নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

হায়েনামুক্ত, সরকারবিহীন বাংলাদেশে বিজয়ের একদিন, ১৬ই ডিসেম্বর, ১৯৭১

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫৩

আমরা এক নম্বর সেক্টর এলাকায় ছিলাম, পাকী বাহিনী ক্রমেই চট্টগ্রাম শহরে প্রবেশ করছে, লেজ তখনো কুমিরায়; সেখান থেকে আর্টিলারী দিয়ে নিজেদের পলায়নরত সৈনিকদের কাভার দিচ্ছিল; সাধারণ মানুষকে ঢাকা ট্রাংক রোডে উঠতে দেয়া হচ্ছিল না মুক্তিযোদ্ধা পক্ষ থেকে; মিত্র বাহিনীর সাঁজোয়া গাড়ী, মুক্তিযোদ্ধাদের সাঁজোয়া ও ট্রাক সুবিধা মতো পজিশন নিয়ে ক্রমেই সামনের দিকে এগুচ্ছে। দিনের ১১ টার দিকে সামনের দিকে থেকে সংবাদ দেয়া হলো যে, আর সামনে যেতে পারবে না কেহ।

দিনের ১২টার কিছু পরে, হঠাৎ গ্রামের দিকে থেকে হাজার হাজার মানুষ ট্রাংক রোডের দিকে দৌড়ায়ে আসতে দেখা গেলো; প্রায় মানুষই খালি গায়ে, লুন্গী-পরা, সবাই পাগলের মতো দৌড়ায়ে সাঁজোয়া বাহিনীর দিকে আসছে; দুর থেকে বুঝা যাচ্ছিল, এরা সবাই খালি হাতে আসছে; পেছনের সৈনিকেরা এদের বাধা দিতে চেস্টা করছিল; কিন্তু অসম্ভব ব্যাপার, মানুষ চীৎকার দিচ্ছে, কিছুই বুঝার উপায় নেই; ওরা নিজেদের মাঝে গলাগলি করছিল, তারপর দৌড়ায়ে সামানে আসছে; অনেক কস্টে কিছু শব্দ বুঝতে পারলাম, "সারেন্ডার, সারেন্ডার"; বুঝতে বাকী রলো না যে, পাকীরা বোধ হয় সারেন্ডারের কথা বলেছে।

এর ১০ মিনিট পর, এই মানুষের স্রোতের মাঝে আটকে পড়া একটি ইপিআর'এর ট্রাক থেকে ঘোষণা দিল যে, পাকীরা ঢাকাতে আত্মসমর্পন করেছে।

এবার শুর হলো মুক্তিযোদ্ধা ও ভারতীয় সৈনিকদের চীৎকার; মুক্তিযোদ্ধা দৌড়াচ্ছে, উপরের দিলে গুলি করছে, গ্রামের মানুষের সাথে সবাই মিশে একাকার।

শহরের দিকে যাওয়া নিষিদ্ধ, আমরা চাচ্ছিলাম উত্তর দিকে সরে যেতে; কিন্তু মানুষ রাস্তাঘাট, ট্রাংকরোড ব্লক করে দিয়ে শ্লোগান দিয়ে, নাচছে, চীৎকার দিচ্ছে।

৯ মাসের যুদ্ধের অবসান, মুক্তির স্বাদ, আগামী দিনের আশা মানুষের সকাল দু:খ, আপনজন হারানোর কস্ট মুছিয়ে দিয়েছে; মানুষ জয়ী, মানুষ মুক্ত, মানুষ আশাবাদী ছিল সেদিন রাত অবধি; গভীর রাতেও মানুষ রাস্তায় ছিল, আগুন জ্বলায়ে শীত নিবারণ করে, ৯ মাসের গল্প করছিল, বিজয়ের গল্প করছিল।

মন্তব্য ৪০ টি রেটিং +২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০১

কারাবন্দি বলেছেন: দেশ এখনো হায়েনামুক্ত হ​য়নি । আওয়ামী হায়েনারা দেশটা কুড়ে কুড়ে খাচ্ছে !

