|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 চাঁদগাজী
চাঁদগাজী
	শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আধুনিক শিক্ষিত মানুষ মৃত্যুদন্ডের বিপরিতে অবস্হান নিয়েছে; সর্বাধিক বড় শাস্তি হলো যাবজ্জীবন, সভ্যরা এটা প্রতিস্ঠিত করার জন্য আইনী প্রচেস্টা চালাচ্ছে। ৯০ই দশকের,  নিউইয়র্ক রাজ্যের জনপ্রিয়  গভর্নর মারিও কুমো 'মৃত্যুদন্ডের' বিপক্ষে অবস্হান নিয়ে ১৯৯৪ সালে, প্রায় অপরিচিত রাজনীতিবিদ জর্জ পাটাকীর কাছে পরাজিত হয়; পাটাকী 'মৃত্যুদন্ডের" পক্ষে ছিল; নিউইয়র্কের মৃত্যুদন্ড প্রাপ্তির লিস্টে আফ্রিকান আমেরিকানরা ভয়ংকরভাবে এগিয়েছিল।
এ সপ্তাহে, ২ জন রাজাকারের মৃত্যুদন্ড কার্যকর করার জন্য সরকার ও জাতি যেভাবে জ্বরে আক্রাণ্ত হয়েছিল, এটা প্রমাণ করেছে যে, জাতির মানসিক স্বাস্হ্য খুব একটা ভালো নয়;  সরকার এত দ্রুত গতিতে সবকিছু কার্যকর করছিল যে, মনে হচ্ছিল সরকার যেন যুদ্ধাবস্হায় আছে।
মিডিয়া ও মানুষ যেভাবে ফাঁসি কার্যকরণের মহুর্তের জন্য অপেক্ষা করছিল, এটা অবশ্যই অস্বাস্হ্যকর মানসিকতার পরিচয় দিয়েছে।
মিডিয়া যেভাবে রসালোভাব 'জল্লদ'দের জীবনী প্রকাশ করছিল, তাদের ছবি দিচ্ছিল, এগুলো আসলে ভয়ানকভাবে ক্ষতিকর ও অপ্রয়োজনীয় তথ্য বিতরণ। 
মৃত্যুদন্ড অবশ্যই মানুষের জন্য মানবতাহীন শাস্তি;  মানবতাহীন অপরাধের জন্য সভ্য সমাজ মানবতাহীন শাস্তি দিলে, অপরাধী ও শাস্তিদাতা একই পর্যায়ে চলে আসে।
যারা  ভয়ংকর অপরাধ করে, তারা এক সময় নিজের অপরাধের গুরুত্ব বুঝতে পারে;  এই বুঝতে পারার পর, সে যদি অনুতপ্ত হয়ে বাঁচতে চায়, এবং সমাজের জন্য ভালো কিছু করতে চায়, তাকে বাঁচিয়ে রেখে সেই সুযোগ দেয়া দরকার। 
আমরা বাংগালীরা মোটামুটি কম অপরাধ-প্রবন জাতি হিসেবে পরিচিত ছিলাম; বর্তমানে অপরাধ বাড়ছে; এটাকে আইনীভাবে মোকাবেলা করার দরকার; কিন্তু মানবতাহীন শাস্তি এই যুগের মানুষের উপর কার্যকরী করা ঠিক হবে না।
 ৫৬ টি
    	৫৬ টি    	 +৪/-০
    	+৪/-০  ২৩ শে নভেম্বর, ২০১৫  ভোর ৪:৪৫
২৩ শে নভেম্বর, ২০১৫  ভোর ৪:৪৫
চাঁদগাজী বলেছেন: 
আমাদেরকে বিশ্বমানের জাতিতে পরিণত হতে হবে শিক্ষা, সংস্কৃতি, মানবতার দিক থেকে।
২|  ২৩ শে নভেম্বর, ২০১৫  ভোর ৫:০৩
২৩ শে নভেম্বর, ২০১৫  ভোর ৫:০৩
বিষাক্ত মনির বলেছেন: আমরা সবই পারবো। কিন্তু মানবতাবাদী নয়। আমাদের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে হিংস্রতা!
