নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযুদ্ধে আমাদের বিজয় ও পরাজয় সম্পর্কে নাগরিকদের ধারণা কি?

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৭

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর, বিজয়ের দিন, যাঁদের বয়স ১৬ বছর, বা বেশী ছিল, তাদের মাঝ থেক্বে মাত্র ১ কোটী ৪০ লাখ মানুষ জীবিত আছেন আজ; এঁরা বিজয় দেখেছিলেন, অনুভব করেছিলেন, এঁরা বিজয়ের সাথে যুক্ত ছিলেন, বিজয় এনেছিলেন।

১৯৭১ সালের ও তার পুর্বের জেনারেশনের ৯০ ভাগ মানুষের জন্মদিবসের তারিখটি ভুল; কারণ কি? শিক্ষার অভাব! যাক, তারপরও যে, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর তারিখটি সেই জেনারেশন ঠিক মতো মনে রাখতে পেরেছেন, সেই জন্য জেনারেশনকে ধন্যবাদ; আসলে, ঘটনাটি এতই বড় যে, সেই সময়ের পড়ালেখা না জানা মানুষগুলো জাতির এই বিজয়কে মনে রাখতে পেরেছেন; যদিও উনাদের জন্ম তারিখটিও ঠিক মতো লিপিবদ্ধ করার মতো পজিশনে ছিলেন না।

কিন্তু সেই জেনারেশন কি বিজয়ের আগের ৯ মাসের যুদ্ধ, যুদ্ধের কারণ, মানুষের ভুমিকা, মানুষের অবদান, মানুষের কস্ট, মানুষের ব্যর্থতা, প্রাপ্তি ইত্যাদি ঠিক মতো অবজার্বেশন, বিশ্লেষন করতে পেরেছিলেন? না, পারেননি। সেজন্যই আমরা ভিয়েতনাম হতে পারিনি, চীন হতে পারিনি, হতে পারিনি সামান্য মালয়েশিয়াও।

বিজয়ের গুরুত্ব মনে হচ্ছে, শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবও বুঝতে পারেননি; উনারা বুঝতে পারলে, উনাদের সরকারে, কমপক্ষে ১১ সেক্টরের ২২ জন মন্ত্রী থাকতেন; উনাদের প্রশাসনে ৯০ হাজার মুক্তিযোদ্ধা থাকতেন; সেক্টেটারিয়েটে পাকী প্রশাসনে কাজ করা ১ জন সিএসপি'রও থাকার কথা ছিলো না। পাকীদের ফেলে যাওয়া সম্পতি আজও জাতীর সম্পদ হিসেবে থাকতো; ১০ জানুয়ারীর পর, বাংলাদেশে ১ জনও বেকার থাকতো না; ৫/৬ বছরের প্রতিটি শিশু ১৯৭২ সালে স্কুলে যেতো।

আমরা পাকী মিলিটারীর বিপক্ষে বিজয়ী হয়ে, সিআইএ, আইএসআই ও নিজেদের লোকদের কাছে পরাজিত হয়েছি।

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩০

কলাবাগান১ বলেছেন: বাংলা ফেসবুকের এমন অপমান জনক কথার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। রাজাকার দের ইনভেস্টমেন্ট ছিল তোমার মত রাজাকারদের।

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৫

চাঁদগাজী বলেছেন:



মুক্তিযোদ্ধারা কিছুই নেননি, তাঁদের একাংশ প্রাণ দিয়ে গেছেন এই স্বাধীনতার জন্য।

২| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩১

কলাবাগান১ বলেছেন: বাংলার ফেসবুকের মন্তব্যের রিপোর্ট করলাম। দেখি সামুর মোডারেশন কি করে

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৬

চাঁদগাজী বলেছেন:


থাক, কয়েক কোটী এই স্বাধীনতাকে অনুধাবন করতে পারেনি।

৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: বিজয়ের গুরুত্ব মনে হচ্ছে, শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবও বুঝতে পারেননি; উনারা বুঝতে পারলে, উনাদের সরকারে, কমপক্ষে ১১ সেক্টরের ২২ জন মন্ত্রী থাকতেন; উনাদের প্রশাসনে ৯০ হাজার মুক্তিযোদ্ধা থাকতেন; সেক্টেটারিয়েটে পাকী প্রশাসনে কাজ করা ১ জন সিএসপি'রও থাকার কথা ছিলো না।" বোঝার কথাও না, কারণ, তাঁরা রাষ্ট্রীয় পর্যায়ের এত গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হননি কখনো । বঙ্গবন্ধু অাগে একবার মন্ত্রী হয়েছিলেন মাত্র ।
অামার ধারণা, যাঁদের কথা উল্লেখ করলেন, তাঁরা থাকলেও তেমন কিছু করতে পারতেন না । যেহেতু পাকিস্তান অামলের সিংহভাগ কর্মচারী অবাঙালি ছিলেন । বাঙালিরা রাষ্ট্র চালনা সম্পর্কে তেমন ওয়াকিবহাল ছিলো না!
এত তাড়াতাড়ি দেশ স্বাধীন হওয়াতে বোধকরি কেউই স্বাধীনতার গুরুত্ব উপলোব্ধি করতে পারেননি । এ জন্যই অামাদের সবচে বড় অর্জন নিয়েও এত বিভক্তি!

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৬

চাঁদগাজী বলেছেন:


৯ মাসে লাখ লাখ মানুষের মৃত্যু, লাখ মানুষ আহত, লাখ লাখ বাড়ীঘর ভস্মীভুত, ১ কোটী শরণার্থী; সেটাকে কম সময় বলছেন?

৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জনগণ ‘৭১-এর আগেও কম শিক্ষিত ছিল। আর ‘৭১-এর পরের জনগণ তাকিয়ে ছিল বঙ্গবন্ধুর দিকে। তিনি দেশ চালাতে ব্যর্থ হয়েছিলেন। অবশ্য উনার অস্বাভাবিক মৃত্যু না হলে এ দেশের ‌উন্নয়ন আরো আগে হতো।

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

চাঁদগাজী বলেছেন:

উনাকে হত্যা না করলে আমরা সঠিক পথে থাকতাম, কমপক্ষে।

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৬

চাঁদগাজী বলেছেন:

@ রূপক বিধৌত সাধু ,

বেকার হলেন কিভাবে, পড়ালেখা কিসে?

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: অশেষ ধন্যবাদ মন্তব্যটা মুছে দেওয়ার জন্য । মন্তব্যটা অামারই ভালো লাগেনি । মন-মানসিকতার দৈন্যদশা দরুণ কী বলতে কী বলে ফেলি; তার নেই ঠিক । ভুল-ত্রুটি হলে নিজ গুণে মার্জনা করবেন ।

অকৃতি-অধম, কাজকর্ম নেই তো তাই বেকার । পড়ালেখা খুব সামান্যই- একটা সরকারি বিশ্ববিদ্যালয় থেকে মাত্র বিবিএ সম্পন্ন করেছি ।

০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:১৬

চাঁদগাজী বলেছেন:
কখন শেষ করেছেন? আপনি কি চাকুরী করেছেন আগে?

চাকুরী খুঁজুন, আর দিন ৫/৬ ঘন্টা কম্প্যুটার শিখুন নিজে নিজে; আমি সাহায্য করবো।

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমরা পাকী মিলিটারীর বিপক্ষে বিজয়ী হয়ে, সিআইএ, আইএসআই ও নিজেদের লোকদের কাছে পরাজিত হয়েছি।

মোক্ষম বলেছেন।
বিজয় মাসের প্রথম প্রহরের শুভেচ্ছা হে বীর।
ওয়ান্স এন ওয়ারিওর অলওয়েজ এন ওয়ারিওর।

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৬

চাঁদগাজী বলেছেন:

মনে হয়, বিজয় আবার আসবে।

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৭

অগ্নি সারথি বলেছেন: বাংলার ফেসবুক মালডারে বহিস্কার করে না ক্যান। মন্তব্য রিপোর্টেড।

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:

বের করলে, আপনি বুঝতে পারতেন না, মানুষ কি ভাবছে, আমাদের জাতির অবস্হা কি! ব্লগে সবচেয়ে বেশী পরিমাণ শিক্ষিতরা এক জায়গায় সমবেত হয়।

৯| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৫

আরণ্যক রাখাল বলেছেন: আামি এমন অনেককে চিনি যারা একাত্তরে ছিলেন, দেখেছেন সব। আর বিস্ময়ের ব্যাপার তারা বেশির ভাগই এখন স্বাধীনতা বিরোধী

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:

যারা স্বাধীনতা এনেছিলেন, তারাও এক সময় দর্শকে পরিণত হয়েছেন ততকালীন সরকারের ভুলে।

োানেক বাংগালোো রাজতন্্ত্রে থাকার মতো মানস নিয়ে পাথরের যুগে বাস করছে।

১০| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৪

আব্দুল্যাহ বলেছেন: আমি কম্পুটিং শিখব....

