নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের রিয়েল স্টেটের মেগা বিলিওনার সৃস্টি ও ভুমি দস্যুতা

২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

ঢাকায় ও চট্টগ্রামে অনেকগুলো মেগা বিলিওনিয়ার আবাসন কোম্পানী প্রতিস্টিত হয়েছে; এদের আয় ও জমির মুল্য বৃদ্ধি বাংলাদেশকে 'নিম্ন মধ্য-আয়ের' দেশে পরিণত হতে বিশেষভাবে সাহায্য করেছে; আবাসন এলাকা গড়তে যাদের জমি নেয়া হয়েছে, তারা মোটামুটি গড়ে হাজার গুণ কম মুল্যের জমি ছেড়েছেন, বা হারায়েছেন।

আবাসন কোম্পানীগুলো রাজুক ও ভুমি মন্ত্রনালয়ের সাহায্য নিয়ে ঢাকা শহরের হাজার বিলিয়ন ডলারের সরকারী জমি নিয়ে গেছে; সাথে সাথে ভুমি মন্ত্রনালয়ের অনুমতি নিয়ে সাধরণ মানুষের জমি নামমাত্র দাম দিয়ে নিয়ে গেছে।

ঢাকা ও চট্টগ্রামে যে কোন জমির বিপরিতে কয়েকজন জাল মালিক আছে; আপনার জমির বিপরিতে হয়তো আরো ১০ জন কাগজ তৈরি করে বসে আছে; ওরা এখন কিছু বলবে না; আপনি যদি বিক্রয় করতে চান, ওরা এসে টাকা চাইতে পারে; আপনি বিক্রয় করে দিলে, ক্রেতা থেকে টাকা চাইতে পারে; আবাসনগুলো এদের তৈরি করেছে।

আবাসন আপনার জমি কিনতে গিয়ে, আপনাকে জানাবে যে, এ জমির আরো মালিক আছে; টাকা আপনাকে দেবে; তবে, অন্য মালিকের উপস্হিতিতে আপনি ভয়ে জমি বিক্রয় করে, কোন প্রকারে ধন্যবাদ দিয়ে পালাবেন।

এই আবাসন সিস্টেমের অবসান হওয়ার দরকার, এরা উপ শহর এলাকার ৮০% মানুষের জমি হাত বদল করতে বাধ্য করেছে; শহর এলাকায় ৬০% লোক ভুমিহীন হয়েছে এদের কারণে।

আবাসন ব্যবসা হবে, ভুমির মালিক ও বসবাসে ইচ্ছুকদের সমবায়ের অধীনে।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:

স্যরি তৌফিক, আপনার কমেন্টটা ভুলে মুছে ফেলেছি।

এসব দস্যুরা মেগা বিলিওনিয়ার; ডাকাতী থামানোর দরকার।

২| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: হুম! বিশাল সমস্যা...সমস্যাটির সমাধান কি সোশ্যালিজম করবে?

২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:


সোস্যালিজমই সমাধান; তবে, বাংলাদেশে শব্দটাকে মানুষ ভুল বুঝেছে, যেভাবে তারা 'ফেরাউন' শ্দটাকে ভুল বুঝে।

তাই অন্য নাম দইটে হবে, হয়তো 'সোস্যাল বিজনেস' নাম দিলে ভালো হবে।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

রুদ্র জাহেদ বলেছেন: এরকম ঘটনা এখন অহরহ ঘটতেছে।এর প্রতিকারে তেমন কোনো উদ্যোগ নেই

২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:

এরা সরকার, মন্ত্রনালয়, রাজুক, মেয়র, কমিশনার সবাইকে কিনেছে; কিন্তু তারপরও সমাধান বের করতে হবে; একটা সমাধান, জনতাকে আবাসন গড়ার পারমিশন দিতে হবে,

৪| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৪

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: সোশ্যালিজম থুক্কু সোশ্যাল বিজনেস দিয়ে সমস্যাটির সমাধান করতে হলে আমার এখন কি করতে হবে? আপনার কি কোন রাজনৈতিক দল/ অরাজনৈতিক দল আছে যাতে যোগ দিয়ে আমি সমস্যাটি সমাধান করতে অবদান রাখতে পারি?

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:

কোন রাজনৈতিক দল আমার নেই; এবং মনে হচ্ছে, নতুন দল করতে কেহ দিবে না সহজে; কিছু সময় সরকারের সাথে থেকে করতে হবে।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩০

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: অর্থাৎ কম্প্রোমাইজ!

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩২

চাঁদগাজী বলেছেন:

মনে হচ্ছে।

কারণ, দেশের মানুষ নিজের থেকে শেখ হাসিনা ও খালেদা জিয়ার স্বার্থ রক্ষার জন্য প্রাণ দেয়; সেই অবস্হায়, পদক্ষেপ নিতে হবে কৌশলে।

৬| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৮

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: আপনার সাথে থাকলাম এই কাজে। কিন্তু পরে যদি ব্যর্থ হয়ে ডান দিকে চলে যান আর টাকা কামাতে থাকেন তখন আমার হাল কি হবে? কম্প্রোমাইজ করে তখন আমাকেও ভুলে যেতে পারেন। আমাকে সরিয়ে দিতে পারেন। আমার পুত্রকন্যা যখন পিতৃশোকে প্রতিশোধ নিতে আসবে তখন তাদেরকেও আপনি ভুজুং-ভাজুং বুঝিয়ে তাদের ঘনিষ্ঠ হয়ে যেতে পারেন। সোশ্যালিস্টদের মোটেও বিশ্বাস করা যায় না। যা যা দেখলাম এই জীবনে... :``>>

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১৫

চাঁদগাজী বলেছেন:


সন্দেহ ঠিক আছে; তবে, কোন সোস্যালিস্ট দেখেছেন কিনা, আমি ঠিক বুঝতে পারছি না।

মওলানা ভাসানী ছিল 'প্রাকৃতিভাবে সোস্যালিস্ট মনা' মানুস; তবে, উনার প্রাতিস্টানিক শিক্ষা না থাকায় উনি সবকইছুকে সঠিকভাবে ফরমুলাইড করতে পারেননি।

আমি আশা করছি, জাতির কিছু অংশ বুঝতে পারছে যে, একাংশ সম্পদ দখল করেছে বিবিধ পন্হায়; বাকীদের জন্য থাকছে আরব ও মালয়েশিয়া।

৭| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৭

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: আমার মনে হয় আপনি সামু দিয়ে পুরো জাতিকে মাপছেন। জাতির কিছু অংশ না সম্ভবত নগণ্য অংশ বুঝতে পারছে!

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৯

চাঁদগাজী বলেছেন:


৫০% ভাগ নাম লিখতে পারেন না; এটা বাদ।

শিক্ষিতদের বড় অংশ অংক, লজিক, সায়েন্স, অর্থনীতি, ফাইন্যান্স জানে না, ও ইতিহাসকে এনালাইসিস করতে পারে না; ফলে, নগন্যই বলতে হয়।

৮| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:২০

আবদুর রব শরীফ বলেছেন: চিন্তার বিষয় !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.