নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

যেড-ফোর্সের মুক্তিযোদ্ধা শহীদ লোকমান খান

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৮

যুদ্ধের সময় লোকমান খান উত্তর চট্টগ্রামের নিজামপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন; তিনি কৃষক পরিবারের ছেলে, ৪ ভাইয়ের মাঝে তৃতীয়; ভালো ফুটবল খেলতেন, কলেজ টিমে ছিলেন। এপ্রিলের মাঝামাঝি মিরসরাই যুদ্ধে তিনি ভলনটিয়ার হিসেবে বাংকার, ট্রেন্চ খুঁড়তে ও যেড-ফোর্সের মুক্তিযোদ্ধাদের খাবার সরবরাহে সাহায্য করেন। মে মাসে ট্রেনিং নিয়ে তিনি যেড-ফোর্সে যোগ দেন। তিনি রেজুমিয়া ও চাঁদগাজীতে যুদ্ধ করেন; আগস্ট মাসের শেষের দিকে তাঁকে নিজ এলাকায় একটি অপারেশনের দায়িত্ব দেয়া হয়; অপারেশনের পর, তিনি যেডের হয়ে সেই এলাকায় একটি গেরিলা সেকশন'এর দায়িত্বে থাকেন; অক্টোবরের শেষ দিকে পাকিস্তানী বাহিনী তাঁকে ঘিরে ফেলে; উত্তর মিরসরাইতে তিনি শহীদ হন।

বিজয়ের মাসে, আমি লোকমান খানের সৈনিক জীবন, ও দেশের জন্য অবদান নিয়ে লিখবো। গ্রাম বাংলার এক কৃষক পরিবারের ছেলে জাতির প্রয়োজনে, স্বল্প ট্রেনিং নিয়ে বেংগল রেজিমেন্টে যোগ দিয়ে পাকিস্তানী বাহিনীর বিপক্ষে যুদ্ধ করেছিলেন জাতিকে মুক্ত করার জন্য; এটা বীরত্বের কাহিনী, আত্মত্যাগের কাহিনী, অবদানের কাহিনী।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫০

কলাবাগান১ বলেছেন: লোকমান খান কিসের লাভের আশায় যুদ্ধে যোগ দিয়েছিল?

@বংলার ফেসবুক, আজ হাজারে হাজারে লোকমান খানের অবদানে কি বোর্ডে বসে ঝড় তুলতে পারছেন....... দেশ স্বাধীন না হলে পাকিদের বুটের তলায় থাকতে হত..... অবশ্য আপনাদের মত রাজাকার বান্ধবরা তাই চান। সামান্য কিছু সংখ্যক মুক্তিযোদ্ধা জীবন যুদ্ধে হেরে গিয়ে মানবেতর জীবন যাপন করছেন, সেটা কে ই পুজি করে জামাতি রা তথ্য সন্ত্রাসে নেমেছে ১৯৭১ কে প্রশ্নবিদ্ধ করতে।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৫

চাঁদগাজী বলেছেন:


অশিক্ষিত, কমশিক্ষিতদের একটা জেনারেশনের সৃস্টি হয়েছে দেশে; এই সমস্যাকে বুঝে, সঠিক ও উন্নত জেনারেশন গড়ে তুলতে হবে; আধুনিক শিক্ষাকে ফ্রি করতে হবে সবার জন্য; শুধু তখনই আগাছা কমে আসবে।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৩

মাসূদ রানা বলেছেন: আধুনিক শিক্ষাকে ফ্রি করতে হবে সবার জন্য; শুধু তখনই আগাছা কমে আসবে।


তা শুরুটা আপনেই করেন চাঁদগাজী ভায়া। এসব লেখা বাদ দিয়ে কয়েকজন মিলে বরংচ একটা স্কুল দেন । বাচ্চাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার, শিক্ষিত হবার ক্ষেত্র তৈরী করেন।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৪

চাঁদগাজী বলেছেন:


আমিই শুরু করবো।

ব্লগে তেমন দেখছি না আপনাকে, ব্যাস্ত?

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৪

মাসূদ রানা বলেছেন: আছেন কেমন ?

০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৯

চাঁদগাজী বলেছেন:

মোটামুটি।
আপনার কি অবস্হা?

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০১

মাসূদ রানা বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি । ব্যস্ততা তো কিনচিৎ আছেই, তবে তার মধ্যেও ঢু মারা যায় :)
কিন্তু সমেস্যা হইল আমুতে আপনাদের সাথে যে নির্মল বিনোদন পাইছি, সামুতে সেইটা আশা করা দুষ্কর । তাই একটু কম আশা হয় আরকি। মাঝে মধ্যে আপনাদের দেখলে ঢু মারি ।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:


আমুতে ১ লাইন লেখার আগে আমাকে ব্যান করে দিচ্ছিল; থাকা সম্ভব হয়নি।

সামুতে লেখেন। ভালো থাকেন।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তখন লোকমান হোসেনরাই যুদ্ধে গিয়েছিল। শহরের শিক্ষিতরা খালি পর্যবেক্ষণ করছিল সব।

০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:

নন্দলালরা সব সময়ই নন্দলাল

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১২

মুদ্‌দাকির বলেছেন: লোকমান খানকে আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও, আপনাদের জন্য সালাম যারা মৃত্যুকে তুচ্ছ করেছিলেন সে সময়!!! আপনারা অনেক অনেক ভাগ্যবান!!

০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:

ভালো থাকেন।

লোকমান খানরা আমাদের দেশ দিয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.