নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

চীনাদের সস্তা উৎপাদন ব্যবস্হা, বাংগালীদের সস্তা শ্রমিক

৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪০

চীন বাংলাদেশে প্রায় ২০০টি কলকারখানা খুলবে, চীনের পরিবেশগত সমস্যাকে কমানোর জন্য কিছু কলকারখানা সস্তা শ্রমের দেশে নেয়ার প্রচেস্টা চলছে; অথচ, আজও আমেরিকা ও ইউরোপ চীনে বিনিয়োগ করছে, কম মুল্যে তাদের নিজস্ব প্রোডাক্ট উৎপাদন করার জন্য।

চীনে উৎপাদন সস্তা, কিন্তু শ্রম সস্তা নয়; চীনে কোন দিন 'সস্তা শ্রমিক' ছিল না, এমনকি বিপ্লবের পরপরও না; চীন মানুষের জীবনের মান বাড়ানোর জন্য শ্রমের সঠিক মুল্য নির্ধারণ করে, অর্থনীতির সঠিক তত্ব ব্যবহার করে।

চীন উৎপাদন ব্যবস্হা সস্তা করেছে টেকনোলোজী, মানুষের দক্ষতা, বেশী ঘন্টা ও উৎপাদনের অন্যান্য অপ্রয়োজনীয় খরচ কমায়ে; চীনের মানুষকে বেশী সময় কাজ করতে হয়েছে দীর্ঘ সময়; কিন্তু তাদের সেই সময়ের জন্য সঠিকভাবে বেতন ও সামাজিক সুবিধা দেয়া হয়েছে।

চীনের শ্রমিকদের ছেলেমেয়েরা আজ আমেরিকা ও কানাডায় পড়ছে, সেখানে থেকেও যাচ্ছে; আমেরিকান আইটি'তে ভারতের পরেই চীনারা; এগুলো সস্তা শ্রমের কাজ নয়।

বাংলাদেশের একজন গার্মেন্টস শ্রমিক যেই পরিমাণ আয় করে, সেই টাকায় কোথায়ও বাসবাসযোগ্য একটি বাসা নিয়ে, পরিবার নিয়ে থাকতে পারবে না; এটাই 'সস্তা' শ্রমিকে প্রথম লক্ষণ; সস্তা শ্রমিক তার 'খাওয়া' থেকে টাকা বাঁচাতে চায় সস্তা কিছু খেয়ে, কম খেয়ে; অসুখ হলে ডাক্তারের কাছে যায় না, টাকা বাঁচানোর জন্য; সস্তা শ্রমিক তার বাচ্চার পড়ার খরচ যোগাতে পারে না; ফলে, এক সময় বাচচা স্কুলে না গেলে সামান্য সময়ের জন্য মন খারাপ করে; কিন্তু দেখে যে, তাতে একটা খরচ কমে গেছে। এগুলোই সস্তা শ্রমিকের নমুনা বাংলাদেশে।

স্বাধীনতার ৪৪ বছর পর, শ্রমিকদের এই অবস্হা হয়েছে শিক্ষা ও দক্ষতার অভাবে। আগে বাংলাদেশ বিদেশী সরকারের লোকজন বাংলাদেশে এলে, বাংলাদেশ সরকার সাহায্য চাইতো; এখন 'সস্তা শ্রমের' কথা বলে বিনিয়োগ করতে বলে ড: আতিয়ার ও মুহিত।

বাংলাদেশে যেসব ব্যবসায়ীর কাছে ৩০০/৪০০ মিলিয়ন ডলারের বেশী ডলার আছে, তারা সবাই বিদেশে কোন না কোন ব্যবসা করছে; বাংলাদেশের অনেক রিয়েলস্টেট কোম্পানী আমেরিকায় রিয়েলস্টেটে ডলার বিনিয়োগ করেছে।

বাংলাদেশের টাকায় যদি আমেরিকায় বাংগালীরা ব্যবসা করে থাকে, সরকার তাদের বাংলায় ব্যবসা করতে বলে না কেন?