  ২৩ শে নভেম্বর, ২০১৫  ভোর ৫:০৮
২৩ শে নভেম্বর, ২০১৫  ভোর ৫:০৮
চাঁদগাজী বলেছেন: 
বাংগালী এখন মোটামুটি  বেশ  নিস্ঠুর জাতিতে পরিণত হয়েছে; তবে, সিংগাপুরের মানুষ যখন বদলেছে, আমরা ভালো ভালোর দিকে যাবার কথা ভাবতে পারি।
৩|  ২৩ শে নভেম্বর, ২০১৫  ভোর ৫:২৯
২৩ শে নভেম্বর, ২০১৫  ভোর ৫:২৯
রাফা বলেছেন: ভুল আপনার ধারণা ১০০% ভুল।আমরা এখনও জাতি হিসেবে এতটা উপরে উঠে যইনি যে মৃত্যুদন্ড উঠিয়ে দিতে হবে।প্রথমে জাতিকেে শিক্ষিত করতে হবে এবং আইনের প্রতি শ্রদ্ধশীল হওয়ার পর বিবেচনা করা যাবে।এখন মৃত্যদন্ড উঠিয়ে নিলে দশগুন বেড়ে যাবে অপরাধ প্রবনতা।
বাস্তবতার নিরিখে কথা বলুন দয়া করে।
  ২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ৮:১৩
২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ৮:১৩
চাঁদগাজী বলেছেন: 
বাস্তবতা কঠিন, বাংগালী অপরাধী জাতি হিসেবে নাম পেতে পারে।
কিন্তু অপরাধ দমনও সহজ বাংলাদেশে; কারণ, বাংগালী জন্মগতভাবে অপরাধী নয়।
৪|  ২৩ শে নভেম্বর, ২০১৫  ভোর ৫:৪৯
২৩ শে নভেম্বর, ২০১৫  ভোর ৫:৪৯
আমি মিন্টু বলেছেন: থাকুক উঠানোর আবার কি দরকার । 
  ২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ৮:১৪
২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ৮:১৪
চাঁদগাজী বলেছেন: 
মুখে বললে উঠবে না; জাতিকে প্রস্তূত করতে হবে।
৫|  ২৩ শে নভেম্বর, ২০১৫  ভোর ৬:০৬
২৩ শে নভেম্বর, ২০১৫  ভোর ৬:০৬
সরলপাঠ বলেছেন: রাফার সাথে একমত। তবে বিষয়টি আরও বৃহত্তর পরিসরে আলোচনা হওয়া প্রয়োজন। 
আপনার এই অংশের সাথে ১০০% সহমত "মিডিয়া ও মানুষ যেভাবে ফাঁসি কার্যকরণের মহুর্তের জন্য অপেক্ষা করছিল, এটা অবশ্যই অস্বাস্হ্যকর মানসিকতার পরিচয় দিয়েছে।"
দিনে দিনে বাংলাদেশের মিডিয়া অনেক বেশী আনইথিক্যাল এবং দানবীয় হয়ে উঠছে।
  ২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ৮:২০
২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ৮:২০
চাঁদগাজী বলেছেন: 
মিডিয়া স্টা্যান্টবাজি  করে মানুষের ভাবনার উপর চাপ সৃস্টি করছে।
৬|  ২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ৭:১৯
২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ৭:১৯
কবি এবং হিমু বলেছেন: আপনার পরিচয় শুনলাম আপনি নাকি বীর মুক্তিযোদ্ধা।যদি তাই হয় তাহলে সম্মানের সাথে বলবো আমাদের কে মানে এ যুগের সন্তানদের কিছু সত্যকারের ইতিহাসের গল্প শোনান।যে ইতিহাসে হাসিনা,খালেদা বা নিজামীদের মতো মানুষগুলো তাদের নোংরা কলম চালাতে পারে।যে ইতিহাস একদম নির্ভেজাল।কারন আপনি ও ভাল করে জানেন আর সব কিছুর মতো আমাদের ইতিহাসে ও ফরমালিন মিশে গিয়েছে।
আপনার এই অংশের সাথে আমিও সহমত "মিডিয়া ও মানুষ যেভাবে ফাঁসি কার্যকরণের মহুর্তের জন্য অপেক্ষা করছিল, এটা অবশ্যই অস্বাস্হ্যকর মানসিকতার পরিচয় দিয়েছে।"
মৃত্যুদন্ড অবশ্যই মানুষের জন্য মানবতাহীন শাস্তি।এই অংশের সাথে একমত হতে পারলাম না।কারন যত বড় ই হই না কেন সৃষ্টিকর্তার সাথে আর যাই হোক তর্কে যেতে পারি না।ভাল থাকবেন
  ২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ৮:২২
২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ৮:২২
চাঁদগাজী বলেছেন: 
চেস্টা করছি লজিক্যাল ভাবনা তুলে ধরতে;  স্বাধীনতার সাথে জড়িত ঘটনা ও সেসব ঘটনার প্রভাব নিয়ে আলাপ করবো।
