![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
গত ৩৩ বছর বাংলাদেশ চালয়েছে জে: এরশাদ, খালেদা জিয়া ও শেখ হাসিনার সরকার; তারা আজও ক্ষমতার মুল নিয়ণত্রক; এই ৩৩ বছরে:
--৫ কোটী বাংগালী দেশের বাইরে কাজ করেছেন; দেশের জন্য 'হার্ড কারেন্সী' আয় করেছেন; এদের ৯০% ভাগই ছিল 'অদক্ষ' শ্রমিক।
--২/৩ কোটী গার্মেন্ট শিল্পে কাজ করে, 'হার্ড কারেন্সী' আয় করেছেন; এরা মোটামুটি জীবনে লেখাপড়ার সুযোগ পাননি; কাজ করার সময় সঠিকভাবে পরিবার চালানোর মতো বাসস্হান কারো ছিল না; প্রায সবাই 'নিম্নতম' বেতনে চাকুরী করেছেন।
--৪০% মানুষ ভুমিহারা হয়েছেন।
--ভুমির দাম বেড়েছে হাজার থেকে, কয়েক হাজার গুণ।
--কৃষি জমি কমেছে ৩৩%।
-জেন জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার সময়, মিলিটারী দেশের ক্ষমটা নিয়ন্ত্রণ করেছে।
--সরকারী ইউনিভার্সিটির সীট না বাড়ায়ে, প্রাইভেট ইউনিভার্সিটি করেছে ৮৩টি, যেখানে শিক্ষার মান খুবই নীচু, টিউশন হাজার গুণে বেশী।
--বৈদেশিক কর্ম সংস্হনের মন্ত্রী আছে, দেশে কর্ম সংস্হানের মন্ত্রী নেই।
-সব মানুষ শহরমুখী হয়েছে; ঢাকা, চট্টগ্রামে জলাবদ্ধতার সৃস্টি হয়েছে।
--যানযটে মানুষ গড়ে দেড় থেকে ২ ঘন্টা হারায় ঢাকা শহরে দৈনিক।
--পার্লামেন্ট কখনো স্বাভাবিকভাবে কাজ করেনি।
--শুধু সরকারী দলের জন্য বিনিয়োগের সুযোগ সৃস্টি করার ফলে, ভারী শিল্প গড়ে উঠেনি।
--মুলধনের মালিকেরা মুলধনের একাংশ বাহিরে নিয়ে যায়।
-- বিরাট অংকের কালো টাকা অলস হয়ে রিয়েলস্টেটে চলে যায়।
--সরকারী ব্যাংক থেকে প্রতি বছর ৩/৪ বিলিয়ন ডলার ডাকাতী হয়।
৩৩ বছর পর, বয়সের কারণে এই ৩ জনের সরে যাওয়া দরকার।
০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১০:২৬
চাঁদগাজী বলেছেন:
আধুনিক ক্রীতদাস ব্যবসার মন্ত্রনালয়।
২| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১০:২৪
অগ্নি সারথি বলেছেন: এই দোষ তো তাদের না ভাই, দোষ আমাদের। মার্কাগুলো আমাদের রক্তে মিশে গেছে যেন।
০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১০:৩১
চাঁদগাজী বলেছেন:
দোষ মানুষের নয়, মানুষকে কৌশলে শিক্ষা থেকে দুরে রাখা হয়েছে; আজকে, গার্মেন্টস এর কোন মেয়ের বাচ্ছা প্রাইভেট ইুনিভার্সিটিতে পড়টে পারবে না; পয়সাওয়ালার বখাটে ছেলেমেয়েরা নাম লিখয়েই সার্টিফিকেট পাচ্ছে।
৩| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১০:৩১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ৩৩ বছর পর, বয়সের কারণে এই ৩ জনের সরে যাওয়া দরকার।
মাঝে মাঝে মনে হয় মরে যাওয়াও দরকার.......অনেক ফিৎনার অবসান হবে
@অগ্নি সারথি: মার্কাতে আপত্তি নেই,কিন্তু মাথা বড্ড যন্ত্রনা দিচ্ছে
০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৯
চাঁদগাজী বলেছেন:
এদেরকে পার্টির সভাপতি পদ ছাড়তে হবে; এত বছর পার্টি প্রধান থাকা মোটামুটি জাতির বিরুদ্ধে অপরাধের সমান।
৪| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৬
গেম চেঞ্জার বলেছেন: চোখে না পড়া গুরুত্বপুর্ণ কিছুই লিখেছেন। আমি তো মনে করি বাস্তবের বিস্তৃতি অনেক বেশি।
০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৪
চাঁদগাজী বলেছেন:
সবকিছু যোগ বিয়োগ করলে, আমরা সমসাময়িক বিশ্ব থেকে পেছনে থেকেই যাচ্ছি, যা হওয়ার কথা নয়।
৫| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৭
সুলতানা রহমান বলেছেন: যদি এমন নিয়ম হতো যে দুইবারের বেশি কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেনা...
