![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
৬ দফায় একটা 'স্বপ্ন' ছিল, ভালো জীবনের স্বপ্ন, সোনার বাংলার স্বপ্ন; এতে আনুমানিক ৬ কোটী মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলেন; ততকালীন পাকিস্তানের অন্য দলের নেতারা ৬ দফা পছন্দ করেনি; এমন কি আওয়ামী লীগের অনেকে পছন্দ করেনি; তবে, 'শেখ ভাইয়ের' বিপক্ষে কেহ মুখ খুলেনি; যেভাবে, এখন শেখ হাসিনার বিপক্ষে কেহ মুখ খোলে না; তবে, শেখের সময়, শেখের বিপক্ষে আওয়ামীরা মুখ খুলতো না শ্রদ্ধা ও আস্হা থেকে; শেখ হাসিনার বেলায়, মনে হচ্ছে, তা সঠিক নয়।
বাকশালে ৬ দফার থেকেও বড় স্বপ্ন ছিল; কিন্তু মানুষকে তা জানানো হয়নি; ৬ দফার সময়, শেখ সাহেব বাংলা চষে ফেলেছিলেন মানুষকে ৬ দফা জানানোর জন্য; পল্টন, রেসকোর্স, রমনা, লালদীঘি, পলোগ্রাউন্ড'এর ঘাস মরে গিয়েছিল মানুষের পায়ের নীচে; ৬ দফার বেলায়, শেখ সাহেব 'মুল থেকে উপরে' দিকে 'গেছেন; মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছিলেন ৬ দফাকে।
বাকশাল করে তিনি আবার মানুষকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন; কিন্তু এবার তিনি ভুল পদ্ধতি অবলম্বন করলেন, "উপর থেকে মুলের দিকে", প্রথমে তিনি সব দলের নেতাদের, প্রশাসনের বড় পদগুলোকে পাশে নিলেন, ৮ কোটী জনতা রয়ে গেলো দুরে; এখানে ছিল বিরাট ভুল; তিনি নিজেই মানুষ থেকে দুরে রয়ে গেলেন। তিনি এই ভুল না করলে, আজ আমরা চীনের মতো, বা কাছাকাছি থাকতাম
এ সুযোগটাই সিআইএ, আইএসআই ও পরাজিত শক্তি কাজে লাগালো।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
চাঁদগাজী বলেছেন:
" শেখ সাহেব যে ক্ষমতার লোভে বাকশাল কায়েমে ব্রতী হয়েছিলেন তা দুগ্ধশিশুও বুঝত। "
-দুগ্ধশিশু কোলে প্রস্রাব করে মাত্র; আপনি হয়তো তোরাবোরায় আছেন।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯
চাঁদগাজী বলেছেন:
"তার সন্তান শেখ হাসিনা কে দেখেই সব বোঝা যায়। যেমন বাপ তেমন বেটি। "
-শেখ সাহেব উনার কণ্যাকে রাজনীতির বাহিরে রেখেছিলেন; জেনারেল জিয়ার কারণে শেখ হাসিনার রাজনীতিতে আগমন।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
কল্লোল পথিক বলেছেন: আপনার বক্তব্যের সাথে সহমত।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
চাঁদগাজী বলেছেন:
আমার ভাবনার সাথে মিল আছে, সেই রকম ১ জন হলেও পেলাম।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
গেম চেঞ্জার বলেছেন: আপনার পোস্টের সাথে সহমত(৯০%) জানাচ্ছি। প্রথম কমেন্টে বঙ্গবন্ধুকে নিয়ে অনুচিত মূল্যায়ন হয়েছে।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২
চাঁদগাজী বলেছেন:
'৭২, '৭৩ ও '৭৪ এর ভুল স্বীকার করে, শেখ সাহেব যদি মানুষকে প্রথমে টেনে নিতেন কাছে, বাকশাল বাংলাদেশকে চীনের কাছে নিতো আজ।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
৮৩১আবীর১৯৮৩ বলেছেন: হুম তাহলে তোরবায় দুধের শিশুরা জ্ঞানী গুনী হয়। তাহারা জন্ম নিবার পর থেকে সব বুঝে আর বাংলার শিশুরা খালি হাগু মুতু করে। তুমি দেখছি নব্য রাজাকার।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৮
চাঁদগাজী বলেছেন:
আপনি জ্ঞানী গুনী , সন্দেহ নেই
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০
