নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

প্যালেস্টাইনের প্রতি ইউরোপের সহানুভুতি কমে যাবে, হয়তো

১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:১৭

বাংগালী, ভারতীয় মুসলামন ও পাকিস্তানীরা চায় যে, ফিলিস্তিন দেশ হোক; কিন্তু তারা ভুল করে চায় যে, ইসরায়েল ওখান থেকে চলে যাক; সমস্যা হলো যে, বিশ্ব অন্যভাবে ভাবে; বিশ্ব চায়, ইহুদীরা ও ফিলিস্তিনীরা পাশাপাশি থাকুক। বিশ্ব বলতে, আসলে ইউরোপকেই চায়।

গত ৬৭ বছর ইউরোপ ফিলিস্তিনীদের সাহায্য করেছে, সহানিভুতি দেখায়েছে, এখন ক্রমেই আরবদের ব্যাপারে ওদের ধারণা আগের মতো থাকছে না। অবশ্য ইউরোপের মানুষ আবার ১৮০ ডিগ্রি ঘুরার মতো নয়; তবে, ফিলিস্তিন ফোকাসে থাকবে না।

মাহমুদ আব্বাস অবশ্য চাইলে, নিজের চেস্টায় ইসরায়েলের সাথে মিলে ফিলিস্তীন দেশ গঠন করতে পারেন; আগের ভুলগুলোর জন্য উনাকে অনেক মুল্য দিতে হবে; তবুও, একটা দেশ পেলে, মানুষগুলোর একটা ব্যবস্হা হবে।

মাহমুদ আব্বাস যদি ফিলিস্তিনীদের এক করতে পারে যে, তারা কোনরূপ প্রতিশোধমুলক কাজে লিপ্ত হবে না; কোন কারণেই অস্ত্র বহন করবে না; কোনভাবেই সাধারণ ইহুদীদের জন্য হুমকী হবে না; তা'হলে ইসরালেয়েলের মানুষ তাদের রাস্ট্র প্রতিস্ঠিত করতে দেবে। আব্বাসকে একটা নিশ্চয়তা দি্তে হবে যে, দেশ হয়ে গেলে, ফিলিস্তিনীরা তাদের আগের গ্রাম সমুহের যাবার দাবী করবে না।

আব্বাস আর আরবদের উপর ভরসা করতে পারবে না; কারণ, আরবদের কথার মুল্য কমছে প্রতিদিনই। এদিকে ইউরোপ আগের মত থাকবে না; মুসলিম দেশগুলো আগামী অনেক বছর অবধি পরস্পারের সাথে ভালো সম্পর্ক করতে পারবে না। ফলে, আব্বাসের উচিত ইহুদীদের সাথে শান্তি স্হাপন করে, একটা দেশ নেয়া।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:২৫

মিন্টুর নগর সংবাদ বলেছেন: আপনিত মিয়া কুন গনতন্ত্র নিয়ে লেখন না । খালি বকবক আর পকপক করেন । দালালী দুলালী এগুলো বাদ দিন আর মানুষকে নিয়ে একটু ভাবার চেষ্টা করুন । #:-S

১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩০

চাঁদগাজী বলেছেন:

হাজার হলেও আমি কিন্তু বাংগালী; গণতন্ত্র কঠিন সায়েন্স।

২| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫২

ইমরান আশফাক বলেছেন: আপনি বড্ড সরলভাবে সবকিছু দেখেন, একটু গভীরে ডুব দিয়ে দেখার চেষ্টা করেন।

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:


গভীরে ডুব দিলে যদি দম আটকায়ে যায়?

৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৯

প্রামানিক বলেছেন: পড়েছি

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:

আরবেরা তেলের মালিক হয়েও ভয়ংকর খারাপ জিবন যাপন করছে সাধারণ মানুষ।

৪| ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

কিরমানী লিটন বলেছেন: ইতিহাস কাউকে ক্ষমা করে না,তা সে ইতিহাস থেকে শিক্ষা নিক বা না নিক,অনেক ভালোবাসা আর শুভকামনা প্রিয় গাজী ভাইকে ...

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:


আমরা ইতিহাসের কিছু ঘটনা ঘটতে দেখছি; সেগুলোকে সঠিকভাবে এনালাইসিস করে, বুঝার ক্ষমতা আমাদের জাতির নেই; কারণ, তাদের পড়তে দিচ্ছে না।

৫| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সৌদি ব্যস্ত হয়ে যাবে রাজতন্ত্র বাঁচাতে। সাদ্দাম, গাদ্দাফি নাই। আসাদও হয়তো চলে যাবে। ইরান নিজেরাই চাপে আছে পরমাণু নিয়ে। আমারও মনে হয় ফিলিস্তিনিদের উচিত ছাড় দেয়া। ‍কিন্তু ইসরায়েল জেরুজালেম আর আল আকসা দখলে রাখলে কেমনে হবে? মোদি আর হাসিনারে নেয়া উচিত ছিটমহল বিনিময়ের অভিজ্ঞতা শেয়ারের জন্য।

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২০

চাঁদগাজী বলেছেন:

জেরুযালেম ক্রমেই আরবরা বিক্রি করে ফেলছে বড় টাকার বিনিময়ে।

মসজিদ কখনো ইহুদীরা নেবে না

৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৫

সচেতনহ্যাপী বলেছেন: ফিলিস্তিন ফোকাসে থাকবে না।

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২৭

চাঁদগাজী বলেছেন:


যেসব সমস্যা সামনে আসছে, তাতে সাধারণ আরবদের সমস্যাগুলোর গুরুত্ব থাকবে না।

৭| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:১১

তামান্না তাবাসসুম বলেছেন: সহমত। শুভকামনা।

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১৩

চাঁদগাজী বলেছেন:


আব্বাসের নিজের চেস্টায় দেশ করা সম্ভব; এখন অন্যেরা সাহায্য করবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.