তাহলে খুব ভাল হতো।
০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:১০
চাঁদগাজী বলেছেন:
এ ধরণের ভাবনা পার্লামেন্ট থেকে আসতে হবে; কিন্তু আমাদের কোন এমপি কোন ধরলের বিল আনেনি ৪৪ বছর; পার্লামেন্ট অচল।
৬| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৮
সুলতানা রহমান বলেছেন: যদি এমন নিয়ম হতো যে দুইবারের বেশি কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেনা...
তাহলে খুব ভাল হতো।
৭| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:০৫
সেয়ানা ০১ বলেছেন: হাসিনাকে আগে বিচারের আওয়তায় আনতে হবে, গুলিস্হানের মোড়ে !!
০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:১২
চাঁদগাজী বলেছেন:
আপনি ওখানে নিয়ে আসেন, বিচারে আমিও উপস্হিত থাকবো। পড়ালেখা না করলে, অবাস্তব ভাবনা জীবনের সাথী হয়ে যায়।
৮| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:১৪
কলাবাগান১ বলেছেন: "--বৈদেশিক কর্ম সংস্হা মন্ত্রী আছে, দেশে কর্ম সংস্হানের মন্ত্রী নেই"
০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৯
চাঁদগাজী বলেছেন:
এগুলো বড় বড় অপরাধের সামিল।
৯| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৪
নতুন বলেছেন: পরাই সত্য কথা বলেছেন।
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১:০৬
চাঁদগাজী বলেছেন:
১৯৭০ সাল থেকে বিশ্ব এক অপুর্ব বুৎপত্তি দেখেছে "জ্ঞান" এর ক্ষেত্রে; বাংগালীরা সেই সুযোগ নিতে পারেনি এই ৩ জনের জ্ঞানের অভাবের ফলে।
১০| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১:১২
নতুন বলেছেন: নাসায় গবেষনা করে মঙ্গলের পানি দিয়া সৌচ কম` করা নিরাপদ কিনা।
আর আমরা গবেষনা করি মুক্তিযোদ্ধা/রাজাকার/আস্তিক/নাস্তিক নিয়া।
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১:৩৫
চাঁদগাজী বলেছেন:
শিক্ষক ও ছাত্ররা মিলে গবেষনা করার কথা; গবেষনার জন্য সরকার কোনদিন টাকা দেয়নি; তাই ছাত্ররা দেশ চালায়(ছাত্রলীগ, ছাত্রদল, শিবির), গাড়ী ভাংগে; পরার কথা বললে, মেডিক্যালে পড়বে বললে পুলিশ পিটায়;।
কারো কারো মা বাবা প্রশ্নপ্ত্র কিনে ১৫ লাখ টাকা দিয়ে; গার্মেন্টস'এর ১ কর্মীর লাগে ২৫ বছর ১৫ লাখ টাকা বেতন পেতে।
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১:৩৬
চাঁদগাজী বলেছেন:
আমাদের ছেলেদের গবেষণার সুযোগ করে দিটে হবে, আমাদের নিজের খরচে।
১১| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১:৪৬
নতুন বলেছেন: বাবা মা বাচ্চাদের ১৫লক্ষটাকা দিয়ে প্রশ্নপত্র কিনে দেয়!!!