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৮

চাঁদগাজী বলেছেন:


আমাকে আপনার ই-মেইল জানালে আমি সাহায্য করার চেস্টা করবো।

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: কিন্তু সেই জেনারেশন কি বিজয়ের আগের ৯ মাসের যুদ্ধ, যুদ্ধের কারণ, মানুষের ভুমিকা, মানুষের অবদান, মানুষের কস্ট, মানুষের ব্যর্থতা, প্রাপ্তি ইত্যাদি ঠিক মতো অবজার্বেশন, বিশ্লেষন করতে পেরেছিলেন? না, পারেননি। আমিও তাই বলছি।।
কিন্তু যে কোন জাতি যতই যতই বর্বর আর অশিক্ষিতই হোক না কেন তাদের শিক্ষিত অংশটি কিন্তু এই মহান বিজয়ের কথা স্বর্নাক্ষরে লিখে যায়,পরবর্তি প্রজন্মের জন্য।। যা পড়ে তারা হয় গর্বিত,জানতে পারে তাদের স্বাধীনতার ইতিহাস।। আমাদের দেশে এই ইতিহাস আজো লেখা চলছে।।
আজো পায় নি অনেকে ন্যায্য সনদ আর সন্মান!! আর বলবো না,বলতে গেলে কিন্তু অনেক অপ্রিয় কথাও চলে আসতে পারে।।

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৩২

চাঁদগাজী বলেছেন:


অপ্রিয়, সুপ্রিয় বুঝি না; তাজুদ্দিন সাহেব, ও শেখ সাহেব বিশ্বের তুলনায় অনেক পেছনে ছিলেন ১৯৭২ সালে; বিজয়ের পর, উনারা শুধু ভুলই করে গেছেন।

১২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:০৫

চাঁদগাজী বলেছেন:

আমাদের ৪৪ বছরের ইতিহাস মেনে, আমাদের ভিক্ষায় নামা উচিত; এটা সিরিয়াস ব্যাপার, ধনী দেশগুলো ডলার, পাউন্ড, ইউরো ছাড়বে অনেক, মনে হচ্ছে! জলবায়ু ঝুঁকিতে আমরা ৬ নং স্হানে আছি; ১ম স্হানে হন্ডুরাস, শেষস্হানে গুয়াতেমালা; ওসব দেশে আমাদের একবস্তির সমান মানুষও নেই; ফলে, টাকা পেলে আমরাই পাবো! সুতরাং, ভিক্ষাই উত্তম হতে পারে।

আমরা বর্তমানে যে অবস্হায় আছি, এ রকম চলতে থাকলে, আমাদেরকে ভিক্ষা করতে হবে; তারপরও আমাদের মানুষ মরে জাতি ছোট হয়ে আসবে; সেটাও একটা সমাধান!

অথবা, আমরা সঠিক ব্যবস্হা নিয়ে, নিজেদের পায়ে দাঁড়াতে পারি সসন্মানে; এটা অনেক কঠিন হবে।

১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৪

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবদ, বাস্তবতার প্রেক্ষাপটে.......।।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৩

চাঁদগাজী বলেছেন:

ব্লগের লোকজনের মতামত বুঝার চেস্টা করছি।

১৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৯

সচেতনহ্যাপী বলেছেন: বুঝতে পারছি না কতটুকু সফল হবেন।।
অপ্রাসঙ্গিকঃ আমাকে কি "ছাগু" মতাদর্শের মনে হয়?? এর আগে লম্পট ও লোচ্চা ট্যাগ পেয়েছি।। মেনেও নিয়েছি।।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৫

চাঁদগাজী বলেছেন:

না।

আপনার ইমানের জোর কমছে কেন?

১৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০০

সচেতনহ্যাপী বলেছেন: কি মনে হচ্ছে আপনার?? এটাই কি.......

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৯

চাঁদগাজী বলেছেন:

আপনি খুবই প্রগ্রেসিভ মনের মানুষ, অন্যেরা কি বলে তাতে কিছু আসে যায় না; অন্যের কথা আমি শুনি, তবে ভাবি নিজের মতো করে।

১৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩০

সচেতনহ্যাপী বলেছেন: আমি খুশী তবে আপনার কাছ থেকেই বুঝতে চেয়েছিলাম আমার পজেশন?? ধন্যবাদ।। ভাবনায় আমিও আমার মতই।।

০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৭

চাঁদগাজী বলেছেন:

নতুন জেনারেশন সমস্যার মাঝে মানুষ হচ্ছে; ওদের প্রাচুয্য আছে, সঠিক শিক্ষা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.