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২১

চাঁদগাজী বলেছেন:

হায়েনা থাকলে সাথে থাকে নেকড়ে, শিয়াল, বন্য কুকুর; এরা পরস্পরকে অনুসরণ করে।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৪

রাফা বলেছেন: হাসি ,কান্না,আনন্দ,বেদনা,দুঃখ ,কষ্ট সব কিছুর প্রকাশ ছিলো ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর।এর ডেফিনেশন দেওয়ার সাধ্য কারো নেই।গগন বিদারি চিৎকারে ও ফাকা বুলেটের শব্দে প্রকম্পিত হচ্ছিলো বাংলার আকাশ,বাতাস,নদী,নালা ,খাল,বিল,পাহাড়,জঙ্গল চারিদিক।
রাজাকার কারাবন্দি কি বলে শুনুন।মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে যে দল সে হয়েছে তাদের কাছে হায়েনা।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১২

চাঁদগাজী বলেছেন:


মানুষ বিজয়কে অনুভব করেছিলেন, প্রকাশ পেয়েছিল মানুষ চোখের আলোকে, চীৎকারে, আগামী দিনের আশায় মানুষের চোখে ছিল নতুন আলোক।

কারাবন্দীরা ইতিহাস, মানুষের অবদান, দলের অবদান বুঝার মত অবস্হানে নেই।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৭

কবি এবং হিমু বলেছেন: অভিনন্দন বিজয়ের।আপনাদের সেদিনের সেই মানুসিকতা ছড়িয়ে পড়ুক সব তরুনদের মাঝে।তারা যেন আবার যুদ্ধ করতে পারে স্বাধীন দেশের সেসব হায়েনাদের সাথে যারা লুকিয়ে আছে নোংরা রাজনীতির আঁচলে সেটা হোক হাসিনা,খালেদা নয়তবা জামায়াতের দলে।তাদের শক্তির কাছে পাক বাহিনীর মতো পরাজিত হোক স্বাধীন দেশের সকল সুবিধাবাদী(স্বাধীন) রাজাকারগুলো।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৭

চাঁদগাজী বলেছেন:

২ জেনারেশন হারিয়ে গেছে কিছু না পেয়ে; সেনিের ৭ কোটী যা পাবার কথা ছিল, একা ফালু সেটুকু নিয়ে গেছে; সেদিনের ট কোটী যা পাবার কথা ছিল, একা ওরিয়ন, তা নিয়ে গেছে; একা তারেক, কোকো, তুহিন, সাইদ ইসকান্দর, শামীম ইসকান্দর দখল করেছে লাখ লখা পরিবারের সমান সম্পত্তই; এরা আমাদের স্বাধীনতা দখল করে ফেলেছে।

আমাদেরকে ভাবতে হবে, কি করে সব মানুষকে পড়ালেখা, ট্রেনিং দেয়া যায়, সবার জন্য কিভাবে চাকুরীর সৃস্টি করা যায়; সবাকে কি করে চিকিৎসা দেয়া যায়, সবাকে কমপক্ষে সম্মানের সাথে গুমানোর যায়গা দেয়া যায়।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা ।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৮

চাঁদগাজী বলেছেন:


আপনাকেও শুভেচ্ছা; সব ব্লগারকে শুভেচ্ছা।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০১

কলাবাগান১ বলেছেন: @কারাবন্দি
যখন রাজাকারের গাড়ীতে পতাকা উঠেছিল, তখন দেশ হায়েনা মুক্ত ছিল?????