বাংগালী ব্যবসায়ীরা অবশ্যই জানে বাংলাদেশে শ্রম সস্তা; তারা আরো জানে যে, সরকারের লোকেরা তাদের লাভটুকু হজম করে ফেলবে; যাদের পরিবারের লোক সরকারে আছে, প্রশাসনে আছে, তারা ব্যবসা করেছে, বিনিয়োগ করে, বা বিনিয়োগ না করেই।

পৃথিবীর বর্তমান সভ্যতার সময়, বাংগালীদের অশিক্ষিত করে রেখে সস্তা শ্রমিকে পরিণত করা বড় ধরণের অপরাধ। মানুষ আজও পড়ালেখার খরচের অভাবে পড়তে না পেরে, নিজের পরিবারের দারিদ্রতাকে কপাল হিসেবে মেনে নিচ্ছ, এটা ভুল; পড়ালেখা করানোর দায়িত্ব সরকারের; পরিবার পারলে ভালো; পরিবার না পারলে, সেই ভার সরকারের।







মন্তব্য ২৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: পৃথিবীর বর্তমান সভ্যতার সময়, বাংগালীদের অশিক্ষিত করে রেখে সস্তা শ্রমিকে পরিণত করা বড় ধরণের অপরাধ। মানুষ আজও পড়ালেখার খরচের অভাবে পড়তে না পেরে নিজের পরিবারের দারিদ্রতাকে কপাল হিসেবে মেনে নিচ্ছ, এটা ভুল; পড়ালেখা করানোর দায়িত্ব সরকারের; পরিবার পারলে ভালো; পরিবার না পারলে, সেই ভার সরকারের।


দারুন বলেছেন। ++++++++++++++++++++

৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:

১৯৭২ সালের জানূারীতে সবার শিক্ষার দায়িত্ব নেয়ার দরকার ছিল শেখ সাহেবের, তিনি দায়িত্ব বুঝতে পারেননি; আজো বাংলাদেশ সরকারের লোকজন মানুষের দায়িত্ব নিচ্ছে না, তারা খাস জমি দখল করে জমির দায়িত্ব নিচ্ছে; এরা বেকুব।

২| ৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৬

ঢাকাবাসী বলেছেন: বাংলাদেশ ব্যাবসা বান্ধব দেশ নয় সেটা পত্রিকাতেই এসেছে। দুনিয়াতে অন্যতম নিকৃস্ট ব্যাবসার পরিবেশ বাংলাদেশে!

৩১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:

সেজন্যই শ্রম সস্তা; ড: আতিয়ার হয়তো বেকুবীতে পিএইডি করেছেন; আর মুহিত তো চা বাগানের বন মানুষ

৩| ৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

নাবিক সিনবাদ বলেছেন: হুম ঠিক

৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:


সস্তা শ্রম বিক্রয়কারীর পরিবার কি সস্তায় চলতে পারবে?

৪| ৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

কিরমানী লিটন বলেছেন: চমৎকার পোষ্টে বৈষম্যমূলক মজুরীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন,অনেক অভিবাদন আপনাকে প্রিয় গাজী ভাই...

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:

সরকার মানুষকে পেছনে ফেলে দিয়েছে, এখন চাইলেও সস্তা থেকে বের হতে পারবে না।

৫| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৫

শামছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ গাজী ভাই চমৎকার পোস্টের জন্য।

//পৃথিবীর বর্তমান সভ্যতার সময়, বাংগালীদের অশিক্ষিত করে রেখে সস্তা শ্রমিকে পরিণত করা বড় ধরণের অপরাধ। মানুষ আজও পড়ালেখার খরচের অভাবে পড়তে না পেরে, নিজের পরিবারের দারিদ্রতাকে কপাল হিসেবে মেনে নিচ্ছ, এটা ভুল; পড়ালেখা করানোর দায়িত্ব সরকারের; পরিবার পারলে ভালো; পরিবার না পারলে, সেই ভার সরকারের।//---- সহমত ।

ভাল থাকুন। সবসময়।

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৮

চাঁদগাজী বলেছেন:

সরকারগুলো ভয়ংকর অন্যায় করে চলেছে ৪৪ বছর।

৬| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ১০:২৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো লেখা। ধন্যবাদ।






ভালো থাকবেন নিরন্তর।

০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:


আমাদেরকে আমাদের অবস্হা বুঝে ব্যবস্হা নিতে হবে; সস্তা শ্রম বিক্রয় করে, শ্রমিকের পরিবার চলবে কেমনে

৭| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯

সাাজ্জাাদ বলেছেন: পৃথিবীর বর্তমান সভ্যতার সময়, বাংগালীদের অশিক্ষিত করে রেখে সস্তা শ্রমিকে পরিণত করা বড় ধরণের অপরাধ

০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২১

চাঁদগাজী বলেছেন:

আমাদের সরকার গর্বিত, "আমাদের কাছে সস্তা শ্রম আছে"; ৪৪ বছর পর, সস্তা শ্রম থাকা অন্যায় ব্যতিত কিছুই নয়।

৮| ০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৯

জনাব মাহাবুব বলেছেন: দারুন একটি বিষয় তুলে ধরেছেন। সস্তা শ্রম, গরীব বাংলাদেশীদের অসহায় দাসে পরিনত করেছে।

আপনি অন্যান্য পোষ্টে উল্টাপাল্টা মন্তব্য করলেও নিজে কিন্তু সুন্দর একটি পোষ্ট প্রসব করেছেন :P

০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭

চাঁদগাজী বলেছেন:


ডেম, আমি ভাবি যে, আমার মন্তব্যে ব্লগারেরা উৎসাহিত হয়, এখন ফিডব্যাক পাচ্ছি যে, আমার মন্তব্যই উল্টা পাল্টা!