৭|  ২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ৭:২০
২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ৭:২০
অবেলার পানকৌড়ি বলেছেন: মৃত্যু দন্ডে কোন লাভ নেই, তবুও এটাই প্রমাণিত হয় যে সাধারন মানুষ যারা ৭১ এ হারিয়েছেন তাদের স্বজন তারা কিভাবে ক্ষমা করতে পারে? আর তারা তাকে নিজ হাতে মেরে ফেলতে চায় কিন্তু পায়না। তাই সরকার সেই ব্যবস্থা করেছিলেন যাতে সাধারণ মানুষের মনে শান্তি ফিরে আসে। আপনাদের মত কিছু লোক বিপরীতে কথা বলে আর এটাই ঢালাও ভাবে প্রকাশিত হয় কিন্তু আধুনিক বিজ্ঞান মনষ্ক যারা তাদের চিন্তা চেতনা অনেক উদার তারা কাউকে নির্মম ভাবে মৃত্যু কামনা করেনা কিন্তু যতটুকুভাবে পারা যায় ততটুকু তো করাই যায়।
  ২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ৮:১৭
২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ৮:১৭
চাঁদগাজী বলেছেন: 
আমি '৭১ এর জেনারেশনের অংশ; '৭১ এর জেনারেশনের কস্ট আমি বুঝি; কিন্তু জাতি হিসেবে আমাদেরকে সভ্য করে গড়ার সময় হয়েছে।
৮|  ২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ৭:২৩
২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ৭:২৩
রূপক বিধৌত সাধু বলেছেন: মৃত্যুদণ্ড বিলুপ্ত করলে অপরাধপ্রবনতা অারো বেড়ে যাবে ।
  ২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ৮:১৫
২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ৮:১৫
চাঁদগাজী বলেছেন: 
আজীবন জেল মৃত্য থেকে কম কঠিন নয়; কিন্তু মানুষকে বুঝার সুযোগ দেয়।
৯|  ২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ৮:১৮
২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ৮:১৮
ফারুকে আজম বলেছেন: সহমত....
  ২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ৮:২৩
২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ৮:২৩
চাঁদগাজী বলেছেন: 
আমরা আজীবন পেছনে পড়ে থাকতে পারি না।
১০|  ২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ৯:১৫
২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ৯:১৫
অগ্নি সারথি বলেছেন: 
  ২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:২৯
২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:২৯
চাঁদগাজী বলেছেন: 
বিরাাণভুমিতে  ঘাস না লাগায়ে বড় গাছ রোপন করাই হয়তো সমাধান।
১১|  ২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:০৬
২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:০৬
ঢাকাবাসী বলেছেন: জাতি হিসেবে আমরা এখনো সুশিক্ষিত সুসভ্য হয়েছি বলে মনে করছিনা, বরং আমরা অনেক নিকৃস্ট জাতি, সুতরাং এখনও সময় হয়নি মনে হয়! আমরা লোভী পরশ্রীকাতর, হিংসুটে, অসভ্য অশিক্ষিত অলস করাপটেড...।
  ২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:২৮
২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:২৮
চাঁদগাজী বলেছেন: 
আমরা প্রতিযোগীতা দিয়ে মানবতাকে নীচে টানছি; কিন্তু উপরে যাবার জন্যও প্রস্তুতি নিতে হবে; না হয় ফাঁসী দেখার জন্য সবাই ঘড়ি দেখবে সারাক্ষণ।
১২|  ২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ১১:০০
২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ১১:০০
