নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সরকারী প্লট দিয়ে কিছু মানুষকে কোটীপতি বানানো ও জমি নষ্ট করা ক্রিমিনালের কাজ

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৪

ঢাকা শহরের বাসিন্দাদের ৪০ লাখ মোটামুটি বস্তি, বা বস্তির পরিবেশে পরিবার নিয়ে থাকে; ২ লাখ প্লাটিকের নীচে, কিংবা আকাশের নীচে, সরকারী ভবনের বারান্দায় ঘুমায়; ৫ লাখের বেশী পুরো পরিবার নিয়ে ১ রুমের বাসায় থাকে; আবার শহর প্রতিদিনই বাড়ছে, কোন সীমা নেই; মানুষ যেখানে ইচ্ছা বাড়ী তুলছে; চাষের জমি কমছে।

এদিকে, ১৯৮০ সাল থেক সরকার কিছু সৌভাগ্যবানকে ২/৩ লাখ টাকার বিনিময়ে কোটী থেকে কয়েক কোটীর মালিক করেছে প্লট দিয়ে; যতই সততার সাথে দেয়া হোক না কেন, একপরিবারকে না দিয়ে, অন্য পরিবারকে কোটীপতি বানানো চরম অন্যায়; মানুষের মৌলিক অধিকারের বিপক্ষে।

সরকার যখনই প্লট দিয়েছে, গার্মেন্টস ও অন্য পেশার শ্রমিকেরা, সাধারণ চাকুরে 'ডিপোজিটের' অভাবে কখনো দরকাস্ত করতে পারেনি; কোটীপতি হওয়ার জন্য চেস্টা করার সুযোগও পায়নি; যদিও থাকার যায়গার সমস্যা তাদেরই। এমপি, ব্যবসায়ী, সেক্রেটারীদের প্লটের দরকার ছিল না কখনো; কিন্তু বেশীর ভাগ ওরাই পেয়েছে।

১৭ কোটীর দেশ হিসেবে, মাথপিছু ভুমি নেই বললেই চলে; শতকরা ৬০ ভাগের সৌভাগ্যক্রমে, সরকার ও দুস্টরা মিলে প্রায় শতকরা ৪০ ভাগকে ভুমিহীন করে ফেলেছে ৪৪ বছরে; এতে শতকরা ৬০ ভাগের মাথাপিছু ভুমি বেড়েছে; আমাদর ভুমির দাম বিশ্বের যেকোন শহর থেকে শতগুণে বেশী।

২০৩০ সালে মানুষ হবে ২১ কোটী; ২০৫০ সালে মানুষ হবে ২৯ কোটী; মানুষ দাঁড়ানোরও জায়গা থাকবে না; আমরা যায়গা নস্ট করতে পারি না।

আমাদেরকে হাইরাইজ এপার্টমেন্ট বানাতে হবে, সরকারীভাবে; মানুষকে এপার্টমেন্ট দিতে হবে; সব শ্রমিককে সবার আগে থাকার যায়গা দিতে হবে; ওদের থাকার যায়গা না থাকলে, দেশের জন্য টাকা কে আয় করবে?

ঢাকা শহরের চারিপাশে ৩০ মাইলের ভেতর, নতুন করে কেহ যেন বাড়ী তুলতে না পারে, জমি নিয়ে আবাসিক এলাকা গড়তে না পারে, সেটার জন্য আইন করতে হবে। শহর যেন আর এক ইন্চিও বাড়তে না পারে কোন দিকে, বাড়তে পারবে শুধু উপরের দিকে।



মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩১

চলন বিল বলেছেন: এত দিনে একখান ভালো পোস্ট প্রসব করেছেন ।

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:

চেস্টা করছি; ভালো কিছু করা, ভালো লেখা মোটামুটি সম্ভব হচ্ছে না; তবে, চেস্টা চলছে

২| ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৩

প্রামানিক বলেছেন: দারুণ একটা বাস্তবতা নিয়ে পোষ্ট। ধন্যবাদ

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:


এগুলোর সাথে পুরো জাতির সম্পদের সম্পর্ক; সরকার বিরাট জনতার সাথে বিমাতাসুলভ, সাথে সাথে দেশের জমি নস্ট করে, সবার ক্ষতি করছে।

৩| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: এভাবেই যদি আমরা মূল সমস্যাগুলি নিয়ে অনবরত কড়া নাড়তে থাকি, তাহলে কুম্ভকর্ণেরও ঘুম ভাঙ্গতে বাধ্য।।

