নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সবার আদর্শ ছিল জিয়া, জিয়ার আদর্শ কে ছিলো?

৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:১৩

সিআইএ।
জিয়ার আদর্শ ছিল আমরিকার সিআইএ; আইয়ুব খান, পিনোচেটের আদর্শ ছিল সিআইএ; ইয়াহিয়া খান, জিয়া উল হক, এরশাদ, পারভেজ মোশারফের আদর্শ ছিল সিআইএ। বিএনপি'র সবাই বলে, জিয়া তাদের আদর্শ; সেদিক থেকে, বিএনপি'র আদর্শ হচ্ছে সিআইএ'র আদর্শ।

কখনো জানা সম্ভব হবে না, জিয়া কি সিআইএ'র কাছে গিয়েছিল, নাকি সিআইএ জিয়াকে মনোনীত করেছিল। শেখ সাহেব যখন কিউবার ফিদেল ও যুগোশ্লাভিয়ার মার্শাল টিটোর সাথে দেখা করেছে, তখন থেকে হয়তো সিআইএ শেখ সাহেবকে ভাবনা চিন্তা শুরু করেছিল, ও প্রস্তুতি নেয়ার শুরু করেছিল।

পাকিস্তানের খুবই ঘনিস্ট বন্দ্ধু ছিল সিআইএ'র লোকেরা, সেই আইয়ুবের আমল থেকে; আবার পাকিস্তানী মিলটারী মরিয়া হয়ে উঠেছিল পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্য; ২ পক্ষের উদ্দেশ্য ও আদর্শও এক ছিল।

মনে হয়, পাকিস্তানই জিয়ার নাম দিয়েছিল; মনে হয় না, জিয়ার মতো চালাক লোক নিজের থেকে সিআইএ'র সাথে যোগাযোগ করবে; সিআইএ'র সাথে বন্ধুত্ব করলে মৃত্যুর নিশ্চয়তা আছে ৭০/৮০%; তাই মনে হয়, জিয়া হয়তো নিজের থেকে আগায়নি।

সমস্যা হলো, সিআইএ যদি একবার মনোমীত করে, তাদের সাথে না গিয়ে আর কোন উপায় থাকে বলে মনে হয় না; ওদের সাথে না গেলে হয়তো জীবনের নিশ্চয়তা হারিয়ে যায়।




মন্তব্য ৬৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সিআইএ যদি একবার মনোমীত করে, তাদের সাথে না গিয়ে আর কোন উপায় থাকে বলে মনে হয় না; ওদের সাথে না গেলে হয়তো জীবনের নিশ্চয়তা হারিয়ে যায় ।

এমনটা না করাই ভাল ।

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:

মনে হয়, সিআইএ জেন: জিয়াকে টার্গেট করেছিল; তবে, তা জানার ্উপায় নেই।

২| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: সিআইএ মনোনিত হয়ে মারা যাওয়ার সম্ভাবনা বেড়ে গেলে কেমন হবে ।জীবনের নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ ।

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৫

চাঁদগাজী বলেছেন:


সিআইএ'র সাথে পরিচিত হলে, জীবনটাই দোযখ হওয়ার কথা।

৩| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৪৭

আমি আবুলের বাপ বলেছেন: বংগবন্ধুর আদর্শ কি ছিলো?

