![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
এনার্জী ড্রিংক শরীরের ক্ষমতারও বেশী এনার্জি সৃস্টি করতে চায়; শরীর কিছুদিন তাতে কস্টে সায় দেয়, তারপর শরীরের জন্য কস্টকর হয়ে উঠে এত বেশী এনার্জি উৎপন্ন করা। স্বাভাবিকভাবে একজন মানুষ যতটুকু এনারজেটিক হয়, সেটাই ভালো; এর থেকে বেশী দরকার হওয়ার কথা নয়।
বেশীর ভাগ এনার্জি ড্রিংক'এ ২০০ মিলি গ্রাম কাফেইন থাকে; একজন মানুষের সারাদিনে ২০ থেকে ৪০ মিলিগ্রামের বেশী কাফেইন নেয়া ঠিক নয়; তাও আবার দেখতে হবে, সাথে কি ধরণের অন্য বস্তু শরীরে যাচ্ছে।
এনার্জি ড্রিংকে কয়েক ধরণের অপ্রয়োজনীয় ভিটামিন যোগ করা হয়, যা শরীরের জন্য অবশ্যই এত কম সময়ে অনেক বেশী; কেহ যদি ৫ দিনের ভিটামিন একদিনে খেয়ে ফেলে, সেগুলোকে সরাতেই শরীর বিপদে থাকবে।
এ ছাড়া এনার্জি ড্রিংক'এ আছে 'টুরিন', ইহা এক ধরণের এমিনো এসিড, এটা ব্রেণের উপর কাজ করে; ব্রেনকে অকারণ সতেজ করার চেস্টা করে, এতে মনে হয় যে, পানকারী বেশ সহজেই অনেক কিছু সহজ করে ভাবছেন; আসলে তো পানকারী কিছুই ভাবছেন না; দেহ প্রয়োজনীয় এমিনো এসিড নিজেই তৈরি করে, বাহির থেকে জোর করে কিছু সময় সাপ্লাই দিলে, দেহের ভারসাম্য নস্ট হবে, ও দেহ নিজের ফ্যাক্টরী বন্ধ করে দিতে পারে।
পুর্ব এশিয়ার ও দক্ষিণ এশিার লোকেরা খাদ্যে ভেজাল দেয় সবচেয়ে বেশী; ফলে, এগুলো ছাড়াও, এনার্জি ড্রিংকে আরো অনেক স্টিমুলেন্ট যোগ করার সম্ভাবনা বাংলাদেশে।
এ ধরণের ড্রিংক'এর লাইসেন্স দেয়া মোটামুটি ক্রিমিনাল কাজ; আর যারা এ ধরণের ড্রিংক বের করেছে, তাদের ইতিহাস দেখুন ওরা মাফিয়া ইত্যাদির সাথে জড়িত। লাইসেন্সগুলো কেড়ে নেয়া দরকার, ও আমাদের প্রেসিডেন্ট উনার ক্ষমতা ব্যবহার করে, একদিনেই এসব ব্যবসার ইতি টেনে দিলে সঠিক হবে।
১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৮
চাঁদগাজী বলেছেন:
খাওয়া বন্ধ করে দেন, ভালো এক কাপ চা, বা কফি খান, ফলমুল খান। এনার্জি ড্রিং এক সময় শরীরকে অকেজো করে রোগের বাসা করে তুলতে পারে।
২| ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৭
আলোর_পথিক বলেছেন: তবে আমি কখনও নিজে কিনে এটা পান করেছি বলে মনে হয়নি। সচেতনতা মূলক পোস্টোর জন্য ধন্যবাদ।
১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৩
চাঁদগাজী বলেছেন:
অন্যে যদি খাওয়ায়, তাও কাজ করে একই ভাবে; দুনিয়াতে ফ্রি কম খাওয়াই ভালো।
৩| ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২০
কসমিক- ট্রাভেলার বলেছেন:
সিগারেট কোমল পানীয় এনার্জি ড্রিংকস মাদকের কালো দরজা উন্মুক্ত করে
তাই এগুলো সর্বদাই পরিত্যাজ্য
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৮
চাঁদগাজী বলেছেন:
সিগারেট থেকে বের হচ্ছে অনেক জাতি, সেখানে বাংলাদেশ নতুন করে এনার্জি ড্রিংক এর লাইসেন্স দিয়ে মানুষের স্বাস্হ ঝুঁকি বাড়ায়ে দিয়েছে ভয়ংকরভাবে
৪| ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৯
তৌফিক মাসুদ বলেছেন: যা খেতে কষ্ট করতে হয় তা আমি খাইনা। জীবনে কোনদিনও এই ধরনের পানীয় খাইনি। একদিন বিআর খেয়েচিলাম, সেটাই শেষ বার।
