নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে অল্প সংখ্যক লোকের হাতে সম্পদ আটকা পড়ে গেছে

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১

বাংলাদেশের শুরু থেকেই, সরকারের সাথে জড়িত পরিবারেরা সব কিছুর 'লাইসেন্স' নিয়ে নেয়; এখন তাদের হাতে মুল সম্পদ ও দেশের ক্ষমতা রয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে; নতুন ব্যবসা বাণিজ্য, সরকারের বড় বড় প্রজেক্ট, বিদেশী সাহায্যে পরিচালিত প্রজেক্টেও এরাই ব্যবসায়ী। ফলে, সাধারণ মানুষ কোনভাবেই বড় বড় ব্যবসার সাথে জড়িত হওয়ার সুযোগ পায়নি।

একটা সুযোগ ছিল, বড় ব্যবসাগুলো 'পাবলিক' হলে(স্টক মার্কেটে গেলে), মানুষ শেয়ার কিনে ব্যবসার অংশ হতে পারবে; কিন্তু সেখানেও অন্য বড় ব্যবসার মালিকেরা সবকিছু নিজেদের কন্ট্রোলে নিয়ে গেছে। আবার স্টক মার্কেটের আসল উদ্দেশ্য বাংলাদেশে কখনো কাজ করেনি; স্টক মার্কেট, চলতি ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন ক্যাপিটেল যোগাড় করে; কিন্তু বাংলাদেশে, স্টক মার্কেট থেকে পাওয়া মুলধন ওরা সরায়ে ফেলে, নতুন অন্য ব্যবসা করে; ফলে, যেই ব্যবসার শেয়ার মানুষ কিনে, সেটার সম্প্রসারণ হয় না।

১৭ কোটী মানুষের দেশে, মানুষ এত কম বেতনে চাকুরী করে, বা বেকার থেকে জীবনের মান ধরে রাখতে পারবে না; মানুষ বাড়ছে প্রতি বছর, বেকার বাড়ছে প্রতি বছর; সরকার মানুষ বাড়ার সাথে পরিকল্পনা করে, কোন পদক্ষেপ নিচ্ছে না।

সামান্য মানুষের হাতে সম্পদ ও ব্যবসা বাণিজ্য আটকা পড়াতে সরকারও সম্পদের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে; সরকারকে বড় বড় ব্যবসায়ীর ইচ্ছানুসারে চলতে হচ্ছে।

বড় ব্যবসাগুলোকে নতুন করে 'লাইসেন্স' দেয়া নব্ধ করে, দেশের মানুষকে 'সমবায়ের' অধীনে এনে, সমবায়ের অধীনে লাইসেন্স দেয়ার শুরু হোক; দেশের ব্যবসা থেকে মানুষের আয় বাড়ুক। বড় বড় ব্যবসায়িক পরিবারগুলোর হাতে এত বেশী টাকা জমা হয়েছে যে, তারা দেশের মুলধনকে বাহিরে নিয়ে যাচ্ছে; এটা অপরাধ।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

যোগী বলেছেন:
তার মধ্যে একটা বড় অংশ সাকা রাজাকারের হাতে আছে।

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪০

চাঁদগাজী বলেছেন:

এরা বিএনপি, জামাত, আওয়ামী, জাপার লোক।

২| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

লাজুক লতা আমি বলেছেন: জনগণ বিপদে আছে।

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪১

চাঁদগাজী বলেছেন:


সাধারণ মানুষ এর থেকে বের হতে পারবে না, কারণ, তারা কমপ্লেক্স কইছু বুঝে না; দরকার হবে শিক্ষিতদের সাহায্য

৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:২৩

সরলপাঠ বলেছেন: ভাল লিখেছেন। আসুন আমরা মুক্তিযুদ্ধা - রাজাকার নিয়ে রাজনৈতিক গেইম এ আসক্ত থাকি। আর খেলা রামেরা রাজনীতিকে কুক্ষিগত করে সম্পদের পাহাড় গড়ুক।

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৪

চাঁদগাজী বলেছেন:

আসলে, রাজাকরেরাও সাধারণ মানুষ থেকে ভালো করেছে; কারণ, টারা ভয়ে সংগঠিত ছিলো।
এখন মানুষকে বড় ধরণের ১০০/২০০ সমবায়ে সমবেত করে, সরকারী ও বেসরকারী ব্যবসায়ে যুক্ত করতে হবে।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩০

প্রামানিক বলেছেন: বড় ব্যবসাগুলোকে নতুন করে 'লাইসেন্স' দেয়া নব্ধ করে, দেশের মানুষকে 'সমবায়ের' অধীনে এনে, সমবায়ের অধীনে লাইসেন্স দেয়ার শুরু হোক; দেশের ব্যবসা থেকে মানুষের আয় বাড়ুক। বড় বড় ব্যবসায়িক পরিবারগুলোর হাতে এত বেশী টাকা জমা হয়েছে যে, তারা দেশের মুলধনকে বাহিরে নিয়ে যাচ্ছে; এটা অপরাধ।

সুন্দর একটি যু্ক্তি তুলে ধরেছেন। ধন্যবাদ

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:

সরকার ও রাজনৈতিক দলগুলো এটা চাইবে না, মানুষকে নিজের চেস্টায় এগুলো গড়তে হবে।

৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৯

তামান্না তাবাসসুম বলেছেন: সহমত

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৮

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, বাংলাদেশ মানে কয়েক হাজার ধনী পরিবার; বাকীরা শ্রমিক, কুলি, মুজুর

৬| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৫

আরণ্যক রাখাল বলেছেন: :( HMM

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১৩

চাঁদগাজী বলেছেন:


৪৪ বছর পাকিস্তানী ও আমেরিকান কায়দায় বড় লোক গড়েছে; বাকীরা নুন আনটে গিয়ে দাস হচ্ছে সৌদীতে

৭| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: কথা সত্য । কিছু সংখ্যক মানুষ বেশির ভাগ টাকার মালিক । বলতে গেলে অর্থ তাদের হাতে জিম্মি ।

২০ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০১

চাঁদগাজী বলেছেন:

দেশের জিডিপি'র সমপরিমাণ টাকা 'অলস' হয়ে বসে আছে ধনীদের হাতে; আবার দেশের অস্হিরতায় ভয় পেয়ে, ব্যবসায়ীরা টাকা বিদেশে নিয়ে যাচ্ছে; সম্প্রতি, অনেক বাংগালী ব্যবসায়ী শেখ হাসিনার সাথে আমেরিকা ভ্রমণ করেছে 'বিনিয়োগ' আনার কথা বলে; আসলে, তারা আমেরিকায় বিনিয়োগের সুযোগ খুঁঝছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.