জন্য বসে নেই; আওয়ামী লীগ বাকশাল'কে বিএনপি থেকেও বেশী ভয় পায়।

আপনার আচরণ ব্লগারের পর্যায়ের নয়।

আপনার পোস্ট নেই; কিছু লিখুন; তখন আপনাকে বুঝতে সহজ হবে।

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:২৯

ই হক মুরাদ বলেছেন: ক্ষমতায় থাকার জন্যে বিরোধী দলকে জঙ্গি হিসেবে-ত অনেকদিন ধরেই প্রচারনা চালানো হচ্ছে। আবার এই জঙ্গি দমনে অন্য দেশের সহযোগিতাও চেয়েছেন।
বিদেশীরা তাহলে এই বার বিশ্বাস করছে।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


বাংলােশের কোন নেতা বা সরকারী লোকের রাজনৈতিক কোন ভাষ্য পশ্চিমের দেশগুলো গ্রহন করে না; তাদের নিজস্ব মানুষ আছে; ফলে, আপনি নিশ্চিন্ত হোন যে, শেখ হাসিনা বা খালেদার কথায় অস্ট্রেলিয়া, বা আমেরিকা কিছু করছে না।

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫০

সেয়ানা ০১ বলেছেন: বলছিলাম না, আাপনি ব্লগার নামের আওয়ামী এজেন্ট !!! আপনি চান আওয়ামী লুটেরা লীগ আবার দেশে বাকশাল চালু করুক ??!! দেশটা কি আমলীগের বাপের ?? ওরা লুট-পাট কারবে, ধর্ষন করবে, বাকশাল চালু করবে ??

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:

আওয়ামী লীগ শেখ সাহেবের বাকশাল বিরোধী।
শেখ সাহেবকে বাকশালের কারণে হত্যা করায়, আওয়ামী লীগের বেশীর ভাগ, শেখ সাহেবের হয়ে কোন বক্তব্য দেয়নি।

আমি বাকশাল চাই।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


মানুষ কেন বাংলাদেশ এনেছেন, এ ব্যাপারে আপনার ধারনা নেই।
আপনার জানা নেই, কারা বাংলাদেশ চায়নি।
আপনার জানা নেই কোন বাংগালীরা পাকীদের হয়ে বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করে পরাজিত হয়েছে।
আপনার জানা নেই, ৬ দফা কিভাবে সব বাংগালীকে এক করেছিল।
আপনার জানা নেই, শেখ সাহেব কেন বাসকশাল করেছিলেন।
আপনার জানা নেই, বাকশালকে উৎখাত করতে কারা শেখ সাহেবকে হত্যা করেছে।
আপনি ৫ম শ্রেণীর বাচছার মতো মন্তব্য করছেন।

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪১

সেয়ানা ০১ বলেছেন: দেশের মানুষ বাকশাল কায়েমের জন্য দেশ স্বাধীন করছে ? আমি বাকশাল দেখেছি, আামি কঁচি খোকা না| মুজিব ও বাকশাল দুইটাই আস্তাকুঁড়ে|

আমিরেকিয়ার বইসা বইসা বাংলাদেশের পয়সা খাইবেন, আর আমলীগ দেশে বাকশাল কায়েম করবো, ব্লগে বইসা সেই সব প্রোপাগান্ডা চালাইবেন তা হবে না|

আমলীগ গত ৭ বছরের কয়টি ব্যাংক লুট করেছে ?
শেয়ার বাজার থেকে কত কোটি লুট করেছে ?
কুইক রেন্টাল থেকে হাসিনা মাসে কত বিদেশে পাচার করছে ?
ভিওআইপি থেকে মাসে জয় কত লুট করছে ?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৩

চাঁদগাজী বলেছেন:


বাকশাল আপনি তো দুরের কথা, ড: এমাজুদ্দিনও বুঝার ক্ষমতা রেখে না।

সরকার ও আওয়ামী লীগ কত টাকা লুট করছে, তা মানুষ দেখছে, সেগুলো বিচার হবে।
শুধু শেখ সাহেবের নামটি বাংগালীরা মনে রাখবেন; সাথে থাকবেন শরে বাংলা ও মওলানা ভাসানীর নাম; বাকী সব মুছে গেছে।

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১০

সেয়ানা ০১ বলেছেন: কম্বল চুরির কথাও মানুষ মনে রাখবে !!

১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: নাম দিয়েছে সেয়ানা, অাদতে অাস্ত একটা বলদ! ও কী করে বুঝবে বাকশাল কী, এবং কেন করা হয়েছিল? শেখ মুজিবের অনেক ত্রুটি ছিল, এর জন্য উনার সমালোচনা করা যায়; কিন্তু উনাকে অচ্যুত ভাবা যায় না, উনাকে অস্বীকার করা যায় না! দেশের জন্য উনার অবদান কী শিক্ষিত লোক, এমনকি নিরক্ষররা জানে; পাপীস্তানের কুকুররা ছাড়া! যে দুর্মুখ মুজিবকে অাস্তাকুঁড়ে ফেলতে চায়, এই উন্মাদের কাছে বেশি কিছু অাশা করা বোকামো!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৭

চাঁদগাজী বলেছেন:


যারা মুক্তিযুদ্ধে পরাজি্ত হয়েছে, তারা, তাদের স্বজনরা ও সাপোর্টাররা শেখ সাহেবের নামে কিংকর্তব্যবিমুঢ হয়ে যায়।

১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪১

সেয়ানা ০১ বলেছেন: উপড়ে ভারতের আরএসএস দালালকে বলছি, গালাগালি শুরু করলে তোমার মা-মাসী কেউ বাদ থাকবে না, সাবধান !

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:
কি রকম গালাগালি জানেন, তা নিয়ে একটা পোস্ট দেন; এ ব্লগের লোকেরা আজকাল গালাগালি ভুলে গেছে দেখছি।

১৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৯

সেয়ানা ০১ বলেছেন: সে আমারে গালি দিছে, আপনি কিছু বলছেন তারে ??

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৭

চাঁদগাজী বলেছেন:


কোন ব্লগারকে অন্য ব্লগারের হয়ে, কিছু বলা শোভা পায় না।

তদুপরি, গালাগালি সব সময় ব্লগিং'এর অংশ ছিল।

১৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৫

সেয়ানা ০১ বলেছেন: লেখক বলেছেন: গালাগালি সব সময় ব্লগিং'এর অংশ ছিল...........!!

ওহ, সাধু নামের কীট যেহেতু আপনার চামচামি করছে আর আমারে গালি দিছে এখন গালাগালি সব সময় ব্লগিং'এর অংশ??

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৮

চাঁদগাজী বলেছেন:


আপনি হয়তো ব্লগে নতুন; গালি এখানকার পুরাতন বিনোদন।

আমাকে গালি দেয়, আমি গালি দিই; গালি আমার কাছে সমসয়া বলে মনে হয়নি কোনদিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.