![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
বার্মায় গতকালের ভোটে নোবেল বিজয়ী আং সুকির দল বিজয়ী হবে; প্রায় ৫০ বছর পর, এই প্রথমবার মোটামুটি নিরপেক্ষভাবে ভোট হলো সেই দেশে; ৬০ বছর বয়স্ক অনেক নাগরিক জীবনে এইবার প্রথম ভোট দিয়েছে; মিলিটারীদের দল পরাজয় মেনে নিয়েছে; সবাই আশা করছে, আং সুচি'র ডেমোক্রেটিক দল ৭০ ভাগের বেশী ভোট পাবে।
দেশটি ৫ দশকের বেশী মিলিটারী শাসনে ছিল; মিলিটারীর অধীনে দেশটি বেশ পেছনে পড়ে গিয়েছে; সুকির উপর মানুষের বিরাট আশা; কিন্তু সমস্যা হয়েছে চীনারা দেশটিতে প্রবেশ করেছে; একেতো মগের মুল্লুক, আবার চীনারা হলো ঠকবাজ।
মগের মুল্লুকের টুকিটাকি জেনারেলরা আমাদের জেনারেল জিয়া বা এরশাদ থেকেও খল নায়ক ছিল ও আছে। সুকির বিজয় হলেও, সুকিকে মিলিটারীর অনেক নিয়ম মেনে চলতে হবে। সুকি দেশের প্রেসিডেন্ট হতে পারবে না।
৬ কোটী মানুষের দেশে ৩ কোটী ২০ লাখ ভোটার হয়েছে, ৮০% মানুষ ভোট দিয়েছে। ভোট দিতে পারেনি রোহিংগারা; ১৩ লাখ রোহিংগার মাঝে হয়তো ৭/৮ লাখ রোহিংগা ভোটার হতে পারতো।
ভোটাধিকার না থাকলেও রোহিংগারা সুকিকেকে 'মা' ডেকেছে, ও তাহার উপর বিরাট আশা করছে; সুকি অতীতে রোহিংগাদের পক্ষে কিছু বলেনি; সেটা যদি মিলিটারীর ভয়ে হয়ে থাকে, তা ভালো; এখন তার দল ক্ষমতায় যাবে; দেখা যাক কি করে।
বার্মার আয়তন ৬ লাখ ৭৭ হাজার বর্গমাইল, আমাদের থেকে সাড়ে ৪ গুণেরও বড়, লোক সংখ্যা মাত্র ৬ কোটীর কাছাকাছি; বার্মার মত আমাদের জনসংখ্যার ঘনত্ব হলে, আমাদের দেশে এখন থাকতো ৩ কোটী ৬০ লাখ মানুষ। আবার বার্মার প্রাকৃতিক সম্পদ আমাদের থেকে শতগুণ বেশী।
সুকি যদি রোহিংগাদের নাগরিকত্ব ফিরায়ে দেয়, সবার জন্য ভালো হবে; এমন কি বাংলাদেশও রোহিংগামুক্ত হবে। চীনারা বার্মার সম্পদকে কাজে লাগিয়ে কলকারখানা করলে, সবাই ভালো থাকার সম্ভাবনা।
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৩
চাঁদগাজী বলেছেন:
মিলিটারী সরে যায়নি এখনো; শুধুমাত্র ভোটে পরাজিত হয়েছে; তাই, ভবিষ্যত বুঝা কঠিন হবে।
তবে, রোহিংগা সমস্যা নিয়ে বাংলাদেশ যদি সুকি ও চীনের সাথে আলাপ করে, সমস্যাটা সমাধান হতে পারে; বার্মা সরকার ক্রমেই চীনের দিকে সরে যাবে।
২| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৩
তাল পাখা বলেছেন:
আশায় রইলাম সবাই সুখী হোক।
শান্তি ফিরে আসুক সর্বময়।
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৯
চাঁদগাজী বলেছেন:
রোহিংগারা হলো 'শিক্ষাহীনতার' সবচেয়ে বড় উদাহরণ; ওদের নাগরিকত্ব বাতিল করার পর, ওরা লেখাপরা ছেড়ে দিলো; তআডের এই ভয়ংকর অবস্হার জন্য দায়ী তাদের অশিক্ষা।
৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৩
প্রামানিক বলেছেন: দেখা যাক সুকি এবার কি করে।
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০০
চাঁদগাজী বলেছেন:
সবাই চায় ভালো কিছু ঘটুক; তবে, বার্মার সাধারণ মানুষ রোহিংগাদের পছন্দ করে না।
৪| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১০
মুহাম্মদ গোলাম কিবরিয়া বলেছেন: রোহিংগা মুসলিমরা অনেক বছর ধরে সূচিকে সমর্থন দিয়ে আসছে, যদিও তারা এবার ভোট দিতে পারেনি। তবে সূচি ক্ষমতায় আসায় তারা ব্যাপক খুশি। তাদের অনেক আশা এবং বিশ্বাস, সূচি তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি জন্যে প্রয়োজনীয় উদ্যোগ নিবে।
দেখা যাক, এবার দূর্ভাগ্যপিড়ীত ভাসমান মানুষগুলোর জীবনের কোন গতি হয় কিনা।
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৩
চাঁদগাজী বলেছেন:
সমস্যা হতে পারে; মিলিটারী ব্যতিতও সাধারণ মানুষ বাধা দিতে পারে।
৫| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৪
তামান্না তাবাসসুম বলেছেন: শুভকামনা তাদের প্রতি।
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৮
চাঁদগাজী বলেছেন:
গত ৩৬ বছরে তারা সব হারায়ে ফেলেছে; অনেক মানুষ নিহত হয়েছে; এখন যদি বাণনচার অধিকারটা ফেরত পায়।
৬| ১০ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:০৬
মিন্টুর নগর সংবাদ বলেছেন: হুম দেখা যাক ভাগ্যের কি পরিনতি ঘটে
১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫১
চাঁদগাজী বলেছেন:
সমস্যা হবে, বার্মায় মানুষ রোহিংগাদের পক্ষে নেই।
৭| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০২
রূপক বিধৌত সাধু বলেছেন: মিয়ানমারের সেনাবাহিনী অনেক ক্ষমতাশালী, তার ওপর বোদ্ধরা রোহিঙ্গাদের দেখতেই পারেনা । সুকি কতটুকু, কী করতে পারবেন; সেটাই বড় প্রশ্ন!
১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮
চাঁদগাজী বলেছেন:
সুকি কি করতে পারে দেখা যাক; দেশের তুলনায় মানুষ নেই, ক্রমেই চীনারা আসতে থাকবে।
৮| ১১ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫
রাজর্ষী বলেছেন: চাঁদগাজী সাহেব আপনার লেখা ভালো লাগে। আপনি বোধহয় আমার ব্লগে লিখতেন ফারমার নামে?
১১ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬
চাঁদগাজী বলেছেন:
কেমন আছেন আপনি, সঠিক বলেছেন; ওখানে আমাকে লিখতে দেয় না।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৪
কিরমানী লিটন বলেছেন: এখন সময় হয়েছে সুকির,নিজেকে প্রমানের-তিনি কতটুকু শান্তির-নাকি আমাদের মতো "আর্থ অব দ্যা ওয়ার্ল্ড" ..
অনেক ভালোবাসা প্রিয় গাজী ভাই...