এরা কেমন বাবা মা? কি শেখায় বাচ্চাদের?
০২ রা অক্টোবর, ২০১৫ রাত ২:২৯
চাঁদগাজী বলেছেন:
এরশাদ, খালেদা জিয়া ও শেখ হাসিনার শাসনে দেশ চলার পর, সরকারের সাথে সাথে সাধরণ মানুষ দুর্নীতিপরায়ন হয়ে গেছে।
১২| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৩:১৪
চাঁনপুইরা বলেছেন: """বালা বালা কতা কন মিয়াঁ ভাই, খুবই বালা পাই। কিন্তু কতা অইল মেজাজ খারাপ অয় যহন দেহি এক লাইন দরকারি কতা লেইখা এর পরের পাঁচ লাইন জুইরা পেচাল পারেন কেন আমাগো হাসু বিবির শাসন দরকার"""" ।
মুল কথা হল - উপরের বক্তব্য যদি আপনার মনের কথা হয় এবং যা বলছেন তা যদি বিশ্বাস করেন তা হলে দেখুন আমার মতের সাথে আপনি একমত কি না , ---------
''বাংলাদেশ এই মুহূর্তে স্রেফ দুই ভাগে বিভক্ত। সেনা শাসক এরশাদের আমল থেকে দেশ ও দেশের রাজনীতি সম্পর্কে জানা ও বোজার শুরু। তখন ও দেখিনি এই বিভক্তি। শেখ হাসিনা তার শাসন আমলের প্রথমে বিভক্তির এই কাজটি শুরু করলেও বিভাজনের রেখাটি ততটা স্পষ্ট ছিল না যা এই বার মানে ২০০৮ এ ক্ষমতায় এসে খুব সফল ভাবেই সম্পন্ন করতে পেরেছেন। স্বাধীনতার পক্ষ শক্তি আর বিপক্ষ শক্তির বিভাজনের নামে সৃষ্টি করেছেন তাবেদার আর চামচা গুষ্ঠির , মুক্তিযুদ্ধের চেতনাধারির নামে পয়দা করেছেন এক ভয়ংকর সুবিধাবাদী লুটেরা শ্রেণীর এবং এর সবই মোটা দাগে নিজের ক্ষমতা দীর্ঘাইতো করার উদ্দেশে। সমসাময়িক কালের যে কোন সার্বজনীন সমস্যা নিয়ে কিছু বলা মাত্রই কোন কারন ছাড়াই সংশ্লিষ্ট ব্যক্তিকে সেই ভয়ংকর বিভাজনের গেঁড়া কলে পরতে হয়। আর এই বিভাজন জাতিকে সর্বনাশের কোন পরজাএ নিয়ে যাবে তা কে জানে ? তাই বলব এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ক্ষতিকর প্রাণীটির নাম হচ্ছে 'শেখ হাসিনা ( বাকী দুজন ও অবশ্যই ক্ষতিকর)।""""
০২ রা অক্টোবর, ২০১৫ ভোর ৫:৩৯
চাঁদগাজী বলেছেন:
যেহেতু দেশে যা হচ্ছে, তা ছোট একটা গোস্টীর ভালোর জন্য হচ্ছে; বাকী সবার ক্ষতি হচ্ছে।
যেহেতু বাংগালীরা ২/৩ বছরের বেশী সময়ের ইতিহাস মনে রাখতে পারে না; এবং যেহেতু, এখন শেখ হাসিনা এখন ক্ষমতায়, উনি সবকিছুর জন্য দায়ী।
১৩| ০২ রা অক্টোবর, ২০১৫ ভোর ৬:৩৬
চাঁনপুইরা বলেছেন: বাংলায় যেহেতু লিখেন, সেহেতু বলা যায় বাংলা বোঝেন ও । পরিষ্কার ভাষায় বলেন , কোন আইনস্টাইন মার্কা দার্শনিক ভাষায় নয়- যে বিভাজনের কথা বলছি সেটা সঠিক কি না এবং এর জন্য শেখ হাসিনা দায়ী কি না ?