"... শেখ মুজিব পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হবার আশায় বাঙালীদের 'জয় বাংলা' স্লোগান দিয়ে মন্ত্রমুগ্ধ করেছিলেন। এরপরে গণতান্ত্রিক জাতীয় নির্বাচনে জিতে যাবার পরে তিনি একই সাথে একটি পরিস্থিতি এবং সু্যোগের সামনাসামনি এসে পড়লেন, সেটা হল সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার সুযোগ। কিন্তু এই পরিস্থিতিতে তার 'জয় বাংলা' স্লোগান তার কার্যকারীতা হারিয়ে ফেলল, হয়ে গেল অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয় ...
মুজিব যখন পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চললেন, তখন তার সামনে গুরু দায়িত্ব এসে দাঁড়ালো অপ্রাসঙ্গিক 'জয় বাংলা' স্লোগান বিষয়ে তার অবস্থান মানুষের সামনে তুলে ধরা। মানুষ তার পিছেই ছিল, পুরো দেশ তার পিছে ছিল। তার অধিকার ছিল সাহসী হিসেবে টিকে থাকার, এবং অতীতের হাতে আটকা পরে না থাকার। কেননা তিনি ছিলেন "শেখ"; ছিলেন রাজনীতি এবং জীবনের মারপ্যাঁচে খুবই কৌশলী। তিনি ছিলেন মানব মনস্তত্বের জাদুকর।
শেখ এমন একটা অবিশ্বাস্য, আকাশ কাঁপানো, আনকোরা এক এক স্লোগান নিয়ে হাজির হতেন যে তার সব চেয়ে বড় শত্রূকেও হার মানতে হয়েছিল তার কাছে।
১) "নারায়ে তাকবীর" বলে তিনবার চিৎকার করতেন শেখ মুজিব তার স্বভাবসুলভ সাবলীলতায়, এবং প্রতিউত্তরে সমুদ্রের মতো উপস্থিত জনতার ঢল থেকে একই জোসে তিনি উত্তর পেতেন "আল্লাহু আকবর"।
২) এর পরে শেখ মুজিব রক্ত গরম করা, হৃদয় জুড়ানো, অবিশ্বাস্য ভাবে তিনবার বলতেন "জিয়ে পাকিস্তান"। হ্যা, তিনবার। প্রতিউত্তরে বিস্ময়ের সাথে উপস্থিত জনতাও চিৎকার করে উঠত "জিয়ে পাকিস্তান"!
... অনেক বছর ধরে শেখ মুজিব বাঙালী জাতীয়তাবাদ জাগিয়ে তুলেছিলেন পশ্চিম পাকিস্তানের নেতাদের সমালোচনা করে.....মুজিব জাতীয় নির্বাচন জিতেছিলেন 'জয় বাংলা' স্লোগানের উপর নির্ভর করে, যা কিনা একক রাষ্ট্র হিসেবে পাকিস্তান রাষ্ট্রের যে ধারণা তার পরিপন্থী একটি স্লোগান......সেই মুজিব কি করে ডিগবাজী খেয়ে স্লোগান দিতে পারলেন 'জিয়ে পাকিস্তান' কিংবা 'নারায়ে তাকবির'? আমার এক বন্ধু বলে বসলো মুজিব মনে হয় টেলিস্কোপের ভুল কোণা দিয়ে পরিস্থিতি দেখতে শুরু করে ছিলেন।
... অনেকটা জন্মগত ভাবেই শেখ মুজিব ছিলেন গণতন্ত্রের শত্রূ। তিনি মনে প্রানে বিশ্বাস করতেন রাজনীতি হলো ক্ষমতায় যাবার জন্যে। নেশা খোরের যেমন মাদক লাগে, ইমাম বা মুয়াজ্জিনের যেমন মসজিদ লাগে, ঠিক তেমনি ক্ষমতা হলো রাজনীতিবিদের জন্যে অতিপ্রয়োজনীয়। আর স্লোগান হলো সেই ক্ষমতায় যেতে পারার সিঁড়ি। আর ক্ষমতা হতে হবে একক এবং সর্বময়, এমনকি এই সর্বময় ক্ষমতা যদি ক্ষতি ডেকে আনে তার পরেও।
... মুজিবের প্রধান নজর ছিল পুর্ব বাংলার মুখ্যমন্ত্রী হওয়া, আর যেহেতু পুর্ব বাংলায় প্রায় সবাই বাঙ্গালী, জয় বাংলা স্লোগান ছিল খুবই কার্যকরী।
প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সংবিধান থেকে অ-গনতান্ত্রিক রাজনৈতিক দলের বিধান বাদ দিয়েছিলেন। জনসংখ্যার ভিত্তিতে জাতীয় সংসদে সদস্য বন্টনের বিধান চালু করেছিলেন। ১৯৭০ সালের সাধারন নির্বাচন এই পরিবর্তিত বিধানেই অনুষ্ঠিত হয়েছিল এবং শেখ মুজিব সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন। সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার সুযোগ পেয়েছিলেন। কিন্তু পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব হাতে নেবার আগে মুজিবকে তার 'জয় বাংলা' স্লোগান কে পুরো পাকিস্তানের জন্যে উপযোগী জয় পাকিস্তানের মতো কোন একটা স্লোগানে পরিবর্তন করতে হতো।
তার উপরে যেহুতু পশ্চিম পাকিস্তানের জনগণ বেশ ধার্মিক ছিলেন, এবং শেখ মুজিবকে পশ্চিম পাকিস্তান থেকেই পুরো দেশ শাসন করতে হতো, সেকারণে সময় এসেছিল শেখ মুজিবকে নাস্তিক্যবাদের প্রতি সমর্থন কমিয়ে দেবার, এবং জনগনকে বিশ্বাস করানো যে তিনি নাস্তিক নন। এরকম পরিস্থিতি থেকেই হয়তো ধর্মীয় স্লোগান দেবার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। এধরণের ধর্মীয় স্লোগান দুই পাকিস্তানকে একত্রিত করার ক্ষেত্রেও ভুমিকা রাখতে পারতো।
যদি শেখ মুজিবকে কেউ নিশ্চয়তা দিত যে ভারত ও পাকিস্তানকে আবার একত্রিত করতে পারলে শেখ মুজিব নিশ্চিন্তে সমগ্র ভারতের প্রধানমন্ত্রী থাকতে পারবেন, তাহলে সে হয়তো "জয় হিন্দ" স্লোগানও দিত॥"
- Iqbal Ansari Khan / The Third Eye : Glimpses of the Politicos ॥ [ UPL - September, 1991 । P. 21-25 ]

