![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আরবদেশে বাংগালী ডাক্তার ও ইন্জিনিয়ারদের ভালো অবস্হা দেখে অদক্ষ শ্রমিক বাংগালীরা বুঝতে পারেন, জীবনে তাঁরা কি হারায়েন; নিউইয়র্কে ডাক্তারদের টাকা দেখে বাংগালী ট্যাক্সী ড্রাইারেরা দীর্ঘশ্বাস ছাড়ে, জীবনে কেন ডাক্তারীটা পড়তে পারলো না; লন্ডনে বাংগালী ডাক্তারদের উঁচু নাকের ছায়ায় হারায়ে যায় বাংগালী রেস্টুরেন্টে শ্রমিকদের সকল আয়োজন।
যারা জন্মেই বুঝেছে যে, মা বাবার কোন সম্পদ নেই, এমনকি ঘুমানোর ঘরটাও নিজের নয়; তাদের সম্পদ কি হওয়ার কথা ছিল? শিক্ষা, শিক্ষা ও শিক্ষা।
সেই শিক্ষাকে তাদের নাগালের বাহিরে নিয়ে গেছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ও জাপা। একজন গার্মেন্টস কর্মী যদি না খেয়ে, না পরে, রাস্তায় ঘুমায়ে ২৫ বছর কাজ করেন, তা'হলে উনার ছেলে প্রাইভেট ইউভার্সিটিতে পড়ে ডাক্তার হতে পারবেন; যা বেটা এবার ডাক্তার হওগে!
ক্যাডট কলেজ থেকে যারা বের হয়ে মেডিক্যাল বা ইন্জিনিয়ারিং শেষ করে, সরকার তাদের পেছনে গড়ে ২০ লাখ টাকা খরচ করে; যারা আরবদেশে অদক্ষ শ্রমিক হিসেবে কাজ করছে, সরকার তাদের পেছনে গড়ে ২/৩ হাজার টাকা খরচ করেছে; আরব যেতে সরকার গড়ে ১ লাখ টাকা ওদের পকেট থেকে নিয়েছে; এরপর ওরা 'হার্ড কারেন্সী' দিয়ে সরকারের বাহবা পাচ্ছে; ঘুরেফিরে ঐ শ্রমিকের ছেলে বাবার মত আরবদের দাস হচ্ছে।
আমাদের জাতীয় প্রফেসর ডা: নুরুল ইসলাম ১৯৪৫ সালে, কলিকাতাস্হ চট্টগ্রাম সমিতির বৃত্তি পেয়ে কলিকাতায় ডাক্তারী পড়েন; মরার আগে চট্টগ্রামে বিশাল প্রাইভেট ইউনিভার্রসিটি স্হাপন করে গেছেন; ডাক্তারী পড়তে কমপকে ২০/২৫ লাখ দরকার; জাতীয় প্রফেসর বটে!
যাদের জমি নেই, মা-বাবা শিক্ষিত নয়, বাবা বিদেশে চাকুরী করে, মা বা বাবা গার্মেন্টস'এ কাজ করে, ও চাষীর ছেলেমেয়েদের ফ্রি পড়ানোর শুরু করা হোক; শেখ হাসিনার সরকারের এই টাকা আছে; তখন জাতিসংগের পুরস্কারের দরকার হবে না; বাংগালীরা পুরস্কার দেবেন।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১১:০০
চাঁদগাজী বলেছেন:
১৭ কোটীর মাঝে ১২ কোটীর কিছুই নেই; তাদের থাকার জায়গা, খাবার, চিকিৎসা, সব ধরণের ভরণ পোষণ আসতে হবে চাকুরী থেকে; তারা 'অদক্ষ শ্রমিক' হবে, নাকি প্রফেশানেল হবে?
তাদের প্রফেশানেল করতে হবে সরকারকেই।
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১১:১০
ঢাকাবাসী বলেছেন: এ সরকারের মন্ত্রী এমপি নেতাদের দরকার খালি টাকা, শিক্ষিত মানুষ তো দরকার নেই! শিক্ষিত বেশী হলে মুস্কিল আছে না?
০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১১:২২
চাঁদগাজী বলেছেন:
এমনকি ১৯৭২ সালেও শিক্ষিত মানুষের ভয়ে ছিলেন জাতির পিতা ও জাতির ১ম প্রাইম; বেকুব আর কাকে বলে?