ধন্যবাদ, সচেতোনতা মূলক লেখার জন্য।
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০০
চাঁদগাজী বলেছেন:
টেস্ট করে দেখেছেন, ভালো লাগেনি, ভালো হয়েছে; বাংলাদেশের মতো গরম আবহাওয়ায় বিয়ার লিভারের জন্য ভয়ংকর।
৫| ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৫
নতুন বলেছেন: এনার্জি ড্রিংক এবং সফট ড্রিংক সবই পরিহার করা উচিত।
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০১
চাঁদগাজী বলেছেন:
বিশুদ্ধ পানিই উত্তম।
৬| ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:২২
নিজাম বলেছেন: কৃত্রিম যে কোন পানীয় থেকে যতটুকু পারা যায় দুরে থাকা ভাল।
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৪
চাঁদগাজী বলেছেন:
কৃত্রিম খাদ্য বা পানীয় রোগ তৈরির কারখানা
৭| ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এগুলোর ওষুধ ওষুধ গন্ধই আমার সহ্য হয়না ।
ফালতু জিনিষ !
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৪
চাঁদগাজী বলেছেন:
আসলে, এগুলো ঔষধ ব্যতিত কিছুই নয়।
৮| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪১
ধমনী বলেছেন: ধন্যবাদ সচেতনতামূ্লক পোস্টের জন্য।
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৫
চাঁদগাজী বলেছেন:
সামনে দরকার লাইসেন্স বাতিল নিয়ে আলাপ
৯| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪২
শাহরিয়ার কবীর বলেছেন: এগুলো পরিহার করতে হবে সবাইকে। ধন্যবাদ শেয়ার করার জন্য চাঁদ গাজী ভাই।
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৭
চাঁদগাজী বলেছেন:
আসলে, এগুলো উৎপাদনের বিপক্ষে জনমত গড়ে তুলতে হবে।
১০| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫৮
গরল বলেছেন: এনার্জী ড্রিংকের বদলে স্পোর্টস ড্রিংক যেমন ইলেক্ট্রোলাইটিক ড্রিংক বা আইসোটনিক ড্রিংক পান করা জেতে পারে। এছাড়া এনারবিক এনার্জী ইনটেক বাড়ানোর জন্য এল-আরজিনাইন ও গ্লুটামাইন সমৃদ্ধ খাবার যেমন বীনস, বাদাম, ডাল, সয়া ও প্রচুর পরিমান সামুদ্রিক মাছ খেতে হবে। গ্রোথ ফ্যাক্টর যেমন IGF-1 ও 2 সমৃদ্ধ খাবার যেমন ডিম, মাছের ডিম ও কলিজা খাওয়া যেতে পারে।
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৯
চাঁদগাজী বলেছেন:
অবশ্যই পুস্টিকর খাবার বা পানীয় দরকার।
এনার্জি ড্রিংককের উৎপাদন বন্ধের জন্য আলাপের সময় হয়েছে।
১১| ১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৬
ক্যান্সারযোদ্ধা বলেছেন: এগুলা থেকে কয়েকশত আলোকবর্ষ দূরে থাকার চেষ্টা করি।
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৬
চাঁদগাজী বলেছেন:
কিন্তু এদের াজার বাড়ছে, থামানো দরকার।
১২| ১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৭
হাসান মাহবুব বলেছেন: আগে খাইতাম। এখন বাদ দিয়া দিছি।
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০২
চাঁদগাজী বলেছেন:
ভালো করেছেন; তবে, ব্লগে কমেন্ট কমে যাবে নাতো?
১৩| ১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৬
শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: খেলোয়াড়দের জন্যেও কি এটি ক্ষতিকর?