আর নিজেকে তো মুক্তিযোদ্ধা হিসেবে দাবী করেন- যুদ্ধ করে কি দেশ স্বাধীন করেছিলেন" ছোট একটা গোস্টীর ভালোর জন্য" না কি সবাই মিলে ভাল থাকার জন্য ?
০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ৭:১১
চাঁদগাজী বলেছেন:
দেশের মানুষ ১৯৭১ সালেই ভাগ হয়ে গেছে।
মুক্তিযোদ্ধারা যাতে দেশ চালাতে না পারে, সেটার ব্যবস্হা হয়েছে ১৯৭২ সালে।
১৪| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বৈদেশিক কর্ম সংস্হা মন্ত্রী আছে, দেশে কর্ম সংস্হানের মন্ত্রী নেই।
চমৎকার বলেছেন !
০৩ রা অক্টোবর, ২০১৫ ভোর ৬:১০
চাঁদগাজী বলেছেন:
আধুনিক জাতিি মানে ফ্রি এডুকেশন ও চাকুরী সৃস্টি
১৫| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৩
কিরমানী লিটন বলেছেন: "--বৈদেশিক কর্ম সংস্হা মন্ত্রী আছে, দেশে কর্ম সংস্হানের মন্ত্রী নেই"
সহমত ...
শুভকামনা!!!
০৩ রা অক্টোবর, ২০১৫ ভোর ৬:১০
চাঁদগাজী বলেছেন:
ক্রীতদাস বিক্রয় করে সবাই আনন্দে আছেন।
১৬| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৭
SohanX বলেছেন: Ato kisu pan kothai . sara din boi poren ?
১৭| ১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
চাঁদগাজী বলেছেন:
মোটামুটি পড়ি।
১৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯
স্ট্রিঙ্গার বলেছেন: নতুন এবং পুরাতন ব্লগারদের জন্য আজকে বিশেষ নাটকের সুচনা পর্বে হাজির করবো একজন সিতারা-এ-ছাগু পদকপ্রাপ্ত বাল ক্যাটাগরীতে নিজেকে উন্নীত করতে সাফল্যের সাথে সক্ষম হওয়া সেলিব্রিটি বালগার পাদ্গাজী কে। যারঃ
প্রধান খাদ্যঃ কাঠালপাতা (পাকিস্তানী ঔরসজাত নামীদামী ছাগল বইলা কথা। প্রিয় না হইয়া যাবে কই?)
প্রধান শখঃ যেইখানে সেইখানে ল্যাদানো (ছাগলের যা কাজ, সর্বজনবিদিত)
প্রিয় ডাকঃ বকবক চকচক (ব্লগে এই ডাক না দিলে উনার পেটে গ্যাসের সমস্যা হয় )
প্রিয় সঙ্গীনিঃ জনৈকা মুরগী (তাই উনি কমেন্টে থাইকা থাইকাই মুরগী শব্দটি ব্যবহার করেন প্রেয়সী মুরগীকে মনে করার আপ্রান চেষ্টায়। পোস্টকারী সবাই উনার চোখে ধরা দেয় মুরগী রুপে)
প্রিয় শব্দঃ পায়খানা ( যেই জিনিসটা উনি মুখে নিয়া বইসা থাকেন, মুখ দিয়া উগড়ান এবং আরেকটা অন্যতম প্রিয় শব্দ। পায়খানা না হইলে উনার চলেই না । কথায় আছে, যার মনে যা, ফাল দিয়া উঠে তা। )
স্বেচ্ছাশ্রমের ভিত্তিকে নিরলসভাবে করা কাজঃ বানান ভুল ( এই বানান ভুল ধরার কাজেও উনি বিশেষ পারদর্শী, আর এইটা ধরানর কাজেও উনি একের পর এক ভুল বানান পশ্চাদদেশ দিয়া প্রসব করতেই থাকেন। )