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:

শেখের আদর্শ ছিল 'বাংগালী জাতীয়তাবাদ'; সেটাক রুপায়িত করতে চেয়েছিেলেন ৬দ দফা ও বাকশালের মাধ্যমে, কোনটাই হয়নি।

কে কি বলেছে, সেটা বাদ; আপনার ভাবনা কি?

৪| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:০৯

Tas DE Sun বলেছেন: দেশে দিন দিন বুদ্ধিজীবী বেড়ে যাচ্ছে, ,,।ভাই মন গড়া এসব কথা পোষ্ট করে কোন ফয়দা নাই,না আছে তত্ত্ব না আছে যুক্তি,,।

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:


পোস্টের তত্ব হলো, আজকের বাংলাদেশে যা দেখছেন, তা আমরা কিভাবে পেলাম সেটার মুল খোঁঝা।

৫| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৭

জুলফিকারজিসান বলেছেন: আসলে কি আর বলব, সবাই দেখি সেবন করা শুরু করে দিয়েছি।
সেবন করাই স্বাভাবিক, পিতা মুজিব তো তাই করত, সেবন !

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪০

চাঁদগাজী বলেছেন:

বুঝার দরকার, আমরা কোথায় ছিলাম, কোথায় যাচ্ছি।

৬| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৪

সেয়ানা ০১ বলেছেন: মুজিবের আদর্শ কে ছিল ? কেজিবি ?!!

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:



উনি কিছুতেই মনস্হির করতে পারেননি; পাকিস্তানের ক্ষমতায় গেলে উনি হয়তো আইয়ুবের মতই প্রশাসন চালাতেন।

শেষ মহুর্তে উনার অবস্হান ছিল 'সমাজতন্ত্র'।

৭| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:০৫

সেয়ানা ০১ বলেছেন: হাসিনার আদর্শ কি , ব্যংক লুট ? গত ৯ বছরে বাংলাদেশে আমলীগ ব্যংক থেকে কত হাজার লুট করেছে ??