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৯

চাঁদগাজী বলেছেন:

শেখ হাসিনাকে সব মানুষের জন্য কিছু করতে হবে, যাতে কারাবন্দিরা গুজব রটাতে না পারে।

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৬

কারাবন্দি বলেছেন: এখন বুঝি পতাকা নেই বেয়াইয়ের গাড়িতে ? নাকি ভাসুরের নাম মুখে নিতে মানা ? @কলাবাগান ১

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২০

চাঁদগাজী বলেছেন:

যারা নিজেদের ভুল বুঝে মানুষের জন্য কাজ করছে; আর যারা '৭১ এর হত্যাকান্ড 'সঠিক' বলছে, তারা সমান নয়।

৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩

তিমিরবিলাসী বলেছেন: সেই আনন্দ অনুভব করতে পারি।
বিজয়ের শুভেচ্ছা।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:

আপনাকেও বিজয়ের শুভেচ্ছা; সাথে সাথে সব ব্লগারদের

আমরা সেই দিনটির কাছাকাছি কিছু ফিরায়ে আনবো

৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: বিজয়ের শুভেচ্ছা

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:


আপনাকেও বিজয়ের শুভেচ্ছা; সাথে সাথে সব ব্লগারদের

৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০১

জনম দাসী বলেছেন: কোথায় সেই কাঙ্ক্ষিত বিজয় চাঁদ... দেশ যে ক্ষুধা মুক্ত হয়নি, নারী মুক্তি পায়নি, আমার দেশে আমরাই পরাধীন; ভাল থাকুন কলমের অস্ত্র চালনা যোদ্ধা...

১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:


৪৪ বছরের মাঝে ৪০ বছর কেটে গেছে, বিএনপি-জামাত, জাপা ও আওয়ামী লীগের মারামারি ও সম্পত্তি দখলে; ফালু ও খালেদা জিয়া দখল করেছে বিলিয়ন ডলার, মেজর মান্নান কয়েক বিলিয়ন, ড: মহী উদ্দিন আলমগীর কয়েক বিলিয়ন, তারেক-গিয়াস কয়েক বিলিয়ন, আমান উল্লাহ আমান কয়েক মিলিয়ন, ওরিয়ন কয়েক বিলিয়ন....

বাকীদের জন্য কি থাকবে?

১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

ফেরদৌসা রুহী বলেছেন: বিনম্র শ্রদ্ধা সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি। আমার বাবা ৩ নং সেক্টরে যুদ্ধ করেছে।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:



আপনাদের পরিবারের জন্য রলো বিজয়ের শুভেচ্ছা; স্পেশালী আপনার বাবার জন্য অনেক অনেক শুভেচ্ছা।

১১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৪

ডিবি আবদুর রহমান বলেছেন: 9 মাসের যুদ্ধের অবসান, মুক্তির স্বাদ, আগামী দিনের আশা মানুষের সকাল দু:খ, আপনজন হারানোর কস্ট মুছিয়ে দিয়েছে; মানুষ জয়ী, মানুষ মুক্ত, মানুষ আশাবাদী ছিল সেদিন রাত অবধি; গভীর রাতেও মানুষ রাস্তায় ছিল, আগুন জ্বলায়ে শীত নিবারণ করে, ৯ মাসের গল্প করছিল, বিজয়ের গল্প করছিল।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১১

চাঁদগাজী বলেছেন:

সেদিন আর আসবে না; হয়তো ভালো, বা খারাপ দিন আসবে, সেদিন আর আসবে না

১২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: .....তবুও যেটুকু পেয়েছি, যেটুকু পাচ্ছি, যা কিছু পাওয়ার সম্ভাবনা আছে তা সবই স্বাধীন হওয়ার পরেই সম্ভব হচ্ছে ।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৫

চাঁদগাজী বলেছেন:

হাতীর মুল্য দিয়ে ছাগল কেনা সঠিক নয়।

২২ হাজার মুক্তিযোদ্ধা, লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছেন, নারী নির্যাতন সয়েছে জাতি এজন্য নয়।

আপনার ছেলে, বা কেহ বোধ হয় ইউনিভার্সিটিটে পড়েন, আপনি লিখেছেন; আপনি কি কাজ করছেন?