৮৩১আবীর১৯৮৩ বলেছেন: সেই দাবি তো আমার নয় আপনার। দুগ্ধপোষ্য শিশুও বোঝে এ বাক্যের মানে যেভাবে করলেন তাতে বাংলা সাহিত্যে নবদিগন্তের সূচনা হল।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেব নেই, দরিদ্র বাংগালীদের ক্যাপিটেলিজমে নেয়ার জন্য, শেখের অনেক বদনাম ছড়িয়ে দিয়েছিল দুস্ট বাংগালীরা।
৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২
রূপক বিধৌত সাধু বলেছেন: বঙ্গবন্ধু অনেকটা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন । বাকশালকে অামি ভুল মনে করি না । ভুলটা হয়েছে, তিনি সঠিকভাবে নিজের ইচ্ছেটাকে জনসম্মুখে উপস্থাপন করতে পারেননি । প্রশাসনিক দুর্বলতা ছিলো, সরকারের সীমাহীন ব্যর্থতা ছিলো । সেই সুযোগে জাসদ-সর্বহারা সহ বিরোধী পক্ষগুলো তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে । বঙ্গবন্ধু স্বাধীনতার অব্যবহিত পরেই যদি এমন একটা সিদ্ধান্ত নিতেন, তাহলে বোধহয় সবাই মেনে নিতো । দেশটা মালয়েশিয়া/সিঙ্গাপুর হয়ে যেতো ।
ওপরের একজন বলেছে ক্ষমতার লোভে বঙ্গবন্ধু বাকশাল করেছিলেন । ওর কাছে জানতে মন চায়, বঙ্গবন্ধু ছাড়া ঐ সময় দেশ কে চালাতে পারতো? সদ্য স্বাধীন দেশে অনবিজ্ঞ ব্যক্তিরা এরচে ভালো কি চালাতে পারতো? ভুলে গেলে চলবে না পাকিস্তান অামলে সিংহভাগ কর্মচারী ছিলো অবাঙালি । স্বাধীন দেশে যারা রাষ্ট্র চালিয়েছে, এমনকি বঙ্গবন্ধুরও পর্যাপ্ত প্রশাসনিক দক্ষতা ছিলো না ।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০
চাঁদগাজী বলেছেন:
এখন মনে হচ্ছে, শেখ সাহেব থেকে দেশ ভালো চালাতে পারতো মুক্তিযোদ্ধারা; সরকারে যদি ১১ সেক্টরের ২২ জনকে মন্ত্রীত্ব দেয়া হতো, সেক্রেটারীয়েটে ছাত্রমুক্তিযোদ্ধাদের নেয়া হতো, দেশ ভালো চলতো।
বাকশাল করার দরকার ছিলো ৭২ সালেই।
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মাত্র ৪ বছরের মাথায় শেখ সাহেব ঐ কাজ না করে আরো ১৫ বছর পর করলে ভালো করতেন! তখন কম্বল চোর, দুর্ভিক্ষ, রক্ষী বাহিনী, ব্যাংক ডাকাতি, পত্রিকা বন্ধ, ডালিমের বউ - এসব নিয়ে এমনিতেই শেখ সাহেবের জনপ্রিয়তা তলানিতে ছিল। মানুষরে বোঝানো হইছে রাজতন্ত্র হচ্ছে, শেখ জামাল সেনাপ্রধান হবে! বিশেষ করে মুক্তিযুদ্ধের ’আওয়ামী লীগ’ ব্র্যান্ড বিলুপ্তি করাটা ঠিক হয়নি।
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেব মুক্তিযুদ্ধের গুরুত্ব বুঝতে পারেননি; এই মহা শক্তিকে বিনস্ট করার পর, উনার আর শক্তি ছিলো না। মুক্তিযোদ্ধারা জানতো যে, উনারাই উনার শক্তি, শেখ সাহেব মনে করেছিল যে, আওয়ামী লীগই উনার শক্তি; শেখ সাহেব মরীচিকা দেখেছিলেন।
বাকশাল উনার মাথায় আসতে সময় লেগেছে; উনি ভেবেছিলেন যে, বাংলাদেশ পাকিস্তান থেকে বের হলেই 'সোনার বাংলা' হয়ে যাবে আপনা আপনিই।
৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৪
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: সহমত জানাচ্ছি
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২০
চাঁদগাজী বলেছেন:
ভালো, অনেকেই একই ভাবে ভাবছি।
৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৩
জ্বলন্ত আলো বলেছেন: ১৯৬৬ সালের ছয় দফা দাবিসমূহ
দাবি - ১
শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি:
