![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
পাকিস্তান আমলে, বাচ্ছারা স্কুলে যাবার সুযোগ খুবই কম পেতো; কিন্তু মোটামুটি সবাই মোক্তবে যেতে পারতো; মোটামুটি সবাই নামাজ ইত্যাদি পড়ার জন্য ৮/১০ টা সুরা মুখস্হ করতো, অনেকেই কুরান পুরোটা খতম করতো; কিন্তু কেহ মোটামুটি সুরা ফাতেহারও অর্থ জানতো না।
স্কুল ও মাদ্রাসায় গেলে, ছাত্ররা সুরা ফাতেহার অর্থ শিখতো; এখন অর্থসহ আরবী জানা লোকের সংখ্যা অসংখ্য; ইউনিভার্সিটির ছেলেরা কুরান, হাদিস ইত্যাদি আয়াতসহ বলে যাচ্ছে ও বাংলা ইংরেজীতে তরজমা করে যাচ্ছে। আমার দেখা মতে, বাংলাদেশ ও পাকিস্তানে এত বেশী ধর্ম জানা লোক কখনো ছিল না।
এরপর, ১৯৭৬ সাল থেকে আজ অবধি, প্রায় ৬/৭ কোটী বাংগালী আরব দেশে কাজ করার সুযোগে আরবী শিখে ফেলেছে; অনেকেই ফ্লুয়েন্ট আরবী বলতে পারেন; এরা সবাই মোটামুটি হাদিছ ইত্যাদি নিয়ে কথা বলে থাকে; ধর্মের অনেক কিছুই আজ অনেক পরিস্কার।
কিন্তু পাকিস্তান আমল থেকে আজ অবধি আমাদের মানুষের প্রাকৃতিক জ্ঞান খুব একটা বাড়েনি; আমার কাছে যারা কুরান , হাদিছ খুব সহজেই ব্যাখ্যা করে, বিশেষ করে সায়েন্সের ছাত্র, তাদের আমি সব সময়ই প্রশ্ন করি, " নিউটনের ২য় সুত্রকে ব্যবহার করে, উৎক্ষিপ্ত কোন বস্তুর উচ্চতা বের করতে পারবে কিনা?" আমি কয়েক শ'তের মাঝে ২/৩ জন পেয়েছিলাম, যারা জানে, বা বই দেখে বের করতে পেরেছিল।
২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৬
চাঁদগাজী বলেছেন:
পরালেখা বেড়েছে, ধর্ম শিখার সুযোগ বেড়েছে, ভালো; কিন্তু পড়া কি সীমিত হচ্ছে, না স্বাভাবিক হচ্ছে? স্বাভাবিক হলে, নিউটনের ৩টি নিয়ম তো কঠিন হওয়ার কথা নয়, এবং এগুলো মাধ্যমিক ধরণার মাঝে পড়ে।
২| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৪
ফ্লাইং সসার বলেছেন: আপনার ধারণা ভুল।
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৪
চাঁদগাজী বলেছেন:
আপনি বলছেন যে, মুসলমানেরা প্রাকৃতিক জ্ঞানে ভালো করছে? করলে ভালো
৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২০
দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ভালোই তো। সমস্যা কোথায়? মুসলমান হলে তো সেটাই হওয়া উচিত। প্রাকৃতিক জ্ঞান না হয় নাস্তিক আর ডাবল স্ট্যান্ডার্ড মুসলমানদের জন্যই থাক!