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫১

চাঁদগাজী বলেছেন:



এগুলো অনেকে বুঝে না; মানুষ জানে না যে, এভাবে কিছু মানুষ অন্যায়ভাবে সবাইকে ঠকায়ে সম=পদের মালিক হয়ে যাচ্ছে; সাথে সাথে জাতিকে ভয়ানক সমস্যার মাঝে ঠেলে দিচ্ছে।

৪| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: যে-ই সরকারে যায়, নিজেদের অনুগতদের তোষণ করে! সাধারণ শ্রমিক ও গরিবদের কথা কেউ ভাবে না, সবাই নিজেদের অাগের গোছাতে ব্যস্ত ।

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫৩

চাঁদগাজী বলেছেন:

আমরা নিশ্চয় এদেরকে আখেরাত দেখায়ে দেবো।

অসমভাবে সম্পদ দখলকারীদের সহ্য করা ঠিক হচ্ছে না।

৫| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২৭

বিপরীত বাক বলেছেন: শহর যেন আর এক ইন্চিও
বাড়তে না পারে কোন দিকে,
বাড়তে পারবে শুধু উপরের দিকে।

হুমম্। আইডিয়াটা মিলে গেছে।।

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৩৪

চাঁদগাজী বলেছেন:


আপনিও তাই ভাবছেন? জেনে ভালো লাগলো যে, সমস্যাগুলো অনেকের মনে আসছে।

সরকার যে শুধু অন্যায় করছে, তা নয়; জমি নস্ট করছে, শহরকে চারিদিকে বাড়তে দিয়ে।

৫০ এপার্টমেন্টের নীচে কেহ আর বাড়ী যেন তুলতে না পারে।

আপনি লিখছেন না কেন? লিখেন

৬| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:০১

আমি মিন্টু বলেছেন: না বহুদিন পরে চাঁদগাজী আঙ্কেল থুক্কু চাঁদগাজী ব্রাদারের একটা ভালো লেখা পড়লাম B-)

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:০৯

চাঁদগাজী বলেছেন:

২২৮ বার চেস্টার পর, একটা ভালো পোস্ট লিখলাম? আমার চাকুরী শেষ!

৭| ২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৩

সেয়ানা ০১ বলেছেন: মিরপুরে হাই রাইজ এপার্টমেন্ট বানানো হইতেছিল বস্তিবাসীর জন্য| চুর করতে করতে আমলীগ সেই প্রজেক্টকে আমের বড়া বানাইয়া ফালাইছে|

উত্তরাতে হাই রাইজ ফ্লাট বানাইতে গিয়া আওয়ামী দালাল রাজউক চোরম্যান, সব টেকা টুকা খাইয়া সাফ কইরা দিছে|

একটা পায়খানা বানাইলেও হাসিনা-জয় কে পারসেন্টেজ দিতে হয়, হাই রাইজ , হাই পারসেন্টেজ ফর হাসিনা-জয় !!

২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:

এগুলো বিলিয়ন ডলারের প্রজেক্ট, খারাপ লোকেরা করছে; ফলে, সবই ঘটছে; এগুলোকে মুক্ত করে, সামাজিক প্রজেক্ট হিসেবে মালিকানা দিলে, কন্ট্রোল সম্ভব।

প্রতয়েক নাগরিক আয় অনুসারে ব্যয় করতে পারবে; তখন ডাকাতী করে লাভ হবে না।

৮| ২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪০

সেয়ানা ০১ বলেছেন: লেখক বলেছেন: ৫০ এপার্টমেন্টের নীচে কেহ আর বাড়ী যেন তুলতে না পারে।

========<< তো ৫০ টা এপার্টমেন্ট তোলার খরচ কেডা দিব ?? আপনে ??

২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:
এগুলো ব্যাংকের ঋণ ব্যতিত করার দরকার পড়বে না।

৯| ২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৪

তৌফিক মাসুদ বলেছেন: খুব ভাল কিছু কথা বলেছেন। শুধু শহরেই নয়, গা্য়েও জমি কমছে। সবাই নিজের বাড়ি চায়। বাড়িওয়ালা হতে চায়। টার জন্য এত জমি কোথায় পাবে।

২০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:

কয়েকটা গ্রামকে কনসোলিডেটেড করে, একটা গ্রাম করতে হবে, ওখানে সবই থাকবে; মানুষ এপার্টমেন্ড, কিংবা আলাদা ঘরে থাকবে; পুকর, কাচারী ইত্যাদি নিয়ে বাড়ী বিলোপ করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.