১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৩
চাঁদগাজী বলেছেন:
এসব খেয়ে অনেক খেলোয়াড় কম বয়সে মারা যায়, বা অসুস্হ হয়ে পড়ে।
১৪| ১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৯
ভ্রমরের ডানা বলেছেন: এই জন্য এইসব ছাইপাঁশ মারাই না। সর্বশেষ কবে খেয়েছি মনে করতে পারছি না।
দারুন জনসচেতনতামুলক পোস্টে ভাল লাগা।
১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, মানুষ বেশ সচেতন; এবার উৎপাদনটা বন্ধ করার চেস্টা করতে হবে।
১৫| ১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
সুমন কর বলেছেন: ভালো বলেছেন। সহমত।
১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
চাঁদগাজী বলেছেন:
এদের বিপক্ষে কথা বলা শুরু করার দরকার।
১৬| ১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
সাহসী সন্তান বলেছেন: অনেক সুন্দর পোস্ট! এখন মানুষ সচেতন হলেই হয়!
আমিও একসময় ভীষণ এনার্জি ড্রিংস পান করতাম। বলতে পারেন আমার একটা নেশা মত হয়ে গিয়েছিল। এখনও যে করিনা তা নয়, তবে চেষ্টা করছি ছেড়ে দেওয়ার জন্য!
ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য!
১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
চাঁদগাজী বলেছেন:
খারাপ মানুষ এগুলো তৈরি করছে মানুষের খারাপ হবেও জেনে, এ ব্যবসা বন্ধের জন্য কথা বলার দরকার।
১৭| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২৯
কিরমানী লিটন বলেছেন: সাহসী সন্তান বলেছেন: অনেক সুন্দর পোস্ট! এখন মানুষ সচেতন হলেই হয়!
আমিও একসময় ভীষণ এনার্জি ড্রিংস পান করতাম। বলতে পারেন আমার একটা নেশা মত হয়ে গিয়েছিল। এখনও যে করিনা তা নয়, তবে চেষ্টা করছি ছেড়ে দেওয়ার জন্য!
ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য!
অনেক ধন্যবাদ আপনাকে- চমৎকার,শিক্ষণীয় পোষ্টের মাধ্যমে সত্যকে তুলে ধরার জন্য...
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩২
চাঁদগাজী বলেছেন:
আমাদের খাদ্য ও পানীয় নিয়ে যারা ভয়ানক লাভে মেতে উঠেছে, তাদেকে শায়েস্তা করতে হবে।
১৮| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১১
গোর্কি বলেছেন:
সিগারেট এবং এলকোহলের মতই এটি স্লো পয়জন। একেবারে হুট করে হয়ত এর বাজারজাতকরণ বন্ধ করা যাবে না। তবে এগুলোর গায়ে সিগারেটের মত ক্ষতিকর উপাদানগুলোর তালিকাসহ সংবিধিবদ্ধসতর্কীকরণ স্টিকার এঁটে দিতে বাধ্য করলে স্বয়ংক্রিয়ভাবেই গ্রাস ক্ষমতা অনেকাংশে হ্রাস পাবে বলে মনে করি। সচেতনমূলক পোস্টে +++++
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৫
চাঁদগাজী বলেছেন:
এটা তো আসলে শক্তিশালী ক্ষতিকর ঔষধ; ফলে, বন্ধ করা সহজ হওয়ার কথা
১৯| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৯
গোধুলী রঙ বলেছেন:
বাংলাদেশের জান বাংলাদেশের পরান সাকিব আল হাসান বাচচু চাচা সহ অনেক প্রতিষ্ঠিত তারকা এই ফালতু জিনিসের প্রচারনায় জড়িত, এখন আপনার আমার কথায় এক দুজন ছেড়ে দিলেও এদের প্রচারনায় এক দুশো ধরে।
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৯
চাঁদগাজী বলেছেন:
ঠিক কথা বলেছেন।
সাকিব বা অন্য পরিচিত মুখগুলো কয়েক টাকার জন্য ভয়ংকর ভুল প্রচারণার খেলনা হচ্ছেন।
আমরা থামায়ে দেবো উৎপাদন।
২০| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৫
অগ্নি সারথি বলেছেন: জনগুরুত্বপূর্ন বিষয়টি সামনে নিয়ে আসার জন্য ধন্যবাদ।
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২০
চাঁদগাজী বলেছেন:
আমাদের মানুষের জন্য আমাদিগকেই ভাবতে হবে, সবাই ভুল করলে চলবে না; আমরা উৎপাদনের বিপক্ষে অবস্হান নেবো।
২১| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২১
আমিনুর রহমান বলেছেন:
গুরুত্বপুর্ন সচেতনতামূলক পোষ্টে কইস্যা প্লাস।
আমি এটা খাই না যাও ২/১ বার খেয়েছি। সিরাপ সিরাপ লাগে। আর আমার কাছে মনে আমাদের দেশের একটাতেও এনার্জি নাই ভেজাল ছাড়া ...