৯| ০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯

অলওয়েজ ড্রিম বলেছেন: ভাল লেগেছে।

চীনা বিনিয়োগকে নিরুৎসাহিত করা উচিৎ নয়, তবে বাংলাদেশের বেসরকারি শ্রমমজুরি পুনর্মূল্যায়ন করা জরুরী হয়ে পড়েছে।

০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯

চাঁদগাজী বলেছেন:

দেশে এত বেকার ও দিন মুজুর থাকার পর, কোন বিনিয়োগকে বাদ দেয়ার ক্ষমতা আমাদের নেই।

আমাদের মানুষের দক্ষতা আমাদেরকে বাড়াতে হবে, আমাদের ছেলেমেয়েদের উচ্চ-শিক্ষা দেয়া সরকারের দায়িত্ব

১০| ০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৩

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: যাক,শেষ পর্যন্ত শুভদৃষ্টিভংগির উদয় হলো ।

০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:


শেষ ভালো যার

১১| ০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮

বিদ্রোহী সিপাহী বলেছেন: শিক্ষা কোন পণ্য নয়, শিক্ষা আমার অধিকার।
কিন্তু আমাদের দেশের মহা দুর্নীতিবাজ সরকারগুলো তাদের শাসনের সুবিধার্থে আমাদের শিক্ষাকে পণ্যে পরিণত করেছে। যাতে করে প্রকৃত শিক্ষার আলো সমাজে না পৌঁছায়।
আমাদেরকেই প্রতিবাদী হতে হবে ভাই। স্বাধীনতার এত দিন পার হল অথচ এখনও কিভাবে সমাজে একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা যায় তার কোনও হদিস নেই।

০১ লা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪

চাঁদগাজী বলেছেন:


আমাদের সরকারগুলো ক্রীতদাস ব্যবসায়ী; তাদের পকেটের খবর নিতে হবে; সবার অবস্হা খোকার মতো হবে।

১২| ০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

বাংলার জামিনদার বলেছেন: শ্রম আবার সস্তা হয় ক্যামনে তাই আমার বুঝে আসেনা। এরা বার বার তাই বলে। তুমি যা পারনা, তাই যদি আরেকজন করে দেয়, সেটা কিভাবে মাগনা হয়???

০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:


একজন বেকারের ৮ ঘন্টা শ্রমের কোন দাম নেই।

কোন বস্তুর বিক্রয় মুল্যার উপর লভ্যাংশ যদি মোটামুটি শ্রম ফ্যাকটর নির্ভরশীল হয়, সেখানে শ্রম সস্তা

১৩| ০১ লা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

সুমন কর বলেছেন: চীন উৎপাদন ব্যবস্হা সস্তা করেছে টেকনোলোজী, মানুষের দক্ষতা, বেশী ঘন্টা ও উৎপাদনের অন্যান্য অপ্রয়োজনীয় খরচ কমায়ে; চীনের মানুষকে বেশী সময় কাজ করতে হয়েছে দীর্ঘ সময়; কিন্তু তাদের সেই সময়ের জন্য সঠিকভাবে বেতন ও সামাজিক সুবিধা দেয়া হয়েছে। -- এটাই আসল কথা। শ্রমিকদের সম্মান দেক, তাহলেই দেশ এগিয়ে যাবে।

+।

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:

এই মহুর্তে শ্রমিকদের জন্য কিছুই নেই; আছে চট্রগ্রামে ট্রলার, গন্তব্য মালয়েশিয়া; ও পায়ে হেঁটে আফ্রিকা হয়ে, নৌকায় ইউরোপ যাবার পথ।

১৪| ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৯:১৪

কথাকথিকেথিকথন বলেছেন: এসব বলে কী হবে, সরকারের চোখ অন্ধ । সেখানে বাস করে বন্য কীট পতঙ্গ । তারা সর্বখেকো ।

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৯:৫১

চাঁদগাজী বলেছেন:

তা ঠিক; তবে, ব্লগারেরা ভাবার বিষয় পাবে হয়তো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.