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৬
চাঁদগাজী বলেছেন:
যার প্রাকৃতিক জ্ঞানের অভাব, সে কিছতেই ধর্মের মত কঠিন বিষয় আয়ত্ব করতে পারবে না; সবাই আপনার মত হবে, কি পড়ে কি বুঝবে কেহ জানবে না।
৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৭
নিয়েল হিমু বলেছেন: শুধু এখানে কমেন্ট করতে লগিন করলাম । অসাধারন উপলব্ধি । মজাদার একটা চিন্তাশীল টপিক পেলাম ।
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩৯
চাঁদগাজী বলেছেন:
প্রাকৃতিক ধারণা না থাকলে ধর্ম কিভাবে বুঝতেছে, বুঝা মুশকিল।
৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২৬
ফ্লাইং সসার বলেছেন: আমি বলতে চাইছি আপনি ব্যাপারটা জেনারেলাইজড করে ফেলছেন।জ্ঞানের চর্চা ধর্ম দিয়ে ডিভাইড করার কিছু নেই,এখানে যে যেমন সুবিধা পাবে তার চর্চা তেমন হবে।ধর্ম জ্ঞান অর্জনের পথে বাধা নয়। ধার্মিক আর জ্ঞানী কন্ট্রান্ডিক্ট করে না।
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৪০
চাঁদগাজী বলেছেন:
একটা সায়েন্সের ছেলে যদি সায়েন্স কম বুঝে, সে ধর্ম বুঝতেছে, এটা লজিক্যাল নয়।
৬| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২৮
পিচ্চি হুজুর বলেছেন: জ্ঞানের চর্চা ধর্ম দিয়ে ডিভাইড করার কিছু নেই,এখানে যে যেমন সুবিধা পাবে তার চর্চা তেমন হবে। সহমত।
" নিউটনের ২য় সুত্রকে ব্যবহার করে, উৎক্ষিপ্ত কোন বস্তুর উচ্চতা বের করতে পারবে কিনা?" আমি কয়েক শ'তের মাঝে ২/৩ জন পেয়েছিলাম, যারা জানে, বা বই দেখে বের করতে পেরেছিল।
এই দেশে স্কুলে নাইন টেনে পোলাপাইন পায় ব্যাবহারিক ক্লাস আর তাতেও থাকে নম্বর পাবার যন্ত্রণা। আমেরিকার এলিমেন্টারি স্কুলের পোলাপাইন রে হাতে কলমে এইসব দেখানো হয়। স্কুলে সায়েন্স মিউজিয়াম এ আমাদের দেশে এই সুযোগ কোথায়?
কিছু কিছু লোকের ধর্ম নিয়া হুদাই চুলকানী থাকে। সুরা ফাতিহা আর জানাজার নামাজের নিয়ত মুখস্ত করা আর ধর্মের ফিলোসোফী বুঝা এই দুইটার মধ্যে আকাশ পাতাল তফাত আছে। আমাদের দেশে এবং বিশেষত সাউথ এশিয়া ইন্দো-বাংলা-পাক জোনে ধর্ম বলতে ৯৫ ভাগ মানুষ ই এখন নামাজ রোজা বুঝে। অথচ ব্যাকগ্রাউন্ডের ফিলোসফী কেউ জানার চেষ্টাও করে নাই।
বিজ্ঞান চর্চা ও হয়ে গেছে একই রকম, এখন সবই পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য পড়ে, আরও ভালভাবে বলতে গেলে বলা যায় এখন ছেলেমেয়েদের শিখানো হয় কিভাবে বেশি নম্বর পাওয়া যায়, সায়েন্স এর লজিক এবং ফিলোসফী শিখানো হয় না।
সিস্টেম এর দোষ এর জন্য হুদাই ধর্ম রে টানার কোন মানে দেখি না। দিনকাল যা পড়তেছে কিছুদিন পর আপনার মত লোকেরা কারও স্বাভাবিক মৃত্যু হইতে দেখলে বলবে কুসংস্কারভাবাপন্ন জনাব আজরাইল এর হাতে অমুক চিন্তাবিদ এর নৃশংস মৃত্যু এই মৃত্যু কোনভাবেই মেনে নেয়া যায় না। আজরাইল কই তারে ঠ্যাকাও।
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৩৮
চাঁদগাজী বলেছেন:
সহমত
৭| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ২:৪০
আবাব বলেছেন: কথা ঠিক। আমি মেট্রিকে ধর্মে লেটার পাইছিলাম, কিন্তু কৃষি বিগ্ঙনে ৭৯। খুবই দু্ঃখ পাইছিলাম।
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:০৮
চাঁদগাজী বলেছেন:
জাস্ট ১ নম্বর দরকার ছিলো; যাক, ৭৯ ভালো ।
৮| ২৮ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৩৪
নাবিক সিনবাদ বলেছেন: হুম ঠিক
২৮ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৪০
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, মানুষ প্রাকৃতিক জ্ঞানে পেছনে পড়ছে
৯| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:১৩
চলন বিল বলেছেন: কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যে দিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে।
সুতরাং m ভরের একটি বস্তুর উপর F বল প্রয়োগের ফলে তার ত্বরণ a হয়, এই ত্বরণের মান বলের সমানুপাতিক ও ভরের ব্যস্তানুপাতিক (F = ma) এবং বল যে দিকে ক্রিয়া করে ত্বরণও সেই দিকে হয়।
২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৭
চাঁদগাজী বলেছেন:
এটা ২য় সুত্র ভালো।
এটা একটা উদাহরণ ছিলো; প্রাকৃতিক জ্ঞান না থাকলে কোন কিছু এনালাইসিস করে, কোন সিদ্ধান্তে পৌঁচা সম্ভব নয়, মোটামুটি
১০| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৫৫
বিপরীত বাক বলেছেন: মুসলিমদের কোনকালেই প্রাকৃতিক জ্ঞান ছিল না আর কোনকালে হবেও না। এদের ধারণা আল্লাহর কাছ থেকে এগুলো উইড়া উইড়া আসছে।। কি দরকার এত চিন্তা করার।।
উইড়া আসছে ভালো কথা।। কিন্তু কিভাবে উইড়া উইড়া আসছে আর কেনই বা এসছে সেটা চিন্তা করার ক্যাপাবিলিটি নেই।। টেনডেনসিও নেই।।
আজকের এই ইন্টারনেট ব্লগিং আর স্যাটেলাইটের যুগেও অনেক
উচ্চশিক্ষিত মুসলিমকে বলতে শুনেছি ভুমিকম্প আল্লাহর গজব।। নাফরমানি করার জন্যে।। এজন্যেই মূর্তিপূজারি নেপালে ভুমিকম্প হইছে।। আর তাহলে যে ওদিকে ইরান তুরস্ক আফগানিস্তানে র মত শরিয়া দেশগুলোতে ভুমিকম্প হলো? তখন চুপ করে থাকে।। আর খোজে কোন মসজিদ অক্ষত আছে নাকি।। আল্লাহর অশেষ কুদরত হিসেবে চালাই দিবে।।
আল্লাহর অবাধ্যতার জন্যেই যদি ভুমিকম্প হতো তাহলে তো আমেরিকায় প্রতি সপ্তাহে একটা নিদেনপক্ষে মাসে একটা ভুমিকম্প হতো।।
২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪০
চাঁদগাজী বলেছেন:
নেপালের ভুমিকম্পের কারণ হিসেবে যারা ভুল ব্যাখ্যা দিয়েছে, তারা সব ব্যাপারে ভুলের মাঝে আছে, এদের ধর্মীয় কার্যকলাপও ভুলের মাঝে থাকার কথা।
১১| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৪
তৌফিক মাসুদ বলেছেন: আসলে ধর্ম না বুঝে সেটা সব জায়গায় নিয়ে আসাটও ভুল। না বুঝে কোরআন শেখা একরকম দোষের কাজ।
২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৪
চাঁদগাজী বলেছেন:
আফগান, পাকিস্তান, ইয়েমেনীরা ধর্ম নিয়েই আছে, অন্য বিষয়ে পেছনে।
১২| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৭
কমরেড ফারুক ২ বলেছেন: ,,,,,,,,,,,,,,,,,
২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪২
চাঁদগাজী বলেছেন:
কিছু বলতে চেয়েছিলেন?
আপনার কমেন্ট বুঝতে হলে অতি-প্রাকৃত জ্ঞানের দরকার হবে।
১৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৫
আমিনুর রহমান বলেছেন:
পোষ্টে এতো বানান ভুল কেনো?
আরো আছে ৬ দফা আন্দোলনের ৬ দফা কিংবা ১৯ দফা কর্মসুচির ১৯ দফা তো দূরে থাক ১/২ টা দফা বলতে পারবে কি না সন্দেহ আছে একেক জন নিবেদিত প্রান আওয়ামী লীগার বা বিএনপি কর্মী ...