পরিশেষের অপেক্ষায় বলেছেন: আগে রাজাকার যুদ্ধাপরাধী দের ঝুলানো হোক। তারপর নাহয় সভ্য আর কিছুটা মানবতা দেখাই
  ২৩ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৫:৩৯
২৩ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৫:৩৯
চাঁদগাজী বলেছেন: 
ততদিনে যুদ্ধাপরাধীরা থাকবে না; আজ কথা শুরু হলে, পার্লামেন্ট অবধি যেতে সময় লাগবে।
১৩|  ২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ১১:৪১
২৩ শে নভেম্বর, ২০১৫  সকাল ১১:৪১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আরো বাড়ানো উচিত। প্রকাশ্যে দেয়া উচিত। তারপর দেখেন অপরাধ কমে কিনা। আমরা না হয় ততদিন মানসিক ভাবে অসুস্থই থাকলাম।
  ২৩ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৫:৪০
২৩ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৫:৪০
চাঁদগাজী বলেছেন: 
মানুষকে দেখাতে হবে যে, আমরা অপরাধী জাতি নই; সুতরাং অপরাধের দিকে পা দিও না; সেটার জন্য অর্থনীতি ঘড়ে তুলতে হবে একই সাথে।
১৪|  ২৩ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৩২
২৩ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৩২
ইন্ড্রাস্ট্রিয়াল জয় বলেছেন: রূপক বিধৌত সাধু বলেছেন: মৃত্যুদণ্ড বিলুপ্ত করলে অপরাধপ্রবনতা অারো বেড়ে যাবে ।
সহমত।
  ২৩ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৫:৩৮
২৩ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৫:৩৮
চাঁদগাজী বলেছেন: 
মৃত্যুদন্ড তুলে ফেলার জন্য শিক্ষিত মানুষকে দেশের লাগাম  ধরতে হবে; রওশন এরশাদ, মৃত মহসীন আলীর বউরা পার্লামেন্টে বসে চকলেট খেলে এগুলো ঘটবে না।
১৫|  ২৩ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৫৮
২৩ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১২:৫৮
নতুন বাঙ্গাল বলেছেন: আপনি কি আমাদের সমাজের বাস্তবতা বিবেচনা করে এই কথা বলছেন? মৃত্যুদণ্ড বিলুপ্ত করলে বাংলাদেশ মৃতুপুরীতে পরিনত হবে। জেলের ভয় কেউ করে না এদেশে। কারন জানে, টাকা বা প্রভাব খাটিয়ে যেকোন উপায়ে সেখান থেকে বের হওয়া সম্ভব।অতটা সভ্য এখনও হইনি আমরা।
  ২৩ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৫:৩৫
২৩ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৫:৩৫
চাঁদগাজী বলেছেন: 
মৃত্যুদন্ড তোলার সময় অনেকগুলো পদক্ষেপ নেয়ার দরকার হবে; জেল সিস্টেম বদলে যাবে, সেগুলো হবে, ফ্যাক্টরী, যেখানে আসামী বাস করবে ও কাজ করবে।
১৬|  ২৩ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:১৮
২৩ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:১৮
শ্রাবণধারা বলেছেন: চাঁদগাজী ভাই, এটা কি বললেন ? 
শাস্তির দর্শন বলে একটা বিষয় আছে । যেমন ধরা যাক রাজাকারের বিচারে মৃত্যুদন্ড অনেকটা retaliation বা প্রতিশোধাত্বক ক্যাটাগরিতে পরে - অর্থ্যাৎ তুমি ৭১ সালে হত্যা, ধর্ষন করেছো তোমাকেও মৃত্যুদন্ড দিয়ে তার শোধ নেয়া হল। 
আরেকটা হল দৃষ্টান্তমুলক - শাস্তিটা দিয়ে অন্যদের সাবধান করা - যেমন ধরা যাক রাজন (শিশু) হত্যার বিচারে ফাসি হওয়া । 
আপনি যেটার কথা বলছেন সেটা হলো শোধনমূলক - শাস্তিটা এমন যে অপরাধী নিজেদের শুধরানোর সুযোগ পাবে । উন্নত মানুষের সমাজে যেখানে অপরাধ প্রায় নেই, আর থাকলেও লঘু মাত্রার অপরাধ সেসব ক্ষেত্রে এটা কর্যকর হতে পারে । 