এখন ব্যুরিক্রেট ও সরকারের প্রশাসন চাচ্ছে না যে, মানুষ পড়ালেখা করুক।
৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১১:১৭
অগ্নি সারথি বলেছেন: কিচ্ছু কওনের নাই। চুপ যাই।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১১:২২
চাঁদগাজী বলেছেন:
এটাতে চুপ থাকবেন না, এটা হলো জাতির প্রাণ।
৪| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৪২
গেম চেঞ্জার বলেছেন: যাদর জমি নেই, মা-বাবা শিক্ষিত নয়, বাবা বিদেশে চাকুরী করে, মা বা বাবা গার্মেন্টস'এ কাজ করে, ও চাষীর ছেলেমেয়েদের ফ্রি পড়ানোর শুরু করা হোক; শেখ হাসিনার সরকারের এই টাকা আছে; তখন জাতিসংগের পুরস্কারের দরকার হবে না; বাংগালীরা পুরস্কার দেবেন।
একমত
০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৩
চাঁদগাজী বলেছেন:
এখন এটাই একমাত্র দরকার।
৫| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৯
তৌফিক মাসুদ বলেছেন: তখন দেখবেন ধনিরাই গরিবের কোটা দখল করে াছে ।
০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৫
চাঁদগাজী বলেছেন:
সম্ভব; তবে, সবকিছুর সামাধান আছে।
৬| ০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
রূপক বিধৌত সাধু বলেছেন: প্রতিবছর বছর মন্ত্রী, এমপি সহ সরকারি আমলাদের অর্থ- সম্পদের হিসেব নেয়া উচিত, জাতীয় বাজেটে শিক্ষার ওপর সবচে বেশি গুরুত্ব দেয়া উচিত । শিক্ষার অভাবের দরুণ আজ জাতির এই রুগ্ন দশা! শিক্ষা যেভাবে বাণিজ্যিক হয়ে যাচ্ছে, এ থেকে পরিত্রাণের উপায় খুঁজে পাওয়া খুব কঠিন ।
৭২ এর প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণ ভিন্ন । তখনকার সরকার প্রাইমেরি শিক্ষার ওপর যুগান্তকারী কিছু পদক্ষেপ নিয়েছিল । যদিও উচ্চ শিক্ষার ওপর তেমন গুরুত্ব দিতে পারেনি ।
০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৬
চাঁদগাজী বলেছেন:
শিক্ষাকে বাণিজ্যিক করণের জন্য অনেকের বিচার হবে।
৭| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৪
সেয়ানা ০১ বলেছেন: ১৫ লাখ যোগার কররে পারলেই শেখ হাসিনার সরকার ডাকটার বানানোর প্রশ্ন হাতে ধরিয়ে দিবে, আর কি চান ??
০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৫
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা অদক্ষদের মন্ত্রী বানায়েছে; প্রশ্ন বিক্রয় বন্ধ হবে ১ ঘন্টায়, টেকনোলোজী আছে।
৮| ০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫০
সচেতনহ্যাপী বলেছেন: সবই তো সুন্দর করে গুছিয়ে লিখেছেন কিন্তু এই কাবাবের মাঝে হাড্ডির মত আবার প্রাইভেট ভার্সিটি কে টানার অর্থ কিন্তু বুঝলাম না!!
আমি ব্যাক্তিগত ভাবে এই কথাটার সার্বিক অর্থে বিশেষ ভাবে অপমানিত বোধ করি।। কারন আপনার বর্নিত এই তথাকথিত বড়লোকদের ঘৃনা আপনার চেয়ে বোধহয় বেশীই করি।। আর আমার পুরানো বন্ধু হিসাবে( ভুল হলে ক্ষমা করবেন) এটাও বোধহয় আপনার বুঝতে বকী নেই।। আমার শেষ লেখায় বোধহয় এর ঈঙ্গিতও আছে।।
সরকারের অপারগতায়ই কিন্তু শিক্ষার চাহিদা মেটাতে প্রাইভেটের জন্ম।। আর আমিও কিন্তু প্রাইভেটেরই ছা্ত্র।। আমার রেমিটেন্সের মূল্য কি কারো চেয়ে কম??
১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২০
চাঁদগাজী বলেছেন:
"সরকারের অপারগতায়ই কিন্তু শিক্ষার চাহিদা মেটাতে প্রাইভেটের জন্ম।। আর আমিও কিন্তু প্রাইভেটেরই ছা্ত্র।। আমার রেমিটেন্সের মূল্য কি কারো চেয়ে কম?? "
-হয়তি প্রাইভেটে পড়ার কারণে, আপনি কিছু মৌলিক বিষয়ে অন্যভাবে ভাবেন; যেমন, সরকারের ষড়যন্ত্রকে আপনি "অপারগাটা" বলেছেন।
যেমন আপনি রেমিটেন্স পাঠায়ে গর্ব অনুভব করছেন; কিন্তু পরিবার থেকে দুরে থাকা জীবনের অংশ হওয়ার কথা ছিল না বাংলাদেশে।
৯| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৪
সচেতনহ্যাপী বলেছেন: অপারগতা কেন বলেছি তা আপনার বোধগম্য নয় বলে আমি সত্যিই অবাক!! বলবেন অনেক কিছুই।। যেখানে খোলামেলা বলা হচ্ছে,সেখানে??!! অবাক এজন্য যে দেশে বাস করার পরও,বাস্তব না জানা বা বোঝা।!!
ডাইহার্ড কথাটার অর্থ আমি ভালই বুঝি।।
আমার রেমিট্যান্স নিয়ে আমি গর্বিত সব দলেরই,সব সরকারই তা লুটে-পুটে খেয়েছে।।
আর যেখানে কোন সরকারই যা করতে পারে নি অর্থাৎ তাদের ব্যার্থতায় আমার নির্বাসন।। বুঝেছেন।। ধন্যবাদ।।
১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৫০
চাঁদগাজী বলেছেন:
এক কোটী মানুষকে কেন দেশ ছাড়তে হয়েছে, আমি তা অনেকের চেয়ে বেশী লজিক্যালী বুঝি বলে আমার ধারণা; প্রাইভেট সরকারের "আপারগতা" নয়, ডাকাতীর প্ল্যানের অংশ।
১০| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৫৩
সচেতনহ্যাপী বলেছেন: আমি সাধারনের মাঝে বলেই, ধন্যবাদ।। ভাল থাকুন সর্বদা।।
১২ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৪০
চাঁদগাজী বলেছেন:
আমাদের প্রত্যেকের নিজস্ব ভাবনা চিন্তা আছে, তারপরও আমরা কাছাকাছি আছি।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৪
সুমন কর বলেছেন: 'শিক্ষা, শিক্ষা ও শিক্ষা'-ই পারে আমাদের জাগ্রত করতে।