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:

শেখ হাসিনা জিয়ার অনুসারী; এরশদ, খালেদা জিয়ার প্রশাসন চালিয়ে এসেছে; শেখ হাসিনা তাকে চালিয়ে যাচ্ছে।

৮| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:১২

ঢাকাবাসী বলেছেন: সেয়ানা, ওটা হাজার না লাখ কোটি হবে।

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৭

চাঁদগাজী বলেছেন:

বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, ক্ষমতা সীমিত লোকের হাতে; ওদের টাকার শেষ নেই।

৯| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৮

আরণ্যক রাখাল বলেছেন: ইকবাল আনসারী খান কে, আবুলের বাপ? শেখ সাহেব নারায়ে তাকবীর বলেছেন, নজির দেখাতে পারবেন? আর তিনি নাস্তিক! তার অবস্থা হয়েছে অনেকটা কাজী নজরুলের মত| আস্তিকেরা বলে নাস্তিক, নাস্তিকেরা আস্তিক|
আসলে ধর্ম নিয়ে টানাটানি না করলে, বাঙালির পেটের ভাত হজম হয়না

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:



বাংগালী আস্তিক ও নাস্তিকের মাঝে কোন পার্থক্য আছে কিনা কে জানে!

১০| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩০

আরণ্যক রাখাল বলেছেন: সেয়ানা, মুজিবের আদর্শ সোহরাওয়ার্দী ছিলেন

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:



হতে পারে।

১১| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৩

কলাবাগান১ বলেছেন: ঢাকাবাসীদের এখন এত টাকা হয়েছে যে ঘুরতে এখন ইউরোপে যায় .. হাওয়া ভবনের আমলে ফেনীতে ও ঘুরতে যেতে পারত না

১২| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পোষ্টা খুব হাল্কা হয়ে গেলোনা দাদা?

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫২

চাঁদগাজী বলেছেন:


আমার পোস্ট সব সময় হালকা। আমরা যা দেখছি, আমাদের ইতিহাসে যা ঘটেছে এগুলোকে বুঝার দরকার; এবং এগুলোর আলোকে ভবিষ্যতকে অনুমান করার প্রয়াস।

১৩| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৬

সাদী ফেরদৌস বলেছেন: ঢাকা বাসি মনে হয় শমসের মুবিন , এটা তার ছদ্ম নাম ।

আবুলের বাপ , সেয়ানা , চলন বিল এরা একই ব্যাক্তি , এক সাথে নিক অনেক ।

৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:


অনেকই বর্তমান সরকারের বিপক্ষে আছেন, এটা স্বাভাবিক।

১৪| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৭

সাদী ফেরদৌস বলেছেন:

১৫| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৭

সাদী ফেরদৌস বলেছেন:

১৬| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৭

সাদী ফেরদৌস বলেছেন:

১৭| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৮

সাদী ফেরদৌস বলেছেন:

১৮| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৮

সাদী ফেরদৌস বলেছেন:

১৯| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৯

সাদী ফেরদৌস বলেছেন:

২০| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৯

সাদী ফেরদৌস বলেছেন:

২১| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৯

সাদী ফেরদৌস বলেছেন:

২২| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০০

সাদী ফেরদৌস বলেছেন:

২৩| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০০

সাদী ফেরদৌস বলেছেন:

২৪| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০০

সাদী ফেরদৌস বলেছেন:

২৫| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০১

সাদী ফেরদৌস বলেছেন:

২৬| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০১

সাদী ফেরদৌস বলেছেন:

২৭| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০১

সাদী ফেরদৌস বলেছেন:

২৮| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০২

সাদী ফেরদৌস বলেছেন:

২৯| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০২

সাদী ফেরদৌস বলেছেন:

৩০| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৩

সাদী ফেরদৌস বলেছেন:

৩১| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৩

সাদী ফেরদৌস বলেছেন:

৩২| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৫

সাদী ফেরদৌস বলেছেন:

৩৩| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৫

সাদী ফেরদৌস বলেছেন:

৩৪| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৭

আমি আবুলের বাপ বলেছেন: এই পোষ্টে যৌক্তিক কমেন্ট করার আর অবস্থা নাই।তবুও ভুল বোঝাবুঝি না হয়,তাই আসলাম।
আমি একাই ব্লগিং করি।আমার সামুতে আর কোনো নিক নাই।আমার এত টাইমো নাই