সে যাক এই মুহূর্তে বাংলাদেশে দৃষ্টান্তমুলক শাস্তির প্রয়োজন অনেক বেশী। বিশেষত জংগীগোষ্টি দমনের জন্য এটা দরকার ।
  ২৩ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৫:৩৩
২৩ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৫:৩৩
চাঁদগাজী বলেছেন: 
আপনি যা বলেছেন, এটা কনভেনশানেল ধারণা; আমাদেরকে  এখন আরো উপরের স্তর থেকে ঘোষনা করতে হবে যে, মৃত্যুর মাঝ দিয়ে তুমি মুক্তি পাবে না; তোমাকে আজীবন পে করে যেতে হবে।
আমাদের সমাজের উপরের স্তরে অপরাধা প্রফেশানে পরিণত হয়েছে।
১৭|  ২৩ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:৪১
২৩ শে নভেম্বর, ২০১৫  দুপুর ২:৪১
গেম চেঞ্জার বলেছেন: যারা মনে করছেন বাঙালির মধ্যে অপরাধপ্রবণতা বেশি। তারা ভুল করছেন। তাদের পর্যবেক্ষণ নিশ্চয়ই আবেগ দ্বারা প্রভাবিত। বাঙালির হাজার বছরের ইতিহাস দেখুন। তাঁরা চিরকালই শান্তিপ্রিয়। যাদের অর্থনৈতিক অবস্থা ভাল নয় কেবল তাদের মধ্যেই দুর্নীতির চিন্তা স্থান পায়। তাও নৈতিক শিক্ষার অভাবে ও সামাজিক, রাষ্ট্রীয় নৈতিক শিক্ষার পরিচর্যার অভাবে।
যদি শিক্ষাব্যবস্থার উন্নতি করা হতো। নৈতিক শিক্ষার প্রচলন করা হতো। বৈষয়িক উন্নতির চেয়ে নৈতিক উন্নতির গুরুত্ব তুলে ধরা হতো তবে বাংলায় নৈতিকতার এত অধঃপতন হতো না।
আর খুনী, হিংস্রতা, পাশবিকতার ঘটনা আমেরিকানদের চেয়ে আমরা এখনো ঢের পিছিয়ে আছি। যেটুকুই হয়েছে তার মূলে কিন্তু পশ্চিমা সংষ্কৃতির ব্যপক প্রভাব যে নেই তাও নয়।
আমি মনে করি মৃত্যুদন্ড কখনোই শাস্তি হতে পারে না। এটা ব্যাক্তির সাথে রাষ্ট্রের অপরাধ।
  ২৩ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৫:৩০
২৩ শে নভেম্বর, ২০১৫  বিকাল ৫:৩০
চাঁদগাজী বলেছেন: 
আপনার ধরণা সঠিক।
১৮|  ২৩ শে নভেম্বর, ২০১৫  রাত ৯:১৮
২৩ শে নভেম্বর, ২০১৫  রাত ৯:১৮
প্রামানিক বলেছেন: খুনাখুনি বেড়ে যাবে।
  ২৪ শে নভেম্বর, ২০১৫  ভোর ৬:৩৮
২৪ শে নভেম্বর, ২০১৫  ভোর ৬:৩৮
চাঁদগাজী বলেছেন: 
সাথে অনেক পদক্ষেপ নিতে হবে; ১মটা সবার জন্য সমান সুযোগ।
১৯|  ২৩ শে নভেম্বর, ২০১৫  রাত ৯:৩১
২৩ শে নভেম্বর, ২০১৫  রাত ৯:৩১
কিরিটি রায় বলেছেন: কল্যান রাষ্ট্র আগে প্রতিষ্ঠা করতে হবে। ণ্যায়, ণীতি, মূল্যবোধকে প্রতিষ্ঠিত করতে হবে। 
তারপর ভাবা যেতে পারে!
যেখানে সুযোগ পেলে বিনা টিকেটে ট্রেনে চড়ে! সেখানে গভীর রাতেও বিনা পুলীশে, খালী রাস্তাতেও লাল লাইট দেখে থেমে যাওয়া গাড়ী ওয়ালাদের আইনতো সমভাবে প্রযোজ্য হবে না।
শাস্তির বয়ও অপরাদ দমনে সহায়তা করে বৈকি! শুধু ইহকালে না পরকালেরও 
  ২৪ শে নভেম্বর, ২০১৫  ভোর ৬:৩৯
২৪ শে নভেম্বর, ২০১৫  ভোর ৬:৩৯
চাঁদগাজী বলেছেন: 
সঠিক।
রাস্ট্রকে কল্যানমুখী করতে হবে প্রথমে।
২০|  ২৩ শে নভেম্বর, ২০১৫  রাত ১০:২৬
২৩ শে নভেম্বর, ২০১৫  রাত ১০:২৬
দেবজ্যোতিকাজল বলেছেন: ফাঁসি কোন শাস্তি নয় ৷
  ২৪ শে নভেম্বর, ২০১৫  ভোর ৬:৪২
২৪ শে নভেম্বর, ২০১৫  ভোর ৬:৪২
চাঁদগাজী বলেছেন: 
জাতিকে এর থেকে ভালো অবস্হানে নিতে হবে।
২১|  ২৩ শে নভেম্বর, ২০১৫  রাত ১০:৩৮
২৩ শে নভেম্বর, ২০১৫  রাত ১০:৩৮