প্রিয় পোষাকঃ বাল ছাল (বাল ছাল বলতে বলতে আর ছিড়তে ছিড়তে উনার সব বাল ছালই উঠাইয়া ফেলছেন। সেইটা দিয়া বানাইয়া ফেলছেন পোষাক। উনি খুব প্রকৃতিপ্রেমীও কিনা। )
প্রিয় যুগঃ বর্বর + প্রস্তর যুগ (উনার ধারনা ব্লগারেরা প্রায় সবাই বর্বর যুগে বাস করে। নিজে সেইযুগের মায়া কাটাইতে পারেন নাই তো, তাই বোধ হয় )
প্রিয় ধারনাঃ ব্লগের সবাই গর্ধব, মগজবিহীন। ( পাকী বীর্য্য পরিপুর্ন মগজ দিয়া অন্যের মগজের আন্দাজ লাভ করা উনার পক্ষে অসম্ভব কিনা )
মুক্তিযুদ্ধের কিছু ব্যাপার সম্পর্কে ঐতিহাসিক দাবীঃ ক্রেক প্লাটুন ম্লাটুন সম্প্রতি যুক্ত করা শব্দ, এইসব কিছু ছিলো না। (এবং রুমির মাথায়ও নাকি মগজ ছিলো না, তাই মারা গেছেন )
জেড ফোর্স বলে স্বাধীনতা যুদ্ধে কিছু ছিল না। উহা আগস্টেই বাতিল হয়। ( যা উনার মত নীলক্ষেত সার্টিফায়েড কিছু ছাগু ছাড়া আর কেউ জানতো না। কারন উনি নিজেরেও জেডের মুক্তিযোদ্ধা দাবী করেন। যেই ফোর্স ছিলই না উনার মতে, ওই ফোর্সের মুক্তিযোদ্ধা হয় কিভাবে? )
শেখ সাহেব মুক্তিযোদ্ধাদের অবদান বুঝতে পারেন নাই। (সবকিছু যেহেতু এই ছাগু বুইঝা বইসা ছিলো, অন্যরা বুঝবার মত কিছু বাদ রাখেন নাই তো উনি )
হ্যা ভাইলোগ, ইনি সেই বিখ্যাত ইস্টার কালাকার বলগার পাদগাজী, যার এক পোস্টের পর পর আমাদের জনপ্রিয় আরেক ব্লগার হাসান ভাই লিখেছিলেন শ্বাশত এক বানী যার বাইরে উনার ব্লগিঙ্গকে অন্য কোন উপমায় বিশেষিত করবার কথা আপাতত মাথায়ই আসতেছে না।
"
হাসান কালবৈশাখী বলেছেন:
মদ্যপান, ... বিষন্নতা ..... অবশেষে একটি 'বালপোষ্ট'
"
হ্যা ভাইয়েরা আমার, বোনেরা আপনার, আপনাদের সামনে ধীরে ধীরে উপস্থাপন করা হবে নাটকের পরবর্তী পর্ব সমুহ। সংক্ষিপ্ত পরিচিতির বাইরে যার মাধ্যমে আপনারা জানতে সক্ষম হবেন ধর্ম সম্পর্কে উনার বিখ্যাত উক্তিসমুহ। কিভাবে কবিতা পইড়া উনি বইলা দিতে পারেন কারো চেহারা গাধার মতন, আওয়ামীরা জানতে পারবেন উনি তাদের নেত্রী হাসিনা সম্পর্কে কি বলছেন, খালেদার ব্যাপারে আমার কোন বক্তব্য নাই, একটূ ঢু দিলেও এই ব্যাপারে ভালোই জানবেন। এই ব্যাপারে উনি ভালোই লিখেন, উপভোগ্য।
অপেক্ষায় থাকুন। স্টে টিউনড ফর দ্যা নেক্সট এপিসোড
আইডি ইন একশন (৩/৭০), দুইটা ব্লক খাইছে। ১০ টা পাইপলাইনে।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১০:১৮
প্রামানিক বলেছেন: বৈদেশিক কর্ম সংস্হা মন্ত্রী আছে, দেশে কর্ম সংস্হানের মন্ত্রী নেই।
উচিৎ কাথাই বলেছেন। ধন্যবাদ