বংগবন্ধুকে নাস্তিক বলি নাই।অই বইয়ের অনেক লেখার সাথে একমত হলেও কিছু বিষয়ে দ্বীমত আছে।

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৭

চাঁদগাজী বলেছেন:

আমি শেখ সাহেবকে কাছে থেকে দেখেছি, অন্যদের ভুল লেখা পড়ে নিজের ধারণাকে বদলাতে চাই না।

৩৫| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৬

আলেক্সান্ডার বলেছেন: আমি আবুলের বাপ, বংঁগবন্দুকে নিয়ে আননের বক্তব্যের মুই ত্যাব্র সমালোচনা কললাম । তিঁনি একজন বিরাট বড় রাজনীতিবিদ ছেলেন #:-S ব্যবসার কলা কৌশলে অদ্বিতীয় । কুন জায়গায় ইনশাল্লাহ কইতে হবে, তা উঁনার চেয়ে কেও ভালু বুঝত না :P

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪০

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেব বাংগালীদের জন্য রাজনীতি করেছিলেন; দেশ চালনায় সঠিক কোন তত্ব না থাকায়, উনার প্রশাসন ঠিক মতো চলেনি।

৩৬| ৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৬

রাজীব বলেছেন: ভালো ছবি দিয়েছেন।
২৮ নং নিয়ে বলছি।
পুলিশ এখনো এমনি

৩৭| ৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৮

সাদী ফেরদৌস বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

জায়গামত ঢিল পড়ছে , সব গুলার ম্যাও ম্যাও করা বন্ধ ।

নতুন বিম্পি গঠন হবে
নতুন করে আজ শপথ নিলাম ।
কামাল মিয়া জিন্দাবাদ । =p~ =p~

৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:


পরপর ২ বার ক্ষমতায় না গেলে বিএনপি থাকার কথানয়; কিন্তু আও্য়ামী লীগ বিএনপি'কেই চায় বিরোধী দলে; সেটার সমঝহোতা হচ্ছে লন্ডনে।

৩৮| ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

কিরমানী লিটন বলেছেন: হাল্কা নয়-আপনার কাছে আরও গভীরের লিখনি আশাকরি ...

ভালো থাকবেন,সত্যকে পাশ কাটিয়ে নয় ...

৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪২

চাঁদগাজী বলেছেন:



আমরা কেহ এ ধরণের বাংলাদেশ চাইনি, হয়তো ব্যবসায়ী ও ব্যুরোক্রেটরা চেয়েছিলেন; আমরা কিভাবে এখানে এলাম, সেটা বুঝার জন্য; সিআইএ আমাদেরকে এইভাবে দেখতে চেয়েছিল।

৩৯| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৮

আমি আবুলের বাপ বলেছেন: আমাদের বংগবন্ধু নিয়ে ধারনা প্রকাশ করার মত উপায় এখন নাই।আমেরিকায় বসে সি আই এ র সমালোচনা করতে পারেন।আমাদের এখানে সেটার সুযোগ নাই।আপনার মতিয়া আপা ওনার শাসন আমলেই কার যেন চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিলেন।এখন এর কাছাকাছি কথা কেউ ওপেন বলতে পারবে?
আপনার মত অনেকই বংগবন্ধুকে কাছে থেকে দেখছিলেন,তারা অনেকঈ ধারনা পাল্টাইছেন
আশা করি মরনের একদিন আগে হলেও আপনার ধারনা পাল্টাবে।না হলে বুইড়া বেকুব হয়ে মরবেন। :)

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৩

চাঁদগাজী বলেছেন:


উনার ভুল ধরা পড়েছে, তবে উনার ইচ্ছা ছিল ভালো।

৪০| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৭

চাঁদগাজী বলেছেন: শেখ হাসিনার প্রশাসনের সময় ঘুষ দিয়েই হাজার হাজার শিক্ষককে চাকুরী নিতে হয়েছে; শেখ হাসিনার শিক্ষা মন্ত্রনালয়ের লোকেরা এমপিও ব্যবসা করেছে; সরকারের কাছে শিক্ষকদের মান সন্মান নেই, তাই দেশে শিক্ষার মান নেই। শেখ হাসিনা অন্য কিছু করতে না পারলেও শিক্ষার সমস্যাটা সমাধান করা দরকার, যাতে আসলে যারা শিক্ষক, তারা যেন খেয়ে পরে সন্মানের সাথে সমাজে থাকতে পারে; যারা শিক্ষকতা পছন্দ করে না, জীবিকার জন্য এসেছে, তাদের শিক্ষাংগণ থেকে অন্যত্র সরায়ে দিয়ে শিক্ষার মান উন্নয়ন করার খুবই দরকার।

কয়দিন পর পর, শিক্ষকেরা দাবী নিয়ে আসবে, পুলিশে পিটাবে, অনশন হবে; এগুলো শিক্ষকদের মানায় না; দেশের সবাই শিক্ষকদের অবস্হা জানে; কেহ চায় না যে, শিক্ষকেরা অপমানিত হোক, কেহ চায় না যে, শিক্ষকের পরিবার দারিদ্রতার শিকার হোক।

এখন শিক্ষকেরা অনশন করছে

৪১| ৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৮

এই আমি সেই আমি বলেছেন: জিয়ার আদর্শ ছিল ওর স্যালাইন । আধসের ভারত বিরোধিতা এক মুঠো ধর্ম এক চিমটি মুক্তি যুদ্ব।

৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৬

চাঁদগাজী বলেছেন:


বাংগালীদের এি স্যালাইন উনার জ্য কাজ করেছে।

৪২| ৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৩

নীল আকাশ বলেছেন:

৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব মানুষের আত্মদান বুঝতে পারেননি।

৪৩| ৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৫

নীল আকাশ বলেছেন: সাদী ফেরদৌস অনেক ছবি দিয়েছেন। আমি একখান দিলাম, দেখেন। ছবি বলে দেয় আসলে কি হয়েছিল !!!!!!!!!!!

৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:

শেখ সাহেব স্বাধীনতার 'মুল্য' বুঝেননি।

৪৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১:২০

চাঁদগাজী বলেছেন:

শেখ হাসিনা কথায় কথায় বলেন যে, তিনি বংগবন্ধুর স্বপ্নের দেশ গড়ছেন; '৭১ সালের পর, শেখ সাহেবের স্বপ্ন ছিল, বাংগালী জাতীয়তাবাদকে কাজে লাগিয়ে বাংগালীদের জন্য একটি সুখী বাংলাদেশ গড়বেন; এবং সেটার জন্য, পদক্ষেপ হিসেবে তিনি বাকশাল গড়ে তুলেছিলেন। বাকশালই যদি শেখ সাহেবের মডেল হয়, এবং শেখ হাসিনার আদর্শ যদি শেখ সাহেবের পথ হয়, তা'হলে আমরা শেখ হাসিনাকে বাকশালের পথে যেতে দেখতাম; তিনি সেই পথে নেই।

আমরা ভাবছি, উনি কেন বাংলাদেশে আদর্শ রাজনীত

৪৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ ভোর ৫:০৬

চাঁদগাজী বলেছেন: সেটা হবে আরেকটা বিএনপি; কিছুদিন এটা সেটা করার পর, বিএনপি'তে ফেরত যাবে; কারণ, যারা বিএনপি'তে ছিল, তারা কখনো রাজনীতি করতে পারবে না; তারা নিজেরাই লতার মতো, নিজে সোজা হয়ে দাঁড়াতে পারে না, তাদের জন্য কমপক্ষে মরা গাছ হলেও দরকার হয়।

৪৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৯

লিথ্যাল ব্রাহমোস বলেছেন: কমেন্ট নেয়া বিহিন ব্লগ পোস্ট এবং ব্লগার দিয়া আমরা কি করিব? ;)

মদ্যপান, বিষন্নতা এবং অবশেষে আরেকটি 'বালপোস্ট' =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.