নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

"চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ" পুরস্কার পাওয়া দেশে বাস করছি আমরা ১৭ কোটী

০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ৭:০৭

ঢাকা 'বসবাসের অযোগ্য' শহর, ইটের ভাটার ধুয়ায় শিশুরা শ্বাস নিতে পারছে না, শীতলক্ষ্যা নদীর পানি গায়ে লাগলে সাথে সাথে সারা গায়ে এলার্জি ছড়ায়ে পড়ে, পৃথিবীর সব ভাংগা বাস, ট্রাক আমদানী করছে বাংলাদেশ, কাপড়ের রং এর সব বজ্য নদীতে, মাছ-ফল-শাক-সবজীতে ফরমালিন, গাড়ীর ধুয়ায় শিশা, সবজীতে কীট নাশক, কোনটা খাবার তেল, কোনটা গাড়ীর তেল, কেহ জানে না; পাহাড় কেটে খাল বানাচ্ছে, খাল ভরাট করে বাড়ী তুলছে; এদিকে তুরাগ নদীর নাম আছে, কাজে নেই, ক্যামিক্যাল ফ্যাক্টরী সমুহের বজ্য নদীতে বা খালে; সব মিলে ক্যনসারের রাজধানী বাংলাদেশ; ষেই দেশ পেয়েছে, পরিবেশে সংরক্ষণে "চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ" পুরস্কার; সেটার জন্য শেখ হাসিনাকে রাস্তায় সমবর্ধনা দেবেন ১ লাখ মানুষ।

নরওয়ে, হল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মানীর লোকেরা সপ্তাহে কমপক্ষে ১ দিন গাড়ী চালানো বন্ধ করেছে; নিজেদের দেশকে স্বর্গে পরিণত করেছে; তারা পুরস্কার পায় না।

আমাদের ঢাকার রাস্তা পরিস্কার করে বিদেশীরা; আমাদের লোকেরা রাস্তার উপর প্রস্রাব করছে সবার সামনে; সব মিলিয়ে আমাদের জরিমানা করার কথা।

পুরস্কার দেয়া হয়েছে আমাদিগকে উৎসাহিত করার জন্য; যাক, পুস্কারের কথা ৩ দিনে ভুলে যাবে মানুষ। মানুষের হয়ে, শেখ হাসিনা পুরস্কার নিয়েছেন ভালো কথা; উনার উচিত, মানুষদের ডেকে এ পুরস্কার হস্তান্তর করা, মানুষকে সমবর্ধনা দেয়া; সাথে প্রতিটি মানুষকে মাসে একদিন দেশ পরিস্কার করার দায়িত্ব দেয়া।

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ৭:১৮

সেয়ানা ০১ বলেছেন: হাসিনা আগেরবার টাকা দিয়া পিএইচডি কিনতো , এই বার শুরু করছে পদক কেনা !! ঐ সব বালের পদক কলার খোসার চেয়েও বাতিল জিনিষ!

০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ৭:৩৫

চাঁদগাজী বলেছেন:

জাতি সংঘের পদক কিনতে পাওয়া যায় না। আপনি কম বুঝেন

২| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ৭:২৮

সেয়ানা ০১ বলেছেন: "চ্যাম্পিয়ন অব দ্যা থীফ" !!

০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:


পুরস্কার শেখ হাসিনা পাননি,মনে হয়; পেয়েছে বাংলাদেশ?

৩| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ৮:০৯

সেয়ানা ০১ বলেছেন: ঐ পুরস্কার পাওয়ার ১ টা কারন দেখান !!

০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশকে বুড়িগংগা ও পাহাড় কাটার জন্য জরিমানা করার দরকার।

রাস্তায় শিশু ঘুমায়, এ জন্য শেখ হাসিনার বিচার হওয়ার দরকার।

৪| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৯

ঢাকাবাসী বলেছেন: ড. মোমেন মানে মুহিতের ভাই এটা টাকা দিয়ে যোগার করেছে বলে গুজব!

০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:


ওখানে টাকা চলে বলে মনে হয় না; তবে, মোমেন সাহেব ভালো লোক নন; আামী ভোটে উনি সিলেট থেকে নির্বাচিত হবেন

৫| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১০:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তিনিই তো আবার টিপাইমুখ বাঁধ করতে রইছিলেন!

০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৬

চাঁদগাজী বলেছেন:


টিপাই ভারত করবে অর্থনৈতিক কারণে; বাংলাদেশের দরকার, ভারতের সাথে কাজ করা যাতে বাংলাদেশের ক্ষতি না হয়।

৬| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৩

জল ও ছবি বলেছেন: যারা পুরস্কার দিয়েছেন তাদেরকে ঢাকার বুড়িগঙ্গা নদী দেখালে আমার বিশ্বাস পুরস্কার প্রত্যাহার করে নিবে।

০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৬

চাঁদগাজী বলেছেন:



ওরা হয়তো জানে; তারপরও জাতিকে উৎসাহিত করছে।

৭| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৬

অগ্নি সারথি বলেছেন: "চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ" পুরস্কারডা ক্যান দিসে হ্যাতেরা বোজে নাই।

০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:


এসব পুরস্কার নেয়ার লোক নেই, মনে হচ্ছে।

৮| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৭

দিশেহারা আমি বলেছেন: ভালো বলেছেন।


জুড়ি বোর্ড অবাক হয়ে, উপহাস করে, আমাদের এই উপমহাদেশে কিছু সান্ত্বনা দিয়ে থাকেন, যাকে আমরা পুরষ্কার বলি।

নোবেল ডক্টর ইউনুস ( বাংলাদেশ),নোবেল মালালা ইউসুফ (পাকিস্থান) অস্কার Slumdog Millionaire & lagaan ( ইন্ডিয়া) । বর্তমান বিশ্বে এও কি সম্ভব B:-) ক্যাটাগরিতে পুরষ্কার পেয়েছে।

চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ ও সেই ধরনের পুরষ্কার।

দুনিয়াতে তাকে আর কিছু দেবার সুযোগ নেই। এবার তাকে মঙ্গল গ্রহে পাঠানো হউক। B-)

০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:


আসলেই তাই

৯| ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৩

আমি আবুলের বাপ বলেছেন: ক্ষমতায় থাকা অবস্থায় উগান্ডার সাবেক প্রেসিডেন্টের নাম ইদি আমিনের উপাধী ছিলো 'হিজ এঙ্েেলন্সি প্রেসিডেন্ট অব লাইফ, ফিল্ড মার্শাল আলহাজ ডক্টর ইদি আমিন বিসি, ডিএসও, এমসি, লর্ড অব অল দ্য বিস্টস অব দ্য আর্থ এন্ড ফিসেস অব দ্য সি এন্ড কনকুয়েরর অব দ্য ব্রিটিশ ইম্পিয়ার ইন আফ্রিকান জেনারেল এন্ড উগান্ডা ইন পার্টিকুলার।' যার অর্থ দাঁড়ায়, 'উগান্ডা তথা আফ্রিকায় ব্রিটিশ আধিপত্য ক্ষুণ্নকারী, দুনিয়ার সব পশু এবং সাগরের মৎস্যকুলের অধীশ্বর মহামান্য আজীবন প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আলহাজ ডক্টর ইদি আমিন ভিসি, ডিএসও এমসি।
তার পতনের পর তাকে স্বৈরাচারী ইদি আমিন নামেই মানুষ চেনে

০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:


এটাই বর্তমানের ইতিহাস

১০| ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২২

নতুন বাঙ্গাল বলেছেন: আচ্ছা বারাক ওবামা যদি শান্তিতে নোবেল পাইতে পারে, তাহলে শেখ হাসিনার "চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ" পুরস্কার পাওয়া কি খুব অসম্ভব রকমের কিছু। আসলে এগুলা হল সান্তনা পুরস্কার টাইপ আরকি, একটু হাতে রাখা, খুশি রাখা, সাথে রাখা টাইপ আমেরিকান চাল।

০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:


ওবামা যুদ্ধ বাড়ায়নি, কমাতে চেস্টা করেছেন।

১১| ০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

প্রামানিক বলেছেন: আর কিছু না হোক ডিগ্রীর খাতা তো ভরতেছে এটাই আমাদের গর্ব।

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:১৩

চাঁদগাজী বলেছেন:



বিরক্তিকর হয়ে যাচ্ছে।

১২| ০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

গোধুলী রঙ বলেছেন: এইগুলা দেয় কারা, এরা কি কোন রিনাউন্ড অর্গানাইজেশন এই সব পদক দেবার ক্ষেত্রে, নাকি লবিং করে পায়!!

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:


এটা ইউএন পুরস্কার, লবিং আছে কিছুটা

১৩| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: এসব পুরস্কার নেয়ার লোক নেই, মনে হচ্ছে।
এইটাই আসল কথা
কাজের লোকের ফালতু কামে সময় নাই

০৩ রা অক্টোবর, ২০১৫ ভোর ৬:০৮

চাঁদগাজী বলেছেন:

মারকেলেরা এসব পুরস্কারের টাকা যোগান দেয়।

১৪| ০৩ রা অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫৪

রাফা বলেছেন: সব মন্তব্য দাতার এবং লেখকের সমস্যা মনে হয় পুরস্কার শেখ হাসিনা পাইলো কেনো ,তাই ঝামেলা আছে এই পুরস্কারে।
সলিম উদ্দিন অথবা কলিম উদ্দিন পাইলে সবাই বলতো দেশের মূখ উজ্জল করছে।আসলেই আমরা আহাম্মকের দেশের মানুষ।

আর সব চাইতে বড় কথা শেখ হাসিনা এই পুরস্কার পায়নি পেয়েছে বাংলাদেশ,কিছু সিদ্ধান্ত ও কাজ করার জন্য।

০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


বিশ্বে যেসব দেশ পরিবেশ দুষণ করছে, বাংলাদেশ তআডের শীর্ষ তালিকায়; সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না; তারপরও পুরস্কার আসছে; হয়তো, ওরা চাচ্ছে যে, আমরা পরিবেশে মনোযোগী হই; এটা শেখ হাসিনার কৃতিত্ব নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.