![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
বাংলাদেশের সরকার ও মানুষের মাঝে এ মহুর্তে কোন সম্পর্ক ও বাঁধান নেই; সেটার প্রমাণ হচ্ছে, বিনা ভোটে ১৫২ জন সাংসদের নির্বাচন; আবার বৃহৎ দল বিএনপি'ও মানুষের সাথে কোনভাবে সম্পর্ক রাখেনি; এটার প্রমাণ, খালেদা জিয়ার '৯১ দিনের তান্ডব' এতে মানুষ তো অংশ গ্রহন করেনি, বরং মানুষই পেট্রোল বোমার শিকার হয়েছে; খালেদা জিয়া নিজেই ৯১ দিনের বেশী অফিসে জীবন যাপন করে তান্ডব পরিচালনা করেছে, মানুষ এতে উৎসাহিত হয়নি।
শেখ হাসিনা আমাদের জন্য পুরস্কারের পর পুরস্কার আনছেন, মানুষ উনাকে কোন সংবর্ধনা দেয়নি, দলের লোকেরা দিয়েছে; ক্রিকেটার ফ্রিকাটেরদের নিয়ে এসেছে সংবর্ধনায়; আর নিজের থেকে এসেছে বোধ হয়, লেখক সৈয়দ শামসুল হক।
এগুলো প্রমাণ করছে যে, সরকারসহ কোন রাজনৈতিক দলের সাথে মানুষের রাজনৈতিক বন্ধন নেই; রাজনৈতিক দলগুলোর এজেন্ডা মানুষের এজেন্ডা নয়।
সামরিক সরকারের আমলে ড: ইউনুস একটা রাজনৈতিক দল গঠন করতে গিয়ে পিছু হটে যান; কেন পিছু হটেছেন, সেটা উনি পুরোপুরিভাবে ব্যাখ্যা করেনি; কিন্তু পরে আওয়ামী লীগ, বিএনপি ও জামাত উনাকে চাপে রেখেছিল, উনি যেন কোন দল গঠন করতে না পারেন; এবং অনেক পরিচিত মুখ উনাকে পরিহাস করেছেন।
ফলে দেখা যাচ্ছে, নতুন কোন রাজনৈতিক দল গঠনও সোজা হচ্ছে না; আওয়ামী লীগ ও বিএনপি চাইবে না যে মাঠে নতুন কেহ আসুক।
এটা ঠিক যে, এখন আওয়ামী লীগ জন সাধারণের স্বার্থের রাজনীতি করছে না; এখন তারা যা করছে, তা মওলানা ভাসানী, শেখ সাহেব, তাজুদ্দিন সাহেবের মনোভাবের রাজনীতি নয়; এটা দলের কিছু লোকের স্বার্থের রাজনীতি; এদের স্বার্থ পুরণের সময়ে ছিটেফোটা মানুষের হাতে আসছে।
বিএনপি সব সময়েই মিলিটারী গোস্টীর রাজনৈতিক প্রতিস্ঠান ছিলো, তাতে কিছু সিভিলিয়ান অভিনেতাও নেয়া হয়েছিল; তারা মানুষের জন্য অভিনয় করে, নিজের পকেট ভারী করেছে; সাথে সাথে দেশে পরগাছা শ্রেণী গড়ে তুলেছে। জামাত বিএনপি'কে কন্ট্রোল করে, আমাদেরকে উনাদের পাকী-আফগান ব্রাদারহুডে নিয়ে গেছে।
এই অপরাজনীতি থেকে বের হতে হলে, তিউনিসিয়ার মডেলে, সমাজের শক্তিশালী গ্রুপগুলোকে একত্রিত হতে হবে; আমাদের সমাজের সবচেয়ে শক্তিশালী গ্রুপ চাষীরা, কিন্তু উনাদের বড়-কলমী করে রেখেছে সরকারগুলো ৪৪ বছর; তারপরও ওখানে এখন সাধারণ ভাবনার মানুষ আছে; পরবর্তী শক্তিশালী গ্রুপ শ্রমিক, তারপর প্রফেশালে গ্রুপ, তারপর শিক্ষকেরা। এই কয়েক গ্রুপকে রাজনৈতিক গ্রুপ হিসেবে গড়ে তুললে, এঁরা দেশের গণতন্তরের মুল রচনা করতে পারবেন।
১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২২
চাঁদগাজী বলেছেন:
স্বাধীনতা বিরোধী হলে মন্দ ছিল না; সবাধীনতার যুদ্ধে যারা বিনা অস্তরের সাধারণ মানুষকে হত্যা করেছে, তাদের দলকে কেন রাজনীতি করতে দিচ্ছে, সেটা বুঝা অসম্ভব ব্যাপার।