আস্তিক এলিয়েন বলেছেন: দৃষ্টান্তমূল শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড থাকতেই হবে। এমনকি মুসলমান হিসেবে বলবো কোরআনে পাথর নিক্ষেপ করে হত্যার যেই রেওয়াজের কথা বলা হয়েছে সেটাকেও আমি চরমভাবে সমর্থন করি। এমন দণ্ড কেউ পেলে সেই অপরাধ করার সাহস কারোও মনেই জাগবে না। চোখের সামনে কেবল এই শাস্থির চিত্রই ভেসে উঠবে। আপনি ভেবে দেখেন, এরশাদ শিকদারের ফাঁসি কি কারো মনে বিন্দুমাত্র কষ্ট দিয়েছে?? এমনকি এখন যদি সাত খুনের আসামী নূর হোসেনকেও ফাঁসি দেয়া হয় সবাই বরং খুশিই হবে। তাই এই শাস্তিকে অমানবিক বলাটা ঠিক হবেনা। সমস্যা হলো এমন কাউকে যদি ফাঁসি দেয়া হয় যার অপরাধ কিনা নিশ্চিত নয়, প্রতিহিংশা থেকেই তাকে ফাঁসি দেয়া হয়, বেশ সংখ্যক মানুষ যেই লোককে নির্দোষ মনে করে, তাকে যখন ফাঁসি দেয়া হয় তখনই সমস্যাটা বাধে। সেই লোকগুলা এই ফাঁসি মানতে পারেনা। আর তখন তাদের কান্না কিংবা কষ্ট দেখেই এই দণ্ডকে অমানবিক বলে মনে হয়। কিন্তু বিচার যদি সঠিকভাবে হয়, ব্যাক্তির অপরাধ যদি পুঙ্খানুপুঙ্খভাবে প্রমান হয়, তাহলে ঐ বেশ সংখ্যক লোকের কাছে আর ঐ ব্যাক্তি নির্দোষ থাকেনা। তখন ঐ ব্যাক্তি আর এরশাদ শিকদারের মাঝে পার্থক্য থাকেনা। তখন ঐ ব্যাক্তির ফাঁসি হলেও তেমন আক্ষেপ থাকেনা। সমস্যা এখানেই। আমাদের দেশে খুনিও টাকার বিনিময়ে মাপ পেয়ে যায়, রাষ্ট্রপতি ক্ষমা করে দেন। আবার নিরপরাধীও ফাঁসির কাষ্ঠে ঝুলেন। এমনটা অপরিবর্তিত থাকলে যত কঠিন শাস্তিই আরোপ করা হোকনা কেনো, কেউই ভয় পাবে না। বিশেষ করে সরকারি দলে যারা থাকবে তারা বীরদর্পে ওসব অপরাধ করবে। সত্য ও ন্যয় বিচার প্রতিষ্ঠিত হলে দেখেবেন অপরাধও কমে যাবে। তখণ তিন চার বছরেও হয়তো একটা ফাঁসির দণ্ডও কাউকে দেয়া লাগবে না। তখন সেটা অমানবিকও মনে হবেনা।
  ২৪ শে নভেম্বর, ২০১৫  ভোর ৬:৩৭
২৪ শে নভেম্বর, ২০১৫  ভোর ৬:৩৭
চাঁদগাজী বলেছেন: 
বাংলাদেশে, গড়ে দরিদ্রদের ফাঁসী হয়।
২২|  ২৩ শে নভেম্বর, ২০১৫  রাত ১১:৪৮
২৩ শে নভেম্বর, ২০১৫  রাত ১১:৪৮
নিস্তব্ধ অনুভূতি বলেছেন: আস্তিক এলিয়েন, আমি আপনার সাথে পুরোপুরি সহমত। আর একটি অপরাধীকে তার অপরাধ মার্জনার পর তাকে বেচে থাকতে দিলে হয়তো সে অনুশূচনার পর ভাল হয়ে যেতে পারে। এতে সে একজনই ভালো হলো। কিন্তু তার অপরাধ ক্ষমা না করে যদি তাকে উপযুক্ত শাস্তি দেয়া যায় তাহলে তার এই ভুল থেকে শিক্ষা নিয়ে আরো দশজন সেই অপরাধ থেকে বিরত থাকতে পারে। লেখাপড়ার ক্ষেত্রে একটা কথা আছে যে, একটি পড়া ১বার খাতায় লেখা, ১০বার মুখস্থ পড়ার সমান। কেউ যতই অপরাধের শাস্তি কল্পনায় আকুক না কেন, অপরাধ করার সময় কিন্তু তা মনে থাকে না। তাই অপরাধের কঠোর শাস্তি হওয়া দরকার। যাতে সেই শাস্তির বাস্তব প্রতিবিম্ব সবসময় কোনো অপরাধ করা পূর্বক বিবেককে জাগিয়ে তোলে।
  ২৪ শে নভেম্বর, ২০১৫  ভোর ৬:৩৬
২৪ শে নভেম্বর, ২০১৫  ভোর ৬:৩৬
চাঁদগাজী বলেছেন: 
সমাজে সবাইকে সমান সুযোগ দিলে অপরাধ ইউরোপের মতো কমে যাবে।
২৩|  ২৪ শে নভেম্বর, ২০১৫  রাত ১২:৩০
২৪ শে নভেম্বর, ২০১৫  রাত ১২:৩০
মরুবিজয় বলেছেন: সাকাদের মতো রাজাকারদের মনে আল্লাহ তালা মোহর মেরে দিয়েছে - এরা তছবি হাতে জান জান পাকিস্তান - দিল দিল পাকিস্তান ই করবে - এদের মগজ পাকি ভুতদের হাতে বিক্রি করে দিয়েছে - আমাদের যুদ্ধ শেষ হলেও ওদের তা নয় - বাংলাদেশে এরাই জেএমবি এরাই আইএস এরাই তালেবান আবার এরাই সুযোগ পেলে মুক্তিযোদ্ধা সেজে আপনাদের পাশেই বসে হ হ করবে - আর ফাসি উঠে গেলে হয়তো দেখবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের চেয়ারেই বসে খেক খেক করে হাসছে....