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৪
চাঁদগাজী বলেছেন:
এই ভাবনাগুলোই ভেজাল; ভেজাল লোকেরা মানুষের প্রাণ নিয়ে লাভবান হয়।
২২| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০১
বিপরীত বাক বলেছেন: বাঙালের পেটে ফর্মালিন, কার্বাইড, পোড়া মবিল, ইউরিয়া সার, কাপড়ের কেমিকেল রঙ, লেদারের কেমিকেল, ইটের গুড়া, বালি র মত রথী মহারথী সব বাপ বাপ করে হজম হয়ে যাচ্ছে আর সেখানে এনার্জি ড্রিংক এর মত সেদিন জন্মানো শিশু পাত্তা পাবে বলে আমার মনে হয় না।।
১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৬
চাঁদগাজী বলেছেন:
সবকিছুরই রিয়েকশন আছে; ফর্মালিন, কার্বাইড, পোড়া মবিল, ইউরিয়া সার, কাপড়ের কেমিকেল রঙ, লেদারের কেমিকেল, ইটের গুড়ার কারণে দেশে ১ কোটী লোকের কিডনীতে সমস্যা।
দুষিকরণের জন্য লাইসেন্স দেয়া হয়নি; এনার্জি ড্রিংক'ের জন্য লাইসেন্স দেয়া হয়েছে; এগুলো কেড়ে নেয়ার দরকার।
২৩| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩৯
বিপরীত বাক বলেছেন: লাইসেন্স কেড়ে নেয়ার দায়িত্বে যারা তারা অর্থের এনার্জির মুখাপেক্ষী।। কেড়ে নেয়ার এনার্জি অনেক আগেই বিসর্জন দিয়েছে তারা।।
১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৪৩
চাঁদগাজী বলেছেন:
যারা লাইসেন্স দিয়েছে তারা নিজেরাই অপরাধী; তবে, এদের থামানো কঠিন নয়।
২৪| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৪৯
চ্যাং বলেছেন: বাংলাদেশের জন্য এইসব স্বপন দেখা বাদ দেন। নিজের চক্কায় তেল মারেন। দূর্নিতি/লোভ যে অ্যাডমিনিস্ট্রেশনের লোমের ফাঁকে ফাঁকে ঢুইক্কা পচ্চে সেক্কানে ইসব চুইবো ন
১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২০
চাঁদগাজী বলেছেন:
এ শতাব্দীতে জাতি যদি পেছনে থাকে তাদের অবস্হা হবে সোমালী, আফগানীদের মতো; দুস্টদের থেকে চাবিকাঠি কেড়ে নেয়ার দরকার; দুস্টরা জাতির শারীরিক গঠনও বদলায়ে দেবে শেষ অবধি।
২৫| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২২
বিপরীত বাক বলেছেন: লেখক বলেছেন:
যারা লাইসেন!......................
.................তবে, এদের থামানো কঠিন
নয়।
হুমম্। মাঝে মাঝে আশার আলো ঝিলিক দেয় বটে।।
রোকনউদ্দৌলার মত ম্যাজিস্ট্রেট দের দেখা যায়।।
আমরা যদি সেরকম মানুুষ দের আর সেরকম কার্যক্রম কে কন্টিনিউ করতে পারতাম।।।।
সবার আগে দরকার মাথা টাকে পচন থেকে রক্ষা করা।। জনগণ তো বডি।। আর বাংলা জনগণ তো ব্রেনলেস নার্ভলেস বডি।। নাহলে এরাই পারতো পচা মাথা সরিয়ে ভালো ও সুস্থ মাথা আনতে।
মাগার........? !