২| ১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
অপু দ্যা গ্রেট বলেছেন: আমার মনে হয় যত দিন নতুন কোন দল না আসবে ততদিন এভাবেই চলবে ।
তবে নতুন দল না আসার সম্ভাবনাই বেশি ।
১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
চাঁদগাজী বলেছেন:
নতুন দল তৈরির মতো কোন প্রফেশানেল রাজনৈতিক গ্রুপ চোখে পড়ছে না; আবার কমপক্ষে আওয়ামী লীগ বাধা দেবে।
৩| ১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
থিওরি বলেছেন: আপনার লেখা এখানে শেয়ার করলাম।
ধন্যবাদ
১১ ই অক্টোবর, ২০১৫ ভোর ৪:৩৭
চাঁদগাজী বলেছেন:
ভালো
৪| ১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৭
ঢাকাবাসী বলেছেন: আম্লী আর বিম্পি চাইবেনা আর দিবেইনা নতুন দল বা ক্ষমতার সিড়ি আরো আসুক। এভাবেই চলবে হাসিনার মৃত্যু পর্যন্ত, তারপর এক দল কুকুরের কাড়াকাড়ি -- গন্ডগোল...। নাহ অদ্দিন বাঁচবোনা!
১১ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৩
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনাকে মানষের জন্য কাজ করতে হবে; না হয়, উনার বিদায় কাছেই
৫| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৪
জেন রসি বলেছেন: কিছু ব্যাপারে সহমত।
১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৭
চাঁদগাজী বলেছেন:
ভালো, একটা কমন এরিয়া আছে।
৬| ১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আমাদের সবগুলো দলই ক্ষমতালোভী। মানুষের জন্য না, গদির জন্য রাজনীতি করে।
১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৮
চাঁদগাজী বলেছেন:
ওরা মাফিয়ার মতো সম্পদ চুষে নিচ্ছে।
৭| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫২
প্রামানিক বলেছেন: অনেক মতের সাথে সহমত। ধন্যবাদ
১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৪
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের মানুষ কয়েকটি বিষয় বুঝে না; পড়লেও বুঝে না, সেটা হলো গণতন্ত্র ও অর্থনীতি
৮| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৪৪
তামান্না তাবাসসুম বলেছেন: ভাল কিছু পয়েন্ট বলেছেন
১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৫৪
চাঁদগাজী বলেছেন:
আমার মনে হয়, আমরা অনেকেই কাছাকাছি কিছু ভাবছি।
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯
হ্যারিয়ার-৩ বলেছেন:
বাংলাদেশের শৃষ্টি বিরোধী, স্বাধীনতা বিরোধী দল জামাত ও শক্ত ভাবে জোটবদ্ধ জামাত-বিম্পি কে বৈধ রেখে কোন তন্ত্রই কাজে আসবে না।
বিশ্বে কোথাও নজির নেই প্রকাশ্য দেশ বিরোধী শৃষ্টি বিরোধী, স্বাধীনতা বিরোধী দল ও তাদের আর্থিক শক্তিশালি প্রতিষ্ঠান বজায় থাকে।