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:২০

প্রামানিক বলেছেন: যা পেয়েছি তাতে মন্দ কি আগে এটাও ছিল না।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৫

চাঁদগাজী বলেছেন:


আগ আর পরে বলটে কিছু নেই, জাতি যদি আগের মতো থাকতে চাইতো, এত রক্ত দেয়ার দরকার ছিলো না; যাঁরা পুরো জাতিকে শক্তিশালী দেখটে চেয়েছিলেন, তাঁরাই যুদ্ধ করতে গিয়েছিলেন; রক্ত দেয়া হয়েছে পুরো জাতির জন্য, কয়েক জনের দখলের জন্য নয়।

১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৯

খেয়া ঘাট বলেছেন: ৯ মাসের যুদ্ধের অবসান, মুক্তির স্বাদ, আগামী দিনের আশা মানুষের সকাল দু:খ, আপনজন হারানোর কস্ট মুছিয়ে দিয়েছে; মানুষ জয়ী, মানুষ মুক্ত, মানুষ আশাবাদী ছিল সেদিন রাত অবধি; গভীর রাতেও মানুষ রাস্তায় ছিল, আগুন জ্বলায়ে শীত নিবারণ করে, ৯ মাসের গল্প করছিল, বিজয়ের গল্প করছিল। - পড়লাম আর কাঁদলাম।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪৫

চাঁদগাজী বলেছেন:


সেদিন মানুষ বিশ্বাস করেছিল অতি-মানব জীবনে।
শুভেচ্ছা

১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৮

সরলপাঠ বলেছেন: 'সরকার বিহীন একদিন' - এ কেমন কথা বললেন? তখন তো জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন। দেশ নায়েক খাম্বা তারেক রহমান গবেষণার ফল আপনি ভুলে গেলেন :P :P ?

যাই হোক, বিজয় দিবসের শুভেচ্ছা।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৩৫

চাঁদগাজী বলেছেন:

বিজয়ের শুভেচ্ছা।

তখন তাজুদ্দিন সাহেব ফেরেননি।

১৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৫২

শাহাদাত হোসেন বলেছেন: আবার সবাই মিলেমিশে হায়েনামুক্ত বিজয় দিবস পালনের জন্য হয়তো আরেকবার সংগ্রামের প্রয়োজন

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:


এখন দরকার একটি রাজনৈতিক প্রচেস্টা, যা সব নাগরিককে সমান সুযোগ এনে দিবে।

১৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪

নতুন বাঙ্গাল বলেছেন: অভিনন্দন আপনাকে, সেদিনের সেই বিজয়ের সাক্ষী হিসাবে আমাদের বিজয়ের গল্প শোনানোর জন্য।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:


সেইদিনটি ছিল অনেক বড়, অনেক বড় স্বপ্নের।

১৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৬

সচেতনহ্যাপী বলেছেন: দেখছি,অনুভবেও ছিল সে দিনের আনন্দ এবং উল্লাস।।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৬

চাঁদগাজী বলেছেন:


যুদ্ধে জয়ই ছিল আমাদের একমাত্র আনন্দ, জাতিকে বড় করতে পারলাম না কোনভাবেই

১৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫১

সচেতনহ্যাপী বলেছেন: মাঝে মাঝে এমন করে অনেক কঠিন কথাই আপনি অনায়াসে সহজ করে বলতে পারেন বলেই আমার ভাল লাগার একজন।। ধন্যবাদ।।

১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৬

চাঁদগাজী বলেছেন:


আমাদের জেনারেশনের সাধারন মানুষ জাতির সাথে ছিলেন, আছেন

২০| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৬

খোঁচা বাবা বলেছেন: নীলক্ষেত সার্টীফায়েড মুক্তিযোদ্ধা পাকী জারজ বেজন্মা ছাগু গাজী, তোর লাইগা কাঁঠালপাতা। প্রান ভইরা খা। ;) =p~



২৮ শে অক্টোবর, ২০২০ রাত ২:২৯

চাঁদগাজী বলেছেন:


ব্লগে আছেন, নাকি আস্তা লা ভিস্তা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.