১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৩৯
চাঁদগাজী বলেছেন:
দৈবচক্রে, গত সপ্তাহে রোকনউদ্দৌলার সাহেবের সাথে দেখা।
আমার মনে হয়, দেশে পরিবর্তন শুরু হবে শীঘ্রই।
২৬| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৪৭
বিপরীত বাক বলেছেন: দেখা যাক কি হয়।। আশায় থাকলাম।।
আশা নিয়েই তো বেঁচে আছি।।
২৭| ১৯ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: গিয়াসলিটন বলেছেন: এগুলোর ওষুধ ওষুধ গন্ধই আমার সহ্য হয়না ।
ফালতু জিনিষ !
১০০% সহমত..........গা গুলিয়ে বমি আসে
আপনার সমাজসেবামূলক পোষ্ট বরং অধিক আবেদনময় এবং গ্রহনযোগ্য
চমৎকার পোষ্ট+++
১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৬
চাঁদগাজী বলেছেন:
আমি ভুল হোক শুদ্ধ হোক, সমাজের ও জাতির কথাই বলছি।
এই ড্রিংকগুলো স্বাস্হ্য সমস্যা হিসেবে ধরে, উৎপাদন বদ্ধ করার দরকার।
২৮| ১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪১
গোধুলী রঙ বলেছেন: এইটা সমাজ থেকে দূর করা সম্ভব যদি মেইন স্ট্রিম মিডিয়া গুলো জোর প্রচারনা চালায় এটার বিরুদ্ধে, যেমনটা করে ফরমালিনের বিরুদ্ধে। কিন্তু সেটা কখনোই হবে না, কারন এটা তাদের ইনকামের বড় একটা রাস্তা।
আসলে, সমস্যার গোড়া হচ্ছে পুজিবাদী অর্থনীতি, পুজিই যেখানে মুখ্য, নীতি নৈতিকতা, সততা, ধার্মিকতা সবই গৌন। তাই কোন সমস্যা দূর করার অন্য আগা ধরে টানাটানি করলে দু একটা পাতা বা শাখা প্রশাখা ছিঁড়তে পারে, গোড়া টিকে থাকবে আর তৈরী করবে নতুন শাখা প্রশাখা।
১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৯
চাঁদগাজী বলেছেন:
সঠিক কথা, এগুলোর মুলে ক্যাপিটেলিজম'এর মগজ।
২৯| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ। এই সব ড্রিংকস এখন ফ্যাশনে পরিণত হয়েছে।
১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৭
চাঁদগাজী বলেছেন:
এই ফ্যাসনটা স্বাস্হের জন্য ভয়ংকর।
৩০| ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৮
গোধুলী রঙ বলেছেন: @বিপরীত বাক, এইসব কতটুকু হজম করতে পারছি সেটা কিডনি হাসপাতাল গুলো তে একটু চরন বুলাইলে দেখা যায়, আর প্রেগনেন্সির সমস্যা তো বলাই বাহুল্য। এইসব সমস্যা মানুষ ইন্ডিভিজুয়ালি / পারিবারিকভাবে হ্যান্ডেল করে, সুতরাং ভুক্তভোগীরা ছাড়া আর কেউ বুঝতে পারে নাহ।
১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৮
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, ২ কোটী লোক কিডনী সমস্যায় ভুগছে।
আোনেককে জানে না যে, তাদের কিডনী সমস্যা আছে; তরুণদের কিডনী সমস্যা বুঝতে অনেক সময় লেগে যায়।
৩১| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৯
প্রামানিক বলেছেন: এই সব ড্রিংকস দেখি ইয়ং পোলাপানে বেশি খায় তারা বোঝে না এতে কত ক্ষতি। এটা বন্ধ করে দেয়া উচিৎ
১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২২
চাঁদগাজী বলেছেন:
আমাদের ইয়ংরা অনেক কিছুতে পেছনে পড়ে আছে; উৎপাদন বন্ধ করলে, এ নিয়ে ভাবটে হবে না।
৩২| ২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৪
পাঠক মানব বলেছেন: ভাল বলেছেন।
২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
চাঁদগাজী বলেছেন:
এগুলোর সমাধান দরকার আজই
৩৩| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৪
বাসার বলেছেন: এনার্জি ড্রিংকস ক্রমেই বাংগালীর এনার্জি চুষে নিয়ে রোগীতে পরিণত করছে
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:১২
আরণ্যক রাখাল বলেছেন: টাইপো আছে|
আমার কী হবে? আমিও তো খাই!