দেশের শাসনতান্ত্রিক কাঠামো এমনি হতে হবে যেখানে পাকিস্তান হবে একটি ফেডারেশনভিত্তিক রাষ্ট্রসংঘ এবং তার ভিত্তি হবে লাহোর প্রস্তাব। সরকার হবে পার্লামেন্টারী ধরনের। আইন পরিষদের (Legislatures) ক্ষমতা হবে সার্বভৌম। এবং এই পরিষদও নির্বাচিত হবে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে জনসাধারনের সরাসরি ভোটে।
দাবি - ২ :
কেন্দ্রীয় সরকারের ক্ষমতা:
কেন্দ্রীয় (ফেডারেল) সরকারের ক্ষমতা কেবল মাত্র দু'টি ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে- যথা, দেশরক্ষা ও বৈদেশিক নীতি। অবশিষ্ট সকল বিষয়ে অঙ্গ-রাষ্ট্রগুলির ক্ষমতা থাকবে নিরঙ্কুশ।
দাবি- ৩ :
মুদ্রা বা অর্থ-সমন্ধীয় ক্ষমতা:
মুদ্রার ব্যাপারে নিম্নলিখিত দু'টির যে কোন একটি প্রস্তাব গ্রহন করা চলতে পারেঃ-
(ক) সমগ্র দেশের জন্যে দু'টি পৃথক, অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে।
অথবা
(খ)বর্তমান নিয়মে সমগ্র দেশের জন্যে কেবল মাত্র একটি মুদ্রাই চালু থাকতে পারে। তবে সেক্ষেত্রে শাসনতন্ত্রে এমন ফলপ্রসু ব্যবস্থা রাখতে হবে যাতে করে পূর্ব-পাকিস্তান থগেকে পশ্চিম পাকিস্তানে মুল্ধন পাচারের পথ বন্ধ হয়। এক্ষেত্রে পূর্ব পাকিস্তানের জন্য পৃথক ব্যাংকিং রিজার্ভেরও পত্তন করতে হবে এবং পূর্ব পাকিস্তানের জন্য পৃথক আর্থিক বা অর্থবিষয়ক নীতি প্রবর্তন করতে হবে।
দাবি - ৪ :
রাজস্ব, কর, বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা:
ফেডারেশনের অঙ্গরাজ্যগুলির কর বা শুল্ক ধার্যের ব্যাপারে সার্বভৌম ক্ষমতা থাকবে। কেন্দ্রীয় সরকারের কোনরূপ কর ধার্যের ক্ষমতা থাকবে না। তবে প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য অঙ্গ-রাষ্ট্রীয় রাজস্বের একটি অংশ কেন্দ্রীয় সরকারের প্রাপ্য হবে। অঙ্গরাষ্ট্রগুলির সবরকমের করের শতকরা একই হারে আদায়কৃত অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের তহবিল গঠিত হবে।
দাবি - ৫ :
বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা:
(ক) ফেডারেশনভুক্ত প্রতিটি রাজ্যের বহির্বাণিজ্যের পৃথক পৃথক হিসাব রক্ষা করতে হবে।
(খ) বহির্বাণিজ্যের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা অঙ্গরাজ্যগুলির এখতিয়ারাধীন থাকবে।
(গ) কেন্দ্রের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার চাহিদা সমান হারে অথবা সর্বসম্মত কোন হারে অঙ্গরাষ্ট্রগুলিই মিটাবে।
(ঘ) অঙ্গ-রাষ্ট্রগুলির মধ্যে দেশজ দ্রব্য চলাচলের ক্ষেত্রে শুল্ক বা করজাতীয় কোন বাধা-নিষেধ থাকবে না।
(ঙ) শাসনতন্ত্রে অঙ্গরাষ্ট্রগুলিকে বিদেশে নিজ নিজ বানিজ্যিক প্রতিনিধি প্রেরণ এবং স্ব-স্বার্থে বানিজ্যিক চুক্তি সম্পাদনের ক্ষমতা দিতে হবে।
দাবি - ৬ :
আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা:
আঞ্চলিক সংহতি ও শাসনতন্ত্র রক্ষার জন্য শাসনতন্ত্রে অঙ্গ-রাষ্ট্রগুলিকে স্বীয় কর্তৃত্বাধীনে আধা সামরিক বা আঞ্চলিক সেনাবাহিনী গঠন ও রাখার ক্ষমতা ফিতে হবে।
এই ৬ দফায় বাকশালের আচর পর্যন্ত নেই। বরং এই ৬ দফা তৎকালীন সময়ে গনতন্ত্রকে সু সংগত করেছিলো। বাকশাল হয়েছিলো ক্ষমতার লোভে। এই বাকশালে দীর্ঘ কোন পরিকল্পনা বা আদর্শ ছিলো না । ধন্যবাদ
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৯
চাঁদগাজী বলেছেন:
পাকিস্তানী আমলে দেয়া ৬ দফা, ও দফার পেছেনের অর্থনীতিকে বাংলাদেশ আমলের রাজনীতিতে অন্তর্ভুক্ত করলে, উহা "বাকশালে" পরিণত করা সম্ভব।
অর্থনৈতিক মডেলিং বুঝতে হবে আপনাকে।
১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩২
জ্বলন্ত আলো বলেছেন: আমার মনে হয় অর্থনৈতিক মডেলিং আপনার চেয়ে আমার দখল একটু হলেও বেশি আছে। ধন্যবাদ
০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৩
চাঁদগাজী বলেছেন:
ভালো
১১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:১৯
কলাবাগান১ বলেছেন: "দুগ্ধশিশু কোলে প্রস্রাব করে মাত্র; আপনি হয়তো তোরাবোরায় আছেন।"
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪০
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেবকে আমরা সমালোচনা করছি মানে এই নয় যে, উনার অবদানকে অস্বীকার করছি; যারা উনার অবদানই বুঝতে পারে না, তারা অবশ্যই স্বাভাবিকভাবে ভাবতে পারছে না।
১২| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৫৮
হামীম প্রসেস বলেছেন: বাংলাদেশ স্বাধীন হবার পর গনতন্ত্র ইনস্টল দিলে যে ক্ষমতা রাজাকারদের হাতে যাবে এটা শেখ মুজিব জানতেন । তিনি বুঝে গিয়েছিলেন বাঙ্গালী চালানো অত সহজ নয় ।পরে অবশ্য তাই হয়েছিল এদেশে রাজাকারেরাই গাড়িতে পতাকা উড়িয়েছিল ।দেশ স্বাধীন হবার পর জনগন শেখ মুজিব ছাড়া কিছুই চায়নি ।তারা বাকশাল টাকশাল কিছু মনে করতেন না ।তারা জানত শেখ মুজিব যেটা চায় জনগনের ভালোর জন্যেই । আর যিনি এই পোষ্টটি লিখেছেন তার শিরোনাম দেখেই বোঝা গেছে উনি কোন জাতীয় ।উনি আসলটা জানার পরেও শেখ মুজিবের দোষ খুজছেন আর না হয় কিছুই না জেনে জানার ভান করছেন ।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৬
চাঁদগাজী বলেছেন:
পাথর দিয়ে এটম বোমা বানাতেন পারবেন আপনি।
১৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
দেবজ্যোতিকাজল বলেছেন: গণতন্ত্র ভোগ করা কঠিন । আমরা ৯০% মানুষ গণতন্ত্র মানে কি তা জানি না ।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৫
চাঁদগাজী বলেছেন:
জাতি অংক, সায়েন্স, ফাইন্যান্স কম বুঝে; ঠিক একইভাবে গণতন্ত্র কম বুঝে।
১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮
রূপক বিধৌত সাধু বলেছেন: come to email.
০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬
চাঁদগাজী বলেছেন:
আমি একটু দুরে আছি, চেক করবো।
১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫
স্ট্রিঙ্গার বলেছেন: বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়ের পাকনা বাল ছিড়া চুলায় দিয়া চা বানাইয়া খা। ছাগলের ল্যাদা ফ্লেভারের চা। পাদ্গাজী ছাগুর জন্য আবার কাঠালপাতা
বাল পাকনা বুইড়াচোদা নীলক্ষেত সার্টীফাইড আগাছা গাজী ছাগু ফাকিস্তানে গিয়া গায়
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
৮৩১আবীর১৯৮৩ বলেছেন: গনতন্ত্র কায়েমের স্বপ্ন দেখিয়ে দেশের মানুষের রক্তের উপর স্বাধীনতার লাল সূর্য। শেখ সাহেব যে ক্ষমতার লোভে বাকশাল কায়েমে ব্রতী হয়েছিলেন তা দুগ্ধশিশুও বুঝত। তাই তিনি নিচের থেকে উপর দিকের নীতি প্রয়োগ করার মত বোকামী করেননি। বরং আর দশজন ক্ষমতালোভীর মতই উপর থেকে নিচে চাপিয়ে দেয়ার চেষ্টা করেছিলেন। তার সন্তান শেখ হাসিনা কে দেখেই সব বোঝা যায়। যেমন বাপ তেমন বেটি।