  ২৪ শে নভেম্বর, ২০১৫  ভোর ৬:৩৪
২৪ শে নভেম্বর, ২০১৫  ভোর ৬:৩৪
চাঁদগাজী বলেছেন: 
সাকারা যে জাতিতে জন্মে, সে জাতির কপাল খারাপ; যাক, নিজের চাওয়া পথে চলে গেছে।
২৪|  ২৪ শে নভেম্বর, ২০১৫  রাত ২:৪৩
২৪ শে নভেম্বর, ২০১৫  রাত ২:৪৩
হুমায়ুন রাশেদ শোভন বলেছেন: সহমত। মৃত্যুদণ্ড রহিত করা উচিত। এটা অনেকটা আয়োজন করে মানুষ হত্যার মতো নিষ্ঠুর ব্যাপার।
সবচেয়ে দৃষ্টিকটু ব্যাপার টিভি চ্যানেলগুলোর লাইভ টেলিকাস্ট এ একটু পরপর বিজ্ঞাপন প্রচার।যেন কোন অনুষ্ঠান চলছে।  
তবে বাংলাদেশের মতো দেশের প্রেক্ষিতে যাবজ্জীবন দণ্ডের অসুবিধা আছে। রাজনৈতিক পট পরিবর্তনে জেল থেকে বের হয়ে প্রতিশোধপরায়ণ বশত আরও বেশী অপরাধপ্রবন হওয়ার সম্ভাবনা থাকে।  
  ২৪ শে নভেম্বর, ২০১৫  ভোর ৬:৩২
২৪ শে নভেম্বর, ২০১৫  ভোর ৬:৩২
চাঁদগাজী বলেছেন: 
দেশকেও বদলাতে হবে সাথে সাথে।
২৫|  ২৪ শে নভেম্বর, ২০১৫  সকাল ৯:৫৯
২৪ শে নভেম্বর, ২০১৫  সকাল ৯:৫৯
অপর্ণা মম্ময় বলেছেন: সর্বোচ্চ শাস্তি বলতে তো মৃত্যুদন্ডকেই বুঝায়। এটা ঠিক আইনের শাসন থাকলেও প্রয়োগ সে অনুপাতে আসল অপরাধীদের জন্য কার্যকর হয় না কোনো কোনো মুহূর্তে। বাংলাদেশের মতো দেশে ফাঁসি বা মৃত্যুদন্ড দরকার আছে। বিশেষ করে যুদ্ধাপরাধীদের জন্য। ওদের জন্য সম্ভব হলে র্যান্ডম শাস্তি দিতে দিতে তারপর ফাঁসিটা দেয়া দরকার। এক্ষেত্রে আপোষ হতে পারে না।
সভ্য দেশে মানবতার হানি হিসেবে ফাঁসিকে দেখা হয়। ঠিক আছে সেটা। কারণ আইনের শাসন বা শাসনের প্রতি মানুষের ভীতি কাজ করে। কিন্তু আমাদের দেশের অমানুষরা   দুঃসাহসী ,তাদের জন্য মৃত্যুদন্ড এতো তাড়াতাড়ি বিলোপ করার কিছু নাই।
২৬|  ২৪ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:২৩
২৪ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:২৩
উচ্ছল বলেছেন: বর্তমান মিডিয়া নামক পিশাচের ব্যাঙ্গ কথন এবং কিছু বিকৃত মানুষের প্রতিবন্ধি টাইপ আচরন দেখে এত তাড়াতাড়ি মৃত্যুদন্ড তুলে দেবার কথা বললে তো হবে না। এই সময়ের মানবতা বিরোধী কাজেরও তো সঠিক ও সর্বোচ্চ বিচার চাই।
  ২৪ শে নভেম্বর, ২০১৫  রাত ১১:৪৯
২৪ শে নভেম্বর, ২০১৫  রাত ১১:৪৯
চাঁদগাজী বলেছেন: 
বিচার ও শাস্তি যুগোপযোগী হতে হবে; আমরা পেছনে পরে আছি বলে, সহজেই মানুষ মারছি।
২৭|  ২৪ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১:০২
২৪ শে নভেম্বর, ২০১৫  দুপুর ১:০২
দিশেহারা আমি বলেছেন: বাংলাদেশ থেকে মৃত্যুদন্ড তুলে দিতে হবে 