২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪১
চাঁদগাজী বলেছেন:
আমার ভুলগুলো, আমার চোখে পড়ছে না আজকাল, সমস্যা হয়ে গেছে।
১৪| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৯
শামছুল ইসলাম বলেছেন: ছাত্রদের শিখানোর পর তারা যদি না পারে, সেটা দুষণীয়।
শেখানোটা কি যথাযধ হচ্ছে?
ধন্যবাদ।
ভাল থাকুন। সবসময়।
২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৭
চাঁদগাজী বলেছেন:
পুরো শিক্ষা ব্যবস্হাকে সরকার মাইজভান্ডারের স্কুল বানায়েছে।
১৫| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৪
মাসূদ রানা বলেছেন: এই না হলে আমাদের ছাঁদগাজী ভাই
"বাচ্চা"র জায়গায় "বাচ্ছা" লেখছেন কেন ? এইটা কি বাংলা একাডেমীর নতুন আভিধানিক নিয়ম নাকি
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৮
চাঁদগাজী বলেছেন:
বানান ভুলগুলো আজকাল টের পাচ্ছি না।
মানুষ ধর্মীয় বিষয়ে এগুচ্ছে, বাকীগুলোতে পেছনে পড়ছে; অবস্হা খারাপ হয়ে যেতে পারে, একা ধর্ম দিয়ে দুনিয়া চালানো সম্ভব হবে না।
আপনি ব্লগে কম আসেন
১৬| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০২
কিরমানী লিটন বলেছেন: শামছুল ইসলাম বলেছেন: ছাত্রদের শিখানোর পর তারা যদি না পারে, সেটা দুষণীয়।
শেখানোটা কি যথাযধ হচ্ছে?
ধন্যবাদ।
অনেক শুভকামনা ...
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৯
চাঁদগাজী বলেছেন:
পড়ালেখায় সোমালিয়ান আমরা।
১৭| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৮
আরণ্যক রাখাল বলেছেন: সাচ্চা বাত
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫০
চাঁদগাজী বলেছেন:
ধর্ম একা মানুষের অধিকার রক্ষা করতে পারবে না।
১৮| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫১
দরবেশমুসাফির বলেছেন: হুম। মুসলমানরা যদি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে তাদের পূর্বপুরুষদের অবদান জানতে পারত তাহলে তারা জ্ঞান বিজ্ঞান চর্চায় উৎসাহিত হত। দুর্ভাগ্যজনকভাবে বর্তমান প্রজন্মের বেশিরভাগ মুসলিমই জানে না যে ইসলামে জ্ঞান বিজ্ঞান নিয়ে গবেষণা করাও ধর্মীয় নির্দেশ।
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০২
চাঁদগাজী বলেছেন:
মানুষ কঠিন কিছু শিখতে চাচ্ছে না; সরকারও চাচ্ছে, এভাবেই চলুক।
১৯| ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৩
প্রামানিক বলেছেন: পরিবেশের কারণেই মুসলমানেরা পিছনে পড়েছে।
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৩
চাঁদগাজী বলেছেন:
পরিবেশ বলতে, আধুনিক শিক্ষা, মানুষের মৌলিক অধিকার রক্ষা হয় না মুসলিম দেশগুলোতে; দেখেছেন, একা বাশার ক্ষমতায় থাকার জন্য ৩০০০ বছরের সভ্যতার সিরিয়াকে মাটির সাথে মিশায়ে দিয়েছে।
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৭
কলাবাগান১ বলেছেন: সেটা ব্লগেই বিদ্যমান। সায়েন্স নিয়ে লিখায় কমেন্ট প্লাস দিলাম.. ভালো পোস্ট.. ইত্যাদি ই বেশীর ভাগ কমেন্ট আর জম জম পানি দিয়ে সব রোগ ভাল হয়ে যাবে অথবা চিৎ হয়ে না কাত হয়ে ঘুমানো হালাল/হারাম নিয়ে পোস্টে ডজনে ডজনে কমেন্ট ....এক এক টা কমেন্ট পোস্টের চেয়ে বড়...... শয়ে শয়ে আয়াত, তার তরজমা, তার এপ্লিকেশন