সহমত।
মৃত্যুদন্ড সবচেয়ে বর্বর এবং সবচেয়ে সহজ শাস্তি। 
১৭ বছর আগে কলেজে পড়ার সময় বন্ধুদের সাথে মিলে পাশের বাড়ির ক্ষেত থেকে মুলা চুরি করে ধরা খেয়েছি। মূলা ফেরতও দিয়েছি।তারপরেও মামলা হয়ে গেছে।সেই থেকে আজ অব্দি কতবার থানা,পুলিশ, কোর্ট, কাচারি, জেলখানার চক্কর কেটেছি আমার নিজেরই মনে নেই।অবশেষে ক্লান্ত হয়ে বিদেশে পালিয়ে আসি। ২/১ মাসের জন্য দেশে গেলে ৬ মাস জেলখানায়ই থাকতে হয়   তবুও যাই।লাখ লাখ টাকা খরচ করে আবার বেরিয়ে আসি, আবার পালাই আবার দেশে আসি।এই চক্করে একজন ১৭ বছর বয়সী যুবকের আগামিকাল ৩৫ বছর হবে।
  তবুও যাই।লাখ লাখ টাকা খরচ করে আবার বেরিয়ে আসি, আবার পালাই আবার দেশে আসি।এই চক্করে একজন ১৭ বছর বয়সী যুবকের আগামিকাল ৩৫ বছর হবে। 
শেষবার ক্লান্ত হয়ে আমি জর্জকে বলেছিলাম,হয় আমাকে মুক্তি দিন না হয় আমাকে মৃত্যুদন্ড দিন।বিচারক প্রহসনের হাসি হাসে। মনটা চাইছিল জুতা খুলে মারি।কিন্তু উপায় নেই। আগে অনেকেই এইকাজ করেছে তাই এখন আসামিদেরকে খাঁচায় বন্দি করে রাখে।
এটাই পেইন, এটাই শাস্তি।
 মৃত্যুদন্ড কোন শাস্তি নয়, মৃত্যুদন্ড হচ্ছে খালাস/মুক্তি 
  ২৪ শে নভেম্বর, ২০১৫  রাত ১১:৪৭
২৪ শে নভেম্বর, ২০১৫  রাত ১১:৪৭
চাঁদগাজী বলেছেন: 
জাতিকে ভাবতে হবে আধুনিক মানুষের মতো।
২৮|  ২৯ শে নভেম্বর, ২০১৫  রাত ১:০০
২৯ শে নভেম্বর, ২০১৫  রাত ১:০০
বাংলার ফেসবুক বলেছেন: আমরা বাংগালীরা মোটামুটি কম অপরাধ-প্রবন জাতি হিসেবে পরিচিত ছিলাম; বর্তমানে অপরাধ বাড়ছে; এটাকে আইনীভাবে মোকাবেলা করার দরকার; কিন্তু মানবতাহীন শাস্তি এই যুগের মানুষের উপর কার্যকরী করা ঠিক হবে না। @বিষয়টি ভাবার মতো একবার সবাই মিলে ভেবে দেখি না।
  ২৯ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:২১
২৯ শে নভেম্বর, ২০১৫  রাত ৮:২১
চাঁদগাজী বলেছেন: 
জাতিতে শিক্ষিতের হার বাড়ছে, আমাদের  উপর শিক্ষার প্রভাব তুলে ধরতে  হবে।
২৯|  ৩১ শে ডিসেম্বর, ২০১৫  সকাল ১০:৪৮
৩১ শে ডিসেম্বর, ২০১৫  সকাল ১০:৪৮
রংহেডেড বলেছেন: আপনার ব্লগে কীইবা এমন তথ্য আছে ? আপনার সাময়িক পোস্টে হ্যাকিং শব্দটা ব্যবহৃত হইল কেন বুঝলাম না। বুঝলাম যে আপনার আইডি নকল করতেছে । বাট হ্যাকিং শব্দটা ব্যবহার করলেন কেন ? শব্দ শিখলেই যে ইজাইতে হইব তা না ।
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০১৫  ভোর ৪:৩৭
২৩ শে নভেম্বর, ২০১৫  ভোর ৪:৩৭
বিষাক্ত মনির বলেছেন: সহমত জ্